Bible Versions
Bible Books

Leviticus 8 (BNV) Bengali Old BSI Version

1 আর সদাপ্রভু মোশিকে কহিলেন,
2 তুমি হারোণকে তাহার সহিত তাহার পুত্রগণকে, এবং বস্ত্র সকল, অভিষেকার্থক তৈল পাপার্থক বলির গোবৎস, দুই মেষ তাড়ীশূন্য রুটীর ডালি সঙ্গে লও,
3 আর সমাগম-তাম্বুর দ্বারসমীপে সমস্ত মণ্ডলীকে একত্র কর।
4 তাহাতে মোশি সদাপ্রভুর আজ্ঞানুসারে সেইরূপ করিলেন; এবং সমাগম-তাম্বুর দ্বারসমীপে মণ্ডলী সমবেত হইল।
5 তখন মোশি মণ্ডলীকে কহিলেন, সদাপ্রভু এই কর্ম্ম করিতে আজ্ঞা করিলেন।
6 পরে মোশি হারোণ তাঁহার পুত্রগণকে নিকটে আনিয়া জলে স্নান করাইলেন।
7 আর হারোণকে অঙ্গরক্ষিণী পরাইলেন, কটিবন্ধনে বদ্ধকটি করিলেন, তাঁহার গাত্রে পরিচ্ছদ, তাঁহার উপরে এফোদ দিলেন, এবং এফোদের বুনানি করা পটুকাতে গাত্র বেষ্টন করিয়া তাহার সঙ্গে এফোদখানি বদ্ধ করিলেন।
8 আর তাঁহার বক্ষে বুকপাটা দিলেন, এবং বুকপাটায় ঊরীম তুম্মীম বদ্ধ করিলেন।
9 আর তাঁহার মস্তকে উষ্ণীষ দিলেন, তাঁহার কপালে উষ্ণীষের উপরে স্বর্ণময় পাতের পবিত্র মুকুট দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
10 পরে মোশি অভিষেকার্থ তৈল লইয়া আবাস তাহার মধ্যস্থিত সকল বস্তু অভিষেক করিয়া পবিত্র করিলেন।
11 আর তাহার কিছু লইয়া বেদির উপরে সাত বার ছিটাইয়া দিলেন, এবং বেদি তৎসংক্রান্ত সকল পাত্র, প্রক্ষালনপাত্র তাহার খুরা পবিত্র করণার্থে অভিষেক করিলেন।
12 পরে অভিষেকার্থ তৈলের কিঞ্চিৎ হারোণের মস্তকে ঢালিয়া তাঁহাকে পবিত্র করণার্থে অভিষেক করিলেন।
13 পরে মোশি হারোণের পুত্রগণকে নিকটে আনিয়া তাহাদিগকেও অঙ্গরক্ষিণী পরাইলেন, কটিবন্ধনে বদ্ধকটি করিলেন, তাহাদের মাথায় শিরোভূষণ বাঁধিয়া দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
14 পরে মোশি পাপার্থক বলির গোবৎস আনিলেন, এবং হারোণ তাঁহার পুত্রগণ সেই পাপার্থক বলির গোবৎসের মস্তকে হস্তার্পণ করিলেন।
15 তখন তিনি তাহা হনন করিলেন, এবং মোশি তাহার রক্ত লইয়া, অঙ্গুলি দ্বারা বেদির চারিদিকে শৃঙ্গে দিয়া বেদিকে মুক্তপাপ করিলেন, এবং বেদির মূলে রক্ত ঢালিয়া দিলেন, তাহার জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহা পবিত্র করিলেন।
16 পরে তিনি অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ, যকৃতের অন্ত্রাপ্লাবক এবং দুই মেটিয়া তাহার মেদ লইলেন, মোশি তাহা বেদির উপরে দগ্ধ করিলেন।
17 আর তিনি চর্ম্ম, মাংস গোময়শুদ্ধ গোবৎসটী লইয়া গিয়া শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
18 পরে তিনি হোমার্থক মেষটী আনিলেন; আর হারোণ তাঁহার পুত্রগণ সেই মেষের মস্তকে হস্তার্পণ করিলেন।
19 আর তিনি তাহা হনন করিলেন, এবং মোশি বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিলেন।
20 আর তিনি মেষটী খণ্ড খণ্ড করিলেন, এবং মোশি তাহার মস্তক, মাংসখণ্ডসমূহ মেদ দগ্ধ করিলেন।
21 পরে তিনি তাহার অন্ত্র পদ জলে ধৌত করিলেন, এবং মোশি সমস্ত মেষটী বেদির উপরে দগ্ধ করিলেন; ইহা সৌরভার্থক হোমবলি; ইহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
22 পরে তিনি দ্বিতীয় মেষ অর্থাৎ হস্তপূরণার্থক মেষটী আনিলেন; এবং হারোণ তাঁহার পুত্রগণ মেষের মস্তকে হস্তার্পণ করিলেন।
23 আর তিনি তাহাকে হনন করিলেন, এবং মোশি তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হারোণের দক্ষিণ কর্ণের প্রান্তে দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠের উপরে দক্ষিণ পাদের অঙ্গুষ্ঠের উপরে দিলেন।
24 পরে তিনি হারোণের পুত্রগণকে নিকটে আনিলেন, মোশি সেই রক্তের কিঞ্চিৎ লইয়া তাহাদের দক্ষিণ কর্ণের প্রান্তে, দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠের উপরে দক্ষিণ পাদের অঙ্গুষ্ঠের উপরে দিলেন, এবং মোশি অবশিষ্ট রক্ত বেদির উপরে চারিদিকে প্রক্ষেপ করিলেন।
25 পরে তিনি মেদ লাঙ্গুল এবং অন্ত্রোপরিস্থ সমস্ত মেদ যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক এবং দুই মেটিয়া, তাহার মেদ দক্ষিণ জঙ্ঘা লইলেন।
26 পরে সদাপ্রভুর সম্মুখে স্থিত তাড়ীশূন্য রুটীর ডালি হইতে একখানি তাড়ীশূন্য পিষ্টক, তৈলপক্ব রুটীর একখানি পিষ্টক একখানি সরুচাকলী লইয়া মেদের দক্ষিণ জঙ্ঘার উপরে রাখিলেন।
27 আর হারোণের তাঁহার পুত্রগণের হস্তে সে সকল দিয়া সদাপ্রভুর সম্মুখে দোলনীয় নৈবেদ্যের জন্য দোলাইলেন।
28 পরে মোশি তাঁহাদের হস্ত হইতে সে সকল লইয়া বেদিতে হোমবলির উপরে দগ্ধ করিলেন; এই সকল সৌরভার্থক, হস্তপূরণের নৈবেদ্য, ইহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার হইল।
29 পরে মোশি বক্ষঃ লইয়া সদাপ্রভুর সম্মুখে দোলনীয় নৈবেদ্যের জন্য দোলাইলেন; ইহা হস্তপূরণার্থক মেষ হইতে মোশির অংশ হইল; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
30 পরে মোশি অভিষেকার্থ তৈল হইতে বেদির উপরিস্থ রক্ত হইতে কিঞ্চিৎ লইয়া হারোণের উপরে, তাঁহার বস্ত্রের উপরে, এবং সেই সঙ্গে তাঁহার পুত্রগণের উপরে তাঁহাদের বস্ত্রের উপরে ছিটাইয়া দিয়া হারোণকে তাঁহার বস্ত্র সকল এবং সেই সঙ্গে তাঁহার পুত্রগণকে তাঁহাদের বস্ত্র সকল পবিত্র করিলেন।
31 পরে মোশি হারোণ তাঁহার পুত্রগণকে কহিলেন, তোমরা সমাগম-তাম্বুর দ্বারে বলির মাংস সিদ্ধ কর; এবং “হারোণ তাঁহার পুত্রগণ তাহা ভোজন করিবেন,” আমার এই আজ্ঞানুসারে তোমরা সেই স্থানে তাহা এবং হস্তপূরণার্থক ডালিতে স্থিত রুটী ভোজন কর।
32 পরে অবশিষ্ট মাংস রুটী লইয়া অগ্নিতে পোড়াইয়া দেও।
33 আর তোমরা সাত দিন, অর্থাৎ তোমাদের হস্তপূরণের সমাপ্তিদিন পর্য্যন্ত, সমাগম-তাম্বুর দ্বার হইতে বাহির হইও না; কারণ তিনি সাত দিন তোমাদের হস্তপূরণ করিবেন।
34 অদ্য যেরূপ করা গিয়াছে, তোমাদের নিমিত্তে প্রায়শ্চিত্ত করণার্থে তদ্রূপ করিবার আজ্ঞা সদাপ্রভু দিয়াছেন।
35 তোমরা যেন মারা না পড়, এই জন্য সাত দিন পর্য্যন্ত সমাগম-তাম্বুর দ্বারে দিবারাত্র থাকিবে; এবং সদাপ্রভুর রক্ষণীয় রক্ষা করিবে; কেননা আমি এইরূপ আজ্ঞা পাইয়াছি।
36 সদাপ্রভু মোশি দ্বারা যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, হারোণ তাঁহার পুত্রগণ সে সমস্তই পালন করিলেন।
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×