|
|
1. তীমথিয় তুমি আমার সন্তানের মতো, খ্রীষ্ট যীশুতে আমাদের য়ে অনুগ্রহ আছে তার দ্বারা তুমি শক্তিমান হয়ে ওঠ৷
|
1. Thou G4771 therefore G3767 , my G3450 son G5043 , be strong G1743 in G1722 the G3588 grace G5485 that G3588 is in G1722 Christ G5547 Jesus G2424 .
|
2. তুমি ও অন্যান্য অনেকে আমি য়ে বিষয় শিক্ষা দিয়েছি তা শুনেছ; সেইসব এমন বিশ্বস্ত লোকদের শেখাও যাঁরা অন্য লোকদের শিক্ষা দিতে সক্ষম হবে৷
|
2. And G2532 the things that G3739 thou hast heard G191 of G3844 me G1700 among G1223 many G4183 witnesses G3144 , the same G5023 commit G3908 thou to faithful G4103 men G444 , who G3748 shall be G2071 able G2425 to teach G1321 others G2087 also G2532 .
|
3. খ্রীষ্ট যীশুর বিশ্বস্ত সৈনিকের মত আমাদের সাথে কষ্টভোগ কর৷
|
3. Thou G4771 therefore G3767 endure hardness G2553 , as G5613 a good G2570 soldier G4757 of Jesus G2424 Christ G5547 .
|
4. সৈনিক, যুদ্ধ করার সময় তার সেনাপতিকে সন্তুষ্ট করবার কথা মনে রাখে, জনসাধারণের কাজ নিয়ে ব্যস্ত থাকে না৷
|
4. No man G3762 that warreth G4754 entangleth himself with G1707 the G3588 affairs G4230 of this life G979 ; that G2443 he may please G700 him who hath chosen him to be a soldier G4758 .
|
5. আবার কোন ব্যক্তি যদি ক্রীড়া প্রতিয়োগিতায় অংশ গ্রহণ করে, তবে তাকে প্রতিয়োগিতার সমস্ত নিয়ম মেনে চলতে হয় য়েন সে বিজযী হতে পারে৷
|
5. And G1161 if G1437 a man G5100 also G2532 strive for masteries G118 , yet is he not G3756 crowned G4737 , except G3362 he strive G118 lawfully G3545 .
|
6. য়ে কৃষক কঠোর পরিশ্রম করে, সেই প্রথমে ফসলের ভাগ পায়৷
|
6. The husbandman G1092 that laboreth G2872 must G1163 be first partaker G3335 G4413 of the G3588 fruits G2590 .
|
7. আমি যা বলি, তা ভেবে দেখ, কারণ এসব বিষয় বুঝতে প্রভু তোমাকে বুদ্ধি দেবেন৷
|
7. Consider G3539 what G3739 I say G3004 ; and G1063 the G3588 Lord G2962 give G1325 thee G4671 understanding G4907 in G1722 all things G3956 .
|
8. যীশু খ্রীষ্টের কথা মনে কর, তিনি দাযূদের বংশে জন্মেছিলেন, যীশু মৃত্যুর পর মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন৷ এই তোসেই সুসমাচার যা লোকদের কাছে আমি প্রচার করি৷
|
8. Remember G3421 that Jesus G2424 Christ G5547 of G1537 the seed G4690 of David G1138 was raised G1453 from G1537 the dead G3498 according G2596 to my G3450 gospel G2098 :
|
9. সুসমাচার প্রচার করেছি বলে আমি কষ্টভোগ করছি, একজন অপরাধীর মত আমাকে শেকলে বেঁধে বন্দী করে রাখা হয়েছে৷ কিন্তু ঈশ্বরের বার্তাকে শেকল দিয়ে বাঁধা যায় না৷
|
9. Wherein G1722 G3739 I suffer trouble G2553 , as G5613 an evil doer G2557 , even unto G3360 bonds G1199 ; but G235 the G3588 word G3056 of God G2316 is not G3756 bound G1210 .
|
10. তাই ধৈর্য্যের সঙ্গে ঈশ্বর যাদের মনোনীত করেছেন তাদের জন্য আমি সব কিছু সহ্য করি, যাতে তারাও খ্রীষ্ট যীশুতে অনন্ত মহিমার সাথে য়ে পরিত্রাণ ও অনন্ত জীবন আছে তা লাভ করে৷
|
10. Therefore G1223 G5124 I endure G5278 all things G3956 for the elect's sakes G1223 G3588 G1588 , that G2443 they G846 may also G2532 obtain G5177 the salvation G4991 which G3588 is in G1722 Christ G5547 Jesus G2424 with G3326 eternal G166 glory G1391 .
|
11. এই কথা বিশ্বাসয়োগ্য: কারণ আমরা যদি তাঁর সঙ্গে মৃত্যুবরণ করে থাকি, তবে তাঁর সঙ্গে জীবিতও থাকব৷
|
11. It is a faithful G4103 saying G3056 : For G1063 if G1487 we be dead with G4880 him, we shall also G2532 live with G4800 him :
|
12. এখন যদি কষ্ট সহ্য করি তবে তাঁর সাথে রাজত্বও করব৷ যদি তাঁকে অস্বীকার করি, তিনিও আমাদের অস্বীকার করবেন৷
|
12. If G1487 we suffer G5278 , we shall also G2532 reign with G4821 him : if G1487 we deny G720 him, he also G2548 will deny G720 us G2248 :
|
13. আমরা যদি অবিশ্বস্ত হই, তিনি কিন্তু বিশ্বস্ত থাকেন; কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না৷
|
13. If G1487 we believe not G569 , yet he G1565 abideth G3306 faithful G4103 : he cannot G1410 G3756 deny G720 himself G1438 .
|
14. তুমি লোকদের এইসব কথা মনে করিয়ে দিও, ঈশ্বরের সামনে তাদের সতর্ক করে দাও য়েন লোকেরা বাক্য নিয়ে তর্ক বিতর্ক না করে, কারণ তাতে কোন লাভ হয় না, বরং যাঁরা শোনে তাদের সর্বনাশ হয়৷
|
14. Of these things G5023 put them in remembrance G5279 , charging G1263 them before G1799 the G3588 Lord G2962 that they strive not about words G3054 G3361 to no profit G1519 G3762 G5539 , but to G1909 the subverting G2692 of the G3588 hearers G191 .
|
15. য়ে কর্মী সঠিকভাবে সত্য শিক্ষাকে ব্যবহার করে এবং নিজের কাজকর্ম সম্বন্ধে লজ্জিত নয় এমন একজন কর্মী হিসেবে ঈশ্বরের অনুমোদন পাবার জন্য আপ্রাণ চেষ্টা কর৷
|
15. Study G4704 to show G3936 thyself G4572 approved G1384 unto God G2316 , a workman G2040 that needeth not to be ashamed G422 , rightly dividing G3718 the G3588 word G3056 of truth G225 .
|
16. কিন্তু বাজে জাগতিক আলোচনা, যার মধ্যে ঈশ্বরের কোন প্রেরণা নেই তার থেকে দূরে থাকো৷ ঐ ধরণের কথাবার্তা মানুষকে ক্রমে ক্রমে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়৷
|
16. But G1161 shun G4026 profane G952 and vain babblings G2757 : for G1063 they will increase G4298 unto G1909 more G4119 ungodliness G763 .
|
17. যাঁরা এই ধরণের আলোচনা করে তাদের শিক্ষা কর্কট রোগের মতো ছড়িয়ে পড়ে৷ হুমিনায় ও কিলীত হল এই ধরণের লোক৷
|
17. And G2532 their G846 word G3056 will eat G2192 G3542 as G5613 doth a canker G1044 : of whom G3739 is G2076 Hymenaeus G5211 and G2532 Philetus G5372 ;
|
18. এরা সত্য শিক্ষা থেকে সরে গেছে৷ তারা বলছে, মৃতদের পুনরুত্থান হয়ে গেছে৷ এই দুজন লোক কিছু কিছু লোকের বিশ্বাস নষ্ট করেছে৷
|
18. Who G3748 concerning G4012 the G3588 truth G225 have erred G795 , saying G3004 that the G3588 resurrection G386 is past G1096 already G2235 ; and G2532 overthrow G396 the G3588 faith G4102 of some G5100 .
|
19. ঈশ্বর তাঁর মণ্ডলীর জন্য য়ে শক্ত ভিত স্থাপন করেছেন তা হেলানো যাবে না, সেই ভিতের ওপর এও লেখা আছে, ‘ঈশ্বর তাঁর মণ্ডলীর জন্য য়ে শক্ত ভিত স্থাপন করেছেন তা হেলানো যাবে না, সেই ভিতের ওপর এও লেখা আছে, ‘ঈশ্বর সেই সব লোকদের জানেন যাঁরা তাঁর’ এবং ‘য়ে কেউ নিজেকে ঈশ্বরের লোক বলে সে মন্দ কাজ হতে অবশ্যই দূরে থাকুক৷’
|
19. Nevertheless G3305 the foundation G2310 of God G2316 standeth G2476 sure G4731 , having G2192 this G5026 seal G4973 , The Lord G2962 knoweth G1097 them that are G5607 his G848 . And G2532 , Let every one G3956 that nameth G3687 the G3588 name G3686 of Christ G5547 depart G868 from G575 iniquity G93 .
|
20. কিন্তু কোন বড় বাড়িতে কেবল সোনার ও রূপোর বাসন নয়, কাঠের ও মাটির পাত্রও থাকে, তাদের মধ্যে কিছু বাসন থাকে বিশেষ ব্যবহারের জন্য, আবার কিছু বাসন থাকে সাধারণ ব্যবহারের জন্য৷
|
20. But G1161 in G1722 a great G3173 house G3614 there are G2076 not G3756 only G3440 vessels G4632 of gold G5552 and G2532 of silver G693 , but G235 also G2532 of wood G3585 and G2532 of earth G3749 ; and G2532 some G3739 G3303 to G1519 honor G5092 , and G1161 some G3739 to G1519 dishonor G819 .
|
21. সুতরাং যদি কেউ নিজেকে এইসব মন্দ বিষয় হতে পরিষ্কার করে তবে সে বিশেষ ব্যবহারের জন্য উপযুক্ত বাসনই হয়ে উঠবে, সেই ব্যক্তি পবিত্র হয়ে উঠবে আর তার কর্তা তাকে ব্যবহার করতে পারবে৷ সেই ব্যক্তি য়ে কোন সত্ কাজ করবার জন্য প্রস্তুত থাকবে৷
|
21. If G1437 a man G5100 therefore G3767 purge G1571 himself G1438 from G575 these G5130 , he shall be G2071 a vessel G4632 unto G1519 honor G5092 , sanctified G37 , and G2532 meet for the master's use G2173 G3588 G1203 , and prepared G2090 unto G1519 every G3956 good G18 work G2041 .
|
22. তুমি য়ৌবনের সমস্ত কামনা বাসনা থেকে পালাও এবং যাদের অন্তঃকরণ বিশুদ্ধ, যাঁরা তাদের প্রভুতে ভরসা রাখে, সেই সমস্ত লোকের সাথে বিশ্বাস, ভালবাসা ও শান্তির সাথে সঠিক জীবনযাপনের জন্য আগ্রহী হও৷
|
22. Flee G5343 also G1161 youthful G3512 lusts G1939 : but G1161 follow G1377 righteousness G1343 , faith G4102 , charity G26 , peace G1515 , with G3326 them that call on G1941 the G3588 Lord G2962 out of G1537 a pure G2513 heart G2588 .
|
23. কিন্তু মূর্খতাপূর্ণ ও জ্ঞানহীন তর্কের মধ্যে জড়িয়ে পড়ো না, তুমি জান য়ে ঐসব শূন্যগর্ভ তর্কবিতর্ক থেকে লড়াইয়ের সৃষ্টি হয়৷
|
23. But G1161 foolish G3474 and G2532 unlearned G521 questions G2214 avoid G3868 , knowing G1492 that G3754 they do engender G1080 strifes G3163 .
|
24. য়ে মানুষ প্রভুর সেবক তার কোন বিবাদে জড়িয়ে পড়া ঠিক নয়, সে হবে সকলের প্রতি দয়ালু৷ প্রভুর সেবককে একজন উত্তম শিক্ষক হতে হবে, তাকে সহিষ্ণু হতে হবে৷
|
24. And G1161 the servant G1401 of the Lord G2962 must G1163 not G3756 strive G3164 ; but G235 be G1511 gentle G2261 unto G4314 all G3956 men, apt to teach G1317 , patient G420 ,
|
25. যাঁরা তার বিরুদ্ধে কথা বলে বিনীতভাবেই তাদের ভুল দেখিয়ে দিতে হবে৷ হয়তো ঈশ্বর তাদের হৃদয়ের পরিবর্তন করবেন যাতে তারা সত্যকে গ্রহণ করতে পারে৷
|
25. In G1722 meekness G4236 instructing G3811 those that oppose themselves G475 ; if God peradventure G3379 G2316 will give G1325 them G846 repentance G3341 to G1519 the acknowledging G1922 of the truth G225 ;
|
26. দিয়াবল ঐ লোকদের ফাঁদে ফেলেছে ও তার ইচ্ছা পালন করার জন্য দাসে পরিণত করেছে৷ কিন্তু এমন হতে পারে য়ে তারা চেতনা পেয়ে জেগে উঠতে ও বুঝতে পারবে য়ে শয়তান তাদের নিয়ে খেলছে আর দিয়াবলের ফাঁদ থেকে তারা নিজেদের মুক্ত করতে পারবে৷
|
26. And G2532 that they may recover themselves G366 out of G1537 the G3588 snare G3803 of the G3588 devil G1228 , who are taken captive G2221 by G5259 him G846 at G1519 his G1565 will G2307 .
|