Bible Books

:

1. মোশি ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে জড়ো করে তাদেরকে বললেন, “সদাপ্রভু তোমাদেরকে এই সব বাক্য পালন করতে আদেশ দিয়েছেন,
2. ছয় দিন কাজ করা যাবে, কিন্তু সপ্তম দিন তোমাদের জন্য পবিত্র দিন হবে; সেটা সদাপ্রভুর উদ্দেশ্যে সম্পূর্ণ বিশ্রামের জন্য বিশ্রামদিন হবে; যে কেউ সেই দিনের কাজ করবে, তার প্রাণদণ্ড হবে।
3. তোমরা বিশ্রামদিনের তোমাদের কোন বাড়িতে আগুন জ্বালাবে না।” তাঁবুর জন্য উপাদান সমূহ (যাত্রা পুস্তক 31:1-7) PEPS
4. মোশি ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে বললেন,
5. সদাপ্রভু এই আদেশ দিয়েছেন; তোমরা সদাপ্রভুর জন্য তোমাদের কাছ থেকে উপহার নাও; যার মনে ইচ্ছা হবে, সে সদাপ্রভুর উপহার হিসাবে এই সব দ্রব্য আনবে;
6. সোনা, রূপা পিতল এবং নীল, বেগুনে, লাল সাদা মসীনা সুতো ছাগলের লোম
7. এবং লাল রঙের ভেড়ার চামড়া শীলের চামড়া, শিটীম কাঠ
8. এবং প্রদীপের জন্য তেল, আর অভিষেকের তেল সুগন্ধি ধূপের জন্য সুগন্ধি
9. এবং এফোদের বুকপাটার জন্য গোমেদক মণি এবং আরও দামী পাথর।
10. আর তোমাদের প্রত্যেক জ্ঞানী লোকেরা এসে সদাপ্রভুর আদেশ মত সমস্ত বস্তু তৈরী করুক;
11. সমাগম তাঁবু, তাঁবু, তার ঢাকনা, হুক, তক্তা, খিল, স্তম্ভ ভিত্তি,
12. আর সিন্দুক তার বহন দণ্ড, পাপাবরণ আড়াল রাখার পর্দা।
13. টেবিল তার বহন দণ্ড সমস্ত পাত্র, দর্শন রুটি
14. এবং আলোর জন্য বাতিদানী তার পাত্রগুলি, প্রদীপ প্রদীপের জন্য তেল
15. এবং ধূপবেদি তার বহন দণ্ড এবং অভিষেকের তেল সুগন্ধি ধূপ, সমাগম তাঁবুর মধ্যে প্রবেশ দরজার পর্দা,
16. হোমবেদি, তার পিতলের জাল, বহন দণ্ড সমস্ত পাত্র এবং ধোয়ার পাত্র তার পায়া।
17. তারা উঠানের পর্দার সঙ্গে আনল তার স্তম্ভ ভিত্তি এবং উঠানের ফটকের পর্দা
18. এবং সমাগম তাঁবুর খুঁটি, উঠানের খুঁটি তাদের দড়ি।
19. তারা পবিত্র স্থানে পরিচর্য্যা করার জন্য সূক্ষ্ম বোনা পোশাক আনল, অর্থাৎ হারোণ যাজকের জন্য পবিত্র পোশাক যাজকের কাজ করার জন্য তার ছেলেদের পোশাক। PEPS
20. পরে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মোশির সামনে থেকে চলে গেল।
21. আর যাদের হৃদয়ে প্রবৃত্তি মনে ইচ্ছা হল, তারা সবাই সমাগম তাঁবু তৈরীর জন্য এবং সেই বিষয়ে সমস্ত কাজের পবিত্র পোশাকের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনল।
22. পুরুষ স্ত্রী যত লোক মনে ইচ্ছা করল, তারা সবাই এসে বলয়, কানবালা, অঙ্গুরীয় হার, সোনার সব রকম গয়না আনল। যে কেউ সদাপ্রভুর উদ্দেশ্যে সোনার উপহার আনতে চাইল, সে আনল।
23. আর যাদের কাছে নীল, বেগুনে, লাল সাদা মসীনা সুতো, ছাগলের লোম, লাল রঙের ভেড়ার চামড়া দামী চামড়া ছিল, তারা সবাই তা আনল।
24. যে কেউ রূপা পিতলের উপহার উপস্থিত করল, সে সদাপ্রভুর উদ্দেশ্যে সেই উপহার আনল এবং যার কাছে কোন কাজে লাগানোর জন্য শিটীম কাঠ ছিল, সে তাই আনল।
25. আর দক্ষ স্ত্রীলোকেরা তাদের হাতে সুতো কেটে, তাদের কাটা নীল, বেগুনে, লাল সাদা মসীনা সুতো আনল।
26. সমস্ত স্ত্রীলোক যাদের হৃদয় তাদেরকে আলোড়িত করল এবং যারা দক্ষতায় পরিপূর্ণ তারা ছাগলের লোমের সুতো কাটল।
27. আর অধ্যক্ষরা এফোদের বুকপাটার জন্য গোমেদক মণি
28. এবং দীপের, অভিষেকের তেলের সুগন্ধি ধূপের জন্য গন্ধদ্রব্য তেল আনলেন।
29. ইস্রায়েল সন্তানরা ইচ্ছাকৃত সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনল, সদাপ্রভু মোশিকে দিয়ে যা যা করতে আদেশ করেছিলেন, তার কোন রকম কাজ করার জন্য যে পুরুষ স্ত্রীলোকদের হৃদয়ের ইচ্ছা হল, তারা সবাই উপহার আনল। PS
30. {বৎসলেল অহলীয়ল} PS পরে মোশি ইস্রায়েল সন্তানদের বললেন, “দেখ, সদাপ্রভু যিহূদা বংশীয় হূরের নাতি ঊরির ছেলে বৎসলেলের নাম ধরে ডাকলেন;
31. আর তিনি তাকে ঈশ্বরের আত্মায়, জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় সর্বপ্রকার শিল্প কৌশলে পরিপূর্ণ করলেন,
32. যাতে তিনি কৌশলের কাজ কল্পনা করতে, সোনা, রূপা পিতলের কাজ করতে,
33. খোচিত মণি কাটতে, কাঠ খোদাই করতে সব রকম কৌশলযুক্ত শিল্প কাজ করতে পারেন।
34. এই সকলের শিক্ষা দিতে তার দান-বংশীয় অহীষামকের ছেলে অহলীয়াবের হৃদয়ে বাসনা দিলেন।
35. তিনি খোদাই করতে শিল্প কাজ করতে এবং নীল, বেগুনে, লাল সাদা মসীনা সুতোয় খোদাই কাজ করতে এবং তাঁতির কাজ করতে, অর্থাৎ যাবতীয় শিল্প কাজ চিত্রের কাজ করতে তাঁদের হৃদয় অভিজ্ঞতায় পরিপূর্ণ করলেন। PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×