Bible Versions
Bible Books

1 Corinthians 12:1 (BNV) Bengali Old BSI Version

1 আর হে ভ্রাতৃগণ, আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাক, আমার ইচ্ছা নয়।
2 তোমরা জান, যখন তোমরা পরজাতীয় ছিলে, তখন যেমন চালিত হইতে, তেমনি অবাক্‌ প্রতিমাগণের দিকেই চালিত হইতে।
3 এই জন্য আমি তোমাদিগকে জানাইতেছি যে, ঈশ্বরের আত্মায় কথা কহিলে, কেহ বলে না, ‘যীশু শাপগ্রস্ত’, এবং পবিত্র আত্মার আবেশ ব্যতিরেকে কেহ বলিতে পারে না, ‘যীশু প্রভু’।
4 অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আত্মা এক;
5 এবং পরিচর্য্যা নানা প্রকার,
6 কিন্তু প্রভু এক; এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার, কিন্তু ঈশ্বর এক; তিনি সকলেতে সকল ক্রিয়ার সাধনকর্ত্তা।
7 কিন্তু প্রত্যেক জনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়।
8 কারণ এক জনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আর এক জনকে সেই আত্মানুসারে জ্ঞানের বাক্য,
9 আর এক জনকে সেই আত্মাতে বিশ্বাস, আর এক জনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ-দান,
10 আর এক জনকে পরাক্রম-কার্য্য-সাধক গুণ, আর এক জনকে ভাববাণী, আর এক জনকে আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি, আর এক জনকে নানাবিধ ভাষা কহিবার শক্তি, এবং আর এক জনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয়;
11 কিন্তু এই সকল কর্ম্ম সেই একমাত্র আত্মা সাধন করেন; তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন, তাহাকে তাহা দেন।
12 কেননা যেমন দেহ এক, আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ, অনেক হইলেও, এক দেহ হয়, খ্রীষ্টও সেইরূপ।
13 ফলতঃ আমরা কি যিহূদী কি গ্রীক, কি দাস কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি, এবং সকলেই এক আত্মা হইতে পায়িত হইয়াছি।
14 আর বাস্তবিক দেহ একটী অঙ্গ নয়, অনেক।
15 পা যদি বলে, আমি হাত নই, তজ্জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নহে, এমন নয়।
16 আর কর্ণ যদি বলে, আমি চক্ষু নই, তজ্জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নহে, এমন নয়।
17 সমস্ত দেহ যদি চক্ষু হইত, তবে শ্রবণ কোথায় থাকিত? এবং সমস্তই যদি শ্রবণ হইত, তবে ঘ্রাণ কোথায় থাকিত?
18 কিন্তু এখন ঈশ্বর অঙ্গ সকল এক এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন, সেইরূপ বসাইয়াছেন।
19 নতুবা সমস্তই যদি একটী অঙ্গ হইত, তবে দেহ কোথায় থাকিত?
20 কিন্তু এখন অঙ্গ অনেক বটে, কিন্তু দেহ এক।
21 আর চক্ষু হস্তকে বলিতে পারে না, তোমাতে আমার প্রয়োজন নাই; আবার মাথাও পা দুখানিকে বলিতে পারে না, তোমাদিগেতে আমার প্রয়োজন নাই;
22 বরং দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত দুর্ব্বল বলিয়া বোধ হয়, সেইগুলি অধিক প্রয়োজনীয়।
23 আর আমরা দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত অনাদরণীয় বলিয়া জ্ঞান করি, সেইগুলিকে অধিক আদরে ভূষিত করি, এবং আমাদের যে অঙ্গগুলি শ্রীহীন, সেইগুলি অধিকতর সুশ্রী প্রাপ্ত হয়;
24 কিন্তু আমাদের যে সকল অঙ্গ সুশ্রী, সেগুলির সে প্রয়োজন নাই। বাস্তবিক, ঈশ্বর দেহ সংগঠিত করিয়াছেন, অসম্পূর্ণকে অধিক আদর করিয়াছেন,
25 যেন দেহের মধ্যে বিচ্ছেদ না হয়, বরং অঙ্গ সকল যেন পরস্পরের জন্য সমভাবে চিন্তা করে।
26 আর এক অঙ্গ দুঃখ পাইলে তাহার সহিত সকল অঙ্গই দুঃখ পায়, এবং এক অঙ্গ গৌরব প্রাপ্ত হইলে তাহার সহিত সকল অঙ্গই আনন্দ করে।
27 তোমরা খ্রীষ্টের দেহ, এবং এক এক জন এক একটী অঙ্গ।
28 আর ঈশ্বর মণ্ডলীতে প্রথমতঃ প্রেরিতগণকে, দ্বিতীয়তঃ ভাববাদিগণকে, তৃতীয়তঃ উপদেশকগণকে স্থাপন করিয়াছেন; তৎপরে নানাবিধ পরাক্রমকার্য্য, তৎপরে আরোগ্যসাধক অনুগ্রহ-দান, উপকার, শাসনপদ, নানাবিধ ভাষা দিয়াছেন
29 সকলেই কি প্রেরিত? সকলেই কি ভাববাদী? সকলেই কি উপদেশক? সকলেই কি পরাক্রম কার্য্যকারী?
30 সকলেই কি আরোগ্যসাধক অনুগ্রহ-দান পাইয়াছে? সকলেই কি বিশেষ বিশেষ ভাষা বলে? সকলেই কি অর্থ বুঝাইয়া দেয়?
31 তোমরা শ্রেষ্ঠ দান সকল প্রাপ্ত হইতে যত্নবান্‌ হও। পরন্তু আমি তোমাদিগকে আরও উৎকৃষ্ট এক পথ দেখাইতেছি।
1 Now G1161 concerning G4012 spiritual G4152 gifts, brethren, G80 I would G2309 not G3756 have you G5209 ignorant. G50
2 Ye know G1492 that G3754 ye were G2258 Gentiles, G1484 carried away G520 unto G4314 these dumb G880 idols, G1497 even as G5613 ye were led G71 G302 .
3 Wherefore G1352 I give you to understand G1107 G5213 , that G3754 no man G3762 speaking G2980 by G1722 the Spirit G4151 of God G2316 calleth G3004 Jesus G2424 accursed: G331 and G2532 that no man G3762 can G1410 say G2036 that Jesus G2424 is the Lord, G2962 but G1508 by G1722 the Holy G40 Ghost. G4151
4 Now G1161 there are G1526 diversities G1243 of gifts, G5486 but G1161 the G3588 same G846 Spirit. G4151
5 And G2532 there are G1526 differences G1243 of administrations, G1248 but G2532 the G3588 same G846 Lord. G2962
6 And G2532 there are G1526 diversities G1243 of operations, G1755 but G1161 it is G2076 the G3588 same G846 God G2316 which worketh G1754 all G3956 in G1722 all. G3956
7 But G1161 the G3588 manifestation G5321 of the G3588 Spirit G4151 is given G1325 to every man G1538 to G4314 profit G4851 withal.
8 For G1063 to one G3739 G3303 is given G1325 by G1223 the G3588 Spirit G4151 the word G3056 of wisdom; G4678 to G1161 another G243 the word G3056 of knowledge G1108 by G2596 the G3588 same G846 Spirit; G4151
9 To G1161 another G2087 faith G4102 by G1722 the G3588 same G846 Spirit; G4151 to G1161 another G243 the gifts G5486 of healing G2386 by G1722 the G3588 same G846 Spirit; G4151
10 To G1161 another G243 the working G1755 of miracles; G1411 to G1161 another G243 prophecy; G4394 to G1161 another G243 discerning G1253 of spirits; G4151 to G1161 another G2087 divers kinds G1085 of tongues; G1100 to G1161 another G243 the interpretation G2058 of tongues: G1100
11 But G1161 all G3956 these G5023 worketh G1754 that one G1520 and G2532 the G3588 selfsame G846 Spirit, G4151 dividing G1244 to every man G1538 severally G2398 as G2531 he will. G1014
12 For G1063 as G2509 the G3588 body G4983 is G2076 one, G1520 and G2532 hath G2192 many G4183 members, G3196 and G1161 all G3956 the G3588 members G3196 of that one G1520 body, G4983 being G5607 many, G4183 are G2076 one G1520 body: G4983 so G3779 also G2532 is Christ. G5547
13 For G1063 by G1722 one G1520 Spirit G4151 are we G2249 all G3956 baptized G907 into G1519 one G1520 body, G4983 whether G1535 we be Jews G2453 or G1535 Gentiles, G1672 whether G1535 we be bond G1401 or G1535 free; G1658 and G2532 have been all G3956 made to drink G4222 into G1519 one G1520 Spirit. G4151
14 For G1063 the G2532 G3588 body G4983 is G2076 not G3756 one G1520 member, G3196 but G235 many. G4183
15 If G1437 the G3588 foot G4228 shall say, G2036 Because I am G1510 not G3756 the hand, G5495 I am G1510 not G3756 of G1537 the G3588 body; G4983 is G2076 it G3756 therefore G3844 G5124 not G3756 of G1537 the G3588 body G4983 ?
16 And G2532 if G1437 the G3588 ear G3775 shall say, G2036 Because G3754 I am G1510 not G3756 the eye, G3788 I am G1510 not G3756 of G1537 the G3588 body; G4983 is G2076 it G3756 therefore G3844 G5124 not G3756 of G1537 the G3588 body G4983 ?
17 If G1487 the G3588 whole G3650 body G4983 were an eye, G3788 where G4226 were the G3588 hearing G189 ? If G1487 the whole G3650 were hearing, G189 where G4226 were the G3588 smelling G3750 ?
18 But G1161 now G3570 hath God G2316 set G5087 the G3588 members G3196 every G1538 one G1520 of them G846 in G1722 the G3588 body, G4983 as G2531 it hath pleased G2309 him.
19 And G1161 if G1487 they were G2258 all G3956 one G1520 member, G3196 where G4226 were the G3588 body G4983 ?
20 But G1161 now G3568 are they many G4183 members, G3196 yet G1161 but one G1520 body. G4983
21 And G1161 the eye G3788 cannot G1410 G3756 say G2036 unto the G3588 hand, G5495 I have G2192 no G3756 need G5532 of thee: G4675 nor G2228 again G3825 the G3588 head G2776 to the G3588 feet, G4228 I have G2192 no G3756 need G5532 of you. G5216
22 Nay G235 , much G4183 more G3123 those members G3196 of the G3588 body, G4983 which seem G1380 to be G5225 more feeble, G772 are G2076 necessary: G316
23 And G2532 those members of the G3588 body, G4983 which G3739 we think G1380 to be G1511 less honorable, G820 upon these G5125 we bestow G4060 more abundant G4055 honor; G5092 and G2532 our G2257 uncomely G809 parts have G2192 more abundant G4055 comeliness. G2157
24 For G1161 our G2257 comely G2158 parts have G2192 no G3756 need: G5532 but G235 God G2316 hath tempered the body together G4786 G3588, G4983 having given G1325 more abundant G4055 honor G5092 to that part which lacked: G5302
25 That G2443 there should be G5600 no G3361 schism G4978 in G1722 the G3588 body; G4983 but G235 that the G3588 members G3196 should have the same care G3309 G3588 G846 one for another G240. G5228
26 And G2532 whether G1535 one G1520 member G3196 suffer, G3958 all G3956 the G3588 members G3196 suffer with G4841 it; or G1535 one G1520 member G3196 be honored, G1392 all G3956 the G3588 members G3196 rejoice with G4796 it.
27 Now G1161 ye G5210 are G2075 the body G4983 of Christ, G5547 and G2532 members G3196 in G1537 particular. G3313
28 And G2532 God G2316 hath set G5087 some G3739 G3303 in G1722 the G3588 church, G1577 first G4412 apostles, G652 secondarily G1208 prophets, G4396 thirdly G5154 teachers, G1320 after that G1899 miracles, G1411 then G1534 gifts G5486 of healings, G2386 helps, G484 governments, G2941 diversities G1085 of tongues. G1100
29 Are G3361 all G3956 apostles G652 ? are G3361 all G3956 prophets G4396 ? are G3361 all G3956 teachers G1320 ? are G3361 all G3956 workers of miracles G1411 ?
30 G3361 Have G2192 all G3956 the gifts G5486 of healing G2386 ? do G3361 all G3956 speak G2980 with tongues G1100 ? do G3361 all G3956 interpret G1329 ?
31 But G1161 covet earnestly G2206 the G3588 best G2909 gifts: G5486 and G2532 yet G2089 show G1166 I unto you G5213 a more excellent G2596 G5236 way. G3598
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×