|
|
1. আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে, ইস্রায়েল এই কথা বলুক,
|
1. A Song H7892 of degrees H4609 . Many a time H7227 have they afflicted H6887 me from my youth H4480 H5271 , may Israel H3478 now H4994 say H559 :
|
2. আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে, তথাপি আমার উপরে জয়ী হয় নাই।
|
2. Many a time H7227 have they afflicted H6887 me from my youth H4480 H5271 : yet H1571 they have not H3808 prevailed H3201 against me.
|
3. কৃষকেরা আমার পৃষ্ঠদেশ কর্ষণ করিয়াছে, তাহারা দীর্ঘ সীতা কাটিয়াছে।
|
3. The plowers H2790 plowed H2790 upon H5921 my back H1354 : they made long H748 their furrows H4618 .
|
4. সদাপ্রভু ধর্ম্মময়, তিনি দুষ্টগণের রজ্জু ছেদন করিয়াছেন।
|
4. The LORD H3068 is righteous H6662 : he hath cut asunder H7112 the cords H5688 of the wicked H7563 .
|
5. সেই সকলে লজ্জিত হউক, হটিয়া যাউক, যাহারা সিয়োনকে দ্বেষ করে।
|
5. Let them all H3605 be confounded H954 and turned H5472 back H268 that hate H8130 Zion H6726 .
|
6. তাহারা ছাদের উপরিস্থ তৃণের ন্যায় হউক, যাহা বাড়িতে না বাড়িতেই শুষ্ক হইয়া যায়;
|
6. Let them be H1961 as the grass H2682 upon the housetops H1406 , which withereth H3001 before H7945 H6927 it groweth up H8025 :
|
7. শস্যচ্ছেদক তাহাতে আপন হস্ত, আটিবন্ধনকারী আপন ক্রোড় পূর্ণ করে না।
|
7. Wherewith the mower H7114 filleth H4390 not H7945 H3808 his hand H3709 ; nor he that bindeth H6014 sheaves his bosom H2683 .
|
8. আর পথিকেরা বলে না, সদাপ্রভুর আশীর্ব্বাদ তোমাদের প্রতি বর্ত্তুক, আমরা সদাপ্রভুর নামে তোমাদিগকে আশীর্ব্বাদ করি।
|
8. Neither H3808 do they which go by H5674 say H559 , The blessing H1293 of the LORD H3068 be upon H413 you : we bless H1288 you in the name H8034 of the LORD H3068 .
|