Bible Versions
Bible Books

1 Chronicles 23:1 (BNV) Bengali Old BSI Version

1 আর দায়ূদ বৃদ্ধ পূর্ণায়ু হইলেন; এবং আপন পুত্র শলোমনকে ইস্রায়েলের উপরে রাজা করিলেন।
2 তিনি ইস্রায়েলের সমস্ত অধ্যক্ষকে এবং যাজক লেবীয়দিগকে একত্র করিলেন।
3 তখন ত্রিশ তদপেক্ষা অধিক বৎসর বয়স্ক লেবীয়েরা গণিত হইল; মস্তক-গণনায় তাহারা আটত্রিশ সহস্র পুরুষ।
4 তাহাদের মধ্যে চব্বিশ সহস্র লোক সদাপ্রভুর গৃহের কার্য্যের তত্ত্বাবধানে নিযুক্ত হইল, এবং ছয় সহস্র লোক শাসনকর্ত্তা বিচারকর্ত্তা,
5 আর চারি সহস্র লোক দ্বারপাল; এবং দায়ূদ প্রশংসার্থে যে সকল বাদ্যযন্ত্র নির্ম্মাণ করেন, তাহা দ্বারা চারি সহস্র লোক সদাপ্রভুর প্রশংসা করিত।
6 আর দায়ূদ তাহাদিগকে গের্শোন, কহাৎ মরারি, লেবির এই পুত্রদের বংশানুসারে নানা পালায় বিভক্ত করিলেন।
7 গের্শোনীয়দের মধ্যে লাদন শিমিয়ি।
8 লাদনের সন্তান; প্রধান যিহীয়েল, অপর সেথম যোয়েল, তিন জন।
9 শিমিয়ির সন্তান শলোমোৎ, হসীয়েল হারণ, তিন জন; ইহারা লাদনের পিতৃকুলপতি।
10 আর শিমিয়ির সন্তান যহৎ, সীন, যিয়ূশ বরীয়; শিমিয়ির এই চারি সন্তান।
11 তাহাদের মধ্যে প্রধান যহৎ, দ্বিতীয় সীষ; কিন্তু যিয়ূশের বরীয়ের বহু সন্তান ছিল না, কারণ তাহারা একত্র গণিত হইয়া এক পিতৃকুল হইল।
12 কহাতের পুত্র অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ উষীয়েল, চারি জন।
13 অম্রামের পুত্র হারোণ মোশি; আর চিরকাল অতি পবিত্র বস্তু পবিত্র করণার্থে, সদাপ্রভুর সম্মুখে ধূপদাহ, তাঁহার পরিচর্য্যা এবং তাঁহার নামে আশীর্ব্বাদ করণার্থে হারোণকে তাঁহার সন্তানগণকে চিরকালের জন্য পৃথক করা গেল।
14 কিন্তু ঈশ্বরের লোক যে মোশি, তাঁহার পুত্রগণ লেবিবংশের মধ্যে উল্লিখিত হইল।
15 মোশির পুত্র গের্শোম ইলীয়েষর।
16 গের্শোমের সন্তানদের মধ্যে শবূয়েল প্রধান।
17 আর ইলীয়েষরের সন্তানদের মধ্যে রহবিয় প্রধান ছিল; এই ইলীয়েষরের আর পুত্র ছিল না, কিন্তু রহবিয়ের সন্তানগণ বহুসংখ্যক হইল।
18 যিষ্‌হরের সন্তানদের মধ্যে শলোমীৎ প্রধান।
19 হিব্রোণের পুত্রদের মধ্যে প্রধান যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়ার।
20 উষীয়েলের পুত্রদের মধ্যে প্রধান মীখা, দ্বিতীয় যিশিয়।
21 মরারির পুত্র মহলি মূশি। মহলির পুত্র ইলিয়াসর কীশ।
22 ইলিয়াসর মরিলেন, তাঁহার পুত্র ছিল না, কেবল কয়েকটী কন্যা ছিল, আর তাহাদের জ্ঞাতি কীশের পুত্রগণ তাহাদিগকে বিবাহ করিল।
23 মূশির পুত্র মহলি, এদর যিরেমোৎ, তিন জন।
24 এই সকলে আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান, বিংশতি বৎসর ততোধিক বয়স্ক যাহারা নাম মস্তকানুসারে গণিত হইল, সদাপ্রভুর গৃহের সেবাকর্ম্ম করিত, ইহারা তাহাদের পিতৃকুলপতি।
25 কেননা দায়ূদ কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু আপন প্রজাদিগকে বিশ্রাম দিয়াছেন, এবং তিনি চিরকালের জন্য যিরূশালেমে বাস করেন;
26 আর লেবীয়দিগকেও অদ্যাবধি আবাস কিম্বা তাহার সেবাকর্ম্মার্থক পাত্র সকল আর বহিতে হইবে না।
27 কারণ দায়ূদের শেষ আজ্ঞায় লেবির সন্তানদের মধ্যে বিংশতি বৎসর ততোধিক বয়স্ক লোকেরা গণিত হইল।
28 কেননা ঈশ্বরের গৃহের সেবাকর্ম্মের জন্য তাহাদের পদ হারোণ-সন্তানদের অধীন; তাহা এই এই বিষয় সম্বন্ধীয়, প্রাঙ্গণ কুঠরী সকল, পবিত্র বস্তু সকলের শুচিকরণ,
29 ঈশ্বরের গৃহের সেবাকর্ম্ম সম্পাদন, এবং দর্শন-রুটী ভক্ষ্য-নৈবেদ্য, তাড়ীশূন্য সরুচাকলী এবং ভর্জনপাত্রে ভর্জিত দ্রব্য রান্ধা দ্রব্য, এই সকলের নিমিত্ত ময়দা, এবং সকল পরিমাণ তৌল,
30 আর সদাপ্রভুর স্তবগান প্রশংসার্থে প্রতি প্রাতঃকালে সন্ধ্যাকালে দণ্ডায়মান হওয়া;
31 এবং সদাপ্রভুর সম্মুখে প্রতিনিয়ত পালনীয় বিধিমতে বিশ্রামবারে, অমাবস্যায় পর্ব্বে সদাপ্রভুর উদ্দেশে সংখ্যানুসারে হোমবলিদান করা;
32 আর তাহারা যেন সমাগম-তাম্বুর রক্ষণীয় দ্রব্য, পবিত্র স্থানের রক্ষণীয় দ্রব্য, এবং ঈশ্বরের গৃহের সেবাকর্ম্মের জন্য আপনাদের জ্ঞাতি হারোণ-সন্তানদের রক্ষণীয় দ্রব্য রক্ষা করে।
1 So when David H1732 was old H2204 and full H7646 of days, H3117 he made H4427 H853 Solomon H8010 his son H1121 king over H5921 Israel. H3478
2 And he gathered together H622 H853 all H3605 the princes H8269 of Israel, H3478 with the priests H3548 and the Levites. H3881
3 Now the Levites H3881 were numbered H5608 from the age H4480 H1121 of thirty H7970 years H8141 and upward: H4605 and their number H4557 by their polls, H1538 man by man, H1397 was H1961 thirty H7970 and eight H8083 thousand. H505
4 Of which H4480 H428 , twenty H6242 and four H702 thousand H505 were to set forward H5329 H5921 the work H4399 of the house H1004 of the LORD; H3068 and six H8337 thousand H505 were officers H7860 and judges: H8199
5 Moreover four H702 thousand H505 were porters; H7778 and four H702 thousand H505 praised H1984 the LORD H3068 with the instruments H3627 which H834 I made, H6213 said David , to praise H1984 therewith .
6 And David H1732 divided H2505 them into courses H4256 among the sons H1121 of Levi, H3878 namely , Gershon, H1648 Kohath, H6955 and Merari. H4847
7 Of the Gershonites H1649 were , Laadan, H3936 and Shimei. H8096
8 The sons H1121 of Laadan; H3936 the chief H7218 was Jehiel, H3171 and Zetham, H2241 and Joel, H3100 three. H7969
9 The sons H1121 of Shimei; H8096 Shelomith, H8013 and Haziel, H2381 and Haran, H2039 three. H7969 These H428 were the chief H7218 of the fathers H1 of Laadan. H3936
10 And the sons H1121 of Shimei H8096 were , Jahath, H3189 Zina, H2126 and Jeush, H3266 and Beriah. H1283 These H428 four H702 were the sons H1121 of Shimei. H8096
11 And Jahath H3189 was H1961 the chief, H7218 and Zizah H2125 the second: H8145 but Jeush H3266 and Beriah H1283 had not many H7235 H3808 sons; H1121 therefore they were H1961 in one H259 reckoning, H6486 according to their father's H1 house. H1004
12 The sons H1121 of Kohath; H6955 Amram, H6019 Izhar, H3324 Hebron, H2275 and Uzziel, H5816 four. H702
13 The sons H1121 of Amram; H6019 Aaron H175 and Moses: H4872 and Aaron H175 was separated, H914 that he should sanctify H6942 the most holy things H6944 H6944 , he H1931 and his sons H1121 forever H5704 H5769 , to burn incense H6999 before H6440 the LORD, H3068 to minister H8334 unto him , and to bless H1288 in his name H8034 forever H5704 H5769 .
14 Now concerning Moses H4872 the man H376 of God, H430 his sons H1121 were named H7121 of H5921 the tribe H7626 of Levi. H3878
15 The sons H1121 of Moses H4872 were , Gershom, H1648 and Eliezer. H461
16 Of the sons H1121 of Gershom, H1648 Shebuel H7619 was the chief. H7218
17 And the sons H1121 of Eliezer H461 were , Rehabiah H7345 the chief. H7218 And Eliezer H461 had H1961 none H3808 other H312 sons; H1121 but the sons H1121 of Rehabiah H7345 were very many H7235 H4605 .
18 Of the sons H1121 of Izhar; H3324 Shelomith H8013 the chief. H7218
19 Of the sons H1121 of Hebron; H2275 Jeriah H3404 the first, H7218 Amariah H568 the second, H8145 Jahaziel H3166 the third, H7992 and Jekameam H3360 the fourth. H7243
20 Of the sons H1121 of Uzziel; H5816 Michah H4318 the first, H7218 and Jesiah H3449 the second. H8145
21 The sons H1121 of Merari; H4847 Mahli, H4249 and Mushi. H4187 The sons H1121 of Mahli; H4249 Eleazar, H499 and Kish. H7027
22 And Eleazar H499 died, H4191 and had H1961 no H3808 sons, H1121 but H3588 H518 daughters: H1323 and their brethren H251 the sons H1121 of Kish H7027 took H5375 them.
23 The sons H1121 of Mushi; H4187 Mahli, H4249 and Eder, H5740 and Jeremoth, H3406 three. H7969
24 These H428 were the sons H1121 of Levi H3878 after the house H1004 of their fathers; H1 even the chief H7218 of the fathers, H1 as they were counted H6485 by number H4557 of names H8034 by their polls, H1538 that did H6213 the work H4399 for the service H5656 of the house H1004 of the LORD, H3068 from the age H4480 H1121 of twenty H6242 years H8141 and upward. H4605
25 For H3588 David H1732 said, H559 The LORD H3068 God H430 of Israel H3478 hath given rest H5117 unto his people, H5971 that they may dwell H7931 in Jerusalem H3389 forever H5704 H5769 :
26 And also H1571 unto the Levites; H3881 they shall no H369 more carry H5375 H853 the tabernacle, H4908 nor any H3605 vessels H3627 of it for the service H5656 thereof.
27 For H3588 by the last H314 words H1697 of David H1732 the Levites H1121 H3881 were numbered H4557 from twenty years old H4480 H1121 H6242 H8141 and above: H4605
28 Because H3588 their office H4612 was to wait on H3027 the sons H1121 of Aaron H175 for the service H5656 of the house H1004 of the LORD, H3068 in H5921 the courts, H2691 and in H5921 the chambers, H3957 and in H5921 the purifying H2893 of all H3605 holy things, H6944 and the work H4639 of the service H5656 of the house H1004 of God; H430
29 Both for the shewbread H3899 H4635 , and for the fine flour H5560 for meat offering, H4503 and for the unleavened H4682 cakes, H7550 and for that which is baked in the pan, H4227 and for that which is fried, H7246 and for all manner H3605 of measure H4884 and size; H4060
30 And to stand H5975 every morning H1242 H1242 to thank H3034 and praise H1984 the LORD, H3068 and likewise H3651 at even; H6153
31 And to offer H5927 all H3605 burnt sacrifices H5930 unto the LORD H3068 in the sabbaths, H7676 in the new moons, H2320 and on the set feasts, H4150 by number, H4557 according to the order H4941 commanded unto H5921 them, continually H8548 before H6440 the LORD: H3068
32 And that they should keep H8104 H853 the charge H4931 of the tabernacle H168 of the congregation, H4150 and the charge H4931 of the holy H6944 place , and the charge H4931 of the sons H1121 of Aaron H175 their brethren, H251 in the service H5656 of the house H1004 of the LORD. H3068
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×