Bible Books

:
6

BNV
1. পরে অবিয় আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন; এবং দায়ূদ-নগরে তাঁহার কবর হইল। আর তাঁহার পুত্র আসা তাঁহার পদে রাজা হইলেন; তাঁহার সময়ে দেশ দশ বৎসর সুস্থির থাকিল।
1. So Abijah H29 slept H7901 with H5973 his fathers H1 , and they buried H6912 him in the city H5892 of David H1732 : and Asa H609 his son H1121 reigned H4427 in his stead H8478 . In his days H3117 the land H776 was quiet H8252 ten H6235 years H8141 .
2. আসা আপন ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ভাল ন্যায্য, তাহাই করিতেন;
2. And Asa H609 did H6213 that which was good H2896 and right H3477 in the eyes H5869 of the LORD H3068 his God H430 :
3. তিনি বিজাতীয় যজ্ঞবেদি উচ্চস্থলী সকল উঠাইয়া ফেলিলেন, স্তম্ভ সকল খণ্ড খণ্ড করিলেন আশেরা-মূর্ত্তি সকল ছেদন করিলেন;
3. For he took away H5493 H853 the altars H4196 of the strange H5236 gods , and the high places H1116 , and broke down H7665 H853 the images H4676 , and cut down H1438 H853 the groves H842 :
4. আর তিনি যিহূদার লোকদিগকে তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ এবং তাঁহার ব্যবস্থা আজ্ঞা পালন করিতে আদেশ করিলেন।
4. And commanded H559 Judah H3063 to seek H1875 H853 the LORD H3068 God H430 of their fathers H1 , and to do H6213 the law H8451 and the commandment H4687 .
5. আর তিনি যিহূদার সমস্ত নগরের মধ্য হইতে উচ্চস্থলী সূর্য্য-প্রতিমা সকল উঠাইয়া ফেলিলেন; আর তাঁহার সম্মুখে রাজ্য সুস্থির হইল।
5. Also he took away H5493 out of all H4480 H3605 the cities H5892 of Judah H3063 H853 the high places H1116 and the images H2553 : and the kingdom H4467 was quiet H8252 before H6440 him.
6. আর তিনি যিহূদা দেশে প্রাচীরবেষ্টিত কতকগুলি নগর গাঁথিলেন, কেননা দেশ সুস্থির ছিল, এবং কয়েক বৎসর পর্য্যন্ত কেহ তাঁহার সহিত যুদ্ধ করিল না, কারণ সদাপ্রভু তাঁহাকে বিশ্রাম দিয়াছিলেন।
6. And he built H1129 fenced H4694 cities H5892 in Judah H3063 : for H3588 the land H776 had rest H8252 , and he had no H369 war H4421 in those H428 years H8141 ; because H3588 the LORD H3068 had given him rest H5117 .
7. অতএব তিনি যিহূদাকে কহিলেন, আইস, আমরা এই সকল নগর গাঁথি এবং এই সকলের চারিদিকে প্রাচীর, দুর্গ, দ্বার অর্গল নির্ম্মাণ করি; দেশ অদ্যাপি আমাদের সম্মুখে আছে; কেননা আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিয়াছি, আমরা তাঁহার অন্বেষণ করিয়াছি, আর তিনি সকল দিকে আমাদিগকে বিশ্রাম দিয়াছেন। এইরূপে তাহারা নগরগুলি গাঁথিয়া কুশলে সমাপ্ত করিল।
7. Therefore he said H559 unto Judah H3063 , Let us build H1129 H853 these H428 cities H5892 , and make about H5437 them walls H2346 , and towers H4026 , gates H1817 , and bars H1280 , while the land H776 is yet H5750 before H6440 us; because H3588 we have sought H1875 H853 the LORD H3068 our God H430 , we have sought H1875 him , and he hath given us rest H5117 on every side H4480 H5439 . So they built H1129 and prospered H6743 .
8. আসার ঢাল বড়শাধারী অনেক সৈন্য ছিল, যিহূদার তিন লক্ষ বিন্যামীনের ঢাল ধনুর্ধারী দুই লক্ষ আশী সহস্র; তাহারা সকলে বলবান বীর ছিল।
8. And Asa H609 had H1961 an army H2428 of men that bore H5375 targets H6793 and spears H7420 , out of H4480 Judah H3063 three H7969 hundred H3967 thousand H505 ; and out of Benjamin H4480 H1144 , that bore H5375 shields H4043 and drew H1869 bows H7198 , two hundred H3967 and fourscore H8084 thousand H505 : all H3605 these H428 were mighty men H1368 of valor H2428 .
9. পরে কূশদেশীয় সেরহ দশ লক্ষ সৈন্য তিন শত রথ সঙ্গে লইয়া তাহাদের বিরুদ্ধে বাহির হইলেন মারেশা পর্য্যন্ত আসিলেন।
9. And there came out H3318 against H413 them Zerah H2226 the Ethiopian H3569 with a host H2428 of a thousand H505 thousand H505 , and three H7969 hundred H3967 chariots H4818 ; and came H935 unto H5704 Mareshah H4762 .
10. তাহাতে আসা তাঁহার বিরুদ্ধে বাহির হইয়া আসিলেন। উহারা মারেশার নিকটস্থ সফাথা উপত্যকায় সৈন্য রচনা করিল।
10. Then Asa H609 went out H3318 against H6440 him , and they set the battle in array H6186 H4421 in the valley H1516 of Zephathah H6859 at Mareshah H4762 .
11. তখন আসা আপন ঈশ্বর সদাপ্রভুকে ডাকিলেন, কহিলেন, হে সদাপ্রভু, তুমি ছাড়া এমন আর কেহ নাই, যে বলবানের বলহীনের মধ্যে সাহায্য করে; হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, আমাদের সাহায্য কর; কেননা আমরা তোমার উপরে নির্ভর করি, এবং তোমারই নামে এই জন-সমারোহের বিরুদ্ধে আসিয়াছি। হে সদাপ্রভু, তুমি আমাদের ঈশ্বর, তোমার বিরুদ্ধে মর্ত্ত্য প্রবল না হউক।
11. And Asa H609 cried H7121 unto H413 the LORD H3068 his God H430 , and said H559 , LORD H3068 , it is nothing H369 with H5973 thee to help H5826 , whether H996 with many H7227 , or with them that have no H369 power H3581 : help H5826 us , O LORD H3068 our God H430 ; for H3588 we rest H8172 on H5921 thee , and in thy name H8034 we go H935 against H5921 this H2088 multitude H1995 . O LORD H3068 , thou H859 art our God H430 ; let not H408 man H582 prevail H6113 against H5973 thee.
12. তখন সদাপ্রভু আসার যিহূদার সম্মুখে কূশীয়দিগকে আঘাত করিলেন, আর কূশীয়েরা পলায়ন করিল।
12. So the LORD H3068 smote H5062 H853 the Ethiopians H3569 before H6440 Asa H609 , and before H6440 Judah H3063 ; and the Ethiopians H3569 fled H5127 .
13. আর আসা তাঁহার সঙ্গী লোকেরা গরার পর্য্যন্ত তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া চলিলেন, তাহাতে এক কূশীয় পতিত হইল যে, আর তাহারা সবল হইয়া উঠিতে পারিল না; কারণ সদাপ্রভুর তাঁহার সৈন্যের সম্মুখে আহারা ভগ্ন হইয়া পড়িল; এবং লোকেরা অতি প্রচুর লুট দ্রব্য লইয়া আসিল।
13. And Asa H609 and the people H5971 that H834 were with H5973 him pursued H7291 them unto H5704 Gerar H1642 : and the Ethiopians H4480 H3569 were overthrown H5307 , that they could not H369 recover H4241 themselves; for H3588 they were destroyed H7665 before H6440 the LORD H3068 , and before H6440 his host H4264 ; and they carried away H5375 very H3966 much H7235 spoil H7998 .
14. আর তাহারা গরারের চারিদিকে সমস্ত নগরকে আঘাত করিল, কেননা সদাপ্রভুর ভয় উহাদের উপরে পড়িয়াছিল; আরও তাহারা সেই সমস্ত নগর লুট করিল, কেননা সেই সকল নগরে প্রচুর লুট দ্রব্য ছিল।
14. And they smote H5221 H853 all H3605 the cities H5892 round about H5439 Gerar H1642 ; for H3588 the fear H6343 of the LORD H3068 came H1961 upon H5921 them : and they spoiled H962 H853 all H3605 the cities H5892 ; for H3588 there was H1961 exceeding much H7227 spoil H961 in them.
15. আর তাহারা পশুচারকদের তাম্বু সকলেও আঘাত করিল, এবং বিস্তর মেঘ উষ্ট্র লইয়া যিরূশালেমে ফিরিয়া আসিল।
15. They smote H5221 also H1571 the tents H168 of cattle H4735 , and carried away H7617 sheep H6629 and camels H1581 in abundance H7230 , and returned H7725 to Jerusalem H3389 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×