Bible Versions
Bible Books

Exodus 7:1 (BNV) Bengali Old BSI Version

1 তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখ, আমি ফরৌণের কাছে তোমাকে ঈশ্বরস্বরূপ করিয়া নিযুক্ত করিলাম, আর তোমার ভ্রাতা হারোণ তোমার ভাববাদী হইবে।
2 আমি তোমাকে যাহা যাহা আদেশ করি, সে সকলই তুমি বলিবে; এবং তোমার ভ্রাতা হারোণ ফরৌণকে তাহা বলিবে, যেন সে ইস্রায়েল-সন্তানদিগকে আপন দেশ হইতে ছাড়িয়া দেয়।
3 কিন্তু আমি ফরৌণের হৃদয় কঠিন করিব, এবং মিসর দেশে আমি বহুসংখ্যক চিহ্ন অদ্ভুত লক্ষণ দেখাইব।
4 তথাপি ফরৌণ তোমাদের কথায় মনোযোগ করিবে না; আর আমি মিসরে হস্তার্পণ করিয়া মহাশাসন দ্বারা মিসর দেশ হইতে আপন সৈন্যসামন্তকে, আপন প্রজা ইস্রায়েল-সন্তানগণকে, বাহির করিব।
5 আমি মিসরের উপরে আপন হস্ত বিস্তার করিয়া মিস্রীয়দের মধ্য হইতে ইস্রায়েল-সন্তানগণকে বাহির করিয়া আনিলে, উহারা জানিবে, আমিই সদাপ্রভু।
6 পরে মোশি হারোণ সেইরূপ করিলেন; সদাপ্রভুর আজ্ঞানুসারে কর্ম্ম করিলেন।
7 ফরৌণের সহিত আলাপ করিবার সময়ে মোশির আশী হারোণের তিরাশী বৎসর বয়স হইয়াছিল।
8 পরে সদাপ্রভু মোশি হারোণকে কহিলেন, ফরৌণ যখন তোমাদিগকে বলে,
9 তোমরা আপনাদের পক্ষে কোন অদ্ভুত লক্ষণ দেখাও, তখন তুমি হারোণকে বলিও, তোমার যষ্টি লইয়া ফরৌণের সম্মুখে নিক্ষেপ কর; তাহাতে তাহা সর্প হইবে।
10 তখন মোশি হারোণ ফরৌণের নিকটে গিয়া সদাপ্রভুর আজ্ঞানুসারে কর্ম্ম করিলেন; হারোণ ফরৌণের তাঁহার দাসগণের সম্মুখে আপন যষ্টি নিক্ষেপ করিলেন, তাহাতে তাহা সর্প হইল।
11 তখন ফরৌণও বিদ্বান্‌দিগকে গুণিগণকে ডাকিলেন; তাহাতে তাহারা অর্থাৎ মিস্রীয় মন্ত্রবেত্তারাও আপনাদের মায়াবলে সেইরূপ করিল।
12 ফলতঃ তাহারা প্রত্যেকে আপন আপন যষ্টি নিক্ষেপ করিলে সে সকল সর্প হইল, কিন্তু হারোণের যষ্টি তাহাদের সকল যষ্টিকে গ্রাস করিল।
13 আর ফরৌণের হৃদয় কঠিন হইল, তিনি তাঁহাদের কথায় মনোযোগ করিলেন না; যেমন সদাপ্রভু বলিয়াছিলেন।
14 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, ফরৌণের হৃদয় ভারী হইয়াছে; সে লোকদিগকে ছাড়িয়া দিতে অস্বীকার করে।
15 তুমি প্রাতঃকালে ফরৌণের নিকটে যাও; দেখ, সে জলের দিকে যাইবে; তুমি তাহার সঙ্গে দেখা করিতে নদীতীরে দাঁড়াইও; এবং যে যষ্টি সর্প হইয়া গিয়াছিল, তাহাও হস্তে গ্রহণ করিও।
16 আর তাহাকে বলিও, সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর আমাকে দিয়া, আপনাকে বলিয়া পাঠাইয়াছেন, তুমি আমার প্রজাদিগকে প্রান্তরে আমার সেবা করণার্থে ছাড়িয়া দেও; কিন্তু দেখ, তুমি পর্য্যন্ত মনোযোগ কর নাই।
17 সদাপ্রভু এই কথা কহেন, আমি যে সদাপ্রভু, তাহা তুমি ইহাতে জ্ঞাত হইবে; দেখ, আমি আপন হস্তস্থিত যষ্টি দ্বারা নদীর জলে প্রহার করিব, তাহাতে তাহা রক্ত হইয়া যাইবে;
18 আর নদীতে যে সকল মৎস্য আছে; তাহারা মরিয়া যাইবে, এবং নদীতে দুর্গন্ধ হইবে; আর নদীর জল পান করিতে মিস্রীয়দের ঘৃণা জন্মিবে।
19 পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, হারোণকে এই কথা বল, তুমি আপন যষ্টি লইয়া মিসরের জলের উপরে, দেশের নদী, খাল, বিল সমস্ত জলাশয়ের উপরে তোমার হস্ত বিস্তার কর; তাহাতে সে সকল জল রক্ত হইবে, এবং মিসর দেশের সর্ব্বত্র কাষ্ঠময় প্রস্তরময় পাত্রেও রক্ত হইবে।
20 তখন মোশি হারোণ সদাপ্রভুর আজ্ঞানুসারে সেইরূপ করিলেন, তিনি যষ্টি তুলিয়া ফরৌণের তাঁহার দাসগণের সম্মুখে নদীর জলে প্রহার করিলেন; তাহাতে নদীর সমস্ত জল রক্ত হইল।
21 আর নদীর মৎস্য সকল মরিল, নদীতে দুর্গন্ধ হইল; তাহাতে মিস্রীয়েরা নদীর জল পান করিতে পারিল না, এবং মিসর দেশের সর্ব্বত্র রক্ত হইল।
22 আর মিস্রীয় মন্ত্রবেত্তারাও আপনাদের মায়াবলে সেইরূপ করিল; তাহাতে ফরৌণের হৃদয় কঠিন হইল, এবং তিনি তাঁহাদের কথায় মনোযোগ করিলেন না;
23 যেমন সদাপ্রভু বলিয়াছিলেন। পরে ফরৌণ আপন গৃহে ফিরিয়া গেলেন, ইহাতেও মনোযোগ করিলেন না।
24 আর মিস্রীয়েরা সকলে নদীর জল পান করিতে না পারাতে পানীয় জলের চেষ্টায় নদীর আশে পাশে চারিদিকে খনন করিল।
1 And the LORD H3068 said H559 unto H413 Moses, H4872 See, H7200 I have made H5414 thee a god H430 to Pharaoh: H6547 and Aaron H175 thy brother H251 shall be H1961 thy prophet. H5030
2 Thou H859 shalt speak H1696 H853 all H3605 that H834 I command H6680 thee : and Aaron H175 thy brother H251 shall speak H1696 unto H413 Pharaoh, H6547 that he send H7971 H853 the children H1121 of Israel H3478 out of his land H4480 H776 .
3 And I H589 will harden H7185 H853 Pharaoh's H6547 heart, H3820 and multiply H7235 H853 my signs H226 and my wonders H4159 in the land H776 of Egypt. H4714
4 But Pharaoh H6547 shall not H3808 hearken H8085 unto H413 you , that I may lay H5414 H853 my hand H3027 upon Egypt, H4714 and bring forth H3318 H853 mine armies, H6635 and H853 my people H5971 the children H1121 of Israel, H3478 out of the land H4480 H776 of Egypt H4714 by great H1419 judgments. H8201
5 And the Egyptians H4714 shall know H3045 that H3588 I H589 am the LORD, H3068 when I stretch forth H5186 H853 mine hand H3027 upon H5921 Egypt, H4714 and bring out H3318 H853 the children H1121 of Israel H3478 from among H4480 H8432 them.
6 And Moses H4872 and Aaron H175 did H6213 as H834 the LORD H3068 commanded H6680 them, so H3651 did H6213 they.
7 And Moses H4872 was fourscore H8084 years H8141 old, H1121 and Aaron H175 fourscore H8084 and three H7969 years H8141 old, H1121 when they spoke H1696 unto H413 Pharaoh. H6547
8 And the LORD H3068 spoke H559 unto H413 Moses H4872 and unto H413 Aaron, H175 saying, H559
9 When H3588 Pharaoh H6547 shall speak H1696 unto H413 you, saying, H559 Show H5414 a miracle H4159 for you : then thou shalt say H559 unto H413 Aaron, H175 Take H3947 H853 thy rod, H4294 and cast H7993 it before H6440 Pharaoh, H6547 and it shall become H1961 a serpent. H8577
10 And Moses H4872 and Aaron H175 went in H935 unto H413 Pharaoh, H6547 and they did H6213 so H3651 as H834 the LORD H3068 had commanded: H6680 and Aaron H175 cast down H7993 H853 his rod H4294 before H6440 Pharaoh, H6547 and before H6440 his servants, H5650 and it became H1961 a serpent. H8577
11 Then Pharaoh H6547 also H1571 called H7121 the wise men H2450 and the sorcerers: H3784 now the magicians H2748 of Egypt, H4714 they H1992 also H1571 did H6213 in like manner H3651 with their enchantments. H3858
12 For they cast down H7993 every man H376 his rod, H4294 and they became H1961 serpents: H8577 but Aaron's H175 rod H4294 swallowed up H1104 H853 their rods. H4294
13 And he hardened H2388 Pharaoh's H6547 heart, H3820 that he hearkened H8085 not H3808 unto H413 them; as H834 the LORD H3068 had said. H1696
14 And the LORD H3068 said H559 unto H413 Moses, H4872 Pharaoh's H6547 heart H3820 is hardened, H3515 he refuseth H3985 to let the people H5971 go. H7971
15 Get H1980 thee unto H413 Pharaoh H6547 in the morning; H1242 lo, H2009 he goeth out H3318 unto the water; H4325 and thou shalt stand H5324 by H5921 the river's H2975 brink H8193 against he come; H7125 and the rod H4294 which H834 was turned H2015 to a serpent H5175 shalt thou take H3947 in thine hand. H3027
16 And thou shalt say H559 unto H413 him , The LORD H3068 God H430 of the Hebrews H5680 hath sent H7971 me unto H413 thee, saying, H559 Let H853 my people H5971 go, H7971 that they may serve H5647 me in the wilderness: H4057 and, behold, H2009 hitherto H5704 H3541 thou wouldest not H3808 hear. H8085
17 Thus H3541 saith H559 the LORD, H3068 In this H2063 thou shalt know H3045 that H3588 I H589 am the LORD: H3068 behold, H2009 I H595 will smite H5221 with the rod H4294 that H834 is in mine hand H3027 upon H5921 the waters H4325 which H834 are in the river, H2975 and they shall be turned H2015 to blood. H1818
18 And the fish H1710 that H834 is in the river H2975 shall die, H4191 and the river H2975 shall stink; H887 and the Egyptians H4714 shall loathe H3811 to drink H8354 of the water H4325 of H4480 the river. H2975
19 And the LORD H3068 spoke H559 unto H413 Moses, H4872 Say H559 unto H413 Aaron, H175 Take H3947 thy rod, H4294 and stretch out H5186 thine hand H3027 upon H5921 the waters H4325 of Egypt, H4714 upon H5921 their streams, H5104 upon H5921 their rivers, H2975 and upon H5921 their ponds, H98 and upon H5921 all H3605 their pools H4723 of water, H4325 that they may become H1961 blood; H1818 and that there may be H1961 blood H1818 throughout all H3605 the land H776 of Egypt, H4714 both in vessels of wood, H6086 and in vessels of stone. H68
20 And Moses H4872 and Aaron H175 did H6213 so, H3651 as H834 the LORD H3068 commanded; H6680 and he lifted up H7311 the rod, H4294 and smote H5221 H853 the waters H4325 that H834 were in the river, H2975 in the sight H5869 of Pharaoh, H6547 and in the sight H5869 of his servants; H5650 and all H3605 the waters H4325 that H834 were in the river H2975 were turned H2015 to blood. H1818
21 And the fish H1710 that H834 was in the river H2975 died; H4191 and the river H2975 stank, H887 and the Egyptians H4714 could H3201 not H3808 drink H8354 of the water H4325 of H4480 the river; H2975 and there was H1961 blood H1818 throughout all H3605 the land H776 of Egypt. H4714
22 And the magicians H2748 of Egypt H4714 did H6213 so H3651 with their enchantments: H3909 and Pharaoh's H6547 heart H3820 was hardened, H2388 neither H3808 did he hearken H8085 unto H413 them; as H834 the LORD H3068 had said. H1696
23 And Pharaoh H6547 turned H6437 and went H935 into H413 his house, H1004 neither H3808 did he set H7896 his heart H3820 to this H2063 also. H1571
24 And all H3605 the Egyptians H4714 digged H2658 round about H5439 the river H2975 for water H4325 to drink; H8354 for H3588 they could H3201 not H3808 drink H8354 of the water H4480 H4325 of the river. H2975
25 And seven H7651 days H3117 were fulfilled, H4390 after H310 that the LORD H3068 had smitten H5221 H853 the river. H2975
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×