Bible Versions
Bible Books

1 Timothy 2 (BNV) Bengali Old BSI Version

1 আমার সর্ব্বপ্রথম নিবেদন এই, যেন সকল মনুষ্যের নিমিত্ত, বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়;
2 বিশেষতঃ রাজাদের উচ্চপদস্থ সকলের নিমিত্ত; যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ধীরতায় নিরুদ্বেগ প্রশান্ত জীবন যাপন করিতে পারি।
3 তাহাই আমাদের ত্রাণকর্ত্তা ঈশ্বরের সম্মুখে উত্তম গ্রাহ্য;
4 তাঁহার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।
5 কারণ একমাত্র ঈশ্বর আছেন; ঈশ্বরের মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন,
6 তিনি মনুষ্য, খ্রীষ্ট যীশু, তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন; এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য;
7 আমি এই উদ্দেশ্যে প্রচারক প্রেরিত বলিয়া নিযুক্ত; সত্য বলিতেছি, মিথ্যা বলিতেছি না; বিশ্বাসে সত্যে আমি পরজাতীয়দের শিক্ষক।
8 অতএব আমার বাসনা এই, সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধে বিনাবিতর্কে শুচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক।
9 সেই প্রকারে নারীগণও সলজ্জ সুবুদ্ধিভাবে পরিপাটী বেশে আপনাদিগকে ভূষিতা করুক; বেণীবদ্ধ কেশপাশে স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়,
10 কিন্তু—যাহা ঈশ্বর-ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যোগ্য—সৎক্রিয়ায় ভূষিতা হউক।
11 নারী সম্পূর্ণ বশ্যতাপূর্ব্বক মৌনভাবে শিক্ষা করুক।
12 আমি উপদেশ দিবার কিম্বা পুরুষের উপরে কর্ত্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না, কিন্তু মৌনভাবে থাকিতে বলি।
13 কারণ প্রথমে আদমকে, পরে হবাকে নির্ম্মাণ করা হইয়াছিল।
14 আর আদম প্রবঞ্চিত হইলেন না, কিন্তু নারী প্রবঞ্চিতা হইয়া অপরাধে পতিতা হইলেন।
15 তথাপি যদি আত্মসংযমের সহিত বিশ্বাসে, প্রেমে পবিত্রতায় তাহারা স্থির থাকে, তবে নারী সন্তান প্রসব দিয়া পরিত্রাণ পাইবে।
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×