Bible Versions
Bible Books

1 Chronicles 7 (BNV) Bengali Old BSI Version

1 ইষাখরের সন্তান—তোলয় পূয়, যাশূব শিম্রোণ, এই চারি জন।
2 তোলয়ের সন্তান উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্‌সম শমূয়েল, ইহারা তোলয়ের বংশজাত, আপন আপন পিতৃকুলের পতি আপন আপন সমকালীন লোকদের মধ্যে বলবান বীর ছিল; দায়ূদের সময়ে তাহারা সংখ্যায় বাইশ সহস্র ছয় শত জন ছিল।
3 উষির সন্তান যিষ্রাহিয়; আর যিষ্রাহিয়ের সন্তান—মীখায়েল, ওবদিয়, যোয়েল যিশিয়, পাঁচ জন; ইহাঁরা সকলে প্রধান লোক ছিলেন।
4 ইহাঁদের সমকালে স্ব স্ব পিতৃকুলানুসারে ইহাঁদের সহিত যুদ্ধার্থ কতকগুলি সৈন্যদল ছিল, তাহাদের জনসংখ্যা ছত্রিশ সহস্র; কারণ তাহাদের অনেক স্ত্রী সন্তান ছিল।
5 আর ইষাখরের সমস্ত গোষ্ঠীর মধ্যে তাহাদের ভ্রাতৃগণ বলবান বীর ছিল, সর্ব্বশুদ্ধ বংশাবলিক্রমে গণিত তাহাদের লোক সাতাশী সহস্র ছিল।
6 বিন্যামীনের সন্তান—বেলা, বেখর যিদীয়েল, তিন জন।
7 বেলার সন্তান ইষ্‌বোণ, উষি, উষীয়েল, যিরেমোৎ ঈরী, পাঁচ জন; ইহারা পিতৃকুলের পতি বলবান বীর ছিল, এবং বংশাবলিক্রমে লিখিত তাহাদের সংখ্যা বাইশ সহস্র চৌত্রিশ জন।
8 আর বেখরের সন্তান সমীরাঃ, যোয়াশ, ইলীয়েষর, ইলিয়োঐনয়, অম্রি, যিরেমোৎ, অবিয়, অনাথোৎ আলেমৎ; ইহারা সকলেই বেখরের সন্তান।
9 বংশাবলিক্রমে লিখিত তাহাদের পিতৃকুলপতিগণ বিংশতি সহস্র দুই শত বলবান বীর ছিল।
10 আর যিদীয়েলের সন্তান বিল্‌হন; বিল্‌হনের সন্তান—যিয়ূশ, বিন্যামীন, এহূদ, কনানা, সেথন, তর্শীশ অহীশহর।
11 ইহারা সকলেই যিদীয়েলের সন্তান, আপন আপন পিতৃকুলের পতি অনুসারে বলবান বীর ছিল, সৈন্য দলে যুদ্ধে গমনযোগ্য সপ্তদশ সহস্র দুই শত লোক।
12 আর ঈরের সন্তান শুপ্পীম হুপ্পীম, অহেরের সন্তান হূশীম।
13 নপ্তালির সন্তান—যহসিয়েল, গূনি, যেৎসর শল্লূম, ইহারা বিল্‌হার সন্তান।
14 মনঃশির সন্তান—অস্রীয়েল; তাঁহার স্ত্রী ইহাকে প্রসব করিলেন। তাঁহার অরামীয়া উপপত্নী গিলিয়দের পিতা মাখীরকে প্রসব করিল;
15 আর মাখীর হুপ্পীম শুপ্পীমের সম্বন্ধীয়া এক স্ত্রীকে বিবাহ করিল। আর তাহার ভগিনীর নাম মাখা। দ্বিতীয়ের নাম সলফাদ, সেই সলফাদের কয়েকটী কন্যা ছিল।
16 মাখীরের স্ত্রী মাখা পুত্র প্রসব করিয়া তাহার নাম পেরশ রাখিল, তাহার ভ্রাতার নাম শেরশ, এবং ইহার পুত্রদের নাম ঊলম রেকম।
17 আর ঊলমের সন্তান বদান। এই সকল মনঃশির পৌত্র মাখীরের পুত্র গিলিয়দের সন্তান।
18 তাহার ভগিনী হম্মোলেকতের পুত্র ঈশ্‌হোদ, অবীয়েষর মহলা।
19 আর শমীদার সন্তান অহিয়ন, শেখম, লিক্‌হি অনীয়াম।
20 আর ইফ্রয়িমের সন্তান—শূথেলহ, তাহার পুত্র বেরদ, তাহার পুত্র তহৎ,
21 তাহার পুত্র ইলিয়াদা, তাহার পুত্র তহৎ, তাহার পুত্র সাবদ, তাহার পুত্র শূথেলহ; আর এৎসর ইলিয়াদ; দেশজাত গাতের লোকেরা তাহাদিগকে বধ করিল, কেননা তাহারা উহাদের পশু হরণার্থে নামিয়া আসিয়াছিল।
22 তখন তাহাদের পিতা ইফ্রয়িম অনেক দিন পর্য্যন্ত শোক করিলেন, এবং তাহার ভ্রাতৃগণ তাঁহাকে সান্ত্বনা করিতে আসিলেন।
23 পরে তিনি আপন স্ত্রীর কাছে গমন করিলেন; তাহাতে তাঁহার স্ত্রী গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিলে তিনি তাহার নাম বরীয় অমঙ্গল রাখিলেন, কেননা তখন তাঁহার বাটীতে অমঙ্গল ঘটিয়াছিল।
24 আর তাঁহার কন্যা শীরা উচ্চতর নিম্নতর বৈৎ-হোরোণ উষেণ-শীরা পত্তন করাইলেন।
25 বরীয়ের পুত্র রেফহ রেশফ, ইহার পুত্র তেলহ, তাহার পুত্র তহন, তাহার পুত্র লাদন,
26 তাহার পুত্র অম্মীহূদ, তাহার পুত্র ইলীশামা;
27 তাহার পুত্র নূন, তাহার পুত্র যিহোশূয়।
28 ইহাদের অধিকার নিবাসস্থান বৈথেল তাহার উপনগর সকল, এবং পূর্ব্বদিকে নারণ পশ্চিমদিকে গেষর তাহার উপনগর সকল; আর শিখিম তাহার উপনগর সকল, ঘসা তাহার উপনগর সকল পর্য্যন্ত।
29 আর মনঃশি-সন্তানগণের সীমার পাশ্বর্স্থ বৈৎশান তাহার উপনগর সকল, তানক তাহার উপনগর সকল, মগিদ্দো তাহার উপনগর সকল, দোর তাহার উপনগর সকল। এই সকল স্থানে ইস্রায়েলের পুত্র যোষেফের সন্তানগণ বাস করিত।
30 আশেরের সন্তান—যিম্ন, যিশ্‌বাঃ, যিশ্‌বী বরীয় এবং তাহাদের ভগিনী সেরহ।
31 বরীয়ের সন্তান হেবর, বির্ষোতের পিতা মল্কীয়েল।
32 হেবরের সন্তান যফ্‌লেট, শোমের হোথম এবং ইহাদের ভগিনী শূয়া।
33 যফ্‌লেটের সন্তান পাসক, বিম্‌হল অশ্বৎ, এই সকল যফ্‌লেটের সন্তান।
34 আর শেমরের সন্তান অহি, রোগহ, যিহুব্ব অরাম।
35 তাহার ভ্রাতা হেলমের সন্তান শোফহ, যিম্ন, শেলশ আমল।
36 সোফহের সন্তান সূহ, হর্ণেফর, শূয়াল, বেরী যিম্র;
37 বেৎসর, হোদ, শম্ম, শিল্‌শ, যিত্রণ বেরা।
38 আর যেথরের সন্তান যিফুন্নি, পিস্প অরা।
39 আর উল্লের সন্তান আরহ, হন্নীয়েল রিৎসিয়।
40 এই সকলে আশেরের সন্তান, আপন আপন পিতৃকুলের পতি, মনোনীত বলবান বীর, অধ্যক্ষদের মধ্যে প্রধান লোক ছিল। যুদ্ধে গমনকারীদের মধ্যে বংশাবলিক্রমে লিখিত ইহাদের জনসংখ্যা ছাব্বিশ সহস্র ছিল।
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×