Bible Versions
Bible Books

Genesis 48:1 (BNV) Bengali Old BSI Version

1 এই সকল ঘটনা হইলে পর কেহ যোষেফকে বলিল, দেখুন, আপনার পিতা পীড়িত; তাহাতে তিনি আপনার দুই পুত্র মনঃশি ইফ্রয়িমকে সঙ্গে লইয়া গেলেন।
2 তখন কেহ যাকোবকে সংবাদ দিয়া কহিল, দেখুন, আপনার পুত্র যোষেফ আসিয়াছেন; তাহাতে ইস্রায়েল আপনাকে সবল করিয়া শয্যায় উঠিয়া বসিলেন।
3 আর যাকোব যোষেফকে কহিলেন, কনান দেশে, লূস নামক স্থানে, সর্ব্বশক্তিমান ঈশ্বর আমাকে দর্শন দিয়া আশীর্ব্বাদ করিয়াছিলেন, বলিয়াছিলেন, দেখ,
4 আমি তোমাকে ফলবান্ বহুবংশ করিব, আর তোমা হইতে জাতিসমাজ উৎপন্ন করিব, এবং তোমার ভাবী বংশকে চিরস্থায়ী অধিকারার্থে এই দেশ দিব।
5 আর মিসরে তোমার কাছে আমার আসিবার পূর্ব্বে তোমার যে দুই পুত্র মিসর দেশে জন্মিয়াছে, তাহারা আমারই; রূবেণ শিমিয়োনের ন্যায় ইফ্রয়িম মনঃশিও আমারই হইবে।
6 কিন্তু তুমি ইহাদের পরে যাহাদের জন্ম দিয়াছ, তোমার সেই সন্তানেরা তোমারই হইবে, এবং এই দুই ভ্রাতার নামে ইহাদেরই অধিকারে আখ্যাত হইবে।
7 আর পদ্দন হইতে আমার আসিবার সময়ে কনান দেশে রাহেল ইফ্রাথে পঁহুছিবার অল্প পথ থাকিতে পথিমধ্যে আমার কাছে মরিলেন; তাহাতে আমি তথায়, ইফ্রাথের, অর্থাৎ বৈৎলেহমের, পথের পার্শ্বে তাঁহার কবর দিলাম।
8 পরে ইস্রায়েল যোষেফের দুই পুত্রকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ইহারা কে?
9 যোষেফ পিতাকে কহিলেন, ইহারা আমার পুত্র, যাহাদিগকে ঈশ্বর এই দেশে আমাকে দিয়াছেন। তখন তিনি কহিলেন, বিনয় করি, ইহাদিগকে আমার কাছে আন, আমি ইহাদিগকে আশীর্ব্বাদ করিব।
10 তখন ইস্রায়েল বার্দ্ধক্য প্রযুক্ত ক্ষীণ দৃষ্টি হওয়াতে দেখিতে পাইলেন না; আর তাহারা নিকটে আনীত হইলে তিনি তাহাদিগকে চুম্বন আলিঙ্গন করিলেন।
11 পরে ইস্রায়েল যোষেফকে কহিলেন, আমি ভাবিয়াছিলাম, তোমার মুখ আর দেখিতে পাইব না; কিন্তু দেখ, ঈশ্বর আমাকে তোমার বংশও দেখাইলেন।
12 তখন যোষেফ দুই জানুর মধ্য হইতে তাহাদিগকে বাহির করিলেন, ভূমিতে মুখ দিয়া প্রণিপাত করিলেন।
13 পরে যোষেফ দুই জনকে লইয়া আপন দক্ষিণ হস্ত দ্বারা ইফ্রয়িমকে ধরিয়া ইস্রায়েলের বামদিকে, বাম হস্ত দ্বারা মনঃশিকে ধরিয়া ইস্রায়েলের দক্ষিণদিকে তাঁহার নিকটে উপস্থিত করিলেন।
14 তখন ইস্রায়েল দক্ষিণ হস্ত বাড়াইয়া কনিষ্ঠ ইফ্রয়িমের মস্তকে দিলেন, এবং বাম হস্ত মনঃশির মস্তকে রাখিলেন। তাঁহার বিবেচনাসিদ্ধ বাহুচালন, কারণ মনঃশি প্রথমজাত।
15 পরে তিনি যোষেফকে আশীর্ব্বাদ করিয়া কহিলেন, সেই ঈশ্বর, যাঁহার সাক্ষাতে আমার পিতৃপুরুষ অব্রাহাম ইস্‌হাক গমনাগমন করিতেন—সেই ঈশ্বর, যিনি প্রথমাবধি অদ্য পর্য্যন্ত আমার পালক হইয়া আসিতেছেন—সেই দূত,
16 যিনি আমাকে সমস্ত আপদ হইতে মুক্ত করিয়াছেন—তিনিই এই বালক দুইটীকে আশীর্ব্বাদ করুন। ইহাদের দ্বারা আমার নাম আমার পিতৃপুরুষ অব্রাহামের ইস্‌হাকের নাম আখ্যাত হউক, এবং ইহারা দেশের মধ্যে বহুগোষ্ঠীক হউক।
17 তখন ইফ্রয়িমের মস্তকে পিতা দক্ষিণ হস্ত দিয়াছেন দেখিয়া যোষেফ অসন্তুষ্ট হইলেন, আর তিনি ইফ্রয়িমের মস্তক হইতে মনঃশির মস্তকে স্থাপনার্থে পিতার হস্ত তুলিয়া ধরিলেন।
18 যোযেফ পিতাকে কহিলেন, পিতঃ, এমন নয়, এই প্রথমজাত, ইহারই মস্তকে দক্ষিণ হস্ত দিউন।
19 কিন্তু তাঁহার পিতা অসম্মত হইয়া কহিলেন, বৎস, তাহা আমি জানি, আমি জানি; এও এক জাতি হইবে, এবং মহান্ও হইবে, তথাপি ইহার কনিষ্ঠ ভ্রাতা ইহা অপেক্ষাও মহান্‌ হইবে, তাহার বংশ বহুগোষ্ঠীক হইবে।
20 সেই দিন তিনি তাহাদিগকে আশীর্ব্বাদ করিয়া কহিলেন, ইস্রায়েল তোমার নাম করিয়া আশীর্ব্বাদ করিবে, বলিবে, ঈশ্বর তোমাকে ইফ্রয়িমের মনঃশির তুল্য করুন। এইরূপে তিনি মনঃশি হইতে ইফ্রয়িমকে অগ্রগণ্য করিলেন।
21 পরে ইস্রায়েল যোষেফকে কহিলেন, দেখ, আমি মরিতেছি; কিন্তু ঈশ্বর তোমাদের সহবর্ত্তী থাকিবেন, তোমাদিগকে আবার তোমাদের পিতৃপুরুষদের দেশে লইয়া যাইবেন।
22 আর তোমার ভ্রাতাদের অপেক্ষা এক অংশ তোমাকে বেশী দিলাম; তাহা আমি আপন খড়গ ধনুর দ্বারা ইমোরীয়দের হস্ত হইতে লইয়াছি।
1 And it came to pass H1961 after H310 these H428 things, H1697 that one told H559 Joseph, H3130 Behold, H2009 thy father H1 is sick: H2470 and he took H3947 with H5973 him H853 his two H8147 sons, H1121 H853 Manasseh H4519 and Ephraim. H669
2 And one told H5046 Jacob, H3290 and said, H559 Behold, H2009 thy son H1121 Joseph H3130 cometh H935 unto H413 thee : and Israel H3478 strengthened himself, H2388 and sat H3427 upon H5921 the bed. H4296
3 And Jacob H3290 said H559 unto H413 Joseph, H3130 God H410 Almighty H7706 appeared H7200 unto H413 me at Luz H3870 in the land H776 of Canaan, H3667 and blessed H1288 me,
4 And said H559 unto H413 me, Behold, H2009 I will make thee fruitful, H6509 and multiply H7235 thee , and I will make H5414 of thee a multitude H6951 of people; H5971 and will give H5414 H853 this H2063 land H776 to thy seed H2233 after H310 thee for an everlasting H5769 possession. H272
5 And now H6258 thy two H8147 sons, H1121 Ephraim H669 and Manasseh, H4519 which were born H3205 unto thee in the land H776 of Egypt H4714 before H5704 I came H935 unto H413 thee into Egypt, H4714 are mine ; as Reuben H7205 and Simeon, H8095 they shall be H1961 mine.
6 And thy issue, H4138 which H834 thou begettest H3205 after H310 them , shall be H1961 thine, and shall be called H7121 after H5921 the name H8034 of their brethren H251 in their inheritance. H5159
7 And as for me, H589 when I came H935 from Padan H4480 H6307 , Rachel H7354 died H4191 by H5921 me in the land H776 of Canaan H3667 in the way, H1870 when yet H5750 there was but a little H3530 way H776 to come H935 unto Ephrath: H672 and I buried H6912 her there H8033 in the way H1870 of Ephrath; H672 the same H1931 is Bethlehem. H1035
8 And Israel H3478 beheld H7200 Joseph's H3130 H853 sons, H1121 and said, H559 Who H4310 are these H428 ?
9 And Joseph H3130 said H559 unto H413 his father, H1 They H1992 are my sons, H1121 whom H834 God H430 hath given H5414 me in this H2088 place . And he said, H559 Bring H3947 them , I pray thee, H4994 unto H413 me , and I will bless H1288 them.
10 Now the eyes H5869 of Israel H3478 were dim H3513 for age H4480 H2207 , so that he could H3201 not H3808 see. H7200 And he brought them near H5066 H853 unto H413 him ; and he kissed H5401 them , and embraced H2263 them.
11 And Israel H3478 said H559 unto H413 Joseph, H3130 I had not H3808 thought H6419 to see H7200 thy face: H6440 and, lo, H2009 God H430 hath showed H7200 me also H1571 H853 thy seed. H2233
12 And Joseph H3130 brought them out H3318 H853 from between H4480 H5973 his knees, H1290 and he bowed himself H7812 with his face H639 to the earth. H776
13 And Joseph H3130 took H3947 H853 them both, H8147 H853 Ephraim H669 in his right hand H3225 toward Israel's H3478 left hand H4480 H8040 , and Manasseh H4519 in his left hand H8040 toward Israel's H3478 right hand H4480 H3225 , and brought them near H5066 unto H413 him.
14 And Israel H3478 stretched out H7971 H853 his right hand, H3225 and laid H7896 it upon H5921 Ephraim's H669 head, H7218 who H1931 was the younger, H6810 and his left hand H8040 upon H5921 Manasseh's H4519 head, H7218 guiding his hands wittingly H7919 H853 H3027 ; for H3588 Manasseh H4519 was the firstborn. H1060
15 And he blessed H1288 H853 Joseph, H3130 and said, H559 God, H430 before H6440 whom H834 my fathers H1 Abraham H85 and Isaac H3327 did walk, H1980 the God H430 which fed H7462 me all my life long H4480 H5750 unto H5704 this H2088 day, H3117
16 The Angel H4397 which redeemed H1350 me from all H4480 H3605 evil, H7451 bless H1288 H853 the lads; H5288 and let my name H8034 be named H7121 on them , and the name H8034 of my fathers H1 Abraham H85 and Isaac; H3327 and let them grow H1711 into a multitude H7230 in the midst H7130 of the earth. H776
17 And when Joseph H3130 saw H7200 that H3588 his father H1 laid H7896 his right H3225 hand H3027 upon H5921 the head H7218 of Ephraim, H669 it displeased H7489 H5869 him : and he held up H8551 his father's H1 hand, H3027 to remove H5493 it from H4480 H5921 Ephraim's H669 head H7218 unto H5921 Manasseh's H4519 head. H7218
18 And Joseph H3130 said H559 unto H413 his father, H1 Not H3808 so, H3651 my father: H1 for H3588 this H2088 is the firstborn; H1060 put H7760 thy right hand H3225 upon H5921 his head. H7218
19 And his father H1 refused, H3985 and said, H559 I know H3045 it , my son, H1121 I know H3045 it : he H1931 also H1571 shall become H1961 a people, H5971 and he H1931 also H1571 shall be great: H1431 but truly H199 his younger H6996 brother H251 shall be greater H1431 than H4480 he , and his seed H2233 shall become H1961 a multitude H4393 of nations. H1471
20 And he blessed H1288 them that H1931 day, H3117 saying, H559 In thee shall Israel H3478 bless, H1288 saying, H559 God H430 make H7760 thee as Ephraim H669 and as Manasseh: H4519 and he set H7760 H853 Ephraim H669 before H6440 Manasseh. H4519
21 And Israel H3478 said H559 unto H413 Joseph, H3130 Behold, H2009 I H595 die: H4191 but God H430 shall be H1961 with H5973 you , and bring you again H7725 H853 unto H413 the land H776 of your fathers. H1
22 Moreover I H589 have given H5414 to thee one H259 portion H7926 above H5921 thy brethren, H251 which H834 I took H3947 out of the hand H4480 H3027 of the Amorite H567 with my sword H2719 and with my bow. H7198
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×