Bible Versions
Bible Books

2 Chronicles 17:1 (BNV) Bengali Old BSI Version

1 পরে তাঁহার পুত্র যিহোশাফট তাঁহার পদে রাজা হইলেন, এবং ইস্রায়েলের বিরুদ্ধে আপনাকে বলবান করিলেন।
2 তিনি যিহূদার সকল প্রাচীরবেষ্টিত নগরে সৈন্য রাখিলেন, এবং যিহূদা দেশে তাঁহার পিতা আসা ইফ্রয়িমের যে সকল নগর হস্তগত করিয়াছিলেন, সেই সকল নগরেও সৈন্যদল স্থাপন করিলেন।
3 আর সদাপ্রভু যিহোশাফটের সহবর্ত্তী ছিলেন, কারণ তিনি আপন পূর্ব্বপুরুষ দায়ূদের প্রথম আচরণ-পথে চলিতেন, বাল দেবগণের অন্বেষণ করিতেন না;
4 কিন্তু আপন পৈতৃক ঈশ্বরের অন্বেষণ করিতেন তাঁহার সকল আজ্ঞা-পথে চলিতেন, ইস্রায়েলের কর্ম্মানুযায়ী কর্ম্ম করিতেন না।
5 অতএব সদাপ্রভু তাঁহার হস্তে রাজ্য দৃঢ় করিলেন; আর সমস্ত যিহূদা যিহোশাফটের কাছে উপঢৌকন আনিল, এবং তাঁহার ধন প্রতাপ অতিশয় বৃদ্ধি পাইল।
6 আর সদাপ্রভুর পথে তাঁহার অন্তঃকরণ উন্নত হইল; আবার তিনি যিহূদার মধ্য হইতে উচ্চস্থলী আশেরা-মূর্ত্তি সকল দূর করিলেন।
7 পরে তিনি আপন রাজত্বের তৃতীয় বৎসরে যিহূদার সকল নগরে উপদেশ দিবার জন্য আপনার কয়েক জন প্রধান লোক অর্থাৎ বিন্‌-হয়িল, ওবদিয়, সখরিয়, নথনেল মীখায়কে প্রেরণ করিলেন।
8 আর তাঁহাদের সহিত কয়েক জন লেবীয়কে অর্থাৎ শময়িয়, নথনিয়, সবদিয়, অসাহেল, শমীরামোৎ, যিহোনাথন, অদোনিয়, টোবিয় টোব্‌অদোনীয়, এই সকল লেবীয়কে এবং তাঁহাদের সহিত ইলীশামা যিহোরাম, এই দুই জন যাজককে পাঠাইলেন।
9 তাঁহারা সদাপ্রভুর ব্যবস্থা-পুস্তক সঙ্গে লইয়া যিহূদা দেশে উপদেশ দিতে লাগিলেন; তাঁহারা যিহূদার সমস্ত নগরে গিয়া লোকদিগকে উপদেশ দিলেন।
10 আর যিহূদার চতুর্দ্দিক্‌স্থ দেশের সকল রাজ্যে সদাপ্রভু হইতে এমন ভয় উপস্থিত হইল যে, তাহারা যিহোশাফটের সহিত যুদ্ধ করিল না।
11 আর পলেষ্টীয়দেরও কেহ কেহ যিহোশাফটের নিকটে করস্বরূপে উপঢৌকন রৌপ্য আনিল, এবং আরবীয়েরা তাঁহার নিকটে পশুপাল, সাত সহস্র সাত শত মেষ সাত সহস্র সাত শত ছাগ আনিল।
12 এইরূপে যিহোশাফট অতিশয় মহান্‌ হইয়া উঠিলেন, এবং যিহূদা দেশে অনেক দুর্গ ভাণ্ডার-নগর গাঁথিলেন।
13 আর যিহূদার নগর সকলের মধ্যে তাঁহার অনেক কার্য্য ছিল, এবং যিরূশালেমে তাঁহার বলবান বীর যোদ্ধারা থাকিত।
14 তাহাদের পিতৃকুলানুসারে তাহাদের সংখ্যা এই; যিহূদার সহস্রপতিগণের মধ্যে অদন সেনাপতি ছিলেন, তাঁহার সহিত তিন লক্ষ বলবান বীর ছিল।
15 তাঁহার পরে যিহোহানন সেনাপতি, তাঁহার সহিত দুই লক্ষ আশী সহস্র লোক ছিল।
16 তাঁহার পরে সিখির পুত্র অমসিয়; সেই ব্যক্তি আপনাকে সদাপ্রভুর উদ্দেশে স্বেচ্ছায় উৎসর্গ করিয়াছিলেন; তাঁহার সহিত দুই লক্ষ বলবান বীর ছিল।
17 আর বিন্যামীনের মধ্যে বলবান বীর ইলিয়াদা, তাঁহার সহিত দুই লক্ষ ধনুর্দ্ধর ঢালী ছিল।
18 তাঁহার পরে যিহোষাবদ; তাঁহার সহিত যুদ্ধার্থে সসজ্জ এক লক্ষ আশী সহস্র লোক ছিল। ইহাঁরা রাজার পরিচর্য্যা করিতেন।
19 ইহাঁদের ছাড়া রাজা যিহূদার সর্ব্বত্র প্রাচীরবেষ্টিত নগরে কর্ম্মচারী লোক রাখিতেন।
1 And Jehoshaphat H3092 his son H1121 reigned H4427 in his stead, H8478 and strengthened himself H2388 against H5921 Israel. H3478
2 And he placed H5414 forces H2428 in all H3605 the fenced H1219 cities H5892 of Judah, H3063 and set H5414 garrisons H5333 in the land H776 of Judah, H3063 and in the cities H5892 of Ephraim, H669 which H834 Asa H609 his father H1 had taken. H3920
3 And the LORD H3068 was H1961 with H5973 Jehoshaphat, H3092 because H3588 he walked H1980 in the first H7223 ways H1870 of his father H1 David, H1732 and sought H1875 not H3808 unto Baalim; H1168
4 But H3588 sought H1875 to the LORD God H430 of his father, H1 and walked H1980 in his commandments, H4687 and not H3808 after the doings H4639 of Israel. H3478
5 Therefore the LORD H3068 established H3559 H853 the kingdom H4467 in his hand; H3027 and all H3605 Judah H3063 brought H5414 to Jehoshaphat H3092 presents; H4503 and he had H1961 riches H6239 and honor H3519 in abundance. H7230
6 And his heart H3820 was lifted up H1361 in the ways H1870 of the LORD: H3068 moreover H5750 he took away H5493 H853 the high places H1116 and groves H842 out of Judah H4480 H3063 .
7 Also in the third H7969 year H8141 of his reign H4427 he sent H7971 to his princes, H8269 even to Ben- H1134 hail , and to Obadiah, H5662 and to Zechariah, H2148 and to Nethaneel, H5417 and to Michaiah, H4322 to teach H3925 in the cities H5892 of Judah. H3063
8 And with H5973 them he sent Levites, H3881 even Shemaiah, H8098 and Nethaniah, H5418 and Zebadiah, H2069 and Asahel, H6214 and Shemiramoth, H8070 and Jehonathan, H3083 and Adonijah, H138 and Tobijah, H2900 and Tob- H2899 adonijah, Levites; H3881 and with H5973 them Elishama H476 and Jehoram, H3088 priests. H3548
9 And they taught H3925 in Judah, H3063 and had the book H5612 of the law H8451 of the LORD H3068 with H5973 them , and went about H5437 throughout all H3605 the cities H5892 of Judah, H3063 and taught H3925 the people. H5971
10 And the fear H6343 of the LORD H3068 fell H1961 upon H5921 all H3605 the kingdoms H4467 of the lands H776 that H834 were round about H5439 Judah, H3063 so that they made no war H3898 H3808 against H5973 Jehoshaphat. H3092
11 Also some of H4480 the Philistines H6430 brought H935 Jehoshaphat H3092 presents, H4503 and tribute H4853 silver; H3701 and H1571 the Arabians H6163 brought H935 him flocks, H6629 seven H7651 thousand H505 and seven H7651 hundred H3967 rams, H352 and seven H7651 thousand H505 and seven H7651 hundred H3967 he goats. H8495
12 And Jehoshaphat H3092 waxed H1961 H1980 great H1432 exceedingly H5704 H4605 ; and he built H1129 in Judah H3063 castles, H1003 and cities H5892 of store. H4543
13 And he had H1961 much H7227 business H4399 in the cities H5892 of Judah: H3063 and the men H376 of war, H4421 mighty men H1368 of valor, H2428 were in Jerusalem. H3389
14 And these H428 are the numbers H6486 of them according to the house H1004 of their fathers: H1 Of Judah, H3063 the captains H8269 of thousands; H505 Adnah H5734 the chief, H8269 and with H5973 him mighty men H1368 of valor H2428 three H7969 hundred H3967 thousand. H505
15 And next H5921 H3027 to him was Jehohanan H3076 the captain, H8269 and with H5973 him two hundred H3967 and fourscore H8084 thousand. H505
16 And next H5921 H3027 him was Amasiah H6007 the son H1121 of Zichri, H2147 who willingly offered himself H5068 unto the LORD; H3068 and with him H5973 two hundred H3967 thousand H505 mighty men H1368 of valor. H2428
17 And of H4480 Benjamin; H1144 Eliada H450 a mighty man H1368 of valor, H2428 and with H5973 him armed men H5401 with bow H7198 and shield H4043 two hundred H3967 thousand. H505
18 And next H5921 H3027 him was Jehozabad, H3075 and with H5973 him a hundred H3967 and fourscore H8084 thousand H505 ready prepared H2502 for the war. H6635
19 These H428 waited on H8334 H853 the king, H4428 beside H4480 H905 those whom H834 the king H4428 put H5414 in the fenced H4013 cities H5892 throughout all H3605 Judah. H3063
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×