|
|
1. পরে ঈশ্বরের আত্মা ওদেদের পুত্র অসরিয়ের উপরে আসিলেন, তাহাতে তিনি আসার সহিত সাক্ষাৎ করিতে গেলেন,
|
1. And the Spirit H7307 of God H430 came H1961 upon H5921 Azariah H5838 the son H1121 of Oded H5752 :
|
2. গিয়া তাঁহাকে কহিলেন, হে আসা, এবং হে যিহূদার ও বিন্যামীনের সমস্ত লোক, তোমরা আমার বাক্য শুন; তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাক, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন; আর যদি তোমরা তাঁহার অন্বেষণ কর, তবে তিনি তোমাদিগকে তাঁহার উদ্দেশ পাইতে দিবেন; কিন্তু যদি তাঁহাকে ত্যাগ কর, তবে তিনি তোমাদিগকে ত্যাগ করিবেন।
|
2. And he went out H3318 to meet H6440 Asa H609 , and said H559 unto him, Hear H8085 ye me, Asa H609 , and all H3605 Judah H3063 and Benjamin H1144 ; The LORD H3068 is with H5973 you , while ye be H1961 with H5973 him ; and if H518 ye seek H1875 him , he will be found H4672 of you ; but if H518 ye forsake H5800 him , he will forsake H5800 you.
|
3. ইস্রায়েল বহুকাল সত্যময় ঈশ্বর-বিহীন, শিক্ষাদায়ক যাজক-বিহীন ও ব্যবস্থাবিহীন ছিল;
|
3. Now for a long season H7227 H3117 Israel H3478 hath been without H3808 the true H571 God H430 , and without H3808 a teaching H3384 priest H3548 , and without H3808 law H8451 .
|
4. কিন্তু সঙ্কটে যখন তাহারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরিয়া তাঁহার অন্বেষণ করিল, তখন তিনি তাহাদিগকে তাঁহার উদ্দেশ পাইতে দিলেন।
|
4. But when they in their trouble H6862 did turn H7725 unto H5921 the LORD H3068 God H430 of Israel H3478 , and sought H1245 him , he was found H4672 of them.
|
5. সেই সময়ে যে বাহিরে যাইত ও যে ভিতরে আসিত, উভয়ের কিছুই শান্তি হইত না; দেশ-নিবাসী সকলে অতিশয় ত্রাসযুক্ত হইয়াছিল।
|
5. And in those H1992 times H6256 there was no H369 peace H7965 to him that went out H3318 , nor to him that came in H935 , but H3588 great H7227 vexations H4103 were upon H5921 all H3605 the inhabitants H3427 of the countries H776 .
|
6. তাহারা চূর্ণ হইত, এক জাতি অন্য জাতিকে ও এক নগর অন্য নগরকে আঘাত করিত; কেননা ঈশ্বর সর্ব্বপ্রকার সঙ্কট দ্বারা তাহাদিগকে ত্রাসযুক্ত করিতেন।
|
6. And nation H1471 was destroyed H3807 of nation H1471 , and city H5892 of city H5892 : for H3588 God H430 did vex H2000 them with all H3605 adversity H6869 .
|
7. কিন্তু তোমরা বলবান হও, তোমাদের হস্ত শিথিল না হউক, কেননা তোমাদের কার্য্য পুরস্কৃত হইবে।
|
7. Be ye strong H859 H2388 therefore , and let not H408 your hands H3027 be weak H7503 : for H3588 your work H6468 shall be H3426 rewarded H7939 .
|
8. যখন আসা এই সকল বাক্য, অর্থাৎ ওদেদ ভাববাদীর ভাববাণী শুনিলেন, তখন তিনি সাহস পাইয়া যিহূদার ও বিন্যামীনের সমস্ত দেশ হইতে এবং তিনি পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে যে সকল নগর হস্তগত করিয়াছিলেন, সেই সকল নগর হইতে ঘৃণার্হ বস্তু সকল দূর করিলেন, এবং সদাপ্রভুর বারাণ্ডার সম্মুখস্থ সদাপ্রভুর যজ্ঞবেদি সারাইলেন।
|
8. And when Asa H609 heard H8085 these H428 words H1697 , and the prophecy H5016 of Oded H5752 the prophet H5030 , he took courage H2388 , and put away H5674 the abominable idols H8251 out of all H4480 H3605 the land H776 of Judah H3063 and Benjamin H1144 , and out of H4480 the cities H5892 which H834 he had taken H3920 from mount H4480 H2022 Ephraim H669 , and renewed H2318 H853 the altar H4196 of the LORD H3068 , that H834 was before H6440 the porch H197 of the LORD H3068 .
|
9. পরে তিনি সমস্ত যিহূদা ও বিন্যামীনকে এবং তাহাদের মধ্যে প্রবাসী ইফ্রয়িম, মনঃশি ও শিমিয়োন হইতে আগত লোকদিগকে একত্র করিলেন; কেননা তাঁহার ঈশ্বর সদাপ্রভু তাঁহার সহবর্ত্তী আছেন দেখিয়া, ইস্রায়েল হইতে অনেক লোক আসিয়া তাঁহার পক্ষে হইয়াছিল।
|
9. And he gathered H6908 H853 all H3605 Judah H3063 and Benjamin H1144 , and the strangers H1481 with H5973 them out of Ephraim H4480 H669 and Manasseh H4519 , and out of Simeon H4480 H8095 : for H3588 they fell H5307 to H5921 him out of Israel H4480 H3478 in abundance H7230 , when they saw H7200 that H3588 the LORD H3068 his God H430 was with H5973 him.
|
10. আসার রাজত্বের পঞ্চদশ বৎসরের তৃতীয় মাসে লোকেরা যিরূশালেমে একত্র হইল।
|
10. So they gathered themselves together H6908 at Jerusalem H3389 in the third H7992 month H2320 , in the fifteenth H2568 H6240 year H8141 of the reign H4438 of Asa H609 .
|
11. আর সেই দিনে তাহারা আনীত লুট দ্রব্য হইতে সাত শত গোরু ও সাত সহস্র মেষ সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিল।
|
11. And they offered H2076 unto the LORD H3068 the same H1931 time H3117 , of H4480 the spoil H7998 which they had brought H935 , seven H7651 hundred H3967 oxen H1241 and seven H7651 thousand H505 sheep H6629 .
|
12. আর তাহারা এই নিয়মে আবদ্ধ হইল যে, আপন আপন সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিবে;
|
12. And they entered H935 into a covenant H1285 to seek H1875 H853 the LORD H3068 God H430 of their fathers H1 with all H3605 their heart H3824 and with all H3605 their soul H5315 ;
|
13. ছোট কি বড়, পুরুষ কি স্ত্রী, যে কেহ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ না করিবে, তাহার প্রাণদণ্ড হইবে।
|
13. That whosoever H3605 H834 would not H3808 seek H1875 the LORD H3068 God H430 of Israel H3478 should be put to death H4191 , whether H4480 small H6996 or H5704 great H1419 , whether man H4480 H376 or H5704 woman H802 .
|
14. তাহারা উচ্চৈঃস্বরে জয়ধ্বনিপূর্ব্বক তূরী ও শৃঙ্গ বাজাইয়া সদাপ্রভুর সাক্ষাতে শপথ করিল।
|
14. And they swore H7650 unto the LORD H3068 with a loud H1419 voice H6963 , and with shouting H8643 , and with trumpets H2689 , and with cornets H7782 .
|
15. এই শপথে সমস্ত যিহূদা আনন্দ করিল, কেননা তাহারা আপনাদের সমস্ত অন্তঃকরণের সহিত শপথ করিয়াছিল; এবং সম্পূর্ণ বাসনার সহিত সদাপ্রভুর অন্বেষণ করাতে তিনি তাহাদিগকে তাঁহার উদ্দেশ পাইতে দিলেন; আর তিনি চারিদিকে তাহাদিগকে বিশ্রাম দিলেন।
|
15. And all H3605 Judah H3063 rejoiced H8055 at H5921 the oath H7621 : for H3588 they had sworn H7650 with all H3605 their heart H3824 , and sought H1245 him with their whole H3605 desire H7522 ; and he was found H4672 of them : and the LORD H3068 gave them rest H5117 round about H4480 H5439 .
|
16. আর আসা রাজার মাতা মাখা আশেরার এক ভীষণ প্রতিমা নির্ম্মাণ করিয়াছিলেন বলিয়া আসা তাঁহাকে মাতারাণীর পদ হইতে চ্যুত করিলেন, এবং আসা তাঁহার সেই ভীষণ প্রতিমা ছেদন করিয়া চূর্ণ করিলেন ও কিদ্রোণ স্রোতের ধারে তাহা পোড়াইয়া দিলেন।
|
16. And also H1571 concerning Maachah H4601 the mother H517 of Asa H609 the king H4428 , he removed H5493 her from being queen H4480 H1377 , because H834 she had made H6213 an idol H4656 in a grove H842 : and Asa H609 cut down H3772 H853 her idol H4656 , and stamped H1854 it , and burnt H8313 it at the brook H5158 Kidron H6939 .
|
17. কিন্তু ইস্রায়েলের মধ্য হইতে উচ্চস্থলী সকল দূরীকৃত হইল না; তথাপি আসার অন্তঃকরণ যাবজ্জীবন একাগ্র ছিল।
|
17. But the high places H1116 were not H3808 taken away H5493 out of Israel H4480 H3478 : nevertheless H7535 the heart H3824 of Asa H609 was H1961 perfect H8003 all H3605 his days H3117 .
|
18. আর তিনি আপন পিতার পবিত্রীকৃত ও আপনার পবিত্রীকৃত রৌপ্য, স্বর্ণ ও পাত্র সকল ঈশ্বরের গৃহে আনিলেন।
|
18. And he brought into H935 the house H1004 of God H430 H853 the things that his father H1 had dedicated H6944 , and that he himself had dedicated H6944 , silver H3701 , and gold H2091 , and vessels H3627 .
|
19. আসার রাজত্বের পঁয়ত্রিশ বৎসর পর্য্যন্ত আর যুদ্ধ হইল না।
|
19. And there was H1961 no H3808 more war H4421 unto H5704 the five H2568 and thirtieth H7970 year H8141 of the reign H4438 of Asa H609 .
|