|
|
1. অতএব খ্রীষ্ট দেহে কষ্ট সহ্য করেছেন বলে তোমরাও সেই একই মনোভাব নিয়ে নিজেদেরকে প্রস্তুত কর, কারণ দেহে যে কষ্ট সহ্য করেছে, সে পাপ থেকে দূরে আছে,
|
1. Forasmuch then G3767 as Christ G5547 hath suffered G3958 for G5228 us G2257 in the flesh G4561 , arm G3695 yourselves G5210 likewise G2532 with the G3588 same G846 mind G1771 : for G3754 he that hath suffered G3958 in G1722 the flesh G4561 hath ceased G3973 from sin G266 ;
|
2. এই মানুষটি মানুষের বাসনায় কখনো বেঁচে থাকতে পারে না, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মানুষের শরীরে বাকি দিন গুলি বসবাস কর।
|
2. That he no longer G3371 should live G980 the G3588 rest G1954 of his time G5550 in G1722 the flesh G4561 to the lusts G1939 of men G444 , but G235 to the will G2307 of God G2316 .
|
3. কারণ অইহূদিরা তাদের বাসনা পূরণ করে, কাম লালসা, বিলাসিতা, মদ পান করা, আনন্দে পরিপূর্ণ মদ পানের সভা ও মূর্তিপূজার পথে চলে যে দিন নষ্ট হয়েছে, তা যথেষ্ট।
|
3. For G1063 the time G5550 past G3928 of our life G979 may suffice G713 us G2254 to have wrought G2716 the G3588 will G2307 of the G3588 Gentiles G1484 , when we walked G4198 in G1722 lasciviousness G766 , lusts G1939 , excess of wine G3632 , revellings G2970 , banquetings G4224 , and G2532 abominable G111 idolatries G1495 :
|
4. এই বিষয়ে তোমরা তাদের সঙ্গে একই মন্দ কাজ কর না দেখে তারা আশ্চর্য্য হয় ও তোমাদের নিন্দা করে।
|
4. Wherein G1722 G3739 they think it strange G3579 that ye G5216 run not with G4936 G3361 them to G1519 the G3588 same G846 excess G401 of riot G810 , speaking evil of G987 you :
|
5. যিনি জীবিত ও সমস্ত মৃতদের বিচার করার জন্য প্রস্তুত তাঁরই কাছে তাদেরকে হিসাব দিতে হবে।
|
5. Who G3739 shall give G591 account G3056 to him that is G2192 ready G2093 to judge G2919 the quick G2198 and G2532 the dead G3498 .
|
6. কারণ এই উদ্দেশ্যের জন্যই মৃত শরীরের কাছেও সুসমাচার প্রচার করা হয়েছিল, যেন তাদেরও মানুষের মতই দেহে বিচার করা হয়, কিন্তু ঈশ্বরের মতো আত্মায় জীবিত থাকে।
|
6. For G1063 for G1519 this cause G5124 was the gospel preached G2097 also G2532 to them that are dead G3498 , that G2443 they might be judged G2919 G3303 according G2596 to men G444 in the flesh G4561 , but G1161 live G2198 according G2596 to God G2316 in the spirit G4151 .
|
7. কিন্তু সমস্ত বিষয়ের শেষ দিন কাছে এসে গেছে, অতএব সংযত হও এবং প্রার্থনায় সবদিন সতর্ক থাক।
|
7. But G1161 the G3588 end G5056 of all things G3956 is at hand G1448 : be ye therefore sober G4993 G3767 , and G2532 watch G3525 unto G1519 prayer G4335 .
|
8. প্রথমে তোমরা একজন অন্য জনকে মন দিয়ে ভালবাসো, কারণ “ভালবাসা পাপকে প্রকাশ করে না।”
|
8. And G1161 above G4253 all things G3956 have G2192 fervent G1618 charity G26 among G1519 yourselves G1438 : for G3754 charity G26 shall cover G2572 the multitude G4128 of sins G266 .
|
9. কোন অভিযোগ ছাড়াই একজন অন্য জনকে অতিথির মতো সেবা কর।
|
9. Use hospitality G5382 one to another G240 G1519 without G427 grudging G1112 .
|
10. তোমরা যে যেমন অনুগ্রহ দান পেয়েছ, সেই অনুযায়ী ঈশ্বরের আরো অনেক অনুগ্রহ দানের ভালো তত্ত্বাবধায়কের মত একজন অন্য জনের সেবা কর।
|
10. As G2531 every man G1538 hath received G2983 the gift G5486 , even so minister G1247 the same G846 one to another G1519 G1438 , as G5613 good G2570 stewards G3623 of the manifold G4164 grace G5485 of God G2316 .
|
11. যদি কেউ কথা বলে, সে এমন বলুক, যেন ঈশ্বরের বাণী বলছে, যদি কেউ সেবা করে, সে ঈশ্বরের দেওয়া শক্তি অনুযায়ী করুক, যেন সমস্ত বিষয়ে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর গৌরব পান। মহিমা ও পরাক্রম সমস্ত যুগ ধরে যুগে যুগে তাঁরই হোক। আমেন। খ্রীষ্টের লোকের দুঃখ। PEPS
|
11. If any man G1536 speak G2980 , let him speak as G5613 the oracles G3051 of God G2316 ; if any man G1536 minister G1247 , let him do it as G5613 of G1537 the ability G2479 which G3739 God G2316 giveth G5524 : that G2443 God G2316 in G1722 all things G3956 may be glorified G1392 through G1223 Jesus G2424 Christ G5547 , to whom G3739 be G2076 praise G1391 and G2532 dominion G2904 forever and ever G1519 G165 G165 . Amen G281 .
|
12. প্রিয়েরা, তোমাদের পরীক্ষার জন্য যে আগুন তোমাদের মধ্যে জ্বলছে, তা অদ্ভূত ঘটনা বলে আশ্চর্য্য হয়ো না,
|
12. Beloved G27 , think it not strange G3579 G3361 concerning the G3588 fiery trial G4451 which G1722 G5213 is G1096 to try G4314 G3986 you G5213 , as G5613 though some strange thing G3581 happened G4819 unto you G5213 :
|
13. বরং যে পরিমাণে তোমরা খ্রীষ্টের দুঃখ সহ্যর সহভাগী হচ্ছো, সেই পরিমাণে আনন্দ কর, যেন তাঁর গৌরবের প্রকাশকালে উল্লাসের সঙ্গে আনন্দ করতে পার।
|
13. But G235 rejoice G5463 , inasmuch as G2526 ye are partakers G2841 of Christ G5547 's sufferings G3804 ; that G2443 , when G1722 his G846 glory G1391 shall be revealed G602 , ye may be glad G5463 also G2532 with exceeding joy G21 .
|
14. তোমরা যদি খ্রীষ্টের নামের জন্য অপমানিত হও, তবে তোমরা ধন্য, কারণ গৌরবের আত্মা, এমনকি, ঈশ্বরের আত্মা তোমাদের উপরে অবস্থিত করছেন।
|
14. If G1487 ye be reproached G3679 for G1722 the name G3686 of Christ G5547 , happy G3107 are ye ; for G3754 the G3588 Spirit G4151 of glory G1391 and G2532 of God G2316 resteth G373 upon G1909 you G5209 : on their part G2596 G846 he G3303 is evil spoken of G987 , but G1161 on your part G2596 G5209 he is glorified G1392 .
|
15. তোমাদের মধ্যে কেউ যেন খুনী, কি চোর, কি মন্দ কাজে লিপ্ত, কি অন্যের বিষয়ে হস্তক্ষেপকারী বলে দুঃখ সহ্য না করে।
|
15. But G1063 let none G5100 G3361 of you G5216 suffer G3958 as G5613 a murderer G5406 , or G2228 as a thief G2812 , or G2228 as an evildoer G2555 , or G2228 as G5613 a busybody in other men's matters G244 .
|
16. কিন্তু যদি কেউ খ্রীষ্টান বলে দুঃখ সহ্য করে, তবে সে তার জন্য লজ্জিত না হোক, কিন্তু এই নামে ঈশ্বরের মহিমা করুক।
|
16. Yet G1161 if G1487 any man suffer as G5613 a Christian G5546 , let him not G3361 be ashamed G153 ; but G1161 let him glorify G1392 God G2316 on G1722 this G5129 behalf G3313 .
|
17. কারণ ঈশ্বরের ঘরে বিচার আরম্ভ হওয়ার দিন হল, আর যদি তা প্রথমে আমাদের দিয়ে শুরু হয়, তবে যারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য, তাদের পরিণাম কি হবে?
|
17. For G3754 the G3588 time G2540 is come that judgment G2917 must begin G756 at G575 the G3588 house G3624 of God G2316 : and G1161 if G1487 it first G4412 begin at G575 us G2257 , what G5101 shall the G3588 end G5056 be of them that obey not G544 the G3588 gospel G2098 of God G2316 ?
|
18. আর ধার্ম্মিকের উদ্ধার যদি কষ্টে হয়, তবে ভক্তিহীন ও পাপী কোথায় মুখ দেখাবে?
|
18. And G2532 if G1487 the G3588 righteous G1342 scarcely G3433 be saved G4982 , where G4226 shall the G3588 ungodly G765 and G2532 the sinner G268 appear G5316 ?
|
19. তাই যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী দুঃখ সহ্য করে, তারা ভালো কাজ করতে করতে তাদের প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্ত্তার হাতে সমর্পণ করুক। PE
|
19. Wherefore G5620 let G2532 them that suffer G3958 according G2596 to the G3588 will G2307 of God G2316 commit the keeping of G3908 their G1438 souls G5590 to him in G1722 well doing G16 , as G5613 unto a faithful G4103 Creator G2939 .
|