Bible Versions
Bible Books

1 Samuel 18:19 (BNV) Bengali Old BSI Version

1 শৌলের সঙ্গে দাযূদের কথাবার্তার পর শৌল দাযূদের বেশ অন্তরঙ্গ হয়ে উঠলেন| তিনি নিজেকে যতটা ভালবাসতেন, দায়ূদকেও ততটা ভালবেসেছিলেন|
2 সে দিন থেকে, শৌল দায়ূদকে তাঁর কাছে রেখে দিলেন| তিনি দায়ূদকে তাঁর পিতার কাছে ফিরে যেতে দিলেন না|
3 য়োনাথন দায়ূদকে খুব ভালবাসত| সে দাযূদের সঙ্গে একটা চুক্তি করল|
4 য়োনাথন নিজের গা থেকে কোট খুলে দায়ূদকে দিল| তার পোশাকও সে দায়ূদকে দিয়ে দিল| এমন কি সে তার ধনুক, তরবারি কোমরবন্ধও ওঁকে দিয়ে দিল|
5 শৌল দায়ূদকে নানা জায়গায় যুদ্ধ করতে পাঠালেন| প্রত্যেক ক্ষেত্রেই দায়ূদ ভালভাবেই সফল হলেন| তারপর শৌল তাঁকে সৈন্যদের অধিনাযক করে দিলেন| এতে সকলেই খুশী হল, এমনকি শৌলের সৈন্যবাহিনীর পদস্থ কর্মীরাও|
6 দায়ূদ পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন| যুদ্ধ থেকে ফেরার পথে ইস্রায়েলের প্রতিটি শহর থেকে মেয়েরা তাঁকে দেখবার জন্য বেরিয়ে এল| তারা তবলা বীণা বাজিযে আনন্দ উল্লাস করল এবং নাচল| তারা এসব শৌলের সামনেই করল|
7 স্ত্রীলোকরা গাইল, “শৌল বধিলেন শত্রু হাজারে হাজারে, আর দায়ূদ বধিলেন অয়ুতে অয়ুতে|”
8 তাদের এই গান শুনে শৌলের মন খারাপ হয়ে গেল| তিনি খুব রেগে গেলেন| তিনি ভাবলেন, “স্ত্রীলোকরা ভাবছে যে দায়ূদ লাখে লাখে শত্রু বধ করছে আর আমি মেরেছি কেবল হাজারে হাজারে| রাজত্ব ছাড়া আর কি সে পেতে পারে?”
9 এরপর সেই দিন থেকে শৌল দায়ূদকে খুব সতর্কভাবে লক্ষ্য করতে লাগলেন|
10 পলেষ্টীয়ের লিঙ্গত্বক,”‘ এটাই ছিল শৌলের গোপন মতলব| সে ভেবেছিল এর ফলে পলেষ্টীয়রা তাকে হত্যা করবে|
11 কিন্তু শৌলের হাতে বর্শা ছিল| তিনি মনে মনে ভাবলেন, “আমি দায়ূদকে দেওয়ালের সঙ্গে গেঁথে দেব|” তিনি দু-দুবার দাযূদের দিকে বর্শা ছুঁড়েও দিলেন| কিন্তু দুবারই দায়ূদ নিজেকে বাঁচিয়েছিলেন|
12 প্রভু দাযূদের সহায় ছিলেন| তিনি শৌলকে ত্যাগ করেছিলেন| শৌল তাই দায়ূদকে ভয় করতেন|
13 তিনি দায়ূদকে তাঁর কাছ থেকে দূর করে দিলেন| শৌল তাঁকে 1,000 সৈন্যের অধিনাযক করেছিলেন| দায়ূদ যুদ্ধে তাঁদের নেতৃত্ব দিলেন|
14 প্রভু ছিলেন দাযূদের সহায়| তাই দায়ূদ সব কাজেই সফল হতেন|
15 শৌল দাযূদের সাফল্য দেখতে দেখতে দায়ূদকে আরও বেশী ভয় করতে লাগলেন|
16 কিন্তু ইস্রাযেল যিহূদার সমস্ত লোক দায়ূদকে ভালোবাসত| কারণ দায়ূদ তাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতেন এবং তাদের হয়ে যুদ্ধ করতেন|
17 এদিকে শৌল দায়ূদকে মারতে চান| তিনি একটা মতলব আঁটলেন| তিনি দায়ূদকে বললেন, “আমার বড় মেয়ের নাম মেরব| তুমি তাকে বিয়ে কর| তাহলে তুমি আরও শক্তিশালী সৈন্য হতে পারবে| তুমি আমার পুত্রের মতো হবে| প্রভুর জন্য সব যুদ্ধক্ষেত্রে তুমি যুদ্ধ করবে!এসব ছিল শৌলের ছল চাতুরি| আসলে তিনি ভেবেছিলেন, “আমাকে আর দায়ূদকে মারতে হবে না| পলেষ্টীয়দেরই এগিয়ে দেব আমার হয়ে ওকে মারবার জন্য|”
18 দায়ূদ বললেন, “আমি খুব একটা গুরুত্বপূর্ণ পরিবার থেকে আসি নি| আমি কোন গণ্যমান্য ব্যক্তি নই| আমি রাজকন্যাকে বিয়ে করার য়োগ্য নই|”
19 তাই দাযূদের সঙ্গে শৌলের কন্যা মেরবের বিয়ের সময় হলে শৌল মহোলা দেশের অদ্রীযেলের সঙ্গে তার বিয়ে দিলেন|
20 জন পলেষ্টীয়কে হত্যা করলেন| আর তাদের লিঙ্গত্বক শৌলকে উপহার দিলেন| তাঁকে রাজার জামাতা হবার জন্য, এই মূল্য দিতে হল|শৌলের কন্যা মীখলের সঙ্গে দাযূদের বিয়ে হয়ে গেল|
21 শৌল চিন্তা করলেন, “আমি এবার মীখলকে ফাঁদ হিসেবে ব্যবহার করব| আমি দাযূদের সঙ্গে ওর বিয়ে দেব| তারপর পলেষ্টীয়রা ওকে মেরে ফেলবে|” এই ভেবে তিনি দায়ূদকে দ্বিতীয় বার বললেন, “আমার কন্যাকে তুমি আজই বিয়ে করো|”
22 শৌল তাঁর পদস্থ কর্মচারীদের আদেশ দিলেন, “দাযূদের সঙ্গে আলাদা করে গোপনভাবে কথা বলবে| তাকে বলবে, ‘রাজার তোমাকে খুব পছন্দ হয়েছে| তাঁর উচ্চপদস্থ কর্মচারীরাও তোমাকে পছন্দ করে| রাজার কন্যাকে তুমি বিয়ে করো|”‘
23 আধিকারিকরা দায়ূদকে সেইমত সব কিছু বলল| দায়ূদ বললেন, “তুমি কি মনে কর রাজার জামাতা হওয়া সোজা কথা? রাজকন্যার উপযুক্ত টাকাপয়সা খরচ করার সাধ্য আমার নেই| আমি নেহাত একজন সামান্য গরীব ছেলে|”
24 তারা শৌলকে দাযূদের উত্তর জানাল|
25 শৌল তাদের বললেন, “তোমরা দায়ূদকে বলবে, ‘দায়ূদ, রাজকন্যার বিয়েতে কোন টাকপয়সা নেবেন না| শৌল তাঁর শত্রুদের শাযেস্তা করতে চান| তাই কনের দাম হবে
26 শৌলের আধিকারিকরা দায়ূদকে সম্বন্ধে জানাল| দায়ূদ রাজার জামাতা হবার সুয়োগ পেয়ে খুশী হলেন| সেই জন্যেই তিনি সঙ্গে সঙ্গে কিছু করতে চাইলেন|
27 দায়ূদ তাঁর লোকদের নিয়ে পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ করতে গেলেন| তিনি
28 শৌল বুঝতে পারলেন, প্রভু দাযূদের সহায়| তিনি বুঝতে পারলেন মীখল দায়ূদকে ভালবাসে|
29 তাহাতে শৌল দায়ূদের বিষয়ে আরও ভীত হইলেন, আর শৌল সর্ব্বদাই দায়ূদের শত্রু থাকিলেন।
30 পরে পলেষ্টীয়দের অধ্যক্ষগণ বাহির হইতে লাগিলেন; কিন্তু যত বার বাহির হইলেন, তত বার শৌলের দাসগণের মধ্যে সর্ব্বাপেক্ষা দায়ূদ অধিক বুদ্ধিপূর্ব্বক চলিলেন, তাহাতে তাঁহার নাম অতিশয় সম্মানিত হইল।
1 And it came to pass H1961 W-VQY3MS , when he had made an end H3615 of speaking H1696 unto H413 PREP Saul H7586 , that the soul H5315 W-GFS of Jonathan H3083 was knit H7194 with the soul H5315 W-GFS of David H1732 MMS , and Jonathan H3083 loved H157 him as his own soul H5315 W-GFS .
2 And Saul H7586 took H3947 him that H1931 D-PPRO-3MS day H3117 B-AMS , and would let H5414 him go no more home H7725 to his father H1 \'s house H1004 CMS .
3 Then Jonathan H3083 and David H1732 made H3772 a covenant H1285 NFS , because he loved H157 him as his own soul H5315 .
4 And Jonathan H3083 stripped himself H6584 of the robe H4598 that H834 RPRO was upon H5921 PREP-3MS him , and gave H5414 it to David H1732 L-NAME , and his garments H4055 , even to H5740 his sword H2719 , and to H5704 W-PREP his bow H7198 , and to H5704 W-PREP his girdle H2290 .
5 And David H1732 went out H3318 W-VQY3MS whithersoever H834 RPRO Saul H7586 sent H7971 him , and behaved himself wisely H7919 : and Saul H7586 set H7760 him over H5921 PREP the men H376 of war H4421 , and he was accepted H3190 in the sight H5869 B-CMP of all H3605 the people H5971 , and also H1571 W-CONJ in the sight H5869 B-CMP of Saul H7586 \'s servants H5650 .
6 And it came to pass H1961 W-VQY3MS as they came H935 , when David H1732 MMS was returned H7725 from the slaughter H5221 of the Philistine H6430 , that the women H802 D-NFP came out H3318 of all H3605 M-CMS cities H5892 of Israel H3478 , singing H7891 and dancing H4246 , to meet H7125 king H4428 D-NMS Saul H7586 , with tabrets H8596 , with joy H8057 B-NFS , and with instruments of music H7991 .
7 And the women H802 D-NFP answered H6030 one another as they played H7832 , and said H559 , Saul H7586 hath slain H5221 his thousands H505 , and David H1732 his ten thousands H7233 .
8 And Saul H7586 was very H3966 ADV wroth H2734 W-VQY3MS , and the H2088 D-PMS saying H1697 D-NMS displeased H5869 B-CMD-3MS him ; and he said H559 W-VQY3MS , They have ascribed H5414 unto David H1732 L-NAME ten thousands H7233 , and to me they have ascribed H5414 but thousands H505 : and what can he have more H5750 W-ADV but H389 ADV the kingdom H4410 ?
9 And Saul H7586 eyed H5770 David H1732 MMS from that day H3117 and forward H1973 .
10 And it came to pass H1961 W-VQY3MS on the morrow H4283 , that the evil H7451 AFS spirit H7307 NFS from God H430 EDP came H6743 upon H413 PREP Saul H7586 , and he prophesied H5012 in the midst H8432 of the house H1004 D-NMS : and David H1732 played H5059 with his hand H3027 B-CFS-3MS , as at other times H3117 B-NMS : and there was a javelin H2595 in Saul H7586 \'s hand H3027 B-CFS .
11 And Saul H7586 cast H2904 the javelin H2595 ; for he said H559 W-VQY3MS , I will smite H5221 David H1732 even to the wall H7023 with it . And David H1732 MMS avoided H5437 out of his presence H6440 M-CMP-3MS twice H6471 .
12 And Saul H7586 was afraid H3372 of ML-CMP David H1732 , because H3588 CONJ the LORD H3068 EDS was H1961 VQQ3MS with H5973 PREP-3MS him , and was departed H5493 from Saul H7586 .
13 Therefore Saul H7586 removed H5493 him from him , and made H7760 him his captain H8269 over a thousand H505 MMS ; and he went out H3318 W-VQY3MS and came in H935 W-VQY3MS before H6440 L-CMP the people H5971 D-NMS .
14 And David H1732 behaved himself wisely H7919 in all H3605 L-CMS his ways H1870 ; and the LORD H3068 W-EDS was with H5973 PREP-3MS him .
15 Wherefore when Saul H7586 saw H7200 W-VIY3MS that H834 RPRO he H1931 PPRO-3MS behaved himself very wisely H7919 , he was afraid H1481 of him .
16 But all H3605 W-CMS Israel H3478 and Judah H3063 loved H157 David H1732 MMS , because H3588 CONJ he H1931 PPRO-3MS went out H3318 and came in H935 before H6440 them .
17 And Saul H7586 said H559 W-VQY3MS to H413 PREP David H1732 MMS , Behold H2009 IJEC my elder H1419 D-AFS daughter H1323 Merab H4764 , her will I give H5414 thee to wife H802 L-NFS : only H389 ADV be H1961 thou valiant H1121 for me , and fight H3898 the LORD H3068 EDS \'s battles H4421 . For Saul H7586 said H559 W-VQY3MS , Let not H408 NPAR mine hand H3027 CFS-1MS be H1961 VQI3FS upon him , but let the hand H3027 CFS of the Philistines H6430 be H1961 W-VQI3FS upon him .
18 And David H1732 MMS said H559 W-VQY3MS unto H413 PREP Saul H7586 , Who H4310 W-IPRO am I H595 PPRO-1MS ? and what H4310 W-IPRO is my life H2416 CMS-1MS , or my father H1 CMS-1MS \'s family H4940 in Israel H3478 , that H3588 CONJ I should be H1961 VQY1MS son H2860 - in - law to the king H4428 ?
19 But it came to pass H1961 W-VQY3MS at the time H6256 when Merab H4764 Saul H7586 \'s daughter H1323 CFS should have been given H5414 VQFC to David H1732 L-NAME , that she H1931 was given H5414 VNQ3FS unto Adriel H5741 the Meholathite H4259 to wife H802 .
20 And Michal H4324 Saul H7586 \'s daughter H1323 CFS loved H157 David H1732 MMS : and they told H5046 Saul H7586 , and the thing H1697 D-NMS pleased H3474 him .
21 And Saul H7586 said H559 W-VQY3MS , I will give H5414 VQY1MS-3FS him her , that she may be H1961 W-VQI3FS a snare H4170 to him , and that the hand H3027 CFS of the Philistines H6430 TMS may be H1961 W-VQI3FS against him . Wherefore Saul H7586 said H559 W-VQY3MS to H413 PREP David H1732 MMS , Thou shalt this day H3117 D-NMS be my son H2860 - in - law in the one of the twain H8147 .
22 And Saul H7586 commanded H6680 W-VPY3MS his servants H5650 , saying , Commune H1696 with H413 PREP David H1732 MMS secretly H3909 , and say H559 L-VQFC , Behold H2009 IJEC , the king H4428 D-NMS hath delight H2654 in thee , and all H3605 W-CMS his servants H5650 love H157 thee : now H6258 W-ADV therefore be the king H4428 \'s son H2860 - in - law .
23 And Saul H7586 \'s servants H5650 spoke H1696 those H428 D-DPRO-3MP words H1697 AMP in the ears H241 of David H1732 . And David H1732 MMS said H559 W-VQY3MS , Seemeth H5869 it to you a light H7043 thing to be a king H4428 \'s son H2860 - in - law , seeing that I H595 W-PPRO-1MS am a poor H7326 man H376 NMS , and lightly esteemed H7034 ?
24 And the servants H5650 of Saul H7586 told H5046 him , saying H559 L-VQFC , On this H428 D-DPRO-3MP manner H1697 spoke H1696 VPQ3MS David H1732 .
25 And Saul H7586 said H559 W-VQY3MS , Thus H3541 shall ye say H559 W-VQY3MS to David H1732 L-NAME , The king H4428 desireth H2656 not H369 ADV any dowry H4119 , but H3588 CONJ a hundred H3967 foreskins H6190 of the Philistines H6430 TMS , to be avenged H5358 of the king H4428 D-NMS \'s enemies H341 . But Saul H7586 thought H2803 to make David H1732 L-NAME fall H5307 by the hand H3027 B-CFS of the Philistines H6430 .
26 And when his servants H5650 told H5046 David H1732 L-NAME these H428 D-DPRO-3MP words H1697 AMP , it pleased H3474 David H1732 L-NAME well to be the king H4428 \'s son H2860 - in - law : and the days H3117 D-NMP were not H3808 W-NPAR expired H4390 VQQ3MP .
27 Wherefore David H1732 MMS arose H6965 W-VQY3MS and went H1980 W-VQY3MS , he H1931 PPRO-3MS and his men H376 NMS , and slew H5221 W-VHY3MS of the Philistines H6430 two hundred H3967 MFD men H376 NMS ; and David H1732 brought H935 W-VHY3MS their foreskins H6190 , and they gave them in full tale H4390 to the king H4428 , that he might be the king H4428 \'s son H2860 - in - law . And Saul H7586 gave H5414 W-VQY3MS him Michal H4324 his daughter H1323 to wife H802 .
28 And Saul H7586 saw H7200 W-VIY3MS and knew H3045 W-VQY3MS that H3588 CONJ the LORD H3068 EDS was with H5973 PREP David H1732 MMS , and that Michal H4324 Saul H7586 \'s daughter H1323 CFS loved H157 him .
29 And Saul H7586 was yet H5750 ADV the more H3254 afraid H3372 of M-CMP David H1732 ; and Saul H7586 became H1961 W-VQY3MS David H1732 MMS \'s enemy H341 continually H3605 NMS .
30 Then the princes H8269 CMP of the Philistines H6430 went forth H3318 W-VQY3MP : and it came to pass H1961 W-VQY3MS , after H167 they went forth H3318 , that David H1732 MMS behaved himself more wisely H7919 than all H3605 M-CMS the servants H5650 of Saul H7586 ; so that his name H8034 CMS-3MS was much H3966 ADV set by H3365 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×