Bible Versions
Bible Books

1 Kings 4 (BNV) Bengali Old BSI Version

1 শলোমন রাজা সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করিতেন।
2 তাঁহার অমাত্যগণের নাম এই এই;
3 সাদোকের পুত্র অসরিয় যাজক ছিলেন। শীশার পুত্র ইলীহোরফ অহিয় লেখক ছিলেন; অহীলুদের পুত্র যিহোশাফট ইতিহাসকর্ত্তা ছিলেন;
4 আর যিহোয়াদার পুত্র বনায় সেনাপতি, এবং সাদোক অবিয়াথর যাজক ছিলেন; এবং নাথনের পুত্র অসরিয় অধ্যক্ষদের প্রধান,
5 নাথনের পুত্র সাবূদ যাজক, রাজার মিত্র ছিলেন।
6 আর অহীশার বাটীর অধ্যক্ষ, এবং অব্দের পুত্র অদোনীরাম রাজার কর্ম্মাধীন দাসদের অধ্যক্ষ ছিলেন।
7 আর সমস্ত ইস্রায়েলের উপরে শলোমনের নিযুক্ত বারো জন অধ্যক্ষ ছিলেন, তাঁহারা রাজার রাজবাটীর জন্য খাদ্য দ্রব্যের আয়োজন করিতেন; বৎসরের মধ্যে এক এক মাসের জন্য আয়োজন করিবার ভার এক এক জনের উপরে ছিল।
8 তাঁহাদের নাম এই এই; পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে বিন্‌-হূর।
9 মাকসে, শালবীমে, বৈৎ-শেমশে এলোন-বৈৎহাননে বিন্‌-দেকর।
10 অরুব্বোতে বিন্‌-হেষদ; সোখো সমুদয় হেফর প্রদেশ তাঁহার অধীন ছিল।
11 সমুদয় দোর উপগিরিতে বিন্‌-অবীনাদব; তিনি শলোমনের কন্যা টাফৎকে বিবাহ করেন।
12 তানকে মগিদ্দোতে এবং সর্ত্তনের নিকটে যিষ্রিয়েলের নিম্নে স্থিত সমস্ত বৈৎশানে, অর্থাৎ বৈৎ-শান অবধি আবেল-মহোলা যক্‌মিয়ামের পার পর্য্যন্ত অহীলূদের পুত্র বানা।
13 রামোৎ-গিলিয়দে বিন্‌-গেবর; গিলিয়দস্থ মনঃশি-সন্তান যায়ীরের গ্রাম সকল, এবং বাশনস্থ অর্গোব অঞ্চল, প্রাচীরবেষ্টিত পিত্তলের অর্গলবিশিষ্ট ষাটটী বৃহৎ নগর তাঁহার অধীন ছিল।
14 মহনয়িমে ইদ্দোর পুত্র অহীনাদব।
15 নপ্তালিতে অহীমাস; তিনিও শলোমনের এক কন্যাকে, বাসমৎকে, বিবাহ করেন।
16 আশেরে বালোতে হূশয়ের পুত্র বানা।
17 ইষাখরে পারূহের পুত্র যিহোশাফট।
18 বিন্যামীনে এলার পুত্র শিমিয়ি।
19 গিলিয়দ দেশে অর্থাৎ ইমোরীয়দের রাজা সীহোনের বাশনের রাজা ওগের দেশে ঊরির পুত্র গেবর; উক্ত দেশে তিনিই একমাত্র অধ্যক্ষ ছিলেন।
20 যিহূদা ইস্রায়েল সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় বহুসংখ্যক ছিল, তাহারা ভোজন পান আমোদ করিত।
21 আর ফরাৎ নদী অবধি পলেষ্টীয়দের দেশ মিসরের সীমা পর্য্যন্ত যাবতীয় রাজ্যের উপরে শলোমন কর্ত্তৃত্ব করিতেন; শলোমনের সমস্ত জীবনকালে তাহারা তাঁহাকে উপঢৌকন দিত, এবং তাঁহার দাসত্ব করিত।
22 শলোমনের প্রত্যেক দিনের আয়োজনীয় দ্রব্য এই ছিল, ত্রিশ কোর সূক্ষ্ম সূজী ষাট কোর ময়দা;
23 দশটা পুষ্ট গোরু, মাঠ হইতে আনীত কুড়িটা গোরু, এক শত মেষ; ইহা ছাড়া হরিণ, মৃগী, কালসাব পুষ্ট পক্ষী।
24 ফলে, তিনি তিপ্‌সহ অবধি ঘসা পর্য্যন্ত ফরাৎ নদীর পারস্থ সমস্ত দেশের, নদীর পারস্থ সকল রাজার উপরে কর্ত্তৃত্ব করিতেন; আর তাঁহার চারিদিকের সমস্ত অঞ্চলে শান্তি ছিল।
25 শলোমনের সমস্ত অধিকার সময়ে দান অবধি বের্‌-শেবা পর্য্যন্ত যিহূদা ইস্রায়েল প্রত্যেক জন আপন আপন দ্রাক্ষালতার আপন আপন ডুমুর বৃক্ষের তলে নির্ভয়ে বাস করিত।
26 শলোমনের রথের নিমিত্ত চল্লিশ সহস্র অশ্বশালা বারো সহস্র অশ্বারোহী ছিল।
27 আর শলোমন রাজার নিমিত্ত শলোমন রাজার মেজে ভোজনকারীদের নিমিত্ত পূর্ব্বোক্ত অধ্যক্ষেরা প্রত্যেক জন আপন আপন নিরূপিত মাসে খাদ্য দ্রব্যের আয়োজন করিতেন, কিছুরই ত্রুটী করিতেন না।
28 তাঁহারা প্রত্যেক জন আপন আপন কার্য্যভার অনুসারে অশ্ব দ্রুতগামী বাহন সকলের জন্য যথাস্থানে যব তৃণ আনিতেন।
29 আর ঈশ্বর শলোমনকে বিপুল জ্ঞান সূক্ষ্মবুদ্ধি এবং সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় চিত্তের বিস্তীর্ণতা দিলেন।
30 তাহাতে পূর্ব্বদেশের সমস্ত লোকের জ্ঞান মিস্রীয়দের যাবতীয় জ্ঞান হইতে শলোমনের অধিক জ্ঞান হইল।
31 ফলে, তিনি সকল লোক হইতে জ্ঞানবান, ইষ্রাহীয় এথন, এবং মাহোলের পুত্র হেমন, কল্‌কোল দর্দা, ইহাঁদের হইতেও অধিক জ্ঞানবান হইলেন; এবং চারিদিকের সমস্ত জাতির মধ্যে তাঁহার সুখ্যাতি হইল।
32 তিনি তিন সহস্র প্রবাদ বাক্য বলিতেন, তাঁহার এক সহস্র পাঁচটী গীত ছিল।
33 আর তিনি লিবানোনের এরস বৃক্ষ হইতে প্রাচীরের গাত্রে উৎপন্ন এসোব তৃণ পর্য্যন্ত গাছ সকলের বর্ণনা করিতেন, এবং পশু, পক্ষী, উরোগামী জন্তু মৎস্যের বর্ণনা করিতেন।
34 আর পৃথিবীস্থ যে সকল রাজা শলোমনের জ্ঞানের সংবাদ শুনিয়াছিলেন, তাঁহাদের নিকট হইতে সর্ব্বদেশীয় লোক শলোমনের জ্ঞানের উক্তি শুনিতে আসিত।
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×