Bible Versions
Bible Books

Psalms 106:27 (BNV) Bengali Old BSI Version

1 প্রভুর প্রশংসা কর! প্রভুকে ধন্যবাদ দাও কারণ তিনি মঙ্গলময়! ঈশ্বরের প্রেম চিরন্তন!
2 ঈশ্বর য়ে প্রকৃতপক্ষে কত মহান তা কেউই বর্ণনা করে বলতে পারবে না| কোন ব্যক্তিই ঈশ্বরের য়থেষ্ট প্রশংসা করতে পারে না|
3 যারা ঈশ্বরের নির্দেশ মানে তারা সুখী হয়| ওই সব লোক সর্বদাই ভালো কাজ করে|
4 হে প্রভু, যখন আপনি আপনার লোকদের দয়া করবেন, তখন আমার কথা স্মরণে রাখবেন| যখন আপনি আপনার লোকদের রক্ষা করবেন তখন আমায় মনে রাখতে ভুলে যাবেন না|
5 আপনার পছন্দ করা লোকদের জন্য আপনি য়ে সব ভালো কাজ করেন, আমাকেও তার অংশীদার হতে দিন| আপনার জাতির সঙ্গে আমাকেও আনন্দ করতে দিন| আপনার লোকদের সঙ্গে আমাকেও আপনার প্রশংসা করতে দিন|
6 য়েমন ভাবে আমাদের পূর্বপুরুষরা পাপ করেছে, আমরাও তেমন ভাবেই পাপ করেছি| আমরা ভুল করেছি| আমরা গর্হিত কাজ করেছি!
7 হে প্রভু, মিশরে আপনি য়ে সব অলৌকিক কাজ করেছিলেন তা থেকে আমাদের পূর্বপুরুষরা কিছুই শেখেনি| তারা আপনার ভালবাসা দয়া মনে রাখে নি| লোহিত সাগরের ধারে, আমাদের পূর্বপুরুষরা, আপনার বিরুদ্ধাচরণ করেছিল|
8 কিন্তু তাঁর পবিত্র নামের মহিমার জন্য ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন| তাঁর মহত্‌ শক্তি প্রদর্শনের জন্য ঈশ্বর ওদের রক্ষা করেছিলেন|
9 ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং লোহিত সাগর শুকিয়ে গিয়েছিলো| শুকনো মরুভূমি দিয়ে চলার মত, তিনি আমাদের পূর্বপুরুষদের সমুদ্রের গভীরতার ভেতর দিয়ে ডাঙায নিয়ে গিয়েছিলেন|
10 ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের শত্রুদের হাত থেকে আমাদের বাঁচিয়েছিলেন! তাদের শত্রুদের হাত থেকে ঈশ্বর তাদের উদ্ধার করেছিলেন|
11 ঈশ্বর সমুদ্র দ্বারা ওদের শত্রুদের আবৃত করেছিলেন! ওদের একজন শত্রুও পালাতে পারে নি!
12 তারপর আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন| তাঁরা তাঁর প্রশংসা করেছিলেন|
13 কিন্তু ঈশ্বর যা করেছিলেন, আমাদের পূর্বপুরুষরা খুব তাড়াতাড়ি তা ভুলে গিয়েছিলেন| তাঁরা ঈশ্বরের পরামর্শের জন্য অপেক্ষা করেন নি|
14 আমাদের পূর্বপুরুষরা মরুভূমিতে ক্ষুধার্ত হয়েছিলেন| উষর প্রান্তরে তাঁরা ঈশ্বরকে পরীক্ষা করেছিলেন|
15 কিন্তু আমাদের পূর্বপুরুষরা যা চেয়েছিলেন, ঈশ্বর ওদের তাই দিয়েছিলেন| কিন্তু ঈশ্বর ওঁদের এক ভযাবহ রোগও দিয়েছিলেন|
16 পবিত্র শিবিরে লোকরা বিশ্বস্ত রইল এবং মোশি হারোণের প্রতি তাদের উদ্যম দেখাল|
17 কিন্তু দাথন এবং অবীরামের গোষ্ঠীর দিকে মাটি দ্বিধাবিভক্ত হল, তাদের গিলে ফেলল এবং ঢেকে দিল|
18 তারপর এক আগুনের হল্কা সেই জনতাকে পুড়িয়ে দিলো| তারপর আগুন সেই সব দুষ্ট লোকদের পুড়িয়ে দিলো|
19 হোরেব পর্বতে তারা একটা সোনার বাছুর তৈরী করেছিল| তারা সেই মূর্ত্তিকে পূজো করেছিলো|
20 এই ভাবে তৃণগ্রাসী বলদ মূর্ত্তির সঙ্গে ওদের মহিমাময় ঈশ্বরের আদান-প্রদান করেছিলো!
21 ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের রক্ষা করেছিলেন! কিন্তু তাঁরা তাঁকে সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন| মিশরে য়ে ঈশ্বর বিরাট অলৌকিক কাজ করেছিলেন, তাঁকে তাঁরা ভুলে গেলেন|
22 হামের দেশে ঈশ্বর আশ্চর্য়্য় কার্য়্য় করেছিলেন| লোহিত সাগরের ধারে ঈশ্বর ভয়ঙ্কর কাজ করেছিলেন|
23 ঈশ্বর ওসব লোককে ধ্বংস করতে চেয়েছিলেন| কিন্তু মোশি, যাকে তিনি মনোনীত করেছিলেন তিনি ঈশ্বরকে নিরস্ত করেন| ঈশ্বর ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু মোশি পথ রোধ করে দাঁড়ান তাই ঈশ্বর সেইসব লোকদের আর ধ্বংস করেন নি|
24 কিন্তু তারপর এই সব লোক কনানের চমত্কার রাজ্য়ে প্রবেশ করতে অস্বীকার করে| ওরা বিশ্বাস করেনি য়ে, ওই দেশে (কনানে) বসবাসকারী মানুষদের পরাজিত করতে ঈশ্বর ওদের সাহায্য করবেন|
25 আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরের বিরুদ্ধে ক্ষোভ করতে তাঁবুর ভেতরে রয়ে গিয়েছিলেন| তাঁরা প্রভুর কন্ঠস্বর শুনতে অস্বীকার করেছিলেন|
26 তাই ঈশ্বর প্রতিশ্রুতি করেছিলেন য়ে তাঁরা মরুভূমিতে মারা যাবেন|
27 ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন য়ে, তিনি অন্য লোকদের তাদের উত্তরপুরুষদের পরাজিত করতে দেবেন| ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন য়ে, আমাদের পূর্বপুরুষদের তিনি বিভিন্ন জাতিদের মধ্যে ছড়িয়ে দেবেন|
28 তারপর, বাল-পিযোরে, ঈশ্বরের লোকরা বাল মূর্ত্তির পূজা করায য়োগ দিয়েছিলো| ঈশ্বরের লোকরা জংলী দলটিতে য়োগ দিয়েছিলো এবং মৃত লোকের সম্মানে উত্সর্গ করা বলি আহার করেছিলো|
29 ঈশ্বর তাঁর লোকদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি তাদের ভীষণ অসুস্থ করে দিয়েছিলেন|
30 কিন্তু পীনহস ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলো এবং ঈশ্বর অসুস্থতা রদ করেছিলেন|
31 ঈশ্বর জানতেন য়ে পীনহস খুব ভালো একটা কাজ করেছিলো| ঈশ্বর সেটা চিরদিন, অনন্তকালের জন্য স্মরণে রাখবেন!
32 মরাবীর কাছে লোকজন প্রচণ্ড ক্রোধান্বিত হল| তারা মোশিকে দিয়ে কিছু কু-কাজ করালো|
33 কারণ ওই লোকরা মোশিকে ভীষণ বিমর্ষ করে তুললএবং সে কিছু চিন্তা-ভাবনা না করেই কথা বলল|
34 ঈশ্বর তাঁর লোকদের কনানে অন্য জাতিসমূহ যারা বাস করছিল তাদের ধ্বংস করে দিতে বললেন| কিন্তু ঈস্রাযেলের লোকরা ঈশ্বরের কথা মান্য করে নি!
35 তারা অন্য জাতিগুলোর সঙ্গে মেলামেশা করেছিল এবং তারা যা করত ওরা তাই করতে শিখেছিল|
36 ওই লোকগুলো ঈশ্বরের লোকদের জন্য ফাঁদের মতই ভয়ঙ্কর হল| ঈশ্বরের লোকরাও সেইসব মূর্ত্তিসমূহের পূজা করতে শুরু করলো যাদের ওরা পূজা করত|
37 এমনকি ঈশ্বরের লোকেরা তাদের সন্তানদের পর্য়ন্ত হত্যা করেছিলো এবং ওই দানবদের কাছে উত্সর্গ করেছিলো|
38 ঈশ্বরের লোকরা নিস্পাপ লোকদের হত্যা করেছিলো| ওরা ওদের নিজেদের সন্তানদেরও হত্যা করেছিলো এবং তাদের মূর্ত্তিসমূহের উদ্দেশ্যে উত্সর্গ করেছিলো|
39 তাই অন্য লোকদের পাপে ঈশ্বরের লোকরা অপবিত্র হয়ে উঠেছিল| ঈশ্বরের লোকরা তাদের ঈশ্বরের কাছে অবিশ্বাসী হয়ে উঠেছিলো এবং অন্য লোকরা যা করতো ওরাও তাই করতে শুরু করেছিল|
40 ঈশ্বর তাঁর লোকজনের ওপরে চটে গেলেন| তাদের ব্যাপারে ঈশ্বর ক্লান্ত হয়ে গেলেন!
41 ঈশ্বর তাঁর লোকদেরকেউ চায় নি এমন কিছুতে পরিবর্তন করে দিলেন| ঈশ্বর ওদের শত্রুদের দিয়ে ওদের শাসন করালেন|
42 ঈশ্বরের লোকদের শত্রুরা ওদের দাবিয়ে রাখলো এবং তাদের নিজেদের ক্ষমতার মধ্যে রাখলো|
43 ঈশ্বর তাদের বহুবার রক্ষা করেছিলেন কিন্তু তারা ঈশ্বরের উপদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল|অতএব, এই কারণে লোকদের সম্মানে খাটো করা হয়েছিল|
44 কিন্তু ঈশ্বরের লোকরা যখনই সমস্যায় পড়েছে ওরা সাহায্যের জন্য ঈশ্বরকে ডেকেছে এবং প্রত্যেকবারই ঈশ্বর ওদের প্রার্থনা শুনেছেন|
45 ঈশ্বর সর্বদাই তাঁর চুক্তির কথা স্মরণে রেখেছিলেন এবং তাঁর মহত্‌ প্রেম দিয়ে তিনি সর্বদাই ওদের স্বস্তি দিয়েছিলেন|
46 অন্য জাতিরা ওদের বন্দী হিসেবে নিয়ে গিয়েছিলো| কিন্তু তাঁর লোকদের প্রতি ওদের সদয় করেন|
47 হে প্রভু, আমাদের ঈশ্বর, আমাদের রক্ষা করুন! আমাদের অন্য সব জাতি থেকে ফিরিয়ে নিয়ে আসুন যাতে আমরা আপনার পবিত্র নামের প্রশংসা করতে পারি এবং বন্দনা গান করে আপনাকে সম্মান করতে পারি|
48 ইস্রায়েলের প্রভু ঈশ্বরের বন্দনা কর| ঈশ্বর চির বিরাজমান এবং তিনি চিরদিন বিরাজিত থাকবেন| সব লোকরা বলল, “আমেন! প্রভুর প্রশংসা কর!”
1 Praise H1984 ye the LORD H3050 . O give thanks H3034 unto the LORD H3068 L-EDS ; for H3588 CONJ he is good H2896 AMS : for H3588 CONJ his mercy H2617 endureth forever H5769 L-NMS .
2 Who H4310 IPRO can utter H4448 the mighty acts H1369 NFP of the LORD H3068 EDS ? who can show forth H8085 all H3605 NMS his praise H8416 ?
3 Blessed H835 CMP are they that keep H8104 judgment H4941 NMS , and he that doeth H6213 righteousness H6666 NFS at all H3605 times H6256 NMS .
4 Remember H2142 me , O LORD H3068 EDS , with the favor H7522 that thou bearest unto thy people H5971 : O visit H6485 me with thy salvation H3444 ;
5 That I may see H7200 L-VQFC the good H2896 of thy chosen H972 , that I may rejoice H8055 in the gladness H8057 of thy nation H1471 , that I may glory H1984 with H5973 PREP thine inheritance H5159 .
6 We have sinned H2398 with H5973 PREP our fathers H1 , we have committed iniquity H5753 , we have done wickedly H7561 .
7 Our fathers H1 understood H7919 not H3808 NPAR thy wonders H6381 in Egypt H4714 ; they remembered H2142 not H3808 NPAR the multitude H7230 of thy mercies H2617 ; but provoked H4784 him at H5921 PREP the sea H3220 NMS , even at the Red H5488 sea H3220 .
8 Nevertheless he saved H3467 them for his name\'s sake H4616 L-CONJ , that he might make his mighty power H1369 to be known H3045 .
9 He rebuked H1605 the Red H5488 NMS sea H3220 also , and it was dried up H2717 : so he led H1980 them through the depths H8415 , as through the wilderness H4057 .
10 And he saved H3467 them from the hand H3027 M-GFS of him that hated H8130 VQCMS them , and redeemed H1350 them from the hand H3027 M-GFS of the enemy H341 .
11 And the waters H4325 OMD covered H3680 W-VQY3MP their enemies H6862 : there was not H3808 NADV one H259 MMS of H4480 them left H3498 .
12 Then believed H539 they his words H1697 ; they sang H7891 his praise H8416 .
13 They soon H4116 forgot H7911 his works H4639 ; they waited H2442 not H3808 ADV for his counsel H6098 :
14 But lusted exceedingly H8378 in the wilderness H4057 , and tempted H5254 God H410 EDS in the desert H3452 .
15 And he gave H5414 W-VQQ3MS them their request H7596 ; but sent H7971 W-VPY3MS leanness H7332 into their soul H5315 .
16 They envied H7065 Moses H4872 also in the camp H4264 , and Aaron H175 the saint H6918 of the LORD H3068 NAME-4MS .
17 The earth H776 GFS opened H6605 and swallowed up H1104 Dathan H1885 , and covered H3680 the company H5712 CFS of Abiram H48 .
18 And a fire H784 CMS was kindled H1197 W-VQY3FS in their company H5712 ; the flame H3852 burned up H3857 VPY3FS the wicked H7563 AMP .
19 They made H6213 a calf H5695 in Horeb H2722 , and worshiped H7812 the molten image H4541 .
20 Thus they changed H4171 their glory H3519 into the similitude H8403 of an ox H7794 CMS that eateth H398 grass H6212 .
21 They forgot H7911 God H410 EDS their savior H3467 , which had done H6213 VQPMS great things H1419 AFP in Egypt H4714 ;
22 Wondrous works H6381 VNPFP in the land H776 B-GFS of Ham H2526 NAME-3MS , and terrible things H3372 by H5921 PREP the Red H5488 sea H3220 .
23 Therefore he said H559 W-VQY3MS that he would destroy H8045 them , had not H3884 Moses H4872 his chosen H972 stood H5975 before H6440 L-CMP-3MS him in the breach H6556 , to turn away H7725 L-VHFC his wrath H2534 , lest he should destroy H7843 them .
24 Yea , they despised H3988 the pleasant H2532 land H776 B-GFS , they believed H539 not H3808 ADV his word H1697 :
25 But murmured H7279 in their tents H168 , and hearkened H8085 VQQ3MP not H3808 NADV unto the voice H6963 B-NMS of the LORD H3068 NAME-4MS .
26 Therefore he lifted up H5375 W-VQY3MS his hand H3027 CFS-3MS against them , to overthrow H5307 them in the wilderness H4057 :
27 To overthrow H5307 their seed H2233 CMS-3MP also among the nations H1471 , and to scatter H2219 them in the lands H776 .
28 They joined themselves H6775 also unto Baalpeor H1187 , and ate H398 W-VQY3MP the sacrifices H2077 of the dead H4191 .
29 Thus they provoked him to anger H3707 with their inventions H4611 : and the plague H4046 broke in H6555 upon them .
30 Then stood up H5975 W-VQY3MS Phinehas H6372 , and executed judgment H6419 : and so the plague H4046 was stayed H6113 .
31 And that was counted H2803 unto him for righteousness H6666 unto all generations H1755 L-NMS forevermore H5704 PREP .
32 They angered H7107 him also at H5921 PREP the waters H4325 of strife H4808 NFS , so that it went ill H3415 with Moses H4872 for their sakes H5668 :
33 Because H3588 CONJ they provoked H4784 his spirit H7307 CMS-3MS , so that he spoke unadvisedly H981 with his lips H8193 B-CFD-3MS .
34 They did not H3808 ADV destroy H8045 the nations H5971 , concerning whom H834 RPRO the LORD H3068 EDS commanded H559 VQQ3MS them :
35 But were mingled H6148 among the heathen H1471 , and learned H3925 their works H4639 .
36 And they served H5647 their idols H6091 : which were H1961 W-VQY3MP a snare H4170 unto them .
37 Yea , they sacrificed H2076 their sons H1121 and their daughters H1323 unto devils H7700 ,
38 And shed H8210 innocent H5355 AMS blood H1818 NMS , even the blood H1818 CMS of their sons H1121 and of their daughters H1323 , whom H834 RPRO they sacrificed H2076 unto the idols H6091 of Canaan H3667 : and the land H776 D-GFS was polluted H2610 with blood H1818 .
39 Thus were they defiled H2930 with their own works H4639 , and went a whoring H2181 with their own inventions H4611 .
40 Therefore was the wrath H639 CMS of the LORD H3068 EDS kindled H2734 against his people H5971 B-CMS-3MS , insomuch that he abhorred H8581 his own inheritance H5159 .
41 And he gave H5414 them into the hand H3027 B-CFS of the heathen H1471 NMP ; and they that hated H8130 them ruled H4910 over them .
42 Their enemies H341 also oppressed H3905 them , and they were brought into subjection H3665 under H8478 NMS their hand H3027 .
43 Many H7227 AFP times H6471 NFP did he deliver H5337 them ; but they H1992 provoked H4784 him with their counsel H6098 , and were brought low H4355 for their iniquity H5771 .
44 Nevertheless he regarded H7200 W-VIY3MS their affliction H6862 , when he heard H8085 their cry H7440 :
45 And he remembered H2142 W-VQY3MS for them his covenant H1285 , and repented H5162 according to the multitude H7230 of his mercies H2617 .
46 He made H5414 W-VQQ3MS them also to be pitied H7356 of H6440 L-CMP all H3605 NMS those that carried them captives H7617 .
47 Save H3467 us , O LORD H3068 EDS our God H430 , and gather H6908 us from among H4480 the heathen H1471 D-NMP , to give thanks H3034 unto thy holy H6944 name H8034 , and to triumph H7623 in thy praise H8416 .
48 Blessed H1288 VWQ3MS be the LORD H3068 EDS God H430 CDP of Israel H3478 from H4480 PREP everlasting H5769 to H5704 W-PREP everlasting H5769 : and let all H3605 NMS the people H5971 say H559 , Amen H543 . Praise H1984 ye the LORD H3050 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×