Bible Versions
Bible Books

Ezekiel 26:4 (BNV) Bengali Old BSI Version

1 নির্বাসনের একাদশতম বছরের মাসের প্রথম দিনে প্রভুর বাক্য আমার কাছে এল| তিনি বললেন,
2 “হে মনুষ্যসন্তান, সোর জেরুশালেমের বিরুদ্ধে বাজে কথা বলেছে, বলেছে ‘সাবাস! নগরের লোক জন রক্ষা করে যে দরজা তা ধ্বংস হয়েছে| দরজা আমার জন্য খুলে গেছে| শহর তো ধ্বংসপ্রাপ্ত, তাই তার থেকে মূল্যবান জিনিসগুলি আমি আনতে পারি|”‘
3 তাই প্রভু আমার সদাপ্রভু বলেন, “সোর, আমি তোমার বিরুদ্ধে| আমি যুদ্ধ করার জন্য তোমার বিরুদ্ধে বহু জাতিকে আনব, তারা সমুদ্রের তটে ফিরে আসা ঢেউযের মত বার বার আসবে|”
4 ঈশ্বর বলেন, “সেই শএু সেনারা সোরের প্রাচীর ধ্বংস করবে তার স্তম্ভগুলি টেনে মাটিতে নামাবে| আমিও তার ভূমির ওপরের মাটির স্তর চেঁচে ফেলে সোরকে একটি নগ্ন পাষাণে পরিণত করব|
5 সোর সমুদ্রের ধারে মাছের জাল বিছাবার জায়গা হবে| আমিই একথা বলেছি!” প্রভু আমার সদাপ্রভু আরও বলেন, “সোর যুদ্ধে লুঠ করা মূল্যবান সামগ্রীর মত হবে|”
6 তারপর তার কন্যারা যারা মাঠে থাকবে তাদের হত্যা করা হবে| তখন তারা জানবে যে আমিই প্রভু|”
7 প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন, “আমি উত্তর দিক থেকে সোরের বিরুদ্ধে এক শএু আনব| সেই শএু নবূখদ্রিত্‌সর, বাবিলের মহান রাজা! সে তার সঙ্গে আনবে বিরাট সৈন্যবাহিনী আর তাতে অশ্ব, অশ্বারোহী সৈন্য অনেক পদাতিক সৈন্য থাকবে! সৈন্যরা অন্য অনেক জাতি থেকে আসবে|
8 নবূখদ্রিত্‌সর তোমাদের নিকটের (ছোট ছোট শহরগুলি) ধ্বংস করবে| সে শহর আক্রমণ করবার জন্য বহু মিনার গড়বে| তোমাদের আক্রমণ করবার জন্য সে একটি জাঙ্গাল তৈরী করবে| সে তার সৈন্যদলকে ঢাল দিয়ে রক্ষা করবে| সেই জাঙ্গালটি প্রাচীর পর্য়ন্ত যাবে|
9 সে প্রাচীর -ভেদক যন্ত্র নিয়ে আসবে তীক্ষ্ণ অস্ত্র দিয়ে তোমাদের মিনারগুলো ভেঙ্গে ফেলবে|
10 তার অশ্বের সংখ্যা এত হবে যে তাদের পায়ের ধূলো তোমায় ঢেকে ফেলবে| বাবিলের রাজা নগরের দ্বারে প্রবেশ করার সময়ে অশ্বারোহী সৈন্যের, শকট রথের শব্দে তোমার প্রাচীর কাঁপবে|
11 বাবিলের রাজা ঘোড়ায় চড়ে তোমার শহরের মধ্যে দিয়ে আসবে আর তার ঘোড়াগুলোর শব্দে সমস্ত পথ দলিত হবে| সে তরবারির দ্বারা তোমার লোকদের হত্যা করবে, তোমার শহরের দৃঢ় থামগুলো ভূমিসাত্‌ হবে|
12 নবূখদ্রিত্‌সরের লোকরা তোমাদের ধন দৌলত ছিনিয়ে নিয়ে যাবে| তোমরা যা বিক্রিী করতে চেয়েছিলে তাও তারা নিয়ে যাবে| তারা তোমাদের প্রাচীরগুলো মনোরম বাড়িগুলোকে ধ্বংস করবে এবং তোমাদের পাথর, তোমাদের কাঠ এবং তোমাদের মাটি সমুদ্রে ফেলে দেবে|
13 আমি তোমার আনন্দের গান থামিয়ে দেব, লোকে আর তোমার বীণার শব্দ শুনতে পাবে না|
14 আমি তোমায় একটি নগ্ন পাষাণে পরিণত করব| তুমি সমুদ্রের ধারে একটি জাল বিস্তার করবার জায়গার মত হবে! তোমাকে আবার গড়া হবে না! কারণ আমি, প্রভু এই কথা বলছি!” এই কথাগুলি প্রভু, আমার সদাপ্রভু বলেছেন|
15 প্রভু আমার সদাপ্রভু সোরের প্রতি এই কথা বলেন: “ভূমধ্যসাগরের উপকূলের দেশগুলো তোমার পতনের শব্দে কাঁপবে| তোমার মধ্যকার লোকরা আঘাত পেলে হত হলেই কি তা ঘটবে না?
16 তখন উপকূলের দেশগুলির নেতারা তাদের সিংহাসন থেকে নেমে এসে দুঃখ প্রকাশ করবে| তারা তাদের সুন্দর রাজকীয় বস্ত্র ত্যাগ করে ‘ত্রাসের বস্ত্র’ পরবে| তারা মাটিতে বসে ভয়ে কাঁপবে| তোমরা কত চট করে ধ্বংস হলে সেই ভেবে তারা চমকে উঠবে|
17 তোমার সম্বন্ধে তারা এই শোকগাথা গাইবে:“‘সোর, তুমি একটি বিখ্যাত শহর ছিলে| তুমি বিখ্যাত ছিলে এখন তুমি সব হারিযেছ! তুমি সমুদ্রে বলবান ছিলে আর তোমার মধ্যে বসবাসকারী লোকরাও তাই ছিল| মূল ভূখণ্ডেবাসকারী সবাই তোমার ভয়ে ভীত ছিল|”
18 এখন তোমার পতনের দিনে উপকূলের দেশগুলো ভয়ে কাঁপবে| তুমি উপকূলে বহু উপনিবেশ স্থাপন করেছিলে| ভীত হবে লোকরা তোমার পতন হলে!”‘
19 প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “সোর আমি তোমাকে ধ্বংস করব আর তুমি পুরানো শূন্য শহরে পরিণত হবে| কেউ সেখানে বাস করবে না| আমি সমুদ্রকে তোমার ওপর দিয়ে বয়ে যেতে দেব, প্রচণ্ড ঢেউ তোমায় আচ্ছাদন করবে|
20 আমি তোমায় গভীরতম গর্তে পাঠাব- যেখানে মৃতেরা রয়েছে| বহু পূর্বে যারা মারা গেছে, তুমি তাদের সঙ্গে যোগ দেবে| আমি তোমায় অধো স্থানের জগতে সেই পুরানো শূন্য শহরে পাঠাব| তুমি অন্য অন্য পাতালগামীদের সাথে যোগ দেবে| তুমি আর কখনও জীবিতদের দেশে ফিরে আসবে না!
21 আমি তোমাকে ধ্বংস করব এবং তুমি চিরতরে বিগত হয়ে যাবে| লোকে তোমাকে খুঁজবে কিন্তু তারা আর কখনও তোমাকে খুঁজে পাবে না!” এই কথা প্রভু আমার সদাপ্রভুই বলেছেন|
1 And it came to pass H1961 W-VQY3MS in the eleventh H6249 year H8141 NFS , in the first H259 B-NMS day of the month H2320 LD-NMS , that the word H1697 NMS of the LORD H3068 EDS came H1961 VQQ3MS unto H413 PREP-1MS me , saying H559 L-VQFC ,
2 Son H1121 of man H120 NMS , because that ADV Tyrus H6865 hath said H559 VQQ3FS against H5921 PREP Jerusalem H3389 , Aha H1889 IJEC , she is broken H7665 that was the gates H1817 of the people H5971 : she is turned H5437 unto H413 me : I shall be replenished H4390 , now she is laid waste H2717 :
3 Therefore H3651 L-ADV thus H3541 saith H559 VQQ3MS the Lord H136 EDS GOD H3069 ; Behold H2009 , I am against H5921 thee , O Tyrus H6865 , and will cause many H7227 AMP nations H1471 NMP to come up H5927 against H5921 thee , as the sea H3220 D-NMS causeth his waves H1530 to come up H5927 .
4 And they shall destroy H7843 the walls H2346 of Tyrus H6865 , and break down H2040 her towers H4026 : I will also scrape H5500 her dust H6083 from H4480 M-PREP-3FS her , and make H5414 her like the top H6706 of a rock H5553 .
5 It shall be H1961 VQY2MS a place for the spreading H4894 of nets H2764 in the midst H8432 B-NMS of the sea H3220 D-NMS : for H3588 CONJ I H589 PPRO-1MS have spoken H1696 it , saith H5002 the Lord H136 EDS GOD H3069 : and it shall become H1961 W-VQQ3FS a spoil H957 to the nations H1471 .
6 And her daughters H1323 CFP-3FS which H834 RPRO are in the field H7704 B-NMS shall be slain H2026 by the sword H2719 ; and they shall know H3045 that H3588 CONJ I H589 PPRO-1MS am the LORD H3068 NAME-4MS .
7 For H3588 CONJ thus H3541 saith H559 VQQ3MS the Lord H136 EDS GOD H3069 ; Behold H2009 , I will bring H935 VHPMS upon H413 PREP Tyrus H6865 Nebuchadnezzar H5019 king H4428 NMS of Babylon H894 LFS , a king H4428 NMS of kings H4428 NMS , from the north H6828 M-NFS , with horses H5483 , and with chariots H7393 , and with horsemen H6571 , and companies H6951 , and much H7227 AMS people H5971 .
8 He shall slay H2026 with the sword H2719 thy daughters H1323 in the field H7704 B-NMS : and he shall make H5414 W-VQQ3MS a fort H1785 against H5921 thee , and cast H8210 a mount H5550 against H5921 thee , and lift up H6965 the buckler H6793 against H5921 thee .
9 And he shall set H5414 VHFA engines H4239 of war H6904 against thy walls H2346 , and with his axes H2719 he shall break down H5422 thy towers H4026 .
10 By reason of the abundance H8229 of his horses H5483 their dust H80 shall cover H3680 thee : thy walls H2346 shall shake H7493 at the noise H6963 of the horsemen H6571 , and of the wheels H1534 , and of the chariots H7393 , when he shall enter H935 into thy gates H8179 , as men enter into H3996 a city H5892 GFS wherein is made a breach H1234 .
11 With the hooves H6541 of his horses H5483 shall he tread down H7429 all H3605 NMS thy streets H2351 : he shall slay H2026 thy people H5971 by the sword H2719 , and thy strong H5797 garrisons H4676 shall go down H3381 to the ground H776 LD-NFS .
12 And they shall make a spoil H7997 of thy riches H2428 , and make a prey H962 of thy merchandise H7404 : and they shall break down H2040 thy walls H2346 , and destroy H5422 thy pleasant H2532 houses H1004 : and they shall lay H7760 thy stones H68 and thy timber H6086 and thy dust H6083 in the midst H8432 B-NMS of the water H4325 OMD .
13 And I will cause the noise H1995 of thy songs H7892 to cease H7673 ; and the sound H6963 W-CMS of thy harps H3658 shall be no H3808 NADV more H5750 ADV heard H8085 .
14 And I will make H5414 thee like the top H6706 of a rock H5553 NMS : thou shalt be H1961 VQY2MS a place to spread nets upon H4894 ; thou shalt be built H1129 no H3808 NADV more H5750 ADV : for H3588 CONJ I H589 PPRO-1MS the LORD H3068 EDS have spoken H1696 VPQ1MS it , saith H5002 the Lord H136 EDS GOD H3069 .
15 Thus H3541 saith H559 VQQ3MS the Lord H136 EDS GOD H3069 to Tyrus H6865 ; Shall not H3808 I-NADV the isles H339 shake H7493 at the sound H6963 of thy fall H4658 , when the wounded H2491 cry H602 , when the slaughter H2027 is made H2026 in the midst H8432 of thee ?
16 Then all H3605 NMS the princes H5387 of the sea H3220 D-NMS shall come down H3381 from M-PREP their thrones H3678 , and lay away H5493 their robes H4598 , and put off H6584 their embroidered H7553 garments H899 : they shall clothe H3847 themselves with trembling H2731 ; they shall sit H3427 upon H5921 M-PREP the ground H776 D-GFS , and shall tremble H2729 at every moment H7281 L-NMP , and be astonished H8074 at H5921 M-PREP thee .
17 And they shall take up H5375 a lamentation H7015 for H5921 thee , and say H559 W-VQQ3MP to thee , How H349 art thou destroyed H6 , that wast inhabited H3427 of seafaring men H3220 , the renowned H1984 city H5892 D-GFS , which H834 RPRO wast H1961 VQQ3FS strong H2389 in the sea H3220 , she H1931 PPRO-3FS and her inhabitants H3427 , which H834 RPRO cause H5414 their terror H2851 to be on all H3605 L-CMS that haunt H3427 it !
18 Now H6258 ADV shall the isles H339 tremble H2729 in the day H3117 NMS of thy fall H4658 ; yea , the isles H339 that H834 RPRO are in the sea H3220 BD-NMS shall be troubled H926 at thy departure H3318 .
19 For H3588 CONJ thus H3541 saith H559 VQQ3MS the Lord H136 EDS GOD H3069 ; When I shall make H5414 thee a desolate H2717 city H5892 GFS , like the cities H5892 that H834 RPRO are not H3808 ADV inhabited H3427 ; when I shall bring up H5927 the deep H8415 NMS upon H5921 thee , and great H7227 waters H4325 D-CMS shall cover H3680 thee ;
20 When I shall bring thee down H3381 with H854 PREP them that descend H3381 into the pit H953 , with H413 PREP the people H5971 NMS of old time H5769 NMS , and shall set H3427 thee in the low parts H8482 of the earth H776 B-GFS , in places desolate H2723 of old H5769 , with H854 PREP them that go down H3381 to the pit H953 , that H4616 L-CONJ thou be not H3808 NADV inhabited H3427 ; and I shall set H5414 glory H6643 in the land H776 B-GFS of the living H2416 NMP ;
21 I will make H5414 thee a terror H1091 NFP , and thou shalt be no H369 more : though thou be sought for H1245 , yet shalt thou never H3808 W-NPAR be found H4672 again H5750 ADV , saith H5002 the Lord H136 EDS GOD H3069 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×