Bible Versions
Bible Books

Numbers 19:10 (BNV) Bengali Old BSI Version

1 প্রভু, মোশি এবং হারোণকে বললেন,
2 “ইস্রায়েলের লোকদের ঈশ্বর যে শিক্ষা দিয়েছিলেন, তার থেকেই আসছে এই বিধিগুলি| ইস্রায়েলের লোকদের বলো তারা যেন তোমাদের কাছে একটি নিখুঁত লাল গোরু নিয়ে আসে| গোরুটির শরীরে যেন অবশ্যই কোনো রকম আঘাতের চিহ্ন না থাকে এবং সেটি যেন কোনোদিন জোযাল না বয়ে থাকে|
3 সেই গোরুটিকে যাজক ইলীয়াসরের কাছে দিয়ে দাও| ইলীয়াসর সেই গোরুটিকে শিবিরের বাইরে নিয়ে যাবে এবং সেখানে এটি হত্যা করবে|
4 তখন যাজক ইলীয়াসর কিছুটা রক্ত তার আঙুলে নিয়ে তা পবিত্র তাঁবুর দিকে সাতবার ছিটিয়ে দেবে|
5 এরপর গোটা গোরুটিকে তার সামনে পোড়ানো হবে| গোরুটির চামড়া, মাংস, রক্ত এবং অন্ত্র সম্পূর্ণরূপে পোড়াতে হবে|
6 এরপর যাজক একটি এরস কাঠের কাঠি, একটি এসোবএবং কিছু লাল সুতো নেবে| যেখানে গোরুটি পুড়ছে সেই আগুনে ঐসব দ্রব্যসামগ্রী ছুঁড়ে দেবে|
7 এরপর যাজক স্নান করবে এবং নিজের বস্ত্রাদি জলে ধুয়ে ফেলবে| এরপর সে শিবিরে ফিরে আসতে পারবে| যাজক সন্ধ্যা পর্য়ন্ত অশুচি থাকবে|
8 যে ব্যক্তি গোরুটি পুড়িয়েছে সেও স্নান করবে এবং নিজের বস্ত্রাদি জলে ধুয়ে ফেলবে| সেও সন্ধ্যা পর্য়ন্ত অপবিত্র থাকবে|
9 “এরপর একজন শুচি ব্যক্তি সেই গোরুর ছাই সংগ্রহ করবে| সে শিবিরের বাইরে পরিষ্কার জায়গায় সেই ছাই রাখবে| যখন লোকরা শুচি হওয়ার জন্য এক বিশেষ অনুষ্ঠানের আযোজন করবে, সে সময় এই ছাই ব্যবহৃত হবে| কোনো ব্যক্তির পাপ দূরীকরণের জন্যও এই ছাই ব্যবহৃত হবে|
10 “যে ব্যক্তি গোরুর ছাই সংগ্রহ করেছিল সে অবশ্যই তার বস্ত্রাদি ধুয়ে ফেলবে| সেও সন্ধ্যা পর্য়ন্ত অশুচি থাকবে|“এই নিয়ম চিরকাল চলবে| ইস্রায়েলের নাগরিকদের জন্য এই নিয়ম এবং তোমাদের সঙ্গে যে বিদেশীরা বাস করছে তাদের জন্যেও এই একই নিয়ম বলবত্‌ থাকবে|
11 যদি কোনো ব্যক্তি কোনো মৃতদেহ স্পর্শ করে, তাহলে সে সাতদিন পর্য়ন্ত অশুচি থাকবে|
12 সে অবশ্যই তৃতীয় দিনে এবং পুনরায সপ্তম দিনে বিশেষ জলে নিজেকে পরিষ্কার করবে| যদি সে তা না করে, তাহলে সে অশুচিই থেকে যাবে|
13 যদি একজন ব্যক্তি কোনো মৃতদেহ স্পর্শ করে তবে সেই ব্যক্তি অশুচি| যদি সেই ব্যক্তি নিজেকে শুচি না করে পবিত্র তাঁবুতে যায়, তাহলে সেই তাঁবুটিও অশুচি হয়ে যাবে| সুতরাং সেই ব্যক্তিকে অবশ্যই ইস্রায়েলের অন্যান্য লোকদের থেকে পৃথক করে রাখা হবে| যদি কোনো অশুচি ব্যক্তির ওপরে পবিত্র জল ঢেলে না দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি অশুচিই থেকে যাবে|
14 “এই নিয়ম মানতে হবে যখন তারা তাদের তাঁবুতে মারা যায়| যদি কোনো ব্যক্তি তার তাঁবুতে মারা যায় তাহলে তাঁবুর প্রত্যেক ব্যক্তি অশুচি হবে| তারা সাতদিনের জন্য অশুচি থাকবে|
15 এবং ঢাকা না দেওয়া প্রত্যেকটি বযাম অথবা পাত্র অশুচি হয়ে যাবে|
16 যদি কোনো ব্যক্তি মৃতদেহ স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তি সাতদিন অশুচি থাকবে| মৃতদেহটি যদি বাইরে মাঠে থাকে অথবা সেই ব্যক্তি যদি যুদ্ধে মারা গিয়ে থাকে তাহলেও এটি প্রয়োজ্য| এছাড়াও যদি কোন ব্যক্তি মৃত ব্যক্তির হাড় স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তি সাতদিনের জন্য অশুচি থাকবে|
17 “সুতরাং সেই ব্যক্তিকে আবার শুচি করার জন্যে তুমি অবশ্যই পোড়ানো গোরুর ছাই ব্যবহার করবে| একটি বযামের মধ্যেকার ছাইযের ওপর দিয়ে টাটকা স্রোতের জল ভরো|
18 একজন শুচি ব্যক্তি একটি এসোব নিয়ে সেটিকে জলে ডোবাবে| এরপর সে এটিকে তাঁবুর ওপর, তাঁবুর পাত্রগুলিতে এবং তাঁবুতে যে সব লোকরা আছে তাদের ওপরে ছিটিয়ে দেবে| যে কেউই মৃত ব্যক্তির শরীর স্পর্শ করে তার প্রতি তুমি অবশ্যই এটি করবে| যে কেউ যুদ্ধে মৃত কোনো ব্যক্তির শরীর স্পর্শ বা কোনো মৃত ব্যক্তির হাড় স্পর্শ করে তাদের ক্ষেত্রেও তুমি অবশ্যই এটি কর|
19 “এরপর তৃতীয় দিনে এবং আবার সপ্তম দিনে একজন শুচি ব্যক্তি অবশ্যই একজন অশুচি ব্যক্তির ওপরে এই জল ছিটিয়ে দেবে| সপ্তম দিনে সেই ব্যক্তি শুচি হবে| সে অবশ্যই জলে তার কাপড়চোপড় ধোবে| সন্ধ্যাবেলায সে শুচি হবে|
20 “যদি কোনো ব্যক্তি অশুচি হয়ে যায় এবং নিজেকে শুচি না করে, তবে সেই ব্যক্তিকে অবশ্যই ইস্রায়েলের অন্যান্য লোকদের থেকে পৃথক রাখা হবে কারণ সে ঈশ্বরের পবিত্র স্থানকে অশুচি করেছে| সেই ব্যক্তির ওপরে সেই বিশেষ জল ছিটোনো হয় নি তাই সে শুচি হয় নি|
21 এই নিয়ম তোমাদের জন্য চিরকাল চলবে| যে ব্যক্তি সেই বিশেষ জল ছিটোয সে অবশ্যই তার বস্ত্রাদিও ধোবে| যে কোনো ব্যক্তি সেই বিশেষ জল স্পর্শ করবে সে সন্ধ্যা পর্য়ন্ত অশুচি থাকবে|
22 যদি কোনো অশুচি ব্যক্তি অন্য কাউকে স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তিও অশুচি হয়ে যাবে| সেই ব্যক্তি সন্ধ্যা পর্য়ন্ত অশুচি থাকবে|”
1 And the LORD H3068 EDS spoke H1696 W-VPY3MS unto H413 PREP Moses H4872 and unto H413 PREP Aaron H175 , saying H559 L-VQFC ,
2 This H2063 DPRO is the ordinance H2708 of the law H8451 which H834 RPRO the LORD H3068 EDS hath commanded H6680 VPQ3MS , saying H559 L-VQFC , Speak H1696 VPFC unto H413 PREP the children H1121 of Israel H3478 , that they bring H3947 thee a red H122 heifer H6510 without spot H8549 , wherein H834 RPRO is no H369 ADV blemish H3971 , and upon H5921 PREP-3FS which H834 RPRO never H3808 NADV came H5927 yoke H5923 :
3 And ye shall give H5414 her unto H413 PREP Eleazar H499 the priest H3548 , that he may bring her forth without H413 PREP the camp H4264 , and one shall slay H7819 her before H6440 his face :
4 And Eleazar H499 the priest H3548 shall take H3947 W-VQQ3MS of her blood H1818 with his finger H676 , and sprinkle H5137 of her blood H1818 directly H5227 before H6440 CMP the tabernacle H168 of the congregation H4150 NMS seven H7651 MFS times H6471 :
5 And one shall burn H8313 the heifer H6510 in his sight H5869 ; her skin H5785 , and her flesh H1320 , and her blood H1818 , with H5921 PREP her dung H6569 , shall he burn H8313 :
6 And the priest H3548 shall take H3947 W-VQQ3MS cedar H730 wood H6086 NMS , and hyssop H231 , and scarlet H8144 , and cast H7993 it into H413 PREP the midst H8432 of the burning H8316 of the heifer H6510 .
7 Then the priest H3548 shall wash H3526 his clothes H899 , and he shall bathe H7364 his flesh H1320 CMS-3MS in water H4325 BD-NMP , and afterward H310 W-ADV he shall come H935 VQY3MS into H413 PREP the camp H4264 , and the priest H3548 shall be unclean H2930 until H5704 PREP the even H6153 .
8 And he that burneth H8313 her shall wash H3526 his clothes H899 in water H4325 BD-NMP , and bathe H7364 his flesh H1320 CMS-3MS in water H4325 , and shall be unclean H2930 until H5704 PREP the even H6153 .
9 And a man H376 NMS that is clean H2889 AMS shall gather up H622 the ashes H665 NMS of the heifer H6510 , and lay them up H5117 without H2351 the camp H4264 in a clean H2889 AMS place H4725 , and it shall be H1961 W-VQQ3FS kept H4931 for the congregation H5712 of the children H1121 of Israel H3478 for a water H4325 of separation H5079 : it H1931 PPRO-3FS is a purification for sin H2403 CFS .
10 And he that gathereth H622 the ashes H665 NMS of the heifer H6510 shall wash H3526 his clothes H899 , and be unclean H2930 until H5704 PREP the even H6153 : and it shall be H1961 unto the children H1121 L-CMP of Israel H3478 , and unto the stranger H1616 that sojourneth H1481 among H8432 them , for a statute H2708 forever H5769 NMS .
11 He that toucheth H5060 the dead H4191 body H5315 GFS of any H3605 L-CMS man H120 NMS shall be unclean H2930 seven H7651 RMS days H3117 NMP .
12 He H1931 PPRO-3MS shall purify himself H2398 with it on the third H7992 D-ONUM day H3117 B-AMS , and on the seventh H7637 D-ONUM day H3117 he shall be clean H2891 : but if H518 W-PART he purify not himself H2398 the third H7992 D-ONUM day H3117 B-AMS , then the seventh H7637 D-ONUM day H3117 he shall not H3808 NADV be clean H2891 .
13 Whosoever H3605 CMS toucheth H5060 the dead H4191 body H5315 B-CFS of any man H120 D-NMS that H834 RPRO is dead H4191 VQY3MS , and purifieth not himself H2398 , defileth H2930 the tabernacle H4908 of the LORD H3068 EDS ; and that H1931 D-PPRO-3FS soul H5315 D-NFS shall be cut off H3772 from Israel H3478 : because H3588 CONJ the water H4325 of separation H5079 was not H3808 W-NPAR sprinkled H2236 upon H5921 PREP-3MS him , he shall be H1961 VQY3MS unclean H2931 ; his uncleanness H2932 is yet H5750 ADV upon him .
14 This H2063 DPRO is the law H8451 , when H3588 CONJ a man H120 NMS dieth H4191 VQY3MS in a tent H168 : all H3605 NMS that come H935 into H413 PREP the tent H168 , and all H3605 NMS that H834 RPRO is in the tent H168 , shall be unclean H2930 seven H7651 RMS days H3117 NMP .
15 And every H3605 W-CMS open H6605 VWPMS vessel H3627 CMS , which H834 RPRO hath no H369 NPAR covering H6781 bound H6616 upon H5921 PREP-3MS it H1931 PPRO-3MS , is unclean H2931 .
16 And whosoever H3605 W-CMS toucheth H5060 VQY3MS one that is slain H2491 with a sword H2719 GFS in H5921 PREP the open H6440 CMP fields H7704 D-NMS , or H176 CONJ a dead body H4191 , or H176 CONJ a bone H6106 of a man H120 NMS , or H176 CONJ a grave H6913 , shall be unclean H2930 seven H7651 RMS days H3117 NMP .
17 And for an unclean H2931 person they shall take H3947 of the ashes H6083 of the burnt heifer H8316 of purification for sin H2403 , and running H2416 NMP water H4325 OMD shall be put H5414 W-VQQ3MS thereto H5921 PREP-3MS in H413 PREP a vessel H3627 :
18 And a clean H2889 AMS person H376 NMS shall take H3947 W-VQQ3MS hyssop H231 , and dip H2881 it in the water H4325 BD-NMP , and sprinkle H5137 it upon H5921 PREP the tent H168 , and upon H5921 PREP all H3605 NMS the vessels H3627 D-NMP , and upon H5921 PREP the persons H5315 that H834 RPRO were H1961 there H8033 ADV , and upon H5921 PREP him that touched H5060 a bone H6106 , or H176 CONJ one slain H2491 , or H176 CONJ one dead H4191 , or H176 CONJ a grave H6913 :
19 And the clean H2889 D-AMS person shall sprinkle H5137 upon H5921 PREP the unclean H2931 on the third H7992 D-ONUM day H3117 B-AMS , and on the seventh H7637 D-ONUM day H3117 : and on the seventh H7637 D-ONUM day H3117 B-AMS he shall purify H2398 himself , and wash H3526 his clothes H899 , and bathe H7364 himself in water H4325 BD-NMP , and shall be clean H2891 at even H6153 .
20 But the man H376 W-NMS that H834 RPRO shall be unclean H2930 , and shall not H3808 W-NPAR purify himself H2398 , that H1931 D-PPRO-3FS soul H5315 D-NFS shall be cut off H3772 from among H8432 the congregation H6951 , because H3588 CONJ he hath defiled H2930 the sanctuary H4720 of the LORD H3068 EDS : the water H4325 of separation H5079 hath not H3808 W-NPAR been sprinkled H2236 upon H5921 PREP-3MS him ; he H1931 PPRO-3MS is unclean H2931 .
21 And it shall be H1961 W-VQQ3FS a perpetual H5769 NMS statute H2708 unto them , that he that sprinkleth H5137 the water H4325 of separation H5079 shall wash H3526 his clothes H899 ; and he that toucheth H5060 the water H4325 of separation H5079 shall be unclean H2930 until H5704 PREP even H6153 .
22 And whatsoever H3605 W-CMS the unclean H2931 person toucheth H5060 VQY3MS shall be unclean H2930 ; and the soul H5315 that toucheth H5060 it shall be unclean H2930 until H5704 PREP even H6153 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×