Bible Versions
Bible Books

1 Samuel 9:1 (BNV) Bengali Old BSI Version

1 আর বিন্যামীন বংশীয় এক লোক ছিলেন, তাঁহার নাম কীশ। তিনি অবীয়েলের পুত্র, ইনি সরোরের পুত্র, ইনি বখোরতের পুত্র, ইনি অফীহের পুত্র। কীশ এক জন বিন্যামীনীয় বলবান বীর ছিলেন।
2 আর শৌল নামে তাঁহার এক পুত্র ছিলেন; তিনি সুন্দর যুবা পুরুষ; ইস্রায়েল-সন্তানদের মধ্যে তদপেক্ষা সুন্দর কোন পুরুষ ছিল না, এবং তিনি অন্য সমস্ত লোক হইতে এক মস্তক দীর্ঘ ছিলেন।
3 একদা শৌলের পিতা কীশের গর্দ্দভীগুলি হারাইয়া গিয়াছিল, তাহাতে কীশ আপন পুত্র শৌলকে কহিলেন, তুমি এক জন চাকর সঙ্গে লও, উঠ, গর্দ্দভীদের অন্বেষণ করিতে যাও।
4 তাহাতে তিনি পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশ দিয়া ভ্রমণ করিয়া শালিশা প্রদেশ দিয়া গমন করিলেন; কিন্তু তাঁহারা তাহাদের উদ্দেশ পাইলেন না। পরে তাঁহারা শালীম প্রদেশ দিয়া গমন করিলেন; সেখানেও নাই। পরে তিনি বিন্যামীনীয়দের দেশ দিয়া গমন করিলেন, কিন্তু তাঁহারা সেখানেও পাইলেন না।
5 পরে সূফ প্রদেশে উপস্থিত হইলে শৌল আপনার সঙ্গী চাকরটীকে কহিলেন, আইস, আমরা ফিরিয়া যাই; কি জানি, আমার পিতা গর্দ্দভীদের ভাবনা ছাড়িয়া দিয়া আমাদের জন্য ভাবিত হইবেন।
6 সে তাঁহাকে কহিল, দেখুন, এই নগরে ঈশ্বরের এক জন লোক আছেন; তিনি অতি সম্মানিত; তিনি যাহা যাহা বলেন, সকলই সিদ্ধ হয়; চলুন, আমরা এখন সেই স্থানে যাই; হয় তিনি আমাদের গন্তব্য পথ বলিয়া দিতে পারিবেন।
7 তখন শৌল আপন চাকরকে কহিলেন, কিন্তু দেখ, যদি আমরা যাই, তবে সেই ব্যক্তির কাছে কি লইয়া যাইব? আমাদের পাত্রে খাদ্যের শেষ হইয়াছে; ঈশ্বরের লোকের কাছে লইয়া যাইবার জন্য আমাদের উপহার নাই; আমাদের কাছে কি আছে?
8 তখন চাকরটী শৌলকে উত্তর করিল, দেখুন, আমার হস্তে শেকলের চতুর্থাংশ রৌপ্য আছে; আমি ঈশ্বরের লোককে ইহাই দিব, আর তিনি আমাদিগকে পথ বলিয়া দিবেন।
9 —পূর্ব্বকালে ইস্রায়েলের মধ্যে ঈশ্বরের নিকটে জিজ্ঞাসা করণার্থে যাইতে হইলে লোকে এইরূপ বলিত, চল, আমরা দর্শকের নিকটে যাই; কেননা সম্প্রতি যাঁহাকে ভাববাদী বলা যায়, পূর্ব্বকালে তাঁহাকে দর্শক বলা যাইত।
10 —তখন শৌল আপন চাকরটীকে কহিলেন, ভালই বলিলে; চল, আমরা যাই। আর ঈশ্বরের লোক যেখানে ছিলেন, সেই নগরে তাঁহারা গমন করিলেন।
11 যখন তাঁহারা নগরের দিকে ঊর্দ্ধগামী পথে উঠিতেছিলেন, তখন জল তুলিবার জন্য কয়েকটী যুবতী বাহিরে আসিয়াছিল, তাঁহারা তাহাদিগকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, দর্শক কি এই স্থানে আছেন?
12 তাহারা তাঁহাদিগকে উত্তর করিয়া কহিল, হাঁ, আছেন; দেখ তিনি তোমাদের সম্মুখে আছেন; শীঘ্র এখনই যাও, তিনি অদ্য নগরে আসিয়াছেন, কারণ উচ্চস্থলীতে অদ্য লোকদের এক যজ্ঞ হইবে।
13 তোমরা নগরমধ্যে প্রবেশ করিবামাত্র, তিনি উচ্চস্থলীতে আহার করিতে যাইবার পূর্ব্বে, তাঁহার দেখা পাইবে; কেননা তিনি যাবৎ উপস্থিত না হইবেন, তাবৎ লোকেরা ভোজন করিবে না, কারণ তিনি যজ্ঞীয় দ্রব্যে আশীর্ব্বাদ করেন, পরে নিমন্ত্রিত লোকেরা ভোজন করে; অতএব তোমরা এক্ষণে গিয়া উঠ; এই সময়ে তাঁহার দেখা পাইবে।
14 তখন তাঁহারা নগরে উঠিলেন; তাঁহারা নগরমধ্যে উপস্থিত হইলে দেখ, শমূয়েল উচ্চস্থলীতে যাইবার জন্য বাহির হইয়া তাঁহাদের সম্মুখে উপস্থিত হইলেন।
15 আর শৌলের উপস্থিত হইবার পূর্ব্ব দিবসে সদাপ্রভু শমূয়েলের কর্ণগোচরে প্রকাশ করিয়াছিলেন,
16 কল্য এমন সময়ে আমি বিন্যামীন প্রদেশ হইতে এক জন লোককে তোমার নিকটে প্রেরণ করিব; তুমি তাহাকে আমার প্রজা ইস্রায়েলের নায়ক করিবার জন্য অভিষেক করিবে; আর সে পলেষ্টীয়দের হস্ত হইতে আমার প্রজাদিগকে নিস্তার করিবে; কেননা আমার প্রজাদের ক্রন্দন আমার কর্ণগোচর হওয়াতে আমি তাহাদের প্রতি দৃষ্টিপাত করিলাম।
17 পরে শমূয়েল শৌলকে দেখিলে সদাপ্রভু তাঁহাকে কহিলেন, দেখ, সেই ব্যক্তি, যাহার বিষয়ে আমি তোমার কাছে বলিয়াছিলাম, সেই আমার প্রজাদের উপরে কর্ত্তৃত্ব করিবে।
18 তখন শৌল দ্বারদেশে শমূয়েলের নিকটে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, বিনয় করি, দর্শকের গৃহ কোথায়, আমাকে বলিয়া দিউন।
19 তখন শমূয়েল শৌলকে উত্তর করিলেন, আমিই দর্শক, আমার অগ্রে অগ্রে উচ্চস্থলীতে চল; কেননা অদ্য তোমরা আমার সহিত ভোজন করিবে; প্রাতে আমি তোমাকে বিদায় করিব, এবং তোমার মনের সমস্ত কথা তোমাকে জ্ঞাত করিব।
20 আর অদ্য তিন দিন হইল, তোমার যে সকল গর্দ্দভী হারাইয়াছে, তাহাদের জন্য মনে ভাবিত হইও না; সে সকল পাওয়া গিয়াছে। আর ইস্রায়েলের সমস্ত বাঞ্ছনীয় দ্রব্য কাহার? সে সকল কি তোমার এবং তোমার সমস্ত পিতৃকুলের নয়?
21 শৌল উত্তর করিলেন, আমি কি ইস্রায়েল-বংশ সকলের মধ্যে ক্ষুদ্রতম বিন্যামীন বংশীয় নহি? আবার বিন্যামীন বংশের মধ্যে আমার গোষ্ঠী কি সর্ব্বাপেক্ষা ক্ষুদ্র নয়? তবে আপনি আমাকে কেন এই প্রকার কথা কহেন?
22 পরে শমূয়েল শৌলকে তাঁহার চাকরটীকে লইয়া ভোজনশালায় গেলেন, অনুমান ত্রিশ জন নিমন্ত্রিত-লোকদের মধ্যে তাঁহাদিগকে উত্তম স্থানে বসাইলেন।
23 পরে শমূয়েল পাচককে কহিলেন, আমি যে অংশ তোমাকে দিয়া তোমার কাছে রাখিতে বলিয়াছিলাম, তাহা আন। তাহাতে পাচক ঊরু তাহার উপরে যাহা ছিল,
24 তাহা আনিয়া শৌলের সম্মুখে স্থাপন করিল। আর শমূয়েল কহিলেন, দেখ, ইহা রাখা গিয়াছিল; তুমি ইহা আপনার সম্মুখে রাখ, ভোজন কর; কেননা নির্দ্দিষ্ট সময়ের অপেক্ষাতে ইহা তোমার জন্য রাখা গিয়াছে, আমি বলিয়াছিলাম যে, আমি লোকদিগকে নিমন্ত্রণ করিয়াছি। তাহাতে সে দিন শৌল শমূয়েলের সহিত আহার করিলেন।
25 পরে তাঁহারা উচ্চস্থলী হইতে নগরে নামিয়া গেলে শমূয়েল গৃহের ছাদের উপরে শৌলের সহিত কথোপকথন করিলেন।
26 পরে তাঁহারা প্রভাতে উঠিলেন, আর আলো হইয়া আসিলে শমূয়েল গৃহের ছাদের উপরে শৌলকে ডাকিয়া কহিলেন, উঠ, আমি তোমাকে বিদায় করি। তখন শৌল উঠিলেন, আর তিনি শমূয়েল দুই জন বাহিরে গেলেন।
27 পরে তাঁহারা নামিয়া নগরের প্রান্তভাগ দিয়া গমন করিতেছিলেন, এমন সময়ে শমূয়েল শৌলকে কহিলেন, তোমার চাকরটীকে অগ্রে যাইতে বল, কিন্তু তুমি কিছু কাল দাঁড়াও, আমি তোমাকে ঈশ্বরের বাক্য শ্রবণ করাই। তাহাতে চাকর অগ্রে চলিল।
1 Now there was H1961 a man H376 of Benjamin H4480 H1144 , whose name H8034 was Kish, H7027 the son H1121 of Abiel, H22 the son H1121 of Zeror, H6872 the son H1121 of Bechorath, H1064 the son H1121 of Aphiah, H647 a Benjamite, H1145 a mighty man H1368 of power. H2428
2 And he had H1961 a son, H1121 whose name H8034 was Saul, H7586 a choice young man, H970 and a goodly: H2896 and there was not H369 among the children H4480 H1121 of Israel H3478 a goodlier H2896 person H376 than H4480 he : from his shoulders H4480 H7926 and upward H4605 he was higher H1364 than any H4480 H3605 of the people. H5971
3 And the asses H860 of Kish H7027 Saul's H7586 father H1 were lost. H6 And Kish H7027 said H559 to H413 Saul H7586 his son, H1121 Take H3947 now H4994 H853 one H259 of the servants H4480 H5288 with H854 thee , and arise, H6965 go H1980 seek H1245 H853 the asses. H860
4 And he passed through H5674 mount H2022 Ephraim, H669 and passed through H5674 the land H776 of Shalisha, H8031 but they found H4672 them not: H3808 then they passed through H5674 the land H776 of Shalim, H8171 and there they were not: H369 and he passed through H5674 the land H776 of the Benjamites, H1145 but they found H4672 them not. H3808
5 And when they H1992 were come H935 to the land H776 of Zuph, H6689 Saul H7586 said H559 to his servant H5288 that H834 was with H5973 him, Come, H1980 and let us return; H7725 lest H6435 my father H1 leave H2308 caring for H4480 the asses, H860 and take thought H1672 for us.
6 And he said H559 unto him, Behold H2009 now, H4994 there is in this H2063 city H5892 a man H376 of God, H430 and he is an honorable H3513 man; H376 all H3605 that H834 he saith H1696 cometh surely to pass H935 H935 : now H4994 let us go H1980 thither; H8033 peradventure H194 he can show H5046 us H853 our way H1870 that H834 H5921 we should go. H1980
7 Then said H559 Saul H7586 to his servant, H5288 But, behold, H2009 if we go, H1980 what H4100 shall we bring H935 the man H376 ? for H3588 the bread H3899 is spent H235 in our vessels H4480 H3627 , and there is not H369 a present H8670 to bring H935 to the man H376 of God: H430 what H4100 have we?
8 And the servant H5288 answered H6030 H853 Saul H7586 again, H3254 and said, H559 Behold, H2009 I have here H4672 at hand H3027 the fourth part H7253 of a shekel H8255 of silver: H3701 that will I give H5414 to the man H376 of God, H430 to tell H5046 us H853 our way. H1870
9 ( Formerly H6440 in Israel, H3478 when a man H376 went H1980 to inquire H1875 of God, H430 thus H3541 he spoke, H559 Come, H1980 and let us go H1980 to H5704 the seer: H7200 for H3588 he that is now H3117 called a Prophet H5030 was formerly H6440 called H7121 a Seer. H7200 )
10 Then said H559 Saul H7586 to his servant, H5288 Well H2896 said; H1697 come, H1980 let us go. H1980 So they went H1980 unto H413 the city H5892 where H834 H8033 the man H376 of God H430 was .
11 And as they H1992 went up H5927 the hill H4608 to the city, H5892 they H1992 found H4672 young maidens H5291 going out H3318 to draw H7579 water, H4325 and said H559 unto them, Is H3426 the seer H7200 here H2088 ?
12 And they answered H6030 them , and said, H559 He is; H3426 behold, H2009 he is before H6440 you : make haste H4116 now, H6258 for H3588 he came H935 today H3117 to the city; H5892 for H3588 there is a sacrifice H2077 of the people H5971 today H3117 in the high place: H1116
13 As soon as ye be come H935 into the city, H5892 ye shall straightway H3651 find H4672 him, before H2962 he go up H5927 to the high place H1116 to eat: H398 for H3588 the people H5971 will not H3808 eat H398 until H5704 he come, H935 because H3588 he H1931 doth bless H1288 the sacrifice; H2077 and afterwards H310 H3651 they eat H398 that be bidden. H7121 Now H6258 therefore get you up; H5927 for H3588 about this time H3117 ye shall find H4672 him.
14 And they went up H5927 into the city: H5892 and when they H1992 were come H935 into H8432 the city, H5892 behold, H2009 Samuel H8050 came out H3318 against H7125 them , for to go up H5927 to the high place. H1116
15 Now the LORD H3068 had told H1540 Samuel H8050 in H854 his ear H241 a H259 day H3117 before H6440 Saul H7586 came, H935 saying, H559
16 Tomorrow H4279 about this time H6256 I will send H7971 thee a man H376 out of the land H4480 H776 of Benjamin, H1144 and thou shalt anoint H4886 him to be captain H5057 over H5921 my people H5971 Israel, H3478 that he may save H3467 H853 my people H5971 out of the hand H4480 H3027 of the Philistines: H6430 for H3588 I have looked upon H7200 H853 my people, H5971 because H3588 their cry H6818 is come H935 unto me. H413
17 And when Samuel H8050 saw H7200 H853 Saul, H7586 the LORD H3068 said H6030 unto him, Behold H2009 the man H376 whom H834 I spoke H559 to H413 thee of! this same H2088 shall reign H6113 over my people. H5971
18 Then Saul H7586 drew near H5066 to H853 Samuel H8050 in H8432 the gate, H8179 and said, H559 Tell H5046 me , I pray thee, H4994 where H335 H2088 the seer's H7200 house H1004 is .
19 And Samuel H8050 answered H6030 H853 Saul, H7586 and said, H559 I H595 am the seer: H7200 go up H5927 before H6440 me unto the high place; H1116 for ye shall eat H398 with H5973 me today, H3117 and tomorrow H1242 I will let thee go, H7971 and will tell H5046 thee all H3605 that H834 is in thine heart. H3824
20 And as for thine asses H860 that were lost H6 three H7969 days H3117 ago, H3117 set H7760 not H408 H853 thy mind H3820 on them; for H3588 they are found. H4672 And on whom H4310 is all H3605 the desire H2532 of Israel H3478 ? Is it not H3808 on thee , and on all H3605 thy father's H1 house H1004 ?
21 And Saul H7586 answered H6030 and said, H559 Am not H3808 I H595 a Benjamite, H1145 of the smallest H4480 H6996 of the tribes H7626 of Israel H3478 ? and my family H4940 the least H6810 of all H4480 H3605 the families H4940 of the tribe H7626 of Benjamin H1144 ? wherefore H4100 then speakest H1696 thou so H1697 H2088 to H413 me?
22 And Samuel H8050 took H3947 H853 Saul H7586 and his servant, H5288 and brought H935 them into the parlor, H3957 and made them sit H5414 in the chiefest H7218 place H4725 among them that were bidden, H7121 which H1992 were about thirty H7970 persons. H376
23 And Samuel H8050 said H559 unto the cook, H2876 Bring H5414 H853 the portion H4490 which H834 I gave H5414 thee , of which H834 I said H559 unto H413 thee, Set H7760 it by H5973 thee.
24 And the cook H2876 took up H7311 H853 the shoulder, H7785 and that which was upon H5921 it , and set H7760 it before H6440 Saul. H7586 And Samuel said, H559 Behold H2009 that which is left H7604 ! set H7760 it before H6440 thee, and eat: H398 for H3588 unto this time H4150 hath it been kept H8104 for thee since I said, H559 I have invited H7121 the people. H5971 So Saul H7586 did eat H398 with H5973 Samuel H8050 that H1931 day. H3117
25 And when they were come down H3381 from the high place H4480 H1116 into the city, H5892 Samuel communed H1696 with H5973 Saul H7586 upon H5921 the top of the house. H1406
26 And they arose early: H7925 and it came to pass H1961 about the spring H5927 of the day, H7837 that Samuel H8050 called H7121 H413 Saul H7586 to the top of the house, H1406 saying, H559 Up, H6965 that I may send thee away. H7971 And Saul H7586 arose, H6965 and they went out H3318 both H8147 of them, he H1931 and Samuel, H8050 abroad. H2351
27 And as they H1992 were going down H3381 to the end H7097 of the city, H5892 Samuel H8050 said H559 to H413 Saul, H7586 Bid H559 the servant H5288 pass on H5674 before H6440 us, (and he passed on, H5674 ) but stand thou still H5975 H859 a while, H3117 that I may show H8085 thee H853 the word H1697 of God. H430
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×