Bible Versions
Bible Books

1 Kings 13:1 (BNV) Bengali Old BSI Version

1 আর দেখ, ঈশ্বরের এক জন লোক সদাপ্রভুর বাক্যের দ্বারা যিহূদা হইতে বৈথেলে উপস্থিত হইলেন; আর যারবিয়াম ধূপদাহের জন্য বেদির কাছে দাঁড়াইয়া ছিলেন।
2 আর সেই ব্যক্তি বেদির বিরুদ্ধে সদাপ্রভুর বাক্যের দ্বারা এই কথা ঘোষণা করিলেন, হে বেদি, হে বেদি, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, দায়ূদ-কুলে যোশিয় নামে একটী বালকের জন্ম হইবে; উচ্চস্থলীসমূহের যে যাজকেরা তোমার উপরে ধূপদাহ করে, তাহাদিগকে তিনি তোমার উপরে বলিদান করিবেন, তোমার উপরে মনুষ্যের অস্থি দগ্ধ করা যাইবে।
3 আর সেই দিবসে সেই ব্যক্তি এক চিহ্ন নিরূপণ করিয়া বলিলেন, সদাপ্রভু এই চিহ্নের কথা বলিয়াছেন; দেখ, এই বেদি ফাটিয়া যাইবে, ইহার উপরিস্থ ভস্ম পড়িয়া যাইবে।
4 ঈশ্বরের লোক বৈথেলস্থ বেদির বিরুদ্ধে যে কথা ঘোষণা করিলেন, তাহা শুনিয়া যারবিয়াম রাজা বেদি হইতে হস্ত বিস্তার করিয়া কহিলেন, উহাকে ধর। কিন্তু তিনি তাঁহার বিরুদ্ধে যে হস্ত বিস্তার করিলেন, তাহা শুষ্ক হইয়া গেল, তিনি তাহা আর গুড়াইতে পারিলেন না।
5 আর ঈশ্বরের লোক সদাপ্রভুর বাক্যের দ্বারা যে চিহ্ন নিরূপণ করিয়াছিলেন, তদনুসারে বেদি ফাটিয়া গেল, এবং বেদি হইতে ভস্ম পড়িয়া গেল।
6 তখন রাজা ঈশ্বরের লোককে কহিলেন, আমার হস্ত যেন পুনরায় স্বস্থ হয়, এই জন্য আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে অনুগ্রহ যাচ্ঞা করুন, আমার নিমিত্ত প্রার্থনা করুন। তাহাতে ঈশ্বরের লোক সদাপ্রভুর কাছে যাচ্ঞা করিলেন, আর রাজার হস্ত পুনরায় স্বস্থ হইল, পূর্ব্বকার মত হইল।
7 তখন রাজা ঈশ্বরের লোককে কহিলেন, আপনি আমার সহিত গৃহে আসিয়া আরাম করুন, আর আমি আপনাকে উপহার দিব।
8 ঈশ্বরের লোক রাজাকে কহিলেন, যদি আপনি আমাকে আপন বাটীর অর্দ্ধেক দেন, তথাপি আপনার সহিত প্রবেশ করিব না, আমি এই স্থানে অন্ন ভোজন বা জল পান করিব না;
9 কেননা সদাপ্রভুর বাক্য দ্বারা আমি এই আজ্ঞা প্রাপ্ত হইয়াছি, তুমি অন্ন ভোজন জল পান করিও না, এবং যে পথ দিয়া যাইবে, সেই পথ দিয়া ফিরিয়া আসিও না।
10 পরে তিনি যে পথ দিয়া বৈথেলে আসিয়াছিলেন, সেই পথে না গিয়া অন্য পথ ধরিয়া প্রস্থান করিলেন।
11 বৈথেলে এক জন প্রাচীন ভাববাদী বাস করিতেন; তাঁহার এক পুত্র আসিয়া, বৈথেলে দিবসে ঈশ্বরের লোক যাহা যাহা করিয়াছিলেন, সমস্তই তাঁহাকে জ্ঞাত করিল; তিনি রাজাকে যে যে কথা বলিয়াছিলেন, তাহার বৃত্তান্তও পুত্রেরা পিতাকে কহিল।
12 তাহাদের পিতা জিজ্ঞাসা করিলেন, তিনি কোন্‌ পথে গেলেন? যিহূদা হইতে আগত ঈশ্বরের লোক কোন্‌ পথ ধরিয়া গিয়াছিলেন, তাহা তাঁহার পুত্রেরা দেখিয়াছিল।
13 তখন তিনি আপন পুত্রদিগকে কহিলেন, আমার জন্য গর্দ্দভ সাজাও; তাহারা তাঁহার জন্য গর্দ্দভ সাজাইলে তিনি তাহার উপরে চড়িলেন।
14 আর তিনি ঈশ্বরের লোকের পশ্চাতে গেলেন, এবং এক এলা বৃক্ষের তলে তাঁহাকে বসিয়া থাকিতে দেখিয়া বলিলেন, আপনি কি যিহূদা হইতে আগত ঈশ্বরের লোক? তিনি কহিলেন, আমি সেই।
15 তখন তিনি তাঁহাকে কহিলেন, আমার সহিত গৃহে চলুন, আহার করুন।
16 তিনি কহিলেন, আমি আপনার সহিত ফিরিয়া যাইতে আপনার গৃহে প্রবেশ করিতে পারি না; এবং এই স্থানে আপনার সঙ্গে অন্ন ভোজন বা জল পান করিব না;
17 কেননা সদাপ্রভুর বাক্য দ্বারা আমাকে বলা হইয়াছে, তুমি সে স্থানে অন্ন ভোজন জল পান করিও না, এবং যে পথ দিয়া যাইবে, সেই পথ দিয়া ফিরিয়া আসিও না।
18 তিনি তাঁহাকে কহিলেন, আপনি যেমন, আমিও তেমনি ভাববাদী; এক জন স্বর্গীয় দূত আমাকে সদাপ্রভুর বাক্য দ্বারা এই কথা কহিয়াছেন, তুমি উহাকে অন্ন ভোজন জল পান করাইবার জন্য সঙ্গে করিয়া তোমার গৃহে ফিরাইয়া আন। কিন্তু তিনি তাঁহাকে মিথ্যা কথা কহিলেন।
19 তখন তিনি তাঁহার সহিত ফিরিয়া গিয়া তাঁহার গৃহে অন্ন ভোজন জল পান করিলেন।
20 তাঁহারা মেজে বসিয়া আছেন, এমন সময়ে, যে ভাববাদী উহাঁকে ফিরাইয়া আনিয়াছিলেন, তাঁহার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল;
21 তখন তিনি যিহূদা হইতে আগত ঈশ্বরের লোককে উচ্চৈঃস্বরে কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি সদাপ্রভুর বাক্যের বিরুদ্ধাচরণ করিয়াছ; তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন,
22 তাহা তুমি পালন কর নাই; তিনি যে স্থানের বিষয়ে বলিয়াছিলেন, তুমি অন্ন ভোজন জল পান করিও না, সেই স্থানে ফিরিয়া আসিয়া তুমি অন্ন ভোজন জল পান করিয়াছ; এই কারণ তোমার শব তোমার পিতৃলোকদের কবরে প্রবিষ্ট হইবে না।
23 পরে তাঁহার অন্ন ভোজন জল পান সাঙ্গ হইলে তিনি তাঁহার জন্য, অর্থাৎ যাঁহাকে ফিরাইয়া আনিয়াছিলেন, সেই ভাববাদীর জন্য গর্দ্দভ সাজাইলেন।
24 পরে তিনি যাত্রা করিলে, পথিমধ্যে এক সিংহ তাঁহাকে পাইয়া বধ করিল, তাঁহার শব পথে পড়িয়া থাকিল, এবং তাহার পার্শ্বে গর্দ্দভ দাঁড়াইয়া রহিল; শবের পার্শ্বে সিংহ দাঁড়াইয়া রহিল।
25 আর দেখ, লোকেরা পথ দিয়া গমন করিতে করিতে দেখিল, শব পথে পড়িয়া রহিয়াছে, এবং শবের পার্শ্বে সিংহ দাঁড়াইয়া আছে; পরে প্রাচীন ভাববাদীর নিবাসনগরে আসিয়া সংবাদ দিল।
26 আর যে ভাববাদী তাঁহাকে পথ হইতে ফিরাইয়া আনিয়াছিলেন, তিনি সংবাদ শুনিয়া কহিলেন, ইনি ঈশ্বরের সেই লোক, যিনি সদাপ্রভুর বাক্যের বিরুদ্ধাচরণ করিয়াছিলেন; তাঁহার প্রতি সদাপ্রভুর কথিত বাক্যানুসারে সদাপ্রভু তাঁহাকে সিংহের কাছে সমর্পণ করিয়াছেন, আর সিংহ তাঁহাকে বিদীর্ণ করিয়া বধ করিয়াছে।
27 পরে তিনি আপন পুত্রগণকে কহিলেন, আমার জন্য গর্দ্দভ সাজাও; তাহারা তাহা সাজাইল।
28 আর তিনি গিয়া দেখিলেন, শব পথে পড়িয়া রহিয়াছে, এবং শবের পার্শ্বে গর্দ্দভ সিংহ দাঁড়াইয়া আছে; সিংহ শব খায় নাই, গর্দ্দভকেও বিদীর্ণ করে নাই।
29 পরে সেই ভাববাদী ঈশ্বরের লোকের শব তুলিয়া লইলেন, এবং গর্দ্দভের উপরে রাখিয়া ফিরাইয়া আনিলেন; সেই প্রাচীন ভাববাদী তাঁহার বিষয়ে বিলাপ করিতে তাঁহাকে কবর দিতে আপন নগরে আসিলেন।
30 আর তিনি আপন কবরে শব রাখিলেন, এবং তাঁহারা হায়, আমার ভ্রাতা! বলিয়া তাঁহার জন্য বিলাপ করিলেন।
31 এইরূপে তাঁহাকে কবর দিবার পর তিনি আপন পুত্রগণকে কহিলেন, আমি যখন মরিব, তখন এই যে কবরে ঈশ্বরের লোক কবরপ্রাপ্ত হইলেন, ইহার মধ্যে আমাকে কবর দিও, ইহাঁর অস্থির পার্শ্বে আমার অস্থি রাখিও।
32 কেননা বৈথেলস্থ যজ্ঞবেদির শমরিয়ার নানা নগরে স্থিত উচ্চস্থলীর গৃহের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য দ্বারা ইনি যে কথা ঘোষণা করিয়াছেন, তাহা অবশ্য সফল হইবে।
33 এই ঘটনার পরেও যারবিয়াম আপনার কুপথ হইতে ফিরিলেন না, কিন্তু পুনর্ব্বার লোকসাধারণের মধ্য হইতে লোকদিগকে উচ্চস্থলীর যাজক নিযুক্ত করিলেন; যাহার ইচ্ছা হইত, তিনি তাহারই হস্তপূরণ করিতেন, যেন সে উচ্চস্থলীর যাজক হয়।
34 আর এই ব্যাপার যারবিয়ামের কুলের পক্ষে পাপস্বরূপ হইল, যেন তাহা উচ্ছিন্ন ভূতল হইতে লুপ্ত হইয়া যায়।
1 And, behold, H2009 there came H935 a man H376 of God H430 out of Judah H4480 H3063 by the word H1697 of the LORD H3068 unto H413 Bethel: H1008 and Jeroboam H3379 stood H5975 by H5921 the altar H4196 to burn incense. H6999
2 And he cried H7121 against H5921 the altar H4196 in the word H1697 of the LORD, H3068 and said, H559 O altar, H4196 altar, H4196 thus H3541 saith H559 the LORD; H3068 Behold, H2009 a child H1121 shall be born H3205 unto the house H1004 of David, H1732 Josiah H2977 by name; H8034 and upon H5921 thee shall he offer H2076 H853 the priests H3548 of the high places H1116 that burn incense H6999 upon H5921 thee , and men's H120 bones H6106 shall be burnt H8313 upon H5921 thee.
3 And he gave H5414 a sign H4159 the same H1931 day, H3117 saying, H559 This H2088 is the sign H4159 which H834 the LORD H3068 hath spoken; H1696 Behold, H2009 the altar H4196 shall be rent, H7167 and the ashes H1880 that H834 are upon H5921 it shall be poured out. H8210
4 And it came to pass, H1961 when king H4428 Jeroboam H3379 heard H8085 H853 the saying H1697 of the man H376 of God, H430 which H834 had cried H7121 against H5921 the altar H4196 in Bethel, H1008 that he put forth H7971 H853 his hand H3027 from H4480 H5921 the altar, H4196 saying, H559 Lay hold H8610 on him . And his hand, H3027 which H834 he put forth H7971 against H5921 him , dried up, H3001 so that he could H3201 not H3808 pull it in again H7725 to H413 him.
5 The altar H4196 also was rent, H7167 and the ashes H1880 poured out H8210 from H4480 the altar, H4196 according to the sign H4159 which H834 the man H376 of God H430 had given H5414 by the word H1697 of the LORD. H3068
6 And the king H4428 answered H6030 and said H559 unto H413 the man H376 of God, H430 Entreat H2470 now H4994 H853 the face H6440 of the LORD H3068 thy God, H430 and pray H6419 for H1157 me , that my hand H3027 may be restored me again H7725 H413 . And the man H376 of God H430 besought H2470 H853 the LORD H6440 H3068 , and the king's H4428 hand H3027 was restored him again H7725 H413 , and became H1961 as it was before. H7223
7 And the king H4428 said H1696 unto H413 the man H376 of God, H430 Come H935 home H1004 with H854 me , and refresh H5582 thyself , and I will give H5414 thee a reward. H4991
8 And the man H376 of God H430 said H559 unto H413 the king, H4428 If H518 thou wilt give H5414 me H853 half H2677 thine house, H1004 I will not H3808 go in H935 with H5973 thee, neither H3808 will I eat H398 bread H3899 nor H3808 drink H8354 water H4325 in this H2088 place: H4725
9 For H3588 so H3651 was it charged H6680 me by the word H1697 of the LORD, H3068 saying, H559 Eat H398 no H3808 bread, H3899 nor H3808 drink H8354 water, H4325 nor H3808 turn again H7725 by the same way H1870 that H834 thou camest. H1980
10 So he went H1980 another H312 way, H1870 and returned H7725 not H3808 by the way H1870 that H834 he came H935 to H413 Bethel. H1008
11 Now there dwelt H3427 an old H259 H2205 prophet H5030 in Bethel; H1008 and his sons H1121 came H935 and told H5608 him H853 all H3605 the works H4639 that H834 the man H376 of God H430 had done H6213 that day H3117 in Bethel: H1008 H853 the words H1697 which H834 he had spoken H1696 unto H413 the king, H4428 them they told H5608 also to their father. H1
12 And their father H1 said H1696 unto H413 them, What H335 H2088 way H1870 went H1980 he? For his sons H1121 had seen H7200 H853 what H834 way H1870 the man H376 of God H430 went, H1980 which H834 came H935 from Judah H4480 H3063 .
13 And he said H559 unto H413 his sons, H1121 Saddle H2280 me the ass. H2543 So they saddled H2280 him the ass: H2543 and he rode H7392 thereon, H5921
14 And went H1980 after H310 the man H376 of God, H430 and found H4672 him sitting H3427 under H8478 an oak: H424 and he said H559 unto H413 him, Art thou H859 the man H376 of God H430 that H834 camest H935 from H4480 Judah H3063 ? And he said, H559 I H589 am .
15 Then he said H559 unto H413 him, Come H1980 home H1004 with H854 me , and eat H398 bread. H3899
16 And he said, H559 I may H3201 not H3808 return H7725 with H854 thee , nor go in H935 with H854 thee: neither H3808 will I eat H398 bread H3899 nor H3808 drink H8354 water H4325 with H854 thee in this H2088 place: H4725
17 For H3588 it was said H1697 to H413 me by the word H1697 of the LORD, H3068 Thou shalt eat H398 no H3808 bread H3899 nor H3808 drink H8354 water H4325 there, H8033 nor H3808 turn again H7725 to go H1980 by the way H1870 that H834 thou camest. H1980
18 He said H559 unto him, I H589 am a prophet H5030 also H1571 as thou art ; and an angel H4397 spoke H1696 unto H413 me by the word H1697 of the LORD, H3068 saying, H559 Bring him back H7725 with H854 thee into H413 thine house, H1004 that he may eat H398 bread H3899 and drink H8354 water. H4325 But he lied H3584 unto him.
19 So he went back H7725 with H854 him , and did eat H398 bread H3899 in his house, H1004 and drank H8354 water. H4325
20 And it came to pass, H1961 as they H1992 sat H3427 at H413 the table, H7979 that the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 the prophet H5030 that H834 brought him back: H7725
21 And he cried H7121 unto H413 the man H376 of God H430 that H834 came H935 from H4480 Judah, H3063 saying, H559 Thus H3541 saith H559 the LORD, H3068 Forasmuch H3282 H3588 as thou hast disobeyed H4784 the mouth H6310 of the LORD, H3068 and hast not H3808 kept H8104 H853 the commandment H4687 which H834 the LORD H3068 thy God H430 commanded H6680 thee,
22 But camest back, H7725 and hast eaten H398 bread H3899 and drunk H8354 water H4325 in the place, H4725 of the which H834 the LORD did say H1696 to H413 thee, Eat H398 no H408 bread, H3899 and drink H8354 no H408 water; H4325 thy carcass H5038 shall not H3808 come H935 unto H413 the sepulcher H6913 of thy fathers. H1
23 And it came to pass, H1961 after H310 he had eaten H398 bread, H3899 and after H310 he had drunk, H8354 that he saddled H2280 for him the ass, H2543 to wit , for the prophet H5030 whom H834 he had brought back. H7725
24 And when he was gone, H1980 a lion H738 met H4672 him by the way, H1870 and slew H4191 him : and his carcass H5038 was H1961 cast H7993 in the way, H1870 and the ass H2543 stood H5975 by H681 it , the lion H738 also stood H5975 by H681 the carcass. H5038
25 And, behold, H2009 men H376 passed by, H5674 and saw H7200 H853 the carcass H5038 cast H7993 in the way, H1870 and the lion H738 standing H5975 by H681 the carcass: H5038 and they came H935 and told H1696 it in the city H5892 where H834 the old H2205 prophet H5030 dwelt. H3427
26 And when the prophet H5030 that H834 brought him back H7725 from H4480 the way H1870 heard H8085 thereof , he said, H559 It H1931 is the man H376 of God, H430 who H834 was disobedient H4784 unto H853 the word H6310 of the LORD: H3068 therefore the LORD H3068 hath delivered H5414 him unto the lion, H738 which hath torn H7665 him , and slain H4191 him , according to the word H1697 of the LORD, H3068 which H834 he spoke H1696 unto him.
27 And he spoke H1696 to H413 his sons, H1121 saying, H559 Saddle H2280 me H853 the ass. H2543 And they saddled H2280 him .
28 And he went H1980 and found H4672 H853 his carcass H5038 cast H7993 in the way, H1870 and the ass H2543 and the lion H738 standing H5975 by H681 the carcass: H5038 the lion H738 had not H3808 eaten H398 H853 the carcass, H5038 nor H3808 torn H7665 H853 the ass. H2543
29 And the prophet H5030 took up H5375 H853 the carcass H5038 of the man H376 of God, H430 and laid H5117 it upon H413 the ass, H2543 and brought it back: H7725 and the old H2205 prophet H5030 came H935 to H413 the city, H5892 to mourn H5594 and to bury H6912 him.
30 And he laid H5117 H853 his carcass H5038 in his own grave; H6913 and they mourned H5594 over H5921 him, saying , Alas, H1945 my brother H251 !
31 And it came to pass, H1961 after H310 he had buried H6912 him , that he spoke H559 to H413 his sons, H1121 saying, H559 When I am dead, H4191 then bury H6912 me in the sepulcher H6913 wherein H834 the man H376 of God H430 is buried; H6912 lay H5117 H853 my bones H6106 beside H681 his bones: H6106
32 For H3588 the saying H1697 which H834 he cried H7121 by the word H1697 of the LORD H3068 against H5921 the altar H4196 in Bethel, H1008 and against H5921 all H3605 the houses H1004 of the high places H1116 which H834 are in the cities H5892 of Samaria, H8111 shall surely come to pass H1961 H1961 .
33 After H310 this H2088 thing H1697 Jeroboam H3379 returned H7725 not H3808 from his evil way H4480 H1870, H7451 but made H6213 again H7725 of the lowest H4480 H7098 of the people H5971 priests H3548 of the high places: H1116 whosoever would, H2655 he consecrated H4390 H853 H3027 him , and he became H1961 one of the priests H3548 of the high places. H1116
34 And this H2088 thing H1697 became H1961 sin H2403 unto the house H1004 of Jeroboam, H3379 even to cut it off, H3582 and to destroy H8045 it from off H4480 H5921 the face H6440 of the earth. H127
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×