Bible Versions
Bible Books

Proverbs 17 (BNV) Bengali Old BSI Version

1 অশান্তির মধ্যে ঘরভর্তি খাবারের চেয়ে শান্তির মধ্যে একটুকরো শুকনো রুটি খাওয়া অনেক ভাল|
2 এক জন বুদ্ধিমান ভৃত্য তার প্রভুর বোকা ছেলের ওপর শাসন চালাবে| এই ভাবে সে তার প্রভুর সম্পত্তির কিছুটা ভাগ প্রভুর অন্য পুত্রদের সঙ্গে পাবে|
3 সোনা রূপোকে খাঁটি করার জন্য আগুনে পোড়ানো হয়| কিন্তু ঈশ্বরই সেই ব্যক্তি যিনি মানুষের হৃদয়কে শুদ্ধ করেন|
4 এক জন দুষ্ট লোক মন্দ কথাটাই শোনে| মিথ্যেবাদীরা মিথ্যে কথাগুলোই শোনে|
5 কিছু মানুষ আছে যারা গরীব মানুষদের দুর্দশা উপভোগ করে| বিপদে পড়া মানুষদের সমস্যা নিয়ে তারা হাসাহাসি করে| এতে এই বোঝা যায় য়ে এই দুষ্ট লোকরা ঈশ্বরকে সম্মান করে না যিনি দরিদ্রদের সৃষ্টিকর্তা| তারা শাস্তি পাওয়ার যোগ্য|
6 পৌত্র-পৌত্রীরা তাদের প্রপিতামহ এবং প্রপিতামহীদের কাছে একটি মুকুট এবং সন্তানদের কাছে তাদের পিতা-মাতা একটি গৌরব|
7 বোকাদের বেশী কথা বলা অনুচিত্‌, ঠিক তেমনি কোন শাসকেরও মিথ্যাচার করা উচিত্‌ নয়|
8 কিছু লোক উত্‌কোচকে সৌভাগ্য বলে বিবেচনা করে| তারা ভাবে য়ে সব ক্ষেত্রেই সেটা তাদের সাফল্য আনবে|
9 যদি কারোর অন্যায়কে তুমি ক্ষমা করতে পারো তাহলে সে তোমার বন্ধু হতে পারে| কিন্তু যদি তুমি তার অন্যায়কে বারবার মনে কর তাহলে বন্ধুত্বের ক্ষতি হবে|
10 ঘা চাবুক খাবার পরেও নয়|
11 এক জন দুষ্ট ব্যক্তি সব সময় ভুল কাজ করতে চেষ্টা করে| শেষে, তাকে শাস্তি দেবার জন্য ঈশ্বর এক জন নিষ্ঠুর দূত পাঠাবেন|
12 শাবক চুরি হয়ে যাওয়া ক্রুদ্ধ মা ভালুকের সম্মুখীন হওয়া সর্বদা বিপজ্জনক| কিন্তু তবু, এক জন নির্বোধের নির্বুদ্ধিতার সম্মুখীন হওয়ার থেকে তা শ্রেয়|
13 তোমার প্রতি কৃত কোন ভালো কাজের জন্য অসত্‌ভাবে তার প্রতিদান দিও না| যদি তুমি এরকম কর তাহলে তুমি সারা জীবন সংকটের মধ্যে থাকবে|
14 বিবাদ হল বাঁধের গর্তের মতো| সেই গর্ত ক্রমশঃ বড় হওয়ার আগেই বিবাদ ত্যাগ করো|
15 প্রভু দুটো বিষয়কে ঘৃণা করেন| এক জন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া এবং দোষী ব্যক্তিকে ক্ষমা করা|
16 এক জন নির্বোধ ব্যক্তির কাছে অর্থ থাকার কোন মূল্য নেই| কারণ, তার যখন কোন বোধই নেই, সে কখনও জ্ঞান কিনতে পারবে না|
17 এক জন বন্ধু সব সময় ভালোবাসবে| এক জন সত্যিকারের ভাই সর্বদা তোমাকে সমর্থন করবে এমকি তোমার বিপদের সময়েও|
18 একমাত্র বোকারাই অন্য লোকের বিবাদের দায়িত্ব নেয়|
19 য়ে বিবাদে আনন্দ পায় সে পাপেও আনন্দ লাভ করে| যদি তুমি নিজেই নিজের বড়াই কর তাহলে তুমি সমস্যাকেই আহ্বান জানাবে|
20 দুর্জন ব্যক্তি কখনও লাভবান হয় না| মিথ্যাবাদীরা সমস্যায় জর্জরিত হবে|
21 এক জন পিতা নির্বোধ সন্তানের জন্য বিমর্ষ থাকে| একটি দুষ্ট সন্তানের পিতা অসুখী হয়|
22 আনন্দ হল একটি ভালো ওষুধের মত| কিন্তু দুঃখ হল অসুস্থতার মত|
23 দুর্জন ব্যক্তি অন্যদের ঠকানোর জন্য ঘুষ নেয়|
24 জ্ঞানী ব্যক্তি সব সময় ভাল কাজ করার চিন্তা করেন| কিন্তু নির্বোধ ব্যক্তি সব সময় বহু দূরের স্বপ্ন দেখে|
25 এক জন নির্বোধ পুত্র তার পিতার জন্য দুঃখ বয়ে আনে| সে তার মায়ের তিক্ততার কারণ|
26 ঠিক য়েমন এক জন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া অন্যায়, তেমনি এক জন সত্যবাদী অথচ আধিকারিককে শাস্তি দেওয়াও অন্যায়|
27 এক জন জ্ঞানী ব্যক্তি খুব বেশী কথা বলে না| সে কখনও সহজে ক্রুদ্ধ হয় না|
28 মূর্খও নীরব থাকিলে জ্ঞানবান বলিয়া গণিত হয়; যে ওষ্ঠাধর বদ্ধ রাখে, সে বুদ্ধিমান বলিয়া গণিত
1 Better H2896 AMS is a dry H2720 morsel H6595 , and quietness H7962 therewith , than a house H1004 M-NMS full H4392 of sacrifices H2077 with strife H7379 .
2 A wise H7919 servant H5650 shall have rule H4910 over a son H1121 that causeth shame H954 , and shall have part H2505 of the inheritance H5159 among H8432 the brethren H251 NMP .
3 The refining pot H4715 is for silver H3701 LD-NMS , and the furnace H3564 for gold H2091 LD-NMS : but the LORD H3068 NAME-4MS trieth H974 the hearts H3826 .
4 A wicked doer H7489 giveth heed H7181 to H5921 PREP false H205 NMS lips H8193 CFS ; and a liar H8267 NMS giveth ear H238 to H5921 PREP a naughty H1942 tongue H3956 L-CMS .
5 Whoso mocketh H3932 the poor H7326 reproacheth H2778 his Maker H6213 : and he that is glad H8056 at calamities H343 shall not H3808 NADV be unpunished H5352 .
6 Children H1121 NMP \'s children H1121 NMP are the crown H5850 CFS of old men H2205 AMP ; and the glory H8597 of children H1121 NMP are their fathers H1 CMP-3MP .
7 Excellent H3499 speech H8193 CFS becometh H5000 not H3808 NADV a fool H5036 : much less H637 CONJ do lying H8267 lips H8193 CFS a prince H5081 .
8 A gift H7810 is as a precious H2580 NMS stone H68 in the eyes H5869 B-CMP of him that hath H1167 it : whithersoever H3605 NMS it turneth H6437 VQY3MS , it prospereth H7919 .
9 He that covereth H3680 a transgression H6588 seeketh H1245 love H160 ; but he that repeateth H8138 a matter H1697 separateth H6504 very friends H441 .
10 A reproof H1606 entereth more H5181 into a wise H995 man than a hundred H3967 stripes H5221 into a fool H3684 NMS .
11 An evil H7451 AMS man seeketh H1245 only H389 ADV rebellion H4805 CMS : therefore a cruel H394 messenger H4397 W-NMS shall be sent H7971 against him .
12 Let a bear H1677 robbed H7909 of her whelps meet H6298 a man H376 , rather H408 W-NPAR than a fool H3684 NMS in his folly H200 .
13 Whoso rewardeth H7725 VHPMS evil H7451 AFS for H8478 NMS good H2896 NFS , evil H7451 AFS shall not H3808 NADV depart H4185 from his house H1004 .
14 The beginning H7225 CFS of strife H4066 is as when one letteth out H6362 water H4325 OMD : therefore leave off H5203 contention H7379 , before H6440 WL-CMP it be meddled with H1566 .
15 He that justifieth H6663 the wicked H7563 AMS , and he that condemneth H7561 the just H6662 AMS , even H1571 CONJ they both H8147 are abomination H8441 to the LORD H3068 EDS .
16 Wherefore H4100 L-IPRO is there a price H4242 in the hand H3027 B-CFS of a fool H3684 NMS to get H7069 wisdom H2451 NFS , seeing he hath no H369 heart H3820 to it ?
17 A friend H7453 loveth H157 at all H3605 B-CMS times H6256 NMS , and a brother H251 is born H3205 VNY3MS for adversity H6869 .
18 A man H120 NMS void H2638 JMS of understanding H3820 NMS striketh H8628 hands H3709 , and becometh H6148 surety H6161 in the presence H6440 L-CMP of his friend H7453 CMS-3MS .
19 He loveth H157 transgression H6588 that loveth H157 strife H4683 : and he that exalteth H1361 his gate H6607 seeketh H1245 destruction H7667 .
20 He that hath a froward H6141 heart H3820 NMS findeth H4672 VQY3MS no H3808 NADV good H2896 AMS : and he that hath a perverse H2015 tongue H3956 falleth H5307 into mischief H7451 .
21 He that begetteth H3205 a fool H3684 NMS doeth it to his sorrow H8424 : and the father H1 CMS-1MS of a fool H5036 hath no H3808 W-NPAR joy H8055 .
22 A merry H8056 heart H3820 NMS doeth good H3190 like a medicine H1456 : but a broken H5218 spirit H7307 W-GFS drieth H3001 the bones H1634 .
23 A wicked H7563 AMS man taketh H3947 a gift H7810 out of the bosom H2436 to pervert H5186 the ways H734 CFP of judgment H4941 NMS .
24 Wisdom H2451 NFS is before H854 PREP him that hath understanding H995 ; but the eyes H5869 W-CMD of a fool H3684 are in the ends H7097 of the earth H776 GFS .
25 A foolish H3684 NMS son H1121 NMS is a grief H3708 to his father H1 , and bitterness H4470 to her that bore H3205 him .
26 Also H1571 CONJ to punish H6064 the just H6662 is not H3808 NADV good H2896 AMS , nor to strike H5221 L-VHFC princes H5081 AMP for H5921 PREP equity H3476 CMS .
27 He that hath knowledge H3045 VQPMS spareth H2820 his words H561 CMP-3MS : and a man H376 NMS of understanding H8394 NFS is of an excellent H3368 spirit H7307 .
28 Even H1571 CONJ a fool H191 AMS , when he holdeth his peace H2790 , is counted H2803 wise H2450 AMS : and he that shutteth H331 his lips H8193 CFD-3MS is esteemed a man of understanding H995 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×