Bible Versions
Bible Books

Isaiah 53:1 (BNV) Bengali Old BSI Version

1 আমরা যাহা শুনিয়াছি, তাহা কে বিশ্বাস করিয়াছে? সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে?
2 কারণ তিনি তাঁহার সম্মুখে চারার ন্যায়, এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন; তাঁহার এমন রূপ কি শোভা নাই যে, তাঁহার প্রতি দৃষ্টি করি, এবং এমন আকৃতি নাই যে, তাঁহাকে ভালবাসি।
3 তিনি অবজ্ঞাত মনুষ্যদের ত্যাজ্য, ব্যথার পাত্র যাতনা পরিচিত হইলেন; লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে, তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাঁহাকে মান্য করি নাই।
4 সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন; তবু আমরা মনে করিলাম, তিনি আহত, ঈশ্বরকর্ত্তৃক প্রহারিত দুঃখার্ত্ত।
5 কিন্তু তিনি আমাদের অধর্ম্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন; আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপরে বর্ত্তিল, এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল।
6 আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি; আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাঁহার উপরে বর্ত্তাইয়াছেন।
7 তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না; মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোমচ্ছেদকদের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না।
8 তিনি উপদ্রব বিচার দ্বারা অপনীত হইলেন; তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে, তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন? আমার জাতির অধর্ম্ম প্রযুক্তই তাঁহার উপরে আঘাত পড়িল।
9 আর লোকে দুষ্টগণের সহিত তাঁহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন, যদিও তিনি দৌরাত্ম্য করেন নাই, আর তাঁহার মুখে ছল ছিল না।
10 তথাপি তাঁহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল; তিনি তাঁহাকে যাতনাগ্রস্ত করিলেন, তাঁহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাঁহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে;
11 তিনি আপন প্রাণের শ্রমফল দেখিবেন, তৃপ্ত হইবেন; আমার ধার্ম্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্ম্মিক করিবেন, এবং তিনিই তাহাদের অপরাধ সকল বহন করিবেন।
12 এই জন্য আমি মহানদিগের মধ্যে তাঁহাকে অংশ দিব, তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন, তিনি অধর্ম্মীদের সহিত গণিত হইলেন; আর তিনিই অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন, এবং অধর্ম্মীদের জন্য অনুরোধ করিতেছেন
1 Who H4310 hath believed H539 our report H8052 ? and to H5921 whom H4310 is the arm H2220 of the LORD H3068 revealed H1540 ?
2 For he shall grow up H5927 before H6440 him as a tender plant, H3126 and as a root H8328 out of a dry H6723 ground H4480 H776 : he hath no H3808 form H8389 nor H3808 comeliness; H1926 and when we shall see H7200 him, there is no H3808 beauty H4758 that we should desire H2530 him.
3 He is despised H959 and rejected H2310 of men; H376 a man H376 of sorrows, H4341 and acquainted H3045 with grief: H2483 and we hid H4564 as it were our faces H6440 from H4480 him ; he was despised, H959 and we esteemed H2803 him not. H3808
4 Surely H403 he H1931 hath borne H5375 our griefs, H2483 and carried H5445 our sorrows: H4341 yet we H587 did esteem H2803 him stricken, H5060 smitten H5221 of God, H430 and afflicted. H6031
5 But he H1931 was wounded H2490 for our transgressions H4480 H6588 , he was bruised H1792 for our iniquities H4480 H5771 : the chastisement H4148 of our peace H7965 was upon H5921 him ; and with his stripes H2250 we are healed. H7495
6 All H3605 we like sheep H6629 have gone astray; H8582 we have turned H6437 every one H376 to his own way; H1870 and the LORD H3068 hath laid H6293 on him H853 the iniquity H5771 of us all. H3605
7 He was oppressed, H5065 and he H1931 was afflicted, H6031 yet he opened H6605 not H3808 his mouth: H6310 he is brought H2986 as a lamb H7716 to the slaughter, H2874 and as a sheep H7353 before H6440 her shearers H1494 is dumb, H481 so he openeth H6605 not H3808 his mouth. H6310
8 He was taken H3947 from prison H4480 H6115 and from judgment H4480 H4941 : and who H4310 shall declare H7878 his generation H1755 ? for H3588 he was cut off H1504 out of the land H4480 H776 of the living: H2416 for the transgression H4480 H6588 of my people H5971 was he stricken. H5061
9 And he made H5414 his grave H6913 with H854 the wicked, H7563 and with H854 the rich H6223 in his death; H4194 because H5921 he had done H6213 no H3808 violence, H2555 neither H3808 was any deceit H4820 in his mouth. H6310
10 Yet it pleased H2654 the LORD H3068 to bruise H1792 him ; he hath put him to grief: H2470 when H518 thou shalt make H7760 his soul H5315 an offering for sin, H817 he shall see H7200 his seed, H2233 he shall prolong H748 his days, H3117 and the pleasure H2656 of the LORD H3068 shall prosper H6743 in his hand. H3027
11 He shall see H7200 of the travail H4480 H5999 of his soul, H5315 and shall be satisfied: H7646 by his knowledge H1847 shall my righteous H6662 servant H5650 justify H6663 many; H7227 for he H1931 shall bear H5445 their iniquities. H5771
12 Therefore H3651 will I divide H2505 him a portion with the great, H7227 and he shall divide H2505 the spoil H7998 with H854 the strong; H6099 because H8478 H834 he hath poured out H6168 his soul H5315 unto death: H4194 and he H1931 was numbered H4487 with H854 the transgressors; H6586 and he bore H5375 the sin H2399 of many, H7227 and made intercession H6293 for the transgressors. H6586
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×