|
|
1. হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, কেননা মর্ত্ত্য আমাকে গ্রাস করিতে চাহিতেছে; সে সমস্ত দিন যুদ্ধ করিয়া আমার প্রতি উপদ্রব করে।
|
1. To the chief Musician H5329 upon H5921 Jonath H3128 -elem-rechokim, Michtam H4387 of David H1732 , when the Philistines H6430 took H270 him in Gath H1661 . Be merciful H2603 unto me , O God H430 : for H3588 man H582 would swallow me up H7602 ; he fighting H3898 daily H3605 H3117 oppresseth H3905 me.
|
2. আমার গুপ্ত শত্রুগণ সমস্ত দিন আমাকে গ্রাস করিতে চাহিতেছে; কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে।
|
2. Mine enemies H8324 would daily H3605 H3117 swallow me up H7602 : for H3588 they be many H7227 that fight H3898 against me , O thou most High H4791 .
|
3. যে সময়ে আমার ভয় লাগে, আমি তোমাতে নির্ভর করিব।
|
3. What time H3117 I am afraid H3372 , I H589 will trust H982 in H413 thee.
|
4. ঈশ্বরে আমি তাঁহার বাক্যের প্রশংসা করিব; আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না; মাংসপিণ্ড আমার কি করিতে পারে?
|
4. In God H430 I will praise H1984 his word H1697 , in God H430 I have put my trust H982 ; I will not H3808 fear H3372 what H4100 flesh H1320 can do H6213 unto me.
|
5. তাহারা সমস্ত দিন আমার বাক্য মোচড়ায়; তাহাদের সমস্ত সঙ্কল্প অনিষ্টের জন্য আমার বিরুদ্ধ।
|
5. Every H3605 day H3117 they wrest H6087 my words H1697 : all H3605 their thoughts H4284 are against H5921 me for evil H7451 .
|
6. তাহারা একত্র হয়, ঘাঁটি বসায়, আমার পদচিহ্ন লক্ষ্য করে, এইরূপে তাহারা আমার প্রাণের অপেক্ষা করিতেছে।
|
6. They gather themselves together H1481 , they hide H6845 themselves, they H1992 mark H8104 my steps H6119 , when H834 they wait for H6960 my soul H5315 .
|
7. অধর্ম্মের দ্বারা তাহারা কি বাঁচিবে? হে ঈশ্বর, ক্রোধে জাতিগণকে নিপাত কর।
|
7. Shall they H3926 escape H6403 by H5921 iniquity H205 ? in thine anger H639 cast down H3381 the people H5971 , O God H430 .
|
8. তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ; আমার নেত্রজল তোমার কুপাতে রাখ; তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই?
|
8. Thou tellest H5608 my wanderings H5112 : put H7760 thou H859 my tears H1832 into thy bottle H4997 : are they not H3808 in thy book H5612 ?
|
9. সেই দিন আমার শত্রুগণ ফিরিয়া যাইবে, যে দিন আমি ডাকি, আমি ইহা জানি যে, ঈশ্বর আমার সপক্ষ।
|
9. When H3117 I cry H7121 unto thee , then H227 shall mine enemies H341 turn H7725 back H268 : this H2088 I know H3045 ; for H3588 God H430 is for me.
|
10. ঈশ্বরে আমি তাঁহার বাক্যের প্রশংসা করিব; সদাপ্রভুতে তাঁহার বাক্যের প্রশংসা করিব।
|
10. In God H430 will I praise H1984 his word H1697 : in the LORD H3068 will I praise H1984 his word H1697 .
|
11. আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না; মনুষ্য আমার কি করিতে পারে?
|
11. In God H430 have I put my trust H982 : I will not H3808 be afraid H3372 what H4100 man H120 can do H6213 unto me.
|
12. হে ঈশ্বর, আমি তোমার কাছে মানতে বদ্ধ; আমি তোমাকে স্তবের উপহার দিব।
|
12. Thy vows H5088 are upon H5921 me , O God H430 : I will render H7999 praises H8426 unto thee.
|
13. তুমি ত মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ, তুমি কি পতন হইতে আমার চরণ উদ্ধার কর নাই, যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি?
|
13. For H3588 thou hast delivered H5337 my soul H5315 from death H4480 H4194 : wilt not H3808 thou deliver my feet H7272 from falling H4480 H1762 , that I may walk H1980 before H6440 God H430 in the light H216 of the living H2416 .
|