Bible Language
Bengali Old BSI Version

:
1

BNV
1. আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে, ইস্রায়েল এই কথা বলুক,
1. A Song H7892 of degrees H4609 . Many a time H7227 have they afflicted H6887 me from my youth H4480 H5271 , may Israel H3478 now H4994 say H559 :
2. আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে, তথাপি আমার উপরে জয়ী হয় নাই।
2. Many a time H7227 have they afflicted H6887 me from my youth H4480 H5271 : yet H1571 they have not H3808 prevailed H3201 against me.
3. কৃষকেরা আমার পৃষ্ঠদেশ কর্ষণ করিয়াছে, তাহারা দীর্ঘ সীতা কাটিয়াছে।
3. The plowers H2790 plowed H2790 upon H5921 my back H1354 : they made long H748 their furrows H4618 .
4. সদাপ্রভু ধর্ম্মময়, তিনি দুষ্টগণের রজ্জু ছেদন করিয়াছেন।
4. The LORD H3068 is righteous H6662 : he hath cut asunder H7112 the cords H5688 of the wicked H7563 .
5. সেই সকলে লজ্জিত হউক, হটিয়া যাউক, যাহারা সিয়োনকে দ্বেষ করে।
5. Let them all H3605 be confounded H954 and turned H5472 back H268 that hate H8130 Zion H6726 .
6. তাহারা ছাদের উপরিস্থ তৃণের ন্যায় হউক, যাহা বাড়িতে না বাড়িতেই শুষ্ক হইয়া যায়;
6. Let them be H1961 as the grass H2682 upon the housetops H1406 , which withereth H3001 before H7945 H6927 it groweth up H8025 :
7. শস্যচ্ছেদক তাহাতে আপন হস্ত, আটিবন্ধনকারী আপন ক্রোড় পূর্ণ করে না।
7. Wherewith the mower H7114 filleth H4390 not H7945 H3808 his hand H3709 ; nor he that bindeth H6014 sheaves his bosom H2683 .
8. আর পথিকেরা বলে না, সদাপ্রভুর আশীর্ব্বাদ তোমাদের প্রতি বর্ত্তুক, আমরা সদাপ্রভুর নামে তোমাদিগকে আশীর্ব্বাদ করি।
8. Neither H3808 do they which go by H5674 say H559 , The blessing H1293 of the LORD H3068 be upon H413 you : we bless H1288 you in the name H8034 of the LORD H3068 .