Bible Language
Bengali Old BSI Version

:

BNV
1. রহবিয়াম শিখিমে গেলেন, কেননা তাঁহাকে রাজা করণার্থে সমস্ত ইস্রায়েল শিখিমে উপস্থিত হইয়াছিল।
1. And Rehoboam H7346 went H1980 to Shechem H7927 : for H3588 to Shechem H7927 were all H3605 Israel H3478 come H935 to make him king H4427 H853 .
2. আর যখন নবাটের পুত্র যারবিয়াম এই বিষয় শুনিলেন, (কারণ তিনি মিসরে ছিলেন, শলোমন রাজার সম্মুখ হইতে তথায় পলাইয়া গিয়াছিলেন), তখন যারবিয়াম মিসর হইতে ফিরিয়া আসিলেন।
2. And it came to pass H1961 , when Jeroboam H3379 the son H1121 of Nebat H5028 , who H1931 was in Egypt H4714 , whither H834 he had fled H1272 from the presence H4480 H6440 of Solomon H8010 the king H4428 , heard H8085 it , that Jeroboam H3379 returned H7725 out of Egypt H4480 H4714 .
3. লোকেরা দূত পাঠাইয়া তাঁহাকে ডাকিয়া আনিল; আর যারবিয়াম সমস্ত ইস্রায়েল-রহবিয়ামের কাছে আসিয়া এই কথা কহিলেন,
3. And they sent H7971 and called H7121 him . So Jeroboam H3379 and all H3605 Israel H3478 came H935 and spoke H1696 to H413 Rehoboam H7346 , saying H559 ,
4. আপনার পিতা আমাদের উপর দুঃসহ যোঁয়ালি দিয়াছেন; অতএব আপনার পিতা আমাদের উপরে যে কঠিন দাস্যকর্ম্ম ভারী যোঁয়ালি চাপাইয়াছেন, আপনি তাহা লঘু করুন, করিলে আমরা আপনার দাসত্ব করিব।
4. Thy father H1 made H853 our yoke H5923 grievous H7185 : now H6258 therefore ease H7043 thou somewhat the grievous H7186 servitude H4480 H5656 of thy father H1 , and his heavy H3515 yoke H4480 H5923 that H834 he put H5414 upon H5921 us , and we will serve H5647 thee.
5. তিনি তাহাদিগকে কহিলেন, তিন দিনের পর আবার আমার নিকটে আসিও; তাহাতে লোকেরা চলিয়া গেল।
5. And he said H559 unto H413 them , Come again H7725 unto H413 me after H5750 three H7969 days H3117 . And the people H5971 departed H1980 .
6. পরে রহবিয়াম রাজা, তাঁহার পিতা শলোমনের জীবনকালে যে বৃদ্ধগণ তাঁহার সম্মুখে দাঁড়াইতেন, তাঁহাদের সহিত মন্ত্রণা করিলেন, কহিলেন, আমি লোকদিগকে কি উত্তর দিব? তোমরা কি মন্ত্রণা দেও?
6. And king H4428 Rehoboam H7346 took counsel H3289 with H854 the old men H2205 that H834 had H1961 stood H5975 before H6440 Solomon H8010 his father H1 while he yet lived H1961 H2416 , saying H559 , What H349 counsel give H3289 ye H859 me to return H7725 answer H1697 to this H2088 people H5971 ?
7. তাঁহারা তাঁহাকে কহিলেন, যদি আপনি লোকদের উপরে সদয় হইয়া উহাদের প্রতি অনুগ্রহ করেন, এবং উহাদিগকে প্রিয় বাক্য বলেন, তবে উহারা সর্ব্বদা আপনার সেবক থাকিবে।
7. And they spoke H1696 unto H413 him, saying H559 , If H518 thou be H1961 kind H2896 to this H2088 people H5971 , and please H7521 them , and speak H1696 good H2896 words H1697 to H413 them , they will be H1961 thy servants H5650 forever H3605 H3117 .
8. কিন্তু তিনি বৃদ্ধগণের দত্ত মন্ত্রণা ত্যাগ করিয়া, তাঁহার বয়স্য যে যুবকেরা তাঁহার সম্মুখে দাঁড়াইত, তাহাদের সহিত মন্ত্রণা করিলেন।
8. But he forsook H5800 H853 the counsel H6098 which H834 the old men H2205 gave H3289 him , and took counsel H3289 with H854 the young men H3206 that H834 were brought up H1431 with H854 him , that stood H5975 before H6440 him.
9. তিনি তাহাদিগকে কহিলেন, লোকেরা বলিতেছে, আপনার পিতা আমাদের উপরে যে যোঁয়ালি চাপাইয়াছেন, তাহা লঘু করুন; এখন আমরা উহাদিগকে কি উত্তর দিব? তোমরা কি মন্ত্রণা দেও? তাঁহার বয়স্য যুবকগণ উত্তর করিল,
9. And he said H559 unto H413 them, What H4100 advice give H3289 ye H859 that we may return H7725 answer H1697 H853 to this H2088 people H5971 , which H834 have spoken H1696 to H413 me, saying H559 , Ease H7043 somewhat H4480 the yoke H5923 that H834 thy father H1 did put H5414 upon H5921 us?
10. যে লোকেরা আপনাকে বলিতেছে, আপনার পিতা আমাদের উপরে ভারী যোঁয়ালি চাপাইয়াছেন, আপনি আমাদের পক্ষে তাহা লঘু করুন, তাহাদিগকে এই কথা বলুন, আমার কনিষ্ঠ অঙ্গুলি আমার পিতার কটিদেশ হইতেও স্থূল;
10. And the young men H3206 that H834 were brought up H1431 with H854 him spoke H1696 unto H854 him, saying H559 , Thus H3541 shalt thou answer H559 the people H5971 that H834 spoke H1696 unto H413 thee, saying H559 , Thy father H1 made our yoke heavy H3513 H853 H5923 , but make thou it somewhat lighter H859 H7043 for H4480 H5921 us; thus H3541 shalt thou say H559 unto H413 them , My little H6995 finger shall be thicker H5666 than my father H1 's loins H4480 H4975 .
11. এখন, আমার পিতা তোমাদের উপরে ভারী যোঁয়ালি চাপাইয়া দিয়াছিলেন, কিন্তু আমি তোমাদের যোঁয়ালি আরও ভারী করিব; আমার পিতা তোমাদিগকে কশা দ্বারা শাস্তি দিতেন, কিন্তু আমি বৃশ্চিক দ্বারা দিব।
11. For whereas H6258 my father H1 put H6006 a heavy H3515 yoke H5923 upon H5921 you, I H589 will put more H3254 to H5921 your yoke H5923 : my father H1 chastised H3256 you with whips H7752 , but I H589 will chastise you with scorpions H6137 .
12. পরে ‘তৃতীয় দিনে আমার নিকটে ফিরিয়া আসিও,’ রাজার উক্ত এই কথানুসারে যারবিয়াম এবং সমস্ত লোক তৃতীয় দিনে রহবিয়ামের নিকটে উপস্থিত হইলেন।
12. So Jeroboam H3379 and all H3605 the people H5971 came H935 to H413 Rehoboam H7346 on the third H7992 day H3117 , as H834 the king H4428 bade H1696 , saying H559 , Come again H7725 to H413 me on the third H7992 day H3117 .
13. আর রাজা তাহাদিগকে কঠিন উত্তর দিলেন; ফলে রহবিয়াম রাজা বৃদ্ধগণের মন্ত্রণা ত্যাগ করিলেন,
13. And the king H4428 answered H6030 them roughly H7186 ; and king H4428 Rehoboam H7346 forsook H5800 H853 the counsel H6098 of the old men H2205 ,
14. এবং সেই যুবকদের মন্ত্রণানুযায়ী কথা তাহাদিগকে বলিলেন; তিনি কহিলেন, আমার পিতা তোমাদের যোঁয়ালি ভারী করিয়াছিলেন, কিন্তু আমি তাহা আরও ভারী করিব; আমার পিতা তোমাদিগকে কশা দ্বারা শাস্তি দিতেন, কিন্তু আমি বৃশ্চিক দ্বারা দিব।
14. And answered H1696 H413 them after the advice H6098 of the young men H3206 , saying H559 , My father H1 made your yoke heavy H3513 H853 H5923 , but I H589 will add H3254 thereto H5921 : my father H1 chastised H3256 you with whips H7752 , but I H589 will chastise you with scorpions H6137 .
15. এইরূপে রাজা লোকদের কথায় কর্ণপাত করিলেন না, কেননা শীলোনীয় অহিয়ের দ্বারা সদাপ্রভু নবাটের পুত্র যারবিয়ামকে যে কথা বলিয়াছিলেন, তাহা অটল রাখিবার জন্য ঈশ্বর হইতে এই ঘটনা হইল।
15. So the king H4428 hearkened H8085 not H3808 unto H413 the people H5971 : for H3588 the cause H5252 was H1961 of H4480 H5973 God H430 , that H4616 the LORD H3068 might perform H6965 H853 his word H1697 , which H834 he spoke H1696 by the hand H3027 of Ahijah H281 the Shilonite H7888 to H413 Jeroboam H3379 the son H1121 of Nebat H5028 .
16. যখন সমস্ত ইস্রায়েল দেখিল, রাজা তাহাদের কথায় কর্ণপাত করিলেন না, তখন লোকেরা রাজাকে এই উত্তর দিল, দায়ূদে আমাদের কি অংশ? যিশয়ের পুত্রে আমাদের কোন অধিকার নাই; হে ইস্রায়েল প্রত্যেকে আপন আপন তাম্বুতে যাও; দায়ূদ! এখন তুমি আপনার কুল দেখ। পরে সমস্ত ইস্রায়েল আপন আপন তাম্বুতে চলিয়া গেল।
16. And when all H3605 Israel H3478 saw that H3588 the king H4428 would not H3808 hearken H8085 unto them , the people H5971 answered H7725 H853 the king H4428 , saying H559 , What H4100 portion H2506 have we in David H1732 ? and we have none H3808 inheritance H5159 in the son H1121 of Jesse H3448 : every man H376 to your tents H168 , O Israel H3478 : and now H6258 , David H1732 , see H7200 to thine own house H1004 . So all H3605 Israel H3478 went H1980 to their tents H168 .
17. তথাপি যে ইস্রায়েলসন্তানগণ যিহূদার নগর সকলে বাস করিত, রহবিয়াম তাহাদের উপরে রাজত্ব করিলেন।
17. But as for the children H1121 of Israel H3478 that dwelt H3427 in the cities H5892 of Judah H3063 , Rehoboam H7346 reigned H4427 over H5921 them.
18. পরে রহবিয়াম রাজা আপনার কর্ম্মাধীন দাসদের অধ্যক্ষ হদোরামকে পাঠাইলেন, কিন্তু ইস্রায়েল-সন্তানগণ তাহাকে পাথর মারিল, তাহাতে সে মরিয়া গেল। আর রহবিয়াম রাজা যিরূশালেমে পলাইবার জন্য তাড়াতাড়ি গিয়া রথে উঠিলেন।
18. Then king H4428 Rehoboam H7346 sent H7971 H853 Hadoram H1913 that H834 was over H5921 the tribute H4522 ; and the children H1121 of Israel H3478 stoned H7275 him with stones H68 , that he died H4191 . But king H4428 Rehoboam H7346 made speed H553 to get him up H5927 to his chariot H4818 , to flee H5127 to Jerusalem H3389 .
19. এইরূপে ইস্রায়েল দায়ূদকুলের বিদ্রোহী হইল; অদ্য পর্য্যন্ত সেই ভাবেই রহিয়াছে।
19. And Israel H3478 rebelled H6586 against the house H1004 of David H1732 unto H5704 this H2088 day H3117 .