Bible Versions
Bible Books

Exodus 35 (BNV) Bengali Old BSI Version

1 পরে মোশি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদিগকে এই সকল বাক্য পালন করিতে আজ্ঞা দিয়াছেন।
2 ছয় দিন কার্য্য করা যাইবে, কিন্তু সপ্তম দিন তোমাদের পক্ষে পবিত্র দিন হইবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামার্থক বিশ্রামদিন হইবে; যে কেহ সেই দিনে কার্য্য করিবে, তাহার প্রাণদণ্ড হইবে।
3 তোমরা বিশ্রামদিনে আপনাদের কোন বাসস্থানে অগ্নি জ্বালিও না।
4 আর মোশি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহিলেন, সদাপ্রভু এই আজ্ঞা দিয়াছেন;
5 —তোমরা সদাপ্রভুর নিমিত্তে আপনাদের নিকট হইতে উপহার লও; যে কেহ মনে ইচ্ছুক, সে সদাপ্রভুর উপহারস্বরূপ এই সকল দ্রব্য আনিবে;
6 স্বর্ণ, রৌপ্য পিত্তল, এবং নীল, বেগুনে, লাল সাদা মসীনা সূত্র ছাগের লোম,
7 এবং রক্তীকৃত মেষচর্ম্ম তহশচর্ম্ম, শিটীম কাষ্ঠ,
8 এবং দীপার্থ তৈল, আর অভিষেকার্থ তৈলের সুগন্ধি ধূপের নিমিত্তে গন্ধদ্রব্য,
9 এবং এফোদের বুকপাটার জন্য গোমেদকাদি খচনার্থক মণি।
10 আর তোমাদের প্রত্যেক বিজ্ঞমনা লোক আসিয়া সদাপ্রভুর আজ্ঞাপিত সকল বস্তু নির্ম্মাণ করুক;—
11 আবাস, আবাসের তাম্বু, ছাদ, ঘুন্টী, তক্তা, অর্গল, স্তম্ভ চুঙ্গী,
12 আর সিন্দুক তাহার বহন-দণ্ড, পাপাবরণ ব্যবধানের তিরস্করিণী, মেজ,
13 তাহার বহন-দণ্ড সমস্ত পাত্র,
14 দর্শন-রুটী, এবং দীপ্তির জন্য দীপ-বৃক্ষ তাহার পাত্র সকল, প্রদীপ দীপার্থ তৈল,
15 এবং ধূপের বেদি তাহার বহন-দণ্ড, এবং অভিষেকার্থ তৈল সুগন্ধি ধূপ,
16 আবাসের প্রবেশদ্বারের পর্দ্দা, হোমবেদি, তাহার পিত্তলের জাল, বহন-দণ্ড সমস্ত পাত্র, এবং প্রক্ষালন-পাত্র তাহার খুরা,
17 প্রাঙ্গণের যবনিকা, তাহার স্তম্ভ চুঙ্গি এবং প্রাঙ্গণের দ্বারের পর্দ্দা,
18 এবং আবাসের গোঁজ, প্রাঙ্গণের গোঁজ উভয়ের রজ্জু,
19 এবং পবিত্র স্থানে পরিচর্য্যা করিবার নিমিত্তে সূক্ষ্মশিল্পিত বস্ত্র, অর্থাৎ হারোণ যাজকের জন্য পবিত্র বস্ত্র যাজন-কর্ম্ম করণার্থে তাহার পুত্রদের বস্ত্র।
20 পরে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী মোশির সম্মুখ হইতে প্রস্থান করিল।
21 আর যাহাদের হৃদয়ে প্রবৃত্তি মনে ইচ্ছা হইল, তাহারা সকলে সমাগম-তাম্বু নির্ম্মাণ জন্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত কার্য্যের পবিত্র বস্ত্রের জন্য সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিল।
22 পুরুষ স্ত্রী যত লোক মনে ইচ্ছুক হইল, তাহারা সকলে আসিয়া বলয়, কুণ্ডল, অঙ্গুরীয়ক হার, স্বর্ণময় সর্ব্বপ্রকার অলঙ্কার আনিল। যে কেহ সদাপ্রভুর উদ্দেশে স্বর্ণের উপহার আনিতে চাহিল, সে আনিল।
23 আর যাহাদের নিকটে নীল, বেগুনে, লাল সাদা মসীনা সূত্র, ছাগলোম, রক্তীকৃত মেষচর্ম্ম তহশচর্ম্ম ছিল, তাহারা প্রত্যেকে তাহা আনিল।
24 যে কেহ রৌপ্য পিত্তলের উপহার উপস্থিত করিল, সে সদাপ্রভুর উদ্দেশে সেই উপহার আনিল; এবং যাহার নিকটে কোন কার্য্যে প্রয়োগের নিমিত্তে শিটীম কাষ্ঠ ছিল, সে তাহা আনিল।
25 আর বিজ্ঞমনা স্ত্রীলোকেরা আপন আপন হস্তে সূতা কাটিয়া, তাহাদের কাটা নীল, বেগুনে, লাল সাদা মসীনা সূত্র আনিল।
26 আর বিজ্ঞানে প্রবৃত্তমনা স্ত্রীলোকেরা সকলে ছাগলোমের সূতা কাটিল।
27 আর অধ্যক্ষগণ এফোদের বুকপাটার জন্য গোমেদকাদি খচনার্থক মণি,
28 এবং দীপের, অভিষেকার্থ তৈলের সুগন্ধি ধূপের নিমিত্ত গন্ধদ্রব্য তৈল আনিলেন।
29 ইস্রায়েল-সন্তানগণ ইচ্ছাপূর্ব্বক সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিল, সদাপ্রভু মোশি দ্বারা যাহা যাহা করিতে আজ্ঞা করিয়াছিলেন, তাহার কোন প্রকার কর্ম্ম করণার্থে যে পুরুষ স্ত্রীলোকদিগের হৃদয়ে ইচ্ছা হইল, তাহারা প্রত্যেকে উপহার আনিল।
30 পরে মোশি ইস্রায়েল-সন্তানগণকে কহিলেন, দেখ, সদাপ্রভু যিহূদা-বংশীয় হূরের পৌত্র ঊরির পুত্র বৎসলেলের নাম ধরিয়া ডাকিলেন;
31 আর তিনি তাঁহাকে ঈশ্বরের আত্মায়—জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায়, সর্ব্বপ্রকার শিল্প-কৌশলে পরিপূর্ণ করিলেন,
32 যাহাতে তিনি কৌশলের কার্য্য কল্পনা করিতে, স্বর্ণ, রৌপ্য পিত্তলের কার্য্য করিতে,
33 খচনার্থক মণি কাটিতে, কাষ্ঠ খুদিতে সর্ব্বপ্রকার কৌশলযুক্ত শিল্পকর্ম্ম করিতে পারেন।
34 আর এই সকলের শিক্ষা দিতে তাঁহার দানবংশীয় অহীষামকের পুত্র অহলীয়াবের হৃদয়ে প্রবৃত্তি দিলেন।
35 তিনি খুদিতে শিল্পকর্ম্ম করিতে এবং নীল, বেগুনে, লাল সাদা মসীনা সূত্রে সূচিকর্ম্ম করিতে তাঁতির কর্ম্ম করিতে, অর্থাৎ যাবতীয় শিল্পকর্ম্ম চিত্রকর্ম্ম করিতে তাঁহাদের হৃদয় বিজ্ঞতায় পরিপূর্ণ করিলেন।
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×