Bible Versions
Bible Books

2 Chronicles 3:1 (BNV) Bengali Old BSI Version

1 জেরুশালেমের মোরিযা পর্বতের ওপর শলোমন প্রভুর মন্দির বানানোর কাজ শুরু করলেন| এইটি সেই জায়গা যেখানে প্রভু, শলোমনের পিতা, রাজা দাযূদের সামনে আবির্ভূত হয়েছিলেন এবং সেটি ছিল যিবূষীয় অর্ণানের শস্য মাড়াইযের খামার|
2 শলোমন তাঁর রাজত্বের চতুর্থ বছরের দ্বিতীয় মাসে মন্দির বানানোর কাজ শুরু করেন|
3 ঈশ্বরের মন্দিরের ভিতের দৈর্য়্ঘ ছিল 60 হাত আর প্রস্থ 20 হাত|
4 মন্দিরের সামনের গাড়ি বারান্দাটি উচ্চতায় দৈর্য়্ঘে ছিল 20 হাত| ভেতরের দিকের চত্বরটি শলোমন আগাগোড়া সোনায মুড়ে দিয়েছিলেন|
5 তিনি মন্দিরের বড় ঘরের দেওয়ালে দেবদারু কাঠের আস্তরণ দিয়ে তার ওপরে সোনার আস্তরণ দিয়েছিলেন| সেই সব দেওয়ালে তালগাছ আর শিকলের ছবি খোদাই করা ছিল|
6 মন্দিরটিকে আরো সুন্দর দেখাবার জন্য শলোমন বহু মূল্যবান পাথর দিয়ে সাজিযেছিলেন এবং তিনি পর্বযিমের সোনা ব্যবহার করেছিলেন|
7 মন্দিরের কড়িকাঠগুলি, দরজার কাঠামোগুলি, দরজাগুলি এবং মন্দিরের দেওয়ালগুলি তিনি সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন এবং দেওয়ালের ওপর তিনি করূব দূতদের প্রতিকৃতি খোদাই করেছিলেন|
8 শলোমন মন্দিরের পবিত্রতম স্থানটিও নির্মাণ করেছিলেন| পবিত্রতম স্থানটি দৈর্য়্ঘে প্রস্থে ছিল 20 হাত| অর্থাত্‌ পবিত্রতম স্থানের মাপ আর মন্দিরের প্রস্থের মাপ ছিল এক| পবিত্রতম স্থানের দেওয়ালও 23 টন সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়|
9 এক একটা সোনার পেরেকের ওজন ছিল11,4 পাউণ্ড| মন্দিরের ওপর ঘরগুলোও শলোমন সোনা দিয়ে ঢেকে দিয়েছিলেন|
10 পবিত্রতম স্থানে রাখবার জন্য তিনি দুটি করূব দূতের মূর্ত্তি খোদাই করেছিলেন এবং সেগুলো সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন|
11 এই করূব দূতদের এক একটা ডানার দৈর্য়্ঘ ছিল প্রায 5 হাত অর্থাত্‌ ডানার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্য়ন্ত মোট দৈর্য়্ঘ ছিল প্রায 20 হাত|
12 করূব দূতের মূর্ত্তি দুটো এমনভাবে বসানো হয়েছিল যাতে মাঝামাঝি জায়গায় এদের একজনের ডানার সঙ্গে অন্যজনের ডানা ছুঁযে থাকে|
13 তাদের ডানাগুলি ছড়িয়ে দিয়ে তারা 20 হাত জায়গা ঢেকে দিয়েছিল এবং তাদের পাযের ওপর এমনভাবে দাঁড়িয়েছিল যে মনে হচ্ছিল যেন তারা ঘরের ভেতরের দিকে চেয়ে আছে|
14 নীল, বেগুনী এবং লাল রঙের কাপড় দিয়ে শলোমন পর্দাসমূহ বানিয়েছিলেন এবং সেগুলোর ওপর সূচীশিল্প দিয়ে করূব দূতও বানিয়েছিলেন|
15 মন্দিরের সামনে প্রায 35 হাত দীর্ঘ দুটি স্তম্ভ বানানো হয়েছিল| এই দুটি স্তম্ভের ওপরের অংশ দুটো ছিল 5 হাত দীর্ঘ|
16 তিনি শেকলের মত মালা তৈরী করেছিলেন এবং সেগুলো স্তম্ভ দুটির মাথায় রেখেছিলেন| এর পরে তিনি এক শত ডালিম তৈরী করেছিলেন এবং সেগুলো মালায স্থাপন করেছিলেন| তারপর তিনি100 টি ডালিম তৈরী করে সেই মালায বসিযে দিয়েছিলেন| মন্দিরের সামনে ডানদিকে যে স্তম্ভটা বসানো হয়েছিল শলোমন তার নাম দিয়েছিলেন “যাখীন” এবং বাঁদিকের স্তম্ভটার নাম দেওয়া হয় “বোযস|”
17
1 Then Solomon H8010 MMS began H2490 W-VHY3MS to build H1129 the house H1004 CMS of the LORD H3068 EDS at Jerusalem H3389 in mount H2022 Moriah H4179 , where H834 RPRO the LORD appeared H7200 unto David H1732 his father H1 , in the place H4725 B-CMS that H834 RPRO David H1732 had prepared H3559 in the threshingfloor H1637 of Ornan H771 the Jebusite H2983 .
2 And he began H2490 W-VHY3MS to build H1129 in the second H8145 D-ONUM day of the second H8145 month H2320 BD-NMS , in the fourth H702 MFS year H8141 B-CFS of his reign H4438 .
3 Now these H428 W-PMP are the things wherein Solomon H8010 MMS was instructed H3245 for the building H1129 of the house H1004 CMS of God H430 D-EDP . The length H753 by cubits H520 after the first H7223 measure H4060 was threescore H8346 cubits H520 , and the breadth H7341 W-CMS twenty H6242 cubits H520 .
4 And the porch H197 that H834 RPRO was in H5921 PREP the front H6440 CMP of the house , the length H753 of it was according to PREP the breadth H7341 of the house H1004 D-NMS , twenty H6242 cubits H520 , and the height H1363 was a hundred H3967 MFS and twenty H6242 W-MMP : and he overlaid H6823 it within H6441 with pure H2889 gold H2091 NMS .
5 And the greater H1419 D-AMS house H1004 D-NMS he ceiled H2645 with fir H1265 tree H6086 NMS , which he overlaid H2645 with fine H2896 AMS gold H2091 NMS , and set H5927 W-VHY3MS thereon H5921 PREP-3MS palm trees H8561 and chains H8333 .
6 And he garnished H6823 the house H1004 D-NMS with precious H3368 stones H68 GFS for beauty H8597 : and the gold H2091 was gold H2091 of Parvaim H6516 .
7 He overlaid H2645 also the house H1004 D-NMS , the beams H6982 , the posts H5592 , and the walls H7023 thereof , and the doors H1817 thereof , with gold H2091 NMS ; and graved H6605 cherubims H3742 on H5921 PREP the walls H7023 .
8 And he made H6213 W-VQY3MS the most holy H6944 house H1004 , the length H753 whereof was according to PREP the breadth H7341 of the house H1004 D-NMS , twenty H6242 cubits H520 , and the breadth H7341 thereof twenty H6242 cubits H520 : and he overlaid H2645 it with fine H2896 AMS gold H2091 NMS , amounting to six H8337 RFS hundred H3967 talents H3603 .
9 And the weight H4948 of the nails H4548 was fifty H2572 MMP shekels H8255 of gold H2091 NMS . And he overlaid H2645 the upper chambers H5944 with gold H2091 .
10 And in the most holy H6944 house H1004 he made H6213 W-VQY3MS two H8147 ONUM cherubims H3742 of image H6816 work H4639 M-CMS , and overlaid H6823 them with gold H2091 .
11 And the wings H3671 of the cherubims H3742 were twenty H6242 cubits H520 long H753 : one H259 wing H3671 CFS of the one cherub was five H2568 MFS cubits H520 , reaching H5060 to the wall H7023 of the house H1004 D-NMS : and the other H312 wing H3671 was likewise five H2568 MFS cubits H520 , reaching H5060 to the wing H3671 of the other H312 cherub H3742 .
12 And one wing H3671 of the other H259 cherub H3742 was five H2568 MFS cubits H520 , reaching H5060 to the wall H7023 of the house H1004 : and the other H312 wing H3671 was five H2568 MFS cubits H520 also , joining H1695 to the wing H3671 of the other H312 cherub H3742 .
13 The wings H3671 of these H428 D-DPRO-3MP cherubims H3742 spread themselves forth H6566 twenty H6242 cubits H520 : and they H1992 W-PPRO-3MP stood H5975 VQPMP on H5921 PREP their feet H7272 CFD-3MP , and their faces H6440 W-CMP-3MP were inward H1004 .
14 And he made H6213 W-VQY3MS the veil H6532 of blue H8504 , and purple H713 , and crimson H3758 , and fine linen H948 , and wrought H5927 W-VHY3MS cherubims H3742 thereon H5921 PREP-3MS .
15 Also he made H6213 W-VQY3MS before H6440 L-CMP the house H1004 D-NMS two H8147 ONUM pillars H5982 of thirty H7970 MMP and five H2568 cubits H520 high H753 CMS , and the chapiter H6858 that H834 RPRO was on H5921 PREP the top H7218 CMS-3MS of each of them was five H2568 cubits H520 .
16 And he made H6213 W-VQY3MS chains H8333 , as in the oracle H1687 , and put H5414 W-VQQ3MS them on H5921 PREP the heads H7218 NMS of the pillars H5982 ; and made H6213 W-VQY3MS a hundred H3967 MFS pomegranates H7416 , and put H5414 W-VQQ3MS them on the chains H8333 .
17 And he reared up H6965 the pillars H5982 before H5921 PREP the temple H1964 , one H259 MMS on the right hand H3225 , and the other H259 on the left H8040 ; and called H7121 W-VQY3MS the name H8034 CMS of that on the right hand H3227 Jachin H3199 , and the name H8034 W-CMS of that on the left H8042 Boaz H1162 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×