Bible Versions
Bible Books

1 Kings 4:1 (BNV) Bengali Old BSI Version

1 শলোমন রাজা সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করিতেন।
2 তাঁহার অমাত্যগণের নাম এই এই;
3 সাদোকের পুত্র অসরিয় যাজক ছিলেন। শীশার পুত্র ইলীহোরফ অহিয় লেখক ছিলেন; অহীলুদের পুত্র যিহোশাফট ইতিহাসকর্ত্তা ছিলেন;
4 আর যিহোয়াদার পুত্র বনায় সেনাপতি, এবং সাদোক অবিয়াথর যাজক ছিলেন; এবং নাথনের পুত্র অসরিয় অধ্যক্ষদের প্রধান,
5 নাথনের পুত্র সাবূদ যাজক, রাজার মিত্র ছিলেন।
6 আর অহীশার বাটীর অধ্যক্ষ, এবং অব্দের পুত্র অদোনীরাম রাজার কর্ম্মাধীন দাসদের অধ্যক্ষ ছিলেন।
7 আর সমস্ত ইস্রায়েলের উপরে শলোমনের নিযুক্ত বারো জন অধ্যক্ষ ছিলেন, তাঁহারা রাজার রাজবাটীর জন্য খাদ্য দ্রব্যের আয়োজন করিতেন; বৎসরের মধ্যে এক এক মাসের জন্য আয়োজন করিবার ভার এক এক জনের উপরে ছিল।
8 তাঁহাদের নাম এই এই; পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে বিন্‌-হূর।
9 মাকসে, শালবীমে, বৈৎ-শেমশে এলোন-বৈৎহাননে বিন্‌-দেকর।
10 অরুব্বোতে বিন্‌-হেষদ; সোখো সমুদয় হেফর প্রদেশ তাঁহার অধীন ছিল।
11 সমুদয় দোর উপগিরিতে বিন্‌-অবীনাদব; তিনি শলোমনের কন্যা টাফৎকে বিবাহ করেন।
12 তানকে মগিদ্দোতে এবং সর্ত্তনের নিকটে যিষ্রিয়েলের নিম্নে স্থিত সমস্ত বৈৎশানে, অর্থাৎ বৈৎ-শান অবধি আবেল-মহোলা যক্‌মিয়ামের পার পর্য্যন্ত অহীলূদের পুত্র বানা।
13 রামোৎ-গিলিয়দে বিন্‌-গেবর; গিলিয়দস্থ মনঃশি-সন্তান যায়ীরের গ্রাম সকল, এবং বাশনস্থ অর্গোব অঞ্চল, প্রাচীরবেষ্টিত পিত্তলের অর্গলবিশিষ্ট ষাটটী বৃহৎ নগর তাঁহার অধীন ছিল।
14 মহনয়িমে ইদ্দোর পুত্র অহীনাদব।
15 নপ্তালিতে অহীমাস; তিনিও শলোমনের এক কন্যাকে, বাসমৎকে, বিবাহ করেন।
16 আশেরে বালোতে হূশয়ের পুত্র বানা।
17 ইষাখরে পারূহের পুত্র যিহোশাফট।
18 বিন্যামীনে এলার পুত্র শিমিয়ি।
19 গিলিয়দ দেশে অর্থাৎ ইমোরীয়দের রাজা সীহোনের বাশনের রাজা ওগের দেশে ঊরির পুত্র গেবর; উক্ত দেশে তিনিই একমাত্র অধ্যক্ষ ছিলেন।
20 যিহূদা ইস্রায়েল সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় বহুসংখ্যক ছিল, তাহারা ভোজন পান আমোদ করিত।
21 আর ফরাৎ নদী অবধি পলেষ্টীয়দের দেশ মিসরের সীমা পর্য্যন্ত যাবতীয় রাজ্যের উপরে শলোমন কর্ত্তৃত্ব করিতেন; শলোমনের সমস্ত জীবনকালে তাহারা তাঁহাকে উপঢৌকন দিত, এবং তাঁহার দাসত্ব করিত।
22 শলোমনের প্রত্যেক দিনের আয়োজনীয় দ্রব্য এই ছিল, ত্রিশ কোর সূক্ষ্ম সূজী ষাট কোর ময়দা;
23 দশটা পুষ্ট গোরু, মাঠ হইতে আনীত কুড়িটা গোরু, এক শত মেষ; ইহা ছাড়া হরিণ, মৃগী, কালসাব পুষ্ট পক্ষী।
24 ফলে, তিনি তিপ্‌সহ অবধি ঘসা পর্য্যন্ত ফরাৎ নদীর পারস্থ সমস্ত দেশের, নদীর পারস্থ সকল রাজার উপরে কর্ত্তৃত্ব করিতেন; আর তাঁহার চারিদিকের সমস্ত অঞ্চলে শান্তি ছিল।
25 শলোমনের সমস্ত অধিকার সময়ে দান অবধি বের্‌-শেবা পর্য্যন্ত যিহূদা ইস্রায়েল প্রত্যেক জন আপন আপন দ্রাক্ষালতার আপন আপন ডুমুর বৃক্ষের তলে নির্ভয়ে বাস করিত।
26 শলোমনের রথের নিমিত্ত চল্লিশ সহস্র অশ্বশালা বারো সহস্র অশ্বারোহী ছিল।
27 আর শলোমন রাজার নিমিত্ত শলোমন রাজার মেজে ভোজনকারীদের নিমিত্ত পূর্ব্বোক্ত অধ্যক্ষেরা প্রত্যেক জন আপন আপন নিরূপিত মাসে খাদ্য দ্রব্যের আয়োজন করিতেন, কিছুরই ত্রুটী করিতেন না।
28 তাঁহারা প্রত্যেক জন আপন আপন কার্য্যভার অনুসারে অশ্ব দ্রুতগামী বাহন সকলের জন্য যথাস্থানে যব তৃণ আনিতেন।
29 আর ঈশ্বর শলোমনকে বিপুল জ্ঞান সূক্ষ্মবুদ্ধি এবং সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় চিত্তের বিস্তীর্ণতা দিলেন।
30 তাহাতে পূর্ব্বদেশের সমস্ত লোকের জ্ঞান মিস্রীয়দের যাবতীয় জ্ঞান হইতে শলোমনের অধিক জ্ঞান হইল।
31 ফলে, তিনি সকল লোক হইতে জ্ঞানবান, ইষ্রাহীয় এথন, এবং মাহোলের পুত্র হেমন, কল্‌কোল দর্দা, ইহাঁদের হইতেও অধিক জ্ঞানবান হইলেন; এবং চারিদিকের সমস্ত জাতির মধ্যে তাঁহার সুখ্যাতি হইল।
32 তিনি তিন সহস্র প্রবাদ বাক্য বলিতেন, তাঁহার এক সহস্র পাঁচটী গীত ছিল।
33 আর তিনি লিবানোনের এরস বৃক্ষ হইতে প্রাচীরের গাত্রে উৎপন্ন এসোব তৃণ পর্য্যন্ত গাছ সকলের বর্ণনা করিতেন, এবং পশু, পক্ষী, উরোগামী জন্তু মৎস্যের বর্ণনা করিতেন।
34 আর পৃথিবীস্থ যে সকল রাজা শলোমনের জ্ঞানের সংবাদ শুনিয়াছিলেন, তাঁহাদের নিকট হইতে সর্ব্বদেশীয় লোক শলোমনের জ্ঞানের উক্তি শুনিতে আসিত।
1 So king H4428 Solomon H8010 was H1961 king H4428 over H5921 all H3605 Israel. H3478
2 And these H428 were the princes H8269 which H834 he had; Azariah H5838 the son H1121 of Zadok H6659 the priest, H3548
3 Elihoreph H456 and Ahiah, H281 the sons H1121 of Shisha, H7894 scribes; H5608 Jehoshaphat H3092 the son H1121 of Ahilud, H286 the recorder. H2142
4 And Benaiah H1141 the son H1121 of Jehoiada H3077 was over H5921 the host: H6635 and Zadok H6659 and Abiathar H54 were the priests: H3548
5 And Azariah H5838 the son H1121 of Nathan H5416 was over H5921 the officers: H5324 and Zabud H2071 the son H1121 of Nathan H5416 was principal officer, H3548 and the king's H4428 friend: H7463
6 And Ahishar H301 was over H5921 the household: H1004 and Adoniram H141 the son H1121 of Abda H5653 was over H5921 the tribute. H4522
7 And Solomon H8010 had twelve H8147 H6240 officers H5324 over H5921 all H3605 Israel, H3478 which provided victuals H3557 for H853 the king H4428 and his household: H1004 each man H259 his month H2320 in a year H8141 made provision. H3557
8 And these H428 are their names: H8034 The son of Hur, H1133 in mount H2022 Ephraim: H669
9 The son of Dekar, H1128 in Makaz, H4739 and in Shaalbim, H8169 and Beth- H1053 shemesh , and Elon- H358 beth-hanan:
10 The son of Hesed, H1136 in Aruboth; H700 to him pertained Sochoh, H7755 and all H3605 the land H776 of Hepher: H2660
11 The son of Abinadab, H1125 in all H3605 the region H5299 of Dor; H1756 which had Taphath H2955 the daughter H1323 of Solomon H8010 to wife: H802
12 Baana H1195 the son H1121 of Ahilud; H286 to him pertained Taanach H8590 and Megiddo, H4023 and all H3605 Beth- H1052 shean, which H834 is by H681 Zartanah H6891 beneath H4480 H8478 Jezreel, H3157 from Beth H4480 H1052 -shean to H5704 Abel- H65 meholah, even unto H5704 the place that is beyond H4480 H5676 Jokneam: H3361
13 The son of Geber, H1127 in Ramoth- H7433 gilead ; to him pertained the towns H2333 of Jair H2971 the son H1121 of Manasseh, H4519 which H834 are in Gilead; H1568 to him also pertained the region H2256 of Argob, H709 which H834 is in Bashan, H1316 threescore H8346 great H1419 cities H5892 with walls H2346 and brazen H5178 bars: H1280
14 Ahinadab H292 the son H1121 of Iddo H5714 had Mahanaim: H4266
15 Ahimaaz H290 was in Naphtali; H5321 he H1931 also H1571 took H3947 H853 Basmath H1315 the daughter H1323 of Solomon H8010 to wife: H802
16 Baanah H1195 the son H1121 of Hushai H2365 was in Asher H836 and in Aloth: H1175
17 Jehoshaphat H3092 the son H1121 of Paruah, H6515 in Issachar: H3485
18 Shimei H8096 the son H1121 of Elah, H414 in Benjamin: H1144
19 Geber H1398 the son H1121 of Uri H221 was in the country H776 of Gilead, H1568 in the country H776 of Sihon H5511 king H4428 of the Amorites, H567 and of Og H5747 king H4428 of Bashan; H1316 and he was the only H259 officer H5333 which H834 was in the land. H776
20 Judah H3063 and Israel H3478 were many, H7227 as the sand H2344 which H834 is by H5921 the sea H3220 in multitude, H7230 eating H398 and drinking, H8354 and making merry. H8056
21 And Solomon H8010 reigned H4910 over all H3605 kingdoms H4467 from H4480 the river H5104 unto the land H776 of the Philistines, H6430 and unto H5704 the border H1366 of Egypt: H4714 they brought H5066 presents, H4503 and served H5647 H853 Solomon H8010 all H3605 the days H3117 of his life. H2416
22 And Solomon's H8010 provision H3899 for one H259 day H3117 was H1961 thirty H7970 measures H3734 of fine flour, H5560 and threescore H8346 measures H3734 of meal, H7058
23 Ten H6235 fat H1277 oxen, H1241 and twenty H6242 oxen H1241 out of the pastures, H7471 and a hundred H3967 sheep, H6629 beside H905 harts H4480 H354 , and roebucks, H6643 and fallow deer, H3180 and fatted H75 fowl. H1257
24 For H3588 he H1931 had dominion H7287 over all H3605 the region on this side H5676 the river, H5104 from Tiphsah H4480 H8607 even to H5704 Azzah, H5804 over all H3605 the kings H4428 on this side H5676 the river: H5104 and he had H1961 peace H7965 on all H4480 H3605 sides H5676 round about H4480 H5439 him.
25 And Judah H3063 and Israel H3478 dwelt H3427 safely, H983 every man H376 under H8478 his vine H1612 and under H8478 his fig tree, H8384 from Dan H4480 H1835 even to H5704 Beer- H884 sheba, all H3605 the days H3117 of Solomon. H8010
26 And Solomon H8010 had H1961 forty H705 thousand H505 stalls H723 of horses H5483 for his chariots, H4817 and twelve H8147 H6240 thousand H505 horsemen. H6571
27 And those H428 officers H5324 provided victual H3557 for H853 king H4428 Solomon, H8010 and for all H3605 that came H7131 unto H413 king H4428 Solomon's H8010 table, H7979 every man H376 in his month: H2320 they lacked H5737 nothing H3808 H1697 .
28 Barley H8184 also and straw H8401 for the horses H5483 and dromedaries H7409 brought H935 they unto H413 the place H4725 where H834 H8033 the officers were, H1961 every man H376 according to his charge. H4941
29 And God H430 gave H5414 Solomon H8010 wisdom H2451 and understanding H8394 exceeding H3966 much, H7235 and largeness H7341 of heart, H3820 even as the sand H2344 that H834 is on H5921 the sea H3220 shore. H8193
30 And Solomon's H8010 wisdom H2451 excelled the wisdom H7235 H4480 H2451 of all H3605 the children H1121 of the east country, H6924 and all H4480 H3605 the wisdom H2451 of Egypt. H4714
31 For he was wiser H2449 than all H4480 H3605 men; H120 than Ethan H4480 H387 the Ezrahite, H250 and Heman, H1968 and Chalcol, H3633 and Darda, H1862 the sons H1121 of Mahol: H4235 and his fame H8034 was H1961 in all H3605 nations H1471 round about. H5439
32 And he spoke H1696 three H7969 thousand H505 proverbs: H4912 and his songs H7892 were H1961 a thousand H505 and five. H2568
33 And he spoke H1696 of H5921 trees, H6086 from H4480 the cedar tree H730 that H834 is in Lebanon H3844 even unto H5704 the hyssop H231 that H834 springeth out H3318 of the wall: H7023 he spoke H1696 also of H5921 beasts, H929 and of H5921 fowl, H5775 and of H5921 creeping things, H7431 and of H5921 fishes. H1709
34 And there came H935 of all H4480 H3605 people H5971 to hear H8085 H853 the wisdom H2451 of Solomon, H8010 from H4480 H854 all H3605 kings H4428 of the earth, H776 which H834 had heard of H8085 H853 his wisdom. H2451
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×