Bible Versions
Bible Books

Leviticus 8:1 (BNV) Bengali Old BSI Version

1 আর সদাপ্রভু মোশিকে কহিলেন,
2 তুমি হারোণকে তাহার সহিত তাহার পুত্রগণকে, এবং বস্ত্র সকল, অভিষেকার্থক তৈল পাপার্থক বলির গোবৎস, দুই মেষ তাড়ীশূন্য রুটীর ডালি সঙ্গে লও,
3 আর সমাগম-তাম্বুর দ্বারসমীপে সমস্ত মণ্ডলীকে একত্র কর।
4 তাহাতে মোশি সদাপ্রভুর আজ্ঞানুসারে সেইরূপ করিলেন; এবং সমাগম-তাম্বুর দ্বারসমীপে মণ্ডলী সমবেত হইল।
5 তখন মোশি মণ্ডলীকে কহিলেন, সদাপ্রভু এই কর্ম্ম করিতে আজ্ঞা করিলেন।
6 পরে মোশি হারোণ তাঁহার পুত্রগণকে নিকটে আনিয়া জলে স্নান করাইলেন।
7 আর হারোণকে অঙ্গরক্ষিণী পরাইলেন, কটিবন্ধনে বদ্ধকটি করিলেন, তাঁহার গাত্রে পরিচ্ছদ, তাঁহার উপরে এফোদ দিলেন, এবং এফোদের বুনানি করা পটুকাতে গাত্র বেষ্টন করিয়া তাহার সঙ্গে এফোদখানি বদ্ধ করিলেন।
8 আর তাঁহার বক্ষে বুকপাটা দিলেন, এবং বুকপাটায় ঊরীম তুম্মীম বদ্ধ করিলেন।
9 আর তাঁহার মস্তকে উষ্ণীষ দিলেন, তাঁহার কপালে উষ্ণীষের উপরে স্বর্ণময় পাতের পবিত্র মুকুট দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
10 পরে মোশি অভিষেকার্থ তৈল লইয়া আবাস তাহার মধ্যস্থিত সকল বস্তু অভিষেক করিয়া পবিত্র করিলেন।
11 আর তাহার কিছু লইয়া বেদির উপরে সাত বার ছিটাইয়া দিলেন, এবং বেদি তৎসংক্রান্ত সকল পাত্র, প্রক্ষালনপাত্র তাহার খুরা পবিত্র করণার্থে অভিষেক করিলেন।
12 পরে অভিষেকার্থ তৈলের কিঞ্চিৎ হারোণের মস্তকে ঢালিয়া তাঁহাকে পবিত্র করণার্থে অভিষেক করিলেন।
13 পরে মোশি হারোণের পুত্রগণকে নিকটে আনিয়া তাহাদিগকেও অঙ্গরক্ষিণী পরাইলেন, কটিবন্ধনে বদ্ধকটি করিলেন, তাহাদের মাথায় শিরোভূষণ বাঁধিয়া দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
14 পরে মোশি পাপার্থক বলির গোবৎস আনিলেন, এবং হারোণ তাঁহার পুত্রগণ সেই পাপার্থক বলির গোবৎসের মস্তকে হস্তার্পণ করিলেন।
15 তখন তিনি তাহা হনন করিলেন, এবং মোশি তাহার রক্ত লইয়া, অঙ্গুলি দ্বারা বেদির চারিদিকে শৃঙ্গে দিয়া বেদিকে মুক্তপাপ করিলেন, এবং বেদির মূলে রক্ত ঢালিয়া দিলেন, তাহার জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহা পবিত্র করিলেন।
16 পরে তিনি অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ, যকৃতের অন্ত্রাপ্লাবক এবং দুই মেটিয়া তাহার মেদ লইলেন, মোশি তাহা বেদির উপরে দগ্ধ করিলেন।
17 আর তিনি চর্ম্ম, মাংস গোময়শুদ্ধ গোবৎসটী লইয়া গিয়া শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
18 পরে তিনি হোমার্থক মেষটী আনিলেন; আর হারোণ তাঁহার পুত্রগণ সেই মেষের মস্তকে হস্তার্পণ করিলেন।
19 আর তিনি তাহা হনন করিলেন, এবং মোশি বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিলেন।
20 আর তিনি মেষটী খণ্ড খণ্ড করিলেন, এবং মোশি তাহার মস্তক, মাংসখণ্ডসমূহ মেদ দগ্ধ করিলেন।
21 পরে তিনি তাহার অন্ত্র পদ জলে ধৌত করিলেন, এবং মোশি সমস্ত মেষটী বেদির উপরে দগ্ধ করিলেন; ইহা সৌরভার্থক হোমবলি; ইহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
22 পরে তিনি দ্বিতীয় মেষ অর্থাৎ হস্তপূরণার্থক মেষটী আনিলেন; এবং হারোণ তাঁহার পুত্রগণ মেষের মস্তকে হস্তার্পণ করিলেন।
23 আর তিনি তাহাকে হনন করিলেন, এবং মোশি তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হারোণের দক্ষিণ কর্ণের প্রান্তে দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠের উপরে দক্ষিণ পাদের অঙ্গুষ্ঠের উপরে দিলেন।
24 পরে তিনি হারোণের পুত্রগণকে নিকটে আনিলেন, মোশি সেই রক্তের কিঞ্চিৎ লইয়া তাহাদের দক্ষিণ কর্ণের প্রান্তে, দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠের উপরে দক্ষিণ পাদের অঙ্গুষ্ঠের উপরে দিলেন, এবং মোশি অবশিষ্ট রক্ত বেদির উপরে চারিদিকে প্রক্ষেপ করিলেন।
25 পরে তিনি মেদ লাঙ্গুল এবং অন্ত্রোপরিস্থ সমস্ত মেদ যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক এবং দুই মেটিয়া, তাহার মেদ দক্ষিণ জঙ্ঘা লইলেন।
26 পরে সদাপ্রভুর সম্মুখে স্থিত তাড়ীশূন্য রুটীর ডালি হইতে একখানি তাড়ীশূন্য পিষ্টক, তৈলপক্ব রুটীর একখানি পিষ্টক একখানি সরুচাকলী লইয়া মেদের দক্ষিণ জঙ্ঘার উপরে রাখিলেন।
27 আর হারোণের তাঁহার পুত্রগণের হস্তে সে সকল দিয়া সদাপ্রভুর সম্মুখে দোলনীয় নৈবেদ্যের জন্য দোলাইলেন।
28 পরে মোশি তাঁহাদের হস্ত হইতে সে সকল লইয়া বেদিতে হোমবলির উপরে দগ্ধ করিলেন; এই সকল সৌরভার্থক, হস্তপূরণের নৈবেদ্য, ইহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার হইল।
29 পরে মোশি বক্ষঃ লইয়া সদাপ্রভুর সম্মুখে দোলনীয় নৈবেদ্যের জন্য দোলাইলেন; ইহা হস্তপূরণার্থক মেষ হইতে মোশির অংশ হইল; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
30 পরে মোশি অভিষেকার্থ তৈল হইতে বেদির উপরিস্থ রক্ত হইতে কিঞ্চিৎ লইয়া হারোণের উপরে, তাঁহার বস্ত্রের উপরে, এবং সেই সঙ্গে তাঁহার পুত্রগণের উপরে তাঁহাদের বস্ত্রের উপরে ছিটাইয়া দিয়া হারোণকে তাঁহার বস্ত্র সকল এবং সেই সঙ্গে তাঁহার পুত্রগণকে তাঁহাদের বস্ত্র সকল পবিত্র করিলেন।
31 পরে মোশি হারোণ তাঁহার পুত্রগণকে কহিলেন, তোমরা সমাগম-তাম্বুর দ্বারে বলির মাংস সিদ্ধ কর; এবং “হারোণ তাঁহার পুত্রগণ তাহা ভোজন করিবেন,” আমার এই আজ্ঞানুসারে তোমরা সেই স্থানে তাহা এবং হস্তপূরণার্থক ডালিতে স্থিত রুটী ভোজন কর।
32 পরে অবশিষ্ট মাংস রুটী লইয়া অগ্নিতে পোড়াইয়া দেও।
33 আর তোমরা সাত দিন, অর্থাৎ তোমাদের হস্তপূরণের সমাপ্তিদিন পর্য্যন্ত, সমাগম-তাম্বুর দ্বার হইতে বাহির হইও না; কারণ তিনি সাত দিন তোমাদের হস্তপূরণ করিবেন।
34 অদ্য যেরূপ করা গিয়াছে, তোমাদের নিমিত্তে প্রায়শ্চিত্ত করণার্থে তদ্রূপ করিবার আজ্ঞা সদাপ্রভু দিয়াছেন।
35 তোমরা যেন মারা না পড়, এই জন্য সাত দিন পর্য্যন্ত সমাগম-তাম্বুর দ্বারে দিবারাত্র থাকিবে; এবং সদাপ্রভুর রক্ষণীয় রক্ষা করিবে; কেননা আমি এইরূপ আজ্ঞা পাইয়াছি।
36 সদাপ্রভু মোশি দ্বারা যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, হারোণ তাঁহার পুত্রগণ সে সমস্তই পালন করিলেন।
1 And the LORD H3068 spoke H1696 unto H413 Moses, H4872 saying, H559
2 Take H3947 H853 Aaron H175 and his sons H1121 with H854 him , and the garments, H899 and the anointing H4888 oil, H8081 and a bullock H6499 for the sin offering, H2403 and two H8147 rams, H352 and a basket H5536 of unleavened bread; H4682
3 And gather H6950 thou all H3605 the congregation H5712 together unto H413 the door H6607 of the tabernacle H168 of the congregation. H4150
4 And Moses H4872 did H6213 as H834 the LORD H3068 commanded H6680 him ; and the assembly H5712 was gathered together H6950 unto H413 the door H6607 of the tabernacle H168 of the congregation. H4150
5 And Moses H4872 said H559 unto H413 the congregation, H5712 This H2088 is the thing H1697 which H834 the LORD H3068 commanded H6680 to be done. H6213
6 And Moses H4872 brought H7126 H853 Aaron H175 and his sons, H1121 and washed H7364 them with water. H4325
7 And he put H5414 upon H5921 him H853 the coat, H3801 and girded H2296 him with the girdle, H73 and clothed H3847 him with H854 the robe, H4598 and put H5414 H853 the ephod H646 upon H5921 him , and he girded H2296 him with the curious girdle H2805 of the ephod, H646 and bound H640 it unto him therewith.
8 And he put H7760 H853 the breastplate H2833 upon H5921 him : also he put H5414 in H413 the breastplate H2833 H853 the Urim H224 and the Thummim. H8550
9 And he put H7760 H853 the miter H4701 upon H5921 his head; H7218 also upon H5921 the miter, H4701 even upon H413 his forefront H4136 H6440 , did he put H7760 H853 the golden H2091 plate, H6731 the holy H6944 crown; H5145 as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses. H4872
10 And Moses H4872 took H3947 H853 the anointing H4888 oil, H8081 and anointed H4886 H853 the tabernacle H4908 and all H3605 that H834 was therein , and sanctified H6942 them.
11 And he sprinkled H5137 thereof H4480 upon H5921 the altar H4196 seven H7651 times, H6471 and anointed H4886 H853 the altar H4196 and all H3605 his vessels, H3627 both the laver H3595 and his foot, H3653 to sanctify H6942 them.
12 And he poured H3332 of the anointing oil H4480 H8081 H4888 upon H5921 Aaron's H175 head, H7218 and anointed H4886 him , to sanctify H6942 him.
13 And Moses H4872 brought H7126 H853 Aaron's H175 sons, H1121 and put coats upon H3847 H3801 them , and girded H2296 them with girdles, H73 and put H2280 bonnets H4021 upon them; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses. H4872
14 And he brought H5066 H853 the bullock H6499 for the sin offering: H2403 and Aaron H175 and his sons H1121 laid H5564 H853 their hands H3027 upon H5921 the head H7218 of the bullock H6499 for the sin offering. H2403
15 And he slew H7819 it ; and Moses H4872 took H3947 H853 the blood, H1818 and put H5414 it upon H5921 the horns H7161 of the altar H4196 round about H5439 with his finger, H676 and purified H2398 H853 the altar, H4196 and poured H3332 the blood H1818 at H413 the bottom H3247 of the altar, H4196 and sanctified H6942 it , to make reconciliation H3722 upon H5921 it.
16 And he took H3947 H853 all H3605 the fat H2459 that H834 was upon H5921 the inwards, H7130 and the caul H3508 above the liver, H3516 and the two H8147 kidneys, H3629 and their fat, H2459 and Moses H4872 burned H6999 it upon the altar. H4196
17 But the bullock, H6499 and his hide, H5785 his flesh, H1320 and his dung, H6569 he burnt H8313 with fire H784 without H4480 H2351 the camp; H4264 as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses. H4872
18 And he brought H7126 H853 the ram H352 for the burnt offering: H5930 and Aaron H175 and his sons H1121 laid H5564 H853 their hands H3027 upon H5921 the head H7218 of the ram. H352
19 And he killed H7819 it ; and Moses H4872 sprinkled H2236 H853 the blood H1818 upon H5921 the altar H4196 round about. H5439
20 And he cut H5408 the ram H352 into pieces; H5409 and Moses H4872 burnt H6999 H853 the head, H7218 and the pieces, H5409 and the fat. H6309
21 And he washed H7364 the inwards H7130 and the legs H3767 in water; H4325 and Moses H4872 burnt H6999 H853 the whole H3605 ram H352 upon the altar: H4196 it H1931 was a burnt sacrifice H5930 for a sweet H5207 savor, H7381 and an offering made by fire H801 unto the LORD; H3068 as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses. H4872
22 And he brought H7126 H853 the other H8145 ram, H352 the ram H352 of consecration: H4394 and Aaron H175 and his sons H1121 laid H5564 H853 their hands H3027 upon H5921 the head H7218 of the ram. H352
23 And he slew H7819 it ; and Moses H4872 took H3947 of the blood H4480 H1818 of it , and put H5414 it upon H5921 the tip H8571 of Aaron's H175 right H3233 ear, H241 and upon H5921 the thumb H931 of his right H3233 hand, H3027 and upon H5921 the great toe H931 of his right H3233 foot. H7272
24 And he brought H7126 H853 Aaron's H175 sons, H1121 and Moses H4872 put H5414 of H4480 the blood H1818 upon H5921 the tip H8571 of their right H3233 ear, H241 and upon H5921 the thumbs H931 of their right H3233 hands, H3027 and upon H5921 the great toes H931 of their right H3233 feet: H7272 and Moses H4872 sprinkled H2236 H853 the blood H1818 upon H5921 the altar H4196 round about. H5439
25 And he took H3947 H853 the fat, H2459 and the rump, H451 and all H3605 the fat H2459 that H834 was upon H5921 the inwards, H7130 and the caul H3508 above the liver, H3516 and the two H8147 kidneys, H3629 and their fat, H2459 and the right H3225 shoulder: H7785
26 And out of the basket H4480 H5536 of unleavened bread, H4682 that H834 was before H6440 the LORD, H3068 he took H3947 one H259 unleavened H4682 cake, H2471 and a H259 cake H2471 of oiled H8081 bread, H3899 and one H259 wafer, H7550 and put H7760 them on H5921 the fat, H2459 and upon H5921 the right H3225 shoulder: H7785
27 And he put H5414 H853 all H3605 upon H5921 Aaron's H175 hands, H3709 and upon H5921 his sons' H1121 hands, H3709 and waved H5130 them for a wave offering H8573 before H6440 the LORD. H3068
28 And Moses H4872 took H3947 them from off H4480 H5921 their hands, H3709 and burnt H6999 them on the altar H4196 upon H5921 the burnt offering: H5930 they H1992 were consecrations H4394 for a sweet H5207 savor: H7381 it H1931 is an offering made by fire H801 unto the LORD. H3068
29 And Moses H4872 took H3947 H853 the breast, H2373 and waved H5130 it for a wave offering H8573 before H6440 the LORD: H3068 for of the ram H4480 H352 of consecration H4394 it was H1961 Moses' H4872 part; H4440 as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses. H4872
30 And Moses H4872 took H3947 of the anointing oil H4480 H8081, H4888 and of H4480 the blood H1818 which H834 was upon H5921 the altar, H4196 and sprinkled H5137 it upon H5921 Aaron, H175 and upon H5921 his garments, H899 and upon H5921 his sons, H1121 and upon H5921 his sons' H1121 garments H899 with H854 him ; and sanctified Aaron, H175 and his garments, H899 and his sons, H1121 and his sons' H1121 garments H899 with H854 him.
31 And Moses H4872 said H559 unto H413 Aaron H175 and to H413 his sons, H1121 Boil H1310 H853 the flesh H1320 at the door H6607 of the tabernacle H168 of the congregation: H4150 and there H8033 eat H398 it with the bread H3899 that H834 is in the basket H5536 of consecrations, H4394 as H834 I commanded, H6680 saying, H559 Aaron H175 and his sons H1121 shall eat H398 it.
32 And that which remaineth H3498 of the flesh H1320 and of the bread H3899 shall ye burn H8313 with fire. H784
33 And ye shall not H3808 go out H3318 of the door H4480 H6607 of the tabernacle H168 of the congregation H4150 in seven H7651 days, H3117 until H5704 the days H3117 of your consecration H4394 be at an end: H4390 for H3588 seven H7651 days H3117 shall he consecrate H4390 H853 H3027 you.
34 As H834 he hath done H6213 this H2088 day, H3117 so the LORD H3068 hath commanded H6680 to do, H6213 to make an atonement H3722 for H5921 you.
35 Therefore shall ye abide H3427 at the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 day H3119 and night H3915 seven H7651 days, H3117 and keep H8104 H853 the charge H4931 of the LORD, H3068 that ye die H4191 not: H3808 for H3588 so H3651 I am commanded. H6680
36 So Aaron H175 and his sons H1121 did H6213 H853 all H3605 things H1697 which H834 the LORD H3068 commanded H6680 by the hand H3027 of Moses. H4872
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×