|
|
1. ‘স্বর্গরাজ্য কেমন হবে, তা দশ জন কনের সঙ্গে তুলনা করা চলে, যাঁরা তাদের প্রদীপ নিয়ে বরের সঙ্গে সাক্ষাত্ করতে বার হল৷
|
1. Then G5119 shall the G3588 kingdom G932 of heaven G3772 be likened unto G3666 ten G1176 virgins G3933 , which G3748 took G2983 their G848 lamps G2985 , and went forth G1831 to meet G1519 G529 the G3588 bridegroom G3566 .
|
2. তাদের মধ্যে পাঁচজন ছিল নির্বোধ আর অন্য পাঁচজন ছিল বুদ্ধিমতী৷
|
2. And G1161 five G4002 of G1537 them G846 were G2258 wise G5429 , and G2532 five G4002 were foolish G3474 .
|
3. সেই নির্বোধ কনেরা তাদের বাতি নিল বটে কিন্তু সঙ্গে তেল নিল না৷
|
3. They that G3748 were foolish G3474 took G2983 their G1438 lamps G2985 , and took G2983 no G3756 oil G1637 with G3326 them G1438 :
|
4. অপরদিকে বুদ্ধিমতী কনেরা তাদের প্রদীপের সঙ্গে পাত্রে তেলও নিল৷
|
4. But G1161 the G3588 wise G5429 took G2983 oil G1637 in G1722 their G848 vessels G30 with G3326 their G848 lamps G2985 .
|
5. বর আসতে দেরী হওযাতে তারা সকলেই তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল৷
|
5. While G1161 the G3588 bridegroom G3566 tarried G5549 , they all G3956 slumbered G3573 and G2532 slept G2518 .
|
6. কিন্তু মাঝরাতে চিত্কার শোনা গেল, ‘দেখ, বর আসছে! তাকে বরণ করতে এগিয়ে যাও৷’
|
6. And G1161 at midnight G3319 G3571 there was a cry G2906 made G1096 , Behold G2400 , the G3588 bridegroom G3566 cometh G2064 ; go ye out G1831 to meet G1519 G529 him G846 .
|
7. ‘সেই কনেরা তখন উঠে তাদের প্রদীপ ঠিক করল৷
|
7. Then G5119 all G3956 those G1565 virgins G3933 arose G1453 , and G2532 trimmed G2885 their G848 lamps G2985 .
|
8. কিন্তু নির্বোধ কনেরা বুদ্ধিমতী কনেদের বলল, ‘তোমাদের তেল থেকে আমাদের কিছু তেল দাও, কারণ আমাদের প্রদীপ নিভে যাচ্ছে৷’
|
8. And G1161 the G3588 foolish G3474 said G2036 unto the G3588 wise G5429 , Give G1325 us G2254 of G1537 your G5216 oil G1637 ; for G3754 our G2257 lamps G2985 are gone out G4570 .
|
9. ‘এর উত্তরে সেই বুদ্ধিমতী কনেরা বলল, ‘না৷ তেল যা আছে তাতে হয়তো আমাদের ও তোমাদের কুলোবে না, তোমরা বরং যাঁরা তেল বিক্রি করে তাদের কাছে গিয়ে নিজেদের জন্য তেল কিনে আনো৷’
|
9. But G1161 the G3588 wise G5429 answered G611 , saying G3004 , Not so ; lest G3379 there be not enough G714 G3756 for us G2254 and G2532 you G5213 : but G1161 go G4198 ye rather G3123 to G4314 them that sell G4453 , and G2532 buy G59 for yourselves G1438 .
|
10. ‘তারা যখন তেল কেনার জন্য বাইরে যাচ্ছে, এমন সময় বর এসে উপস্থিত হল, তখন য়ে কনেরা প্রস্তুত ছিল তারা বরের সঙ্গে বিয়ে বাড়িতে প্রবেশ করল৷ তারপর দরজা বন্ধ করে দেওযা হল৷
|
10. And G1161 while they G846 went G565 to buy G59 , the G3588 bridegroom G3566 came G2064 ; and G2532 they that were ready G2092 went in G1525 with G3326 him G846 to G1519 the G3588 marriage G1062 : and G2532 the G3588 door G2374 was shut G2808 .
|
11. ‘শেষে অন্য কনেরা এসে বলল, ‘শুনছেন, আমাদের জন্য দরজা খুলে দিন৷’
|
11. G1161 Afterward G5305 came G2064 also G2532 the G3588 other G3062 virgins G3933 , saying G3004 , Lord G2962 , Lord G2962 , open G455 to us G2254 .
|
12. ‘কিন্তু এর উত্তরে বর বলল, ‘সত্যি বলছি, আমি তোমাদের চিনি না৷’
|
12. But G1161 he G3588 answered G611 and said G2036 , Verily G281 I say G3004 unto you G5213 , I know G1492 you G5209 not G3756 .
|
13. ‘তাইতোমরা সজাগ থেকো, কারণ তোমরা সেই দিন বা মুহূর্ত্তের কথা জান না, কখন মানবপুত্র ফিরে আসবেন৷
|
13. Watch G1127 therefore G3767 , for G3754 ye know G1492 neither G3756 the G3588 day G2250 nor G3761 the G3588 hour G5610 wherein G1722 G3739 the G3588 Son G5207 of man G444 cometh G2064 .
|
14. ‘স্বর্গরাজ্য এমন একজন লোকের মতো, যিনি বিদেশে যাবার আগে চাকরদের ডেকে সম্পত্তির ভার তাদের হাতে দিয়ে গেলেন৷
|
14. For G1063 the kingdom of heaven is as G5618 a man G444 traveling into a far country G589 , who called G2564 his own G2398 servants G1401 , and G2532 delivered G3860 unto them G846 his G848 goods G5224 .
|
15. তিনি একজনকে পাঁচ থলি মোহর, আর একজনকে দু থলি মোহর এবং আর একজনকে এক থলি মোহর দিলেন৷ যার য়েমন ক্ষমতা সেই অনুসারে দিয়ে তিনি বিদেশে চলে গেলেন৷
|
15. And G2532 unto one G3739 G3303 he gave G1325 five G4002 talents G5007 , to G1161 another G3739 two G1417 , and G1161 to another G3739 one G1520 ; to every man G1538 according G2596 to his several G2398 ability G1411 ; and G2532 straightway G2112 took his journey G589 .
|
16. য়ে পাঁচ থলি মোহর পেয়েছিল, সে সঙ্গে সঙ্গে সেই টাকা খাটাতে শুরু করল, আর তাই দিয়ে আরো পাঁচ থলি মোহর লাভ করল৷
|
16. Then G1161 he that had received G2983 the G3588 five G4002 talents G5007 went G4198 and G2532 traded G2038 with G1722 the same G846 , and G2532 made G4160 them other G243 five G4002 talents G5007 .
|
17. য়ে লোক দু’থলি মোহর পেয়েছিল সেও সেই টাকা খাটিয়ে আরো দু’থলি মোহর রোজগার করল৷
|
17. And G2532 likewise G5615 he G3588 that had received two G1417 , he G846 also G2532 gained G2770 other G243 two G1417 .
|
18. কিন্তু য়ে এক থলি মোহর পেয়েছিল, সে গিয়ে মাটিতে গর্ত খুঁড়ে তার মনিবের টাকা সেই গর্তে পুঁতে রাখল৷
|
18. But G1161 he that had received G2983 one G1520 went G565 and digged G3736 in G1722 the G3588 earth G1093 , and G2532 hid G613 his G848 lord G2962 's money G694 .
|
19. ‘অনেক দিন পর সেইচাকরদের মনিব ফিরে এসে তাদের কাছে হিসাব চাইলেন৷
|
19. G1161 After G3326 a long G4183 time G5550 the G3588 lord G2962 of those G1565 servants G1401 cometh G2064 , and G2532 reckoneth G4868 G3056 with G3326 them G846 .
|
20. য়ে পাঁচ থলি মোহর পেয়েছিল, সে আরো পাঁচ থলি মোহর এনে বলল, ‘হুজুর, আপনি আমাকে পাঁচ থলি মোহর দিয়েছিলেন, দেখুন আমি তাই দিয়ে আরো পাঁচ থলি মোহর রোজগার করেছি৷’
|
20. And G2532 so he that had received G2983 five G3588 G4002 talents G5007 came G4334 and brought G4374 other G243 five G4002 talents G5007 , saying G3004 , Lord G2962 , thou deliveredst G3860 unto me G3427 five G4002 talents G5007 : behold G2396 , I have gained G2770 beside G1909 them G846 five G4002 talents G5007 more G243 .
|
21. ‘তার মনিব তখন তাকে বললেন, ‘বেশ, তুমি উত্তম ও বিশ্বস্ত দাস৷ তুমি এই সামান্য বিষয়ে বিশ্বস্ত থাকাতে আমি তোমার হাতে অনেক বিষয়ের ভার দেব৷ এস, তোমার মনিবের আনন্দের সহভাগী হও৷
|
21. G1161 His G846 lord G2962 said G5346 unto him G846 , Well done G2095 , thou good G18 and G2532 faithful G4103 servant G1401 : thou hast been G2258 faithful G4103 over G1909 a few things G3641 , I will make thee ruler G2525 G4571 over G1909 many things G4183 : enter G1525 thou into G1519 the G3588 joy G5479 of thy G4675 lord G2962 .
|
22. ‘এরপর য়ে দু থলি মোহর পেয়েছিল, সেও তার মনিবের কাছে এসে বলল, ‘হুজুর, আপনি আমায় দু থলি মোহর দিয়েছিলেন, দেখুন আমি তাই দিয়ে আরো দু থলি মোহর রোজগার করেছি৷’
|
22. G1161 He also that had received G2983 G2532 two G1417 talents G5007 came G4334 and said G2036 , Lord G2962 , thou deliveredst G3860 unto me G3427 two G1417 talents G5007 : behold G2396 , I have gained G2770 two G1417 other G243 talents G5007 beside G1909 them G846 .
|
23. ‘তার মনিব তাকে বললেন, ‘বেশ! তুমি উত্তম ও বিশ্বস্ত দাস৷ তুমি সামান্য বিষয়ের উপর বিশ্বস্ত হলে, তাই আমি আরো অনেক কিছুর ভার তোমার ওপর দেব৷ এস, তুমি তোমার মনিবের আনন্দের সহভাগী হও৷
|
23. His G846 lord G2962 said G5346 unto him G846 , Well done G2095 , good G18 and G2532 faithful G4103 servant G1401 ; thou hast been G2258 faithful G4103 over G1909 a few things G3641 , I will make thee ruler G2525 G4571 over G1909 many things G4183 : enter G1525 thou into G1519 the G3588 joy G5479 of thy G4675 lord G2962 .
|
24. ‘এরপর য়ে লোক এক থলি মোহর পেয়েছিল সে তার মনিবের কাছে এসে বলল, ‘হুজুর আমি জানি আপনি বড় কড়া লোক৷ আপনি য়েখানে বীজ বোনেন নি সেখানে কাটেন; আর য়েখানে কোন বীজ ছড়ান নি সেখান থেকে শস্য সংগ্রহ করেন:
|
24. Then G1161 he which had received G2983 the G3588 one G1520 talent G5007 came G2532 G4334 and said G2036 , Lord G2962 , I knew G1097 thee G4571 that G3754 thou art G1488 a hard G4642 man G444 , reaping G2325 where G3699 thou hast not G3756 sown G4687 , and G2532 gathering G4863 where G3606 thou hast not G3756 strewed G1287 :
|
25. তাই আমি ভয়ে আপনার দেওযা মোহরের থলি মাটিতে পুঁতে লুকিয়ে রেখেছিলাম৷ আপনার যা ছিল তা নিন৷’
|
25. And G2532 I was afraid G5399 , and went G565 and hid G2928 thy G4675 talent G5007 in G1722 the G3588 earth G1093 : lo G2396 , there thou hast G2192 that is thine G4674 .
|
26. ‘এর উত্তরে তার মনিব তাকে বললেন, ‘তুমি দুষ্ট ও অলস দাস! তুমি তো জানতে আমি য়েখানে বুনি না সেখানেই কাটি; আর তুমি এও জান য়েখানে আমি বীজ ছড়াইনা সেখান থেকেই সংগ্রহ করি৷
|
26. G1161 His G846 lord G2962 answered G611 and said G2036 unto him G846 , Thou wicked G4190 and G2532 slothful G3636 servant G1401 , thou knewest G1492 that G3754 I reap G2325 where G3699 I sowed G4687 not G3756 , and G2532 gather G4863 where G3606 I have not G3756 strewed G1287 :
|
27. তাই তোমার উচিত ছিল মহাজনদের কাছে আমার টাকা জমা রাখা, তাহলে আমি এসে আমার টাকার সঙ্গে কিছু সুদও পেতাম৷’
|
27. Thou G4571 oughtest G1163 therefore G3767 to have put G906 my G3450 money G694 to the G3588 exchangers G5133 , and G2532 then at my coming G2064 I G1473 should have received G2865 G302 mine own G1699 with G4862 usury G5110 .
|
28. ‘তাই তোমরা এর কাছ থেকে, ঐ মোহর নিয়ে যার দশ থলি মোহর আছে তাকে দাও৷
|
28. Take G142 therefore G3767 the G3588 talent G5007 from G575 him G846 , and G2532 give G1325 it unto him which hath G2192 ten G1176 talents G5007 .
|
29. হ্যাঁ, যার আছে তাকে আরো দেওযা হবে, তাতে তার প্রচুর হবে৷ কিন্তু যার নেই, তার যা আছে তাও তার কাছে থেকে নিয়ে নেওযা হবে৷’
|
29. For G1063 unto everyone G3956 that hath G2192 shall be given G1325 , and G2532 he shall have abundance G4052 : but G1161 from G575 him G3588 that hath G2192 not G3361 shall be taken away G142 even G575 G846 G2532 that which G3739 he hath G2192 .
|
30. তোমরা ঐ অকর্মন্য দাসকে অন্ধকারে বাইরে ফেলে দাও; সেখানে লোকেরা কান্নাকাটি করে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষে৷’
|
30. And G2532 cast G1544 ye the G3588 unprofitable G888 servant G1401 into G1519 outer G1857 darkness G4655 : there G1563 shall be G2071 weeping G2805 and G2532 gnashing G1030 of teeth G3599 .
|
31. ‘মানবপুত্র যখন নিজ মহিমায় মহিমান্বিত হয়ে তাঁর স্বর্গদূতদেব সঙ্গে নিয়ে এসে মহিমার সিংহাসনে বসবেন,
|
31. When G3752 the G3588 Son G5207 of man G444 shall come G2064 in G1722 his G848 glory G1391 , and G2532 all G3956 the G3588 holy G40 angels G32 with G3326 him G846 , then G5119 shall he sit G2523 upon G1909 the throne G2362 of his G848 glory G1391 :
|
32. তখন সমস্ত জাতি তাঁর সামনে জড়ো হবে৷ রাখাল য়েমন ভেড়া ও ছাগল আলাদা করে, তেমনি তিনি সব লোককে দুভাগে ভাগ করবেন৷
|
32. And G2532 before G1715 him G846 shall be gathered G4863 all G3956 nations G1484 : and G2532 he shall separate G873 them G846 one from another G240 G575 , as G5618 a shepherd G4166 divideth G873 his sheep G4263 from G575 the G3588 goats G2056 :
|
33. তিনি নিজের ডানদিকে ভেড়াদের রাখবেন আর বাঁদিকে ছাগলদের রাখবেন৷
|
33. And G2532 he shall set G2476 the G3588 sheep G4263 on G1537 his G848 right hand G1188 , but G1161 the G3588 goats G2055 on G1537 the left G2176 .
|
34. ‘এরপর রাজা তাঁর ডানদিকের যাঁরা তাদের বলবেন, ‘আমার পিতার আশীর্বাদ পেয়েছ, তোমরা এস! জগত সৃষ্টির শুরুতেইয়ে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, তার অধিকার গ্রহণ কর৷
|
34. Then G5119 shall the G3588 King G935 say G2046 unto them G3588 on G1537 his G848 right hand G1188 , Come G1205 , ye blessed G2127 of my G3450 Father G3962 , inherit G2816 the G3588 kingdom G932 prepared G2090 for you G5213 from G575 the foundation G2602 of the world G2889 :
|
35. কারণ আমি ক্ষুধিত ছিলাম, তোমরা আমায় খেতে দিয়েছিলে৷ আমি পিপাসিত ছিলাম আর তোমরা আমাকে পান করবার জল দিয়েছিলে৷ আমি অচেনা আগন্তুক রূপে এসেছিলাম আর তোমর আমায় আশ্রয় দিয়েছিলে৷
|
35. For G1063 I was hungry G3983 , and G2532 ye gave G1325 me G3427 meat G5315 : I was thirsty G1372 , and G2532 ye gave me drink G4222 G3165 : I was G2252 a stranger G3581 , and G2532 ye took me in G4863 G3165 :
|
36. যখন আমার পরনে কোন কাপড় ছিল না, তখন তোমরা আমায় পোশাক পরিয়েছিলে৷ আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করেছিলে৷ আমি কারাগারে ছিলাম, তোমর আমায় দেখতে এসেছিলে৷’
|
36. Naked G1131 , and G2532 ye clothed G4016 me G3165 : I was sick G770 , and G2532 ye visited G1980 me G3165 : I was G2252 in G1722 prison G5438 , and G2532 ye came G2064 unto G4314 me G3165 .
|
37. ‘এর উত্তরে যাঁরা ভাল তারা বলবে, ‘প্রভু, কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম, পিপাসিত দেখে জল পান করতে দিয়েছিলাম?
|
37. Then G5119 shall the G3588 righteous G1342 answer G611 him G846 , saying G3004 , Lord G2962 , when G4219 saw G1492 we thee G4571 hungry G3983 , and G2532 fed G5142 thee ? or G2228 thirsty G1372 , and G2532 gave thee G4222 drink?
|
38. কখনই বা আপনাকে অচেনা আগন্তুক দেখে আতিথেয়তা করেছিলাম অথবা আপনার পরনে কাপড় নেই দেখে পোশাক পরিয়েছিলাম?
|
38. G1161 When G4219 saw G1492 we thee G4571 a stranger G3581 , and G2532 took thee G4863 in? or G2228 naked G1131 , and G2532 clothed G4016 thee ?
|
39. আর কখনই বা অসুস্থ বা কারাগারে আছেন দেখে আপনাকে দেখতে গিয়েছিলাম?
|
39. Or G1161 when G4219 saw G1492 we thee G4571 sick G772 , or G2228 in G1722 prison G5438 , and G2532 came G2064 unto G4314 thee G4571 ?
|
40. ‘এর উত্তরে রাজা তাদের বলবেন, ‘আমি তোমাদের সত্যি বলছি, আমার এইতুচ্ছতমদের মধ্যে যখন কোন একজনের প্রতি তোমরা এরূপ করেছিলে, তখন আমারই জন্য তা করেছিলে৷’
|
40. And G2532 the G3588 King G935 shall answer G611 and say G2046 unto them G846 , Verily G281 I say G3004 unto you G5213 , Inasmuch as G1909 G3745 ye have done G4160 it unto one G1520 of the G3588 least G1646 of these G5130 my G3450 brethren G80 , ye have done G4160 it unto me G1698 .
|
41. ‘এরপর রাজা তাঁর বাম দিকের লোকদের বলবেন, ‘ওহে অভিশপ্তরা, তোমরা আমার কাছ থেকে দূর হও, দিয়াবল ও তার দূতদের জন্য য়ে ভযাবহ অনন্ত আগুন প্রস্তুত করা হয়েছে, তার মধ্যে গিয়ে পড়৷
|
41. Then G5119 shall he say G2046 also G2532 unto them G3588 on G1537 the left hand G2176 , Depart G4198 from G575 me G1700 , ye cursed G2672 , into G1519 everlasting G166 fire G4442 , prepared G2090 for the G3588 devil G1228 and G2532 his G846 angels G32 :
|
42. কারণ আমি যখন ক্ষুধার্ত ছিলাম, তখন তোমরা আমায় খেতে দাও নি৷ আমার যখন পিপাসা পেয়েছিল, তখন আমায় জল দাও নি৷
|
42. For G1063 I was hungry G3983 , and G2532 ye gave G1325 me G3427 no G3756 meat G5315 : I was thirsty G1372 , and G2532 ye gave me no drink G4222 G3165 :
|
43. আমি অচেনা আগন্তুকরূপে এসেছিলাম, কিন্তু তোমরা আমার আতিথেয়তা করনি৷ আমার পোশাক ছিল না, কিন্তু তোমরা আমায় পোশাক দাও নি৷ আমি অসুস্থ ছিলাম ও কারাগারে গিয়েছিলাম, কিন্তু তোমরা আমার খোঁজ নাও নি৷
|
43. I was G2252 a stranger G3581 , and G2532 ye took me not in G4863 G3165 G3756 : naked G1131 , and G2532 ye clothed G4016 me G3165 not G3756 : sick G772 , and G2532 in G1722 prison G5438 , and G2532 ye visited G1980 me G3165 not G3756 .
|
44. ‘এর উত্তরে তারা তাঁকে বলবে, ‘প্রভু, কবে আপনাকে ক্ষুধার্ত, কি পিপাসিত, কি আগন্তুকরূপে দেখে অথবা কবেইবা আপনার পরনে কাপড় ছিল না, বা আপনি অসুস্থ ছিলেন ও কারাগারে গিয়েছিলেন বলে আমরা আপনার সাহায্য করিনি?’
|
44. Then G5119 shall they G846 also G2532 answer G611 him G846 , saying G3004 , Lord G2962 , when G4219 saw G1492 we thee G4571 hungry G3983 , or G2228 athirst G1372 , or G2228 a stranger G3581 , or G2228 naked G1131 , or G2228 sick G772 , or G2228 in G1722 prison G5438 , and G2532 did not G3756 minister G1247 unto thee G4671 ?
|
45. ‘এ কথার উত্তরে রাজা বলবেন, ‘আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যখন এই অতি সামান্য যাঁরা তাদের কোন একজনের প্রতি তা করনি, তখন আমারই প্রতি তা কর নি৷’
|
45. Then G5119 shall he answer G611 them G846 , saying G3004 , Verily G281 I say G3004 unto you G5213 , Inasmuch as G1909 G3745 ye did G4160 it not G3756 to one G1520 of the G3588 least G1646 of these G5130 , ye did G4160 it not G3761 to me G1698 .
|
46. ‘এরপর অধার্মিক লোকেরা যাবে অনন্ত শাস্তি ভোগ করতে, কিন্তু ধার্মিকেরা প্রবেশ করবে অনন্ত জীবনে৷’
|
46. And G2532 these G3778 shall go away G565 into G1519 everlasting G166 punishment G2851 : but G1161 the G3588 righteous G1342 into G1519 life G2222 eternal G166 .
|