Bible Versions
Bible Books

Zechariah 13:1 (BNV) Bengali Old BSI Version

1 সেই দিন দায়ূদ-কুলের যিরূশালেমনিবাসীদের জন্য পাপ অশৌচ হরণার্থে এক উনুই খোলা যাইবে।
2 আর বাহিনীগণের সদাপ্রভু কহেন, সেই দিন আমি দেশ হইতে প্রতিমাগণের নাম লোপ করিব, তাহাদের বিষয় আর কাহারও স্মরণে থাকিবে না; আবার আমি ভাববাদীদিগকে অশুচিতার আত্মাকে দেশ হইতে নিঃসারণ করিব।
3 যদি তখনও কেহ ভাববাণী বলে, তবে তাহার জন্মদাতা পিতামাতা তাহাকে কহিবে, তুমি বাঁচিবে না, কেননা তুমি সদাপ্রভুর নাম করিয়া মিথ্যা কহিতেছ; এবং সে ভাববাণী বলিলে তাহার জন্মদাতা পিতামাতা তাহাকে অস্ত্রবিদ্ধ করিবে।
4 আর সেই দিন ভাববাদীরা প্রত্যেকে ভাববাণী বলিবার সময়ে আপন আপন দর্শনের বিষয়ে লজ্জিত হইবে, এবং প্রতারণা করণার্থে লোমশ বস্ত্র আর পরিধান করিবে না।
5 কিন্তু প্রত্যেক জন বলিবে, আমি ভাববাদী নহি, আমি কৃষীবল, বাল্যকালাবধি দাস।
6 আর যখন কেহ তাহাকে বলিবে, তোমার দুই হস্তের মধ্যে এই সকল ক্ষতের দাগ কি? তখন সে উত্তর করিবে, আমার আত্মীয়দের বাটীতে যে সকল আঘাত পাইয়াছি, সেই সকল আঘাত।
7 হে খড়্‌গ, তুমি আমার পালকের, আমার সজাতীয় পুরুষের বিরুদ্ধে জাগ্রৎ হও, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন; পালককে আঘাত কর, তাহাতে পালের মেষেরা ছড়াইয়া পড়িবে; আর আমি ক্ষুদ্রগণের প্রতি আপন হস্ত ফিরাইব।
8 সদাপ্রভু কহেন, সমস্ত দেশে দুই অংশ লোক উচ্ছিন্ন হইয়া প্রাণত্যাগ করিবে; কিন্তু তৃতীয় অংশ তাহার মধ্যে অবশিষ্ট থাকিবে।
9 সেই তৃতীয় অংশকে আমি অগ্নিমধ্যে প্রবেশ করাইব, যেমন রৌপ্য খাঁটী করা যায়, তেমনি খাঁটী করিব, যেমন সুবর্ণ পরীক্ষিত হয়, তেমনি তাহাদের পরীক্ষা করিব; তাহারা আমার নামে ডাকিবে, এবং আমি তাহাদিগকে উত্তর দিব; আমি বলিব, আমার প্রজা; আর তাহারা বলিবে, সদাপ্রভু আমার ঈশ্বর।
1 In that H1931 day H3117 there shall be H1961 a fountain H4726 opened H6605 to the house H1004 of David H1732 and to the inhabitants H3427 of Jerusalem H3389 for sin H2403 and for uncleanness. H5079
2 And it shall come to pass H1961 in that H1931 day, H3117 saith H5002 the LORD H3068 of hosts, H6635 that I will cut off H3772 H853 the names H8034 of the idols H6091 out of H4480 the land, H776 and they shall no H3808 more H5750 be remembered: H2142 and also H1571 I will cause H853 the prophets H5030 and the unclean H2932 spirit H7307 to pass H5674 out of H4480 the land. H776
3 And it shall come to pass, H1961 that when H3588 any H376 shall yet H5750 prophesy, H5012 then his father H1 and his mother H517 that begot H3205 him shall say H559 unto H413 him , Thou shalt not H3808 live; H2421 for H3588 thou speakest H1696 lies H8267 in the name H8034 of the LORD: H3068 and his father H1 and his mother H517 that begot H3205 him shall thrust him through H1856 when he prophesieth. H5012
4 And it shall come to pass H1961 in that H1931 day, H3117 that the prophets H5030 shall be ashamed H954 every one H376 of his vision H4480 H2384 , when he hath prophesied; H5012 neither H3808 shall they wear H3847 a rough H8181 garment H155 to H4616 deceive: H3584
5 But he shall say, H559 I H595 am no H3808 prophet, H5030 I H595 am a husbandman H376 H5647; H127 for H3588 man H120 taught me to keep cattle H7069 from my youth H4480. H5271
6 And one shall say H559 unto H413 him, What H4100 are these H428 wounds H4347 in H996 thine hands H3027 ? Then he shall answer, H559 Those with which H834 I was wounded H5221 in the house H1004 of my friends. H157
7 Awake H5782 , O sword, H2719 against H5921 my shepherd, H7462 and against H5921 the man H1397 that is my fellow, H5997 saith H5002 the LORD H3068 of hosts: H6635 smite H5221 H853 the shepherd, H7462 and the sheep H6629 shall be scattered: H6327 and I will turn H7725 mine hand H3027 upon H5921 the little ones. H6819
8 And it shall come to pass, H1961 that in all H3605 the land, H776 saith H5002 the LORD, H3068 two H8147 parts H6310 therein shall be cut off H3772 and die; H1478 but the third H7992 shall be left H3498 therein.
9 And I will bring H935 H853 the third part H7992 through the fire, H784 and will refine H6884 them as H853 silver H3701 is refined, H6884 and will try H974 them as H853 gold H2091 is tried: H974 they H1931 shall call H7121 on my name, H8034 and I H589 will hear H6030 them : I will say, H559 It H1931 is my people: H5971 and they H1931 shall say, H559 The LORD H3068 is my God. H430
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×