Bible Versions
Bible Books

2 Chronicles 11 (BNV) Bengali Old BSI Version

1 যিরূশালেমে উপস্থিত হইলে পর রহবিয়াম যিহূদার বিন্যামীনের কুল অর্থাৎ এক লক্ষ আশী সহস্র মনোনীত যোদ্ধৃপুরুষকে ইস্রায়েলের সহিত যুদ্ধ করণার্থে, রহবিয়ামের বশে রাজ্য ফিরাইয়া আনিবার জন্য, একত্র করিলেন।
2 কিন্তু ঈশ্বরের লোক শময়িয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
3 তুমি শলোমনের পুত্র যিহূদা-রাজ রহবিয়ামকে এবং যিহূদা বিন্যামীন-নিবাসী সমস্ত ইস্রায়েলকে বল, সদাপ্রভু এই কথা কহেন,
4 তোমরা যাত্রা করিও না, তোমাদের ভ্রাতৃগণের সহিত যুদ্ধ করিও না; প্রত্যেক জন আপন আপন গৃহে ফিরিয়া যাও, কেননা এই ঘটনা আমা হইতে হইল। অতএব তাহারা সদাপ্রভুর বাক্য মানিয়া যারবিয়ামের বিরুদ্ধে যাত্রা হইতে ফিরিয়া গেল।
5 পরে রহবিয়াম যিরূশালেমে বাস করিয়া দেশ রক্ষার জন্য যিহূদা দেশস্থ নগর সকল গাঁথিলেন।
6 কারণ বৈৎলেহম, ঐটম, তকোয়,
7 বৈৎ-সুর, সেখো, অদুল্লম, গাৎ, মারেশা, সীফ, অদোরয়িম,
8 লাখীশ, অসেকা,
9 সরা, অয়ালোন হিব্রোণ,
10 এই যে সকল প্রাচীরবেষ্টিত নগর যিহূদা বিন্যামীন দেশে আছে, তিনি এই সকল গাঁথিলেন।
11 আর তিনি দুর্গ সকল দৃঢ় করিয়া তাহার মধ্যে সেনাপতিগণকে রাখিলেন, এবং খাদ্য দ্রব্য, তৈল দ্রাক্ষারসের ভাণ্ডার করিলেন।
12 আর প্রত্যেক নগরে ঢাল বড়শা রাখিলেন, নগর সকল অতিশয় দৃঢ় করিলেন। আর যিহূদা বিন্যামীন তাঁহার অধীনে ছিল।
13 আর সমস্ত ইস্রায়েলের মধ্যে যে যাজক লেবীয়গণ ছিল, তাহারা আপন আপন সমস্ত অঞ্চল হইতে তাঁহার নিকটে উপস্থিত হইল।
14 অর্থাৎ লেবীয়েরা আপন আপন পরিসরভূমি আপন আপন অধিকার ত্যাগ করিয়া যিহূদায় যিরূশালেমে আসিল, কেননা যারবিয়াম তাঁহার পুত্রগণ সদাপ্রভুর উদ্দেশে যাজনকর্ম্ম করিতে না দিয়া তাহাদিগকে অগ্রাহ্য করিয়াছিলেন।
15 আর তিনি উচ্চস্থলী সকলের, ছাগদের আপনার নির্ম্মিত গোবৎসদ্বয়ের জন্য আপনি যাজকগণ নিযুক্ত করিয়াছিলেন।
16 ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে যে সকল লোক ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণে নিবিষ্টমনা ছিল, তাহারা লেবীয়দের পশ্চাদগামী হইয়া আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিতে যিরূশালেমে আসিল।
17 তাহারা তিন বৎসর পর্য্যন্ত যিহূদার রাজ্য দৃঢ় শলোমনের পুত্র রহবিয়ামকে বলবান করিল; কেননা তিন বৎসর পর্য্যন্ত তাহারা দায়ূদের শলোমনের পথে চলিল।
18 আর রহবিয়াম দায়ূদের পুত্র যিরীমোতের কন্যা মহলৎকে বিবাহ করিলেন; ইহাঁর মাতা অবীহয়িল যিশয়ের পৌত্রী ইলীয়াবের কন্যা।
19 সেই স্ত্রী তাঁহার জন্য কয়েকটী পুত্র অর্থাৎ যিয়ূশ, শমরিয় সহমকে প্রসব করিলেন।
20 তাহার পরে তিনি অবশালোমের কন্যা মাখাকে বিবাহ করিলেন; এই স্ত্রী তাঁহার জন্য অবিয়, অত্তয়, সীষ শলোমীৎকে প্রসব করিলেন।
21 রহবিয়াম আপনার সকল পত্নী উপপত্নীর মধ্যে অবশালোমের কন্যা মাখাকে সর্ব্বাপেক্ষা ভালবাসিতেন; তিনি আঠার পত্নী ষাট উপপত্নী গ্রহণ করিলেন, এবং আটাশ পুত্রের ষাট কন্যার জন্ম দিলেন।
22 পরে রহবিয়াম মাখার গর্ভজাত অবিয়কে প্রধান, ভ্রাতৃগণের মধ্যে নায়ক করিলেন, কারণ তাঁহাকেই রাজা করিতে তাঁহার মনোরথ ছিল
23 আর তিনি সতর্কতা করিয়া চলিলেন, সমুদয় যিহূদা বিন্যামীন দেশের প্রাচীরবেষ্টিত প্রতি নগরে আপন পুত্রগণকে নিযুক্ত করিলেন তাহাদিগকে প্রচুর খাদ্য সামগ্রী দিলেন, এবং তাহাদের জন্য অনেক কন্যার চেষ্টা করিলেন।
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×