Bible Versions
Bible Books

Daniel 11:36 (BNV) Bengali Old BSI Version

1 আর মাদীয় দারিয়াবসের প্রথম বৎসরে আমিই তাঁহাকে সবল শক্তিমান্‌ করিতে দাঁড়াইয়াছিলাম।
2 যাহা হউক, এখন আমি তোমাকে সত্য কথা জ্ঞাত করিব। দেখ, পারস্যে আর তিন রাজা উৎপন্ন হইবে, আর চতুর্থ রাজা সর্ব্বাপেক্ষা অধিক ধনশালী হইবে, এবং আপন ধনে শক্তিমান্‌ হইলে যবন-রাজ্যের বিরুদ্ধে সকলকে উত্তেজিত করিবে।
3 পরে বীর্য্যবান্‌ এক রাজা উৎপন্ন হইবে, সে মহাকর্ত্তৃত্ব-বিশিষ্ট কর্ত্তা হইবে স্বেচ্ছানুসারে কর্ম্ম করিবে।
4 সে উৎপন্ন হইলে তাহার রাজ্য ভগ্ন হইবে, আকাশের চারি বায়ুর দিকে বিভক্ত হইবে, কিন্তু তাহার বংশের নিমিত্ত নয়, আর সে যে কর্ত্তৃত্ব করিত, তদনুসারে নয়; বস্তুতঃ তাহার রাজ্য উৎপাটিত হইয়া উহাদের নয়, কিন্তু অন্যদের হইবে।
5 আর দক্ষিণ দেশের রাজা বলবান হইবে, কিন্তু তাহার অধ্যক্ষদের মধ্যে এক জন তাহা হইতেও বলবান হইয়া প্রভুত্ব পাইবে, তাহার প্রভুত্ব মহাপ্রভুত্ব হইবে।
6 আর, বৎসরনিচয়ের শেষে তাহারা পরস্পর সম্বন্ধ পাতাইবে, আর মিলন করণার্থে দক্ষিণ দেশের রাজার কন্যা উত্তর দেশের রাজার কাছে গমন করিবে; কিন্তু সে কন্যা নিজের বাহুবল রক্ষা করিবে না, এবং সে রাজা তাহার বাহু স্থায়ী হইবে না; কিন্তু সেই মহিলা, এবং যাহারা তাহাকে আনিয়াছিল, আর যে তাহার জন্ম দিয়াছিল, যে তৎকালে তাহাকে বল দিয়াছিল, সকলে সমর্পিত হইবে।
7 তথাপি তাহার মূলের এক পল্লব হইতে এক জন তাহার পদে উৎপন্ন হইবে, আর সৈন্যের বিরুদ্ধে আসিয়া উত্তর দেশের রাজার দুর্গে প্রবেশ করিবে, এবং সেই সকলের বিপক্ষে ব্যাপৃত হইয়া পরাক্রম দেখাইবে।
8 আর সে তাহাদের ঢালা প্রতিমাগণের সহিত, তাহাদের রৌপ্য স্বর্ণের নানা রমণীয় পাত্রের সহিত তাহাদের দেবগণকে বন্দি করিয়া মিসরে লইয়া যাইবে, পরে কয়েক বৎসর উত্তর দেশের রাজা হইতে নিবৃত্ত থাকিবে।
9 আর সে দক্ষিণ দেশের রাজার রাজ্যে প্রবেশ করিবে, কিন্তু নিজ দেশে ফিরিয়া যাইবে।
10 তাহার পুত্রগণ যুদ্ধ করিবে, এবং বিপুল বলসমারোহ সংগ্রহ করিবে; তাহারা আসিবে, উথলিয়া উঠিয়া বাড়িতে থাকিবে, এবং তাহারা ফিরিয়া আসিবে, তাহার দুর্গ পর্য্যন্ত যুদ্ধ করিবে।
11 তাহাতে দক্ষিণ দেশের রাজা ক্রোধাবিষ্ট হইবে, এবং যাত্রা করিয়া তাহার সহিত, উত্তর দেশের রাজার সহিত, সংগ্রাম করিবে, সেও মহাসমারোহে একত্র করিবে, কিন্তু সেই সমারোহ উহার হস্তে সমর্পিত হইবে।
12 সমারোহ নীত হইবে সে উদ্ধতচিত্ত হইবে, আর সহস্র সহস্র লোককে নিপাত করিবে, তথাপি প্রবল থাকিবে না।
13 উত্তর দেশের রাজা ফিরিয়া আসিবে, এবং প্রথম সমারোহ অপেক্ষা বৃহৎ সমারোহ একত্র করিবে; আর কাল-পর্য্যায়ের শেষে, বৎসরনিচয়ের শেষে, মহাসৈন্য প্রচুর সামগ্রী লইয়া আসিবে।
14 তৎকালে দক্ষিণ দেশের রাজার বিরুদ্ধে অনেক লোক উঠিবে; এবং এই দর্শন যাহাতে সফল হয়, সেই জন্য তোমার জাতির মধ্যে দুর্জ্জন-সন্তানেরা আপনাদিগকে উচ্চ করিবে, কিন্তু তাহারা পতিত হইবে।
15 এইরূপে উত্তর দেশের রাজা আসিবে, জাঙ্গাল বাঁধিবে, এবং সুদৃঢ় নগর হস্তগত করিবে; তাহাতে দক্ষিণ দেশের সৈন্য তাহার মনোনীত লোকেরা স্থির থাকিবে না, স্থির থাকিতে তাহাদের শক্তি হইবে না।
16 কিন্তু যে তাহার বিরুদ্ধে আসিবে, সে স্বেচ্ছানুসারে কার্য্য করিবে, তাহার সাক্ষাতে কেহ দাঁড়াইতে পারিবে না; আর সে দেশরত্নে দণ্ডায়মান হইবে, তাহার হস্তে বিনাশ থাকিবে।
17 পরে সে আপন সমস্ত রাজ্যের পরাক্রম সঙ্গে করিয়া আসিবার জন্য উন্মুখ হইবে, তাহার সহিত সাম্য-নিয়ম স্থাপন করিবে; এবং বিনাশ করিবার নিমিত্ত উহাকে নারীগণের কন্যা দিবে, কিন্তু এটা স্থির থাকিবে না, তাহার হইবে না।
18 পরে সে উপকূল-সমূহের বিরুদ্ধে গিয়া অনেককে হস্তগত করিবে; কিন্তু এক সেনাপতি তাহার কৃত টিটকারি নিবৃত্ত করিবে, এমন কি, সে তাহার টিটকারি তাহারই উপরে ফিরাইয়া দিবে।
19 তখন সে আপন দেশের দুর্গ সকলের প্রতি মুখ ফিরাইবে; কিন্তু উছোট খাইয়া পড়িবে, তাহার উদ্দেশ আর পাওয়া যাইবে না।
20 পরে এমন এক জন তাহার পদ প্রাপ্ত হইবে, যে রাজ্যের শোভাস্থানে প্রজাপীড়ককে প্রেরণ করিবে, কিন্তু সে অল্প দিনের মধ্যে বিনষ্ট হইবে, ক্রোধেও নয়, যুদ্ধেও নয়।
21 পরে এক জন তুচ্ছ ব্যক্তি তাহার পদ পাইবে। তাহাকে রাজ্যের প্রভা দত্ত হয় নাই, কিন্তু সে নিশ্চিন্ততার সময়ে আসিয়া চাটুবাদ দ্বারা রাজ্য লাভ করিবে;
22 তাহার সম্মুখ হইতে আপ্লাবনকারী সৈন্য সকল আপ্লাবিত হইয়া ভগ্ন হইবে, এবং নিয়মের নায়কও ভগ্ন হইবে।
23 তাহার সহিত মিত্রতার কথা স্থির করণাবধি সে ছলনা করিবে, কারণ সে আসিয়া অল্প লোক দ্বারা পরাক্রমী হইবে।
24 সে নিশ্চিন্ততার সময়ে প্রদেশের অতি উত্তম উত্তম স্থানে প্রবেশ করিবে, এবং তাহার পিতৃপুরুষেরা এবং পিতৃপুরুষদের পিতৃপুরুষেরাও যাহা করে নাই, তাহা করিবে; সে লোকদের মধ্যে লুটদ্রব্য, হৃতবস্তু এবং সম্পত্তি বিকীর্ণ করিবে, দৃঢ় দুর্গ সকলের বিরুদ্ধে কৌশল কল্পনা করিবে, কিছু কাল করিবে।
25 আর সে অনেক সৈন্য সঙ্গে লইয়া দক্ষিণ দেশের রাজার বিরুদ্ধে আপন বল চিত্ত উত্তেজিত করিবে; তাহাতে দক্ষিণ দেশের রাজা অতি পরাক্রান্ত বিস্তর সৈন্য সঙ্গে লইয়া যুদ্ধ করিবে, কিন্তু স্থির থাকিবে না, কেননা তাহারা তাহার বিরুদ্ধে নানা কৌশল কল্পনা করিবে।
26 যাহারা তাহার আহারীয় দ্রব্যের ভাগী, তাহারাই তাহাকে বিনষ্ট করিবে, উহার সৈন্য আপ্লাবন করিবে; এবং অনেকে নিহত হইয়া পড়িবে।
27 আর এই দুই রাজার চিত্ত হিংসাপূর্ণ হইবে, এবং তাহারা এক মেজে বসিয়া মিথ্যাকথা কহিবে, কিন্তু তাহা সফল হইবে না, কেননা তখনও শেষ নিরূপিত কালের অপেক্ষা করিবে।
28 আর সে অনেক সম্পত্তি লইয়া আপন দেশে ফিরিয়া যাইবে, তাহার অন্তঃকরণ পবিত্র নিয়মের বিপক্ষ হইবে, এবং যে কার্য্য করিয়া আপন দেশে ফিরিয়া যাইবে।
29 নিরূপিত কালে সে ফিরিয়া আসিবে, দক্ষিণ দেশে প্রবেশ করিবে, কিন্তু পূর্ব্বকালে যেমন ছিল, উত্তরকালে তেমন হইবে না।
30 কারণ কিত্তীমের জাহাজ সকল তাহার বিরুদ্ধে আসিবে, এজন্য সে বিষণ্ণ হইয়া ফিরিয়া যাইবে, পবিত্র নিয়মের বিরুদ্ধে ক্রোধ করিয়া কার্য্য করিবে; সে ফিরিয়া আসিবে, যাহারা পবিত্র নিয়ম ত্যাগ করে, তাহাদের প্রতি মনোযোগ করিবে।
31 আর তাহার নিকট হইতে সৈন্যগণ উঠিবে, ধর্ম্মধাম অর্থাৎ দুর্গ অশুচি করিবে, নিত্য নৈবেদ্য নিবৃত্ত করিবে, এবং ধ্বংসকারী ঘৃণার্হ বস্তু স্থাপন করিবে।
32 যাহারা সেই নিয়ম সম্বন্ধে দুষ্কার্য্য করে, সে তাহাদিগকে চাটুবাদ দ্বারা ভ্রষ্ট করিবে, কিন্তু যে প্রজারা আপন ঈশ্বরকে জানে, তাহারা বলবান হইয়া কার্য্য করিবে।
33 আর প্রজাদের মধ্যে যাহারা বুদ্ধিমান, তাহারা অনেককে উপদেশ দিবে; তথাপি কিছু দিন পর্য্যন্ত তাহারা খড়্‌গে অগ্নিশিখায়, বন্দিদশায় লুটে পতিত হইবে।
34 যখন পড়িবে, তখন তাহারা অল্প সাহায্য প্রাপ্ত হইবে, আর অনেকে চাটুবাদ দ্বারা তাহাদিগেতে আসক্ত হইবে।
35 আর বুদ্ধিমানদের মধ্যে কেহ কেহ পতিত হইবে, যেন তাহারা পরীক্ষাসিদ্ধ, পরিষ্কৃত শুক্লীকৃত হয়; শেষ পর্য্যন্ত হইা হইবে; কেননা তখনও নিরূপিত কালের অপেক্ষা করা যাইবে।
36 আর সেই রাজা স্বেচ্ছানুযায়ী কর্ম্ম করিবে, সমস্ত দেবতা অপেক্ষা আপনাকে বড় করিয়া দেখাইবে, দর্প করিবে, এবং ঈশ্বরদের ঈশ্বরের বিপরীতে অদ্ভুত কথা কহিবে, আর ক্রোধ সম্পন্ন না হওয়া পর্য্যন্ত কুশলপ্রাপ্ত থাকিবে; কেননা যাহা নিরূপিত, তাহাই করা যাইবে।
37 আর সে আপন পিতৃপুরুষদের দেবগণকে মানিবে না, এবং স্ত্রীলোকদের কামনাকে কিম্বা কোন দেবতাকে মানিবে না; কেননা সে সর্ব্বাপেক্ষা আপনাকেই বড় করিয়া দেখাইবে।
38 কিন্তু সে স্বস্থানে দুর্গ-দেবের সম্মান করিবে, এবং আপন পিতৃপুরুষদের অজ্ঞাত দেবকে স্বর্ণ, রৌপ্য, মণি মনোরম্য বস্তু দিয়া সম্মান করিবে।
39 আর সে বিজাতীয় দেবের সাহায্যে অতি দৃঢ় দুর্গ সকলের বিরুদ্ধে ব্যাপৃত হইবে; যত লোক তাহাকে স্বীকার করিবে, তাহাদিগকে সে অতি সম্মানিত করিবে; তাহাদিগকে অনেকের উপরে কর্ত্তৃত্বপদ দিবে, পারিতোষিকরূপে ভূমি বিভাগ করিয়া দিবে।
40 পরে শেষকালে দক্ষিণ দেশের রাজা তাহাকে ঢুসাইবে; আর উত্তর দেশের রাজা রথের, অশ্বারোহীদের অনেক জাহাজের সহিত ঘূর্ণ্যবায়ুর ন্যায় তাহার বিরুদ্ধে আসিবে; এবং নানা দেশের মধ্যে প্রবেশ করিবে উথলিয়া উঠিয়া বাড়িতে থাকিবে।
41 সে রত্নস্বরূপ দেশেও প্রবেশ করিবে, তাহাতে অনেক দেশ পরাভূত হইবে, কিন্তু ইদোম মোয়াব এবং অম্মোন-সন্তানদের শ্রেষ্ঠাংশ তাহার হস্ত হইতে রক্ষা পাইবে।
42 আর সে নানা দেশের উপরে হস্ত প্রসারণ করিবে, আর মিসর দেশ রক্ষা পাইবে না।
43 মিস্রীয়দের স্বর্ণ রৌপ্যের ভাণ্ডার সকল সমস্ত রত্ন তাহার হস্তগত হইবে, এবং লুবীয়েরা কূশীয়েরা তাহার অনুচর হইবে।
44 কিন্তু পূর্ব্ব উত্তর দেশ হইতে আগত সংবাদ তাহাকে বিহ্বল করিবে, এবং সে অনেককে উচ্ছিন্ন নিঃশেষে বিনষ্ট করণার্থে মহাক্রোধে যাত্রা করিবে।
45 আর সে সমুদ্রের পবিত্র গিরিরত্নের মধ্যে রাজকীয় তাম্বু স্থাপন করিবে; তথাপি তাহার শেষকাল উপস্থিত হইবে, কেহ তাহার সাহায্য করিবে না।
1 Also I H589 in the first H259 year H8141 of Darius H1867 the Mede, H4075 even I, stood H5975 to confirm H2388 and to strengthen H4581 him.
2 And now H6258 will I show H5046 thee the truth. H571 Behold, H2009 there shall stand up H5975 yet H5750 three H7969 kings H4428 in Persia; H6539 and the fourth H7243 shall be far richer H6238 H1419 H6239 than they all H4480 : H3605 and by his strength H2393 through his riches H6239 he shall stir up H5782 all H3605 against H854 the realm H4438 of Greece. H3120
3 And a mighty H1368 king H4428 shall stand up, H5975 that shall rule H4910 with great H7227 dominion, H4474 and do H6213 according to his will. H7522
4 And when he shall stand up, H5975 his kingdom H4438 shall be broken, H7665 and shall be divided H2673 toward the four H702 winds H7307 of heaven; H8064 and not H3808 to his posterity, H319 nor H3808 according to his dominion H4915 which H834 he ruled: H4910 for H3588 his kingdom H4438 shall be plucked up, H5428 even for others H312 beside H4480 H905 those. H428
5 And the king H4428 of the south H5045 shall be strong, H2388 and one of H4480 his princes; H8269 and he shall be strong H2388 above H5921 him , and have dominion; H4910 his dominion H4474 shall be a great H7227 dominion. H4474
6 And in the end H7093 of years H8141 they shall join themselves together; H2266 for the king's H4428 daughter H1323 of the south H5045 shall come H935 to H413 the king H4428 of the north H6828 to make H6213 an agreement: H4339 but she shall not H3808 retain H6113 the power H3581 of the arm; H2220 neither H3808 shall he stand, H5975 nor his arm: H2220 but she H1931 shall be given up, H5414 and they that brought H935 her , and he that begot H3205 her , and he that strengthened H2388 her in these times. H6256
7 But out of a branch H4480 H5342 of her roots H8328 shall one stand up H5975 in his estate, H3653 which shall come H935 with H413 an army, H2428 and shall enter H935 into the fortress H4581 of the king H4428 of the north, H6828 and shall deal H6213 against them , and shall prevail: H2388
8 And shall also H1571 carry H935 captives H7628 into Egypt H4714 their gods, H430 with H5973 their princes, H5257 and with H5973 their precious H2532 vessels H3627 of silver H3701 and of gold; H2091 and he H1931 shall continue H5975 more years H8141 than the king H4480 H4428 of the north. H6828
9 So the king H4428 of the south H5045 shall come H935 into his kingdom, H4438 and shall return H7725 into H413 his own land. H127
10 But his sons H1121 shall be stirred up, H1624 and shall assemble H622 a multitude H1995 of great H7227 forces: H2428 and one shall certainly come H935 H935 , and overflow, H7857 and pass through: H5674 then shall he return, H7725 and be stirred up, H1624 even to H5704 his fortress. H4581
11 And the king H4428 of the south H5045 shall be moved with anger, H4843 and shall come forth H3318 and fight H3898 with H5973 him, even with H5973 the king H4428 of the north: H6828 and he shall set forth H5975 a great H7227 multitude; H1995 but the multitude H1995 shall be given H5414 into his hand. H3027
12 And when he hath taken away H5375 the multitude, H1995 his heart H3824 shall be lifted up; H7311 and he shall cast down H5307 many ten thousands: H7239 but he shall not H3808 be strengthened H5810 by it .
13 For the king H4428 of the north H6828 shall return, H7725 and shall set forth H5975 a multitude H1995 greater H7227 than H4480 the former, H7223 and shall certainly come H935 H935 after H7093 certain H6256 years H8141 with a great H1419 army H2428 and with much H7227 riches. H7399
14 And in those H1992 times H6256 there shall many H7227 stand up H5975 against H5921 the king H4428 of the south: H5045 also the robbers H1121 H6530 of thy people H5971 shall exalt themselves H5375 to establish H5975 the vision; H2377 but they shall fall. H3782
15 So the king H4428 of the north H6828 shall come, H935 and cast up H8210 a mount, H5550 and take H3920 the most fenced H4013 cities: H5892 and the arms H2220 of the south H5045 shall not H3808 withstand, H5975 neither his chosen H4005 people, H5971 neither H369 shall there be any strength H3581 to withstand. H5975
16 But he that cometh H935 against H413 him shall do H6213 according to his own will, H7522 and none H369 shall stand H5975 before H6440 him : and he shall stand H5975 in the glorious H6643 land, H776 which by his hand H3027 shall be consumed. H3615
17 He shall also set H7760 his face H6440 to enter H935 with the strength H8633 of his whole H3605 kingdom, H4438 and upright ones H3477 with H5973 him ; thus shall he do: H6213 and he shall give H5414 him the daughter H1323 of women, H802 corrupting H7843 her : but she shall not H3808 stand H5975 on his side , neither H3808 be H1961 for him.
18 After this shall he turn H7725 his face H6440 unto the isles, H339 and shall take H3920 many: H7227 but a prince H7101 for his own behalf shall cause the reproach H2781 offered by him to cease; H7673 without H1115 his own reproach H2781 he shall cause it to turn H7725 upon him.
19 Then he shall turn H7725 his face H6440 toward the fort H4581 of his own land: H776 but he shall stumble H3782 and fall, H5307 and not H3808 be found. H4672
20 Then shall stand up H5975 in H5921 his estate H3653 a raiser H5674 of taxes H5065 in the glory H1925 of the kingdom: H4438 but within few H259 days H3117 he shall be destroyed, H7665 neither H3808 in anger, H639 nor H3808 in battle. H4421
21 And in H5921 his estate H3653 shall stand up H5975 a vile person, H959 to H5921 whom they shall not H3808 give H5414 the honor H1935 of the kingdom: H4438 but he shall come in H935 peaceably, H7962 and obtain H2388 the kingdom H4438 by flatteries. H2519
22 And with the arms H2220 of a flood H7858 shall they be overflown H7857 from before H4480 H6440 him , and shall be broken; H7665 yea, also H1571 the prince H5057 of the covenant. H1285
23 And after H4480 the league H2266 made with H413 him he shall work H6213 deceitfully: H4820 for he shall come up, H5927 and shall become strong H6105 with a small H4592 people. H1471
24 He shall enter H935 peaceably H7962 even upon the fattest places H4924 of the province; H4082 and he shall do H6213 that which H834 his fathers H1 have not H3808 done, H6213 nor his fathers' H1 fathers; H1 he shall scatter H967 among them the prey, H961 and spoil, H7998 and riches: H7399 yea , and he shall forecast H2803 his devices H4284 against H5921 the strongholds, H4013 even for H5704 a time. H6256
25 And he shall stir up H5782 his power H3581 and his courage H3824 against H5921 the king H4428 of the south H5045 with a great H1419 army; H2428 and the king H4428 of the south H5045 shall be stirred up H1624 to battle H4421 with a very H5704 H3966 great H1419 and mighty H6099 army; H2428 but he shall not H3808 stand: H5975 for H3588 they shall forecast H2803 devices H4284 against H5921 him.
26 Yea , they that feed H398 of the portion of his meat H6598 shall destroy H7665 him , and his army H2428 shall overflow: H7857 and many H7227 shall fall down H5307 slain. H2491
27 And both H8147 these kings' H4428 hearts H3824 shall be to do mischief, H4827 and they shall speak H1696 lies H3577 at H5921 one H259 table; H7979 but it shall not H3808 prosper: H6743 for H3588 yet H5750 the end H7093 shall be at the time appointed. H4150
28 Then shall he return H7725 into his land H776 with great H1419 riches; H7399 and his heart H3824 shall be against H5921 the holy H6944 covenant; H1285 and he shall do H6213 exploits , and return H7725 to his own land. H776
29 At the time appointed H4150 he shall return, H7725 and come H935 toward the south; H5045 but it shall not H3808 be H1961 as the former, H7223 or as the latter. H314
30 For the ships H6716 of Chittim H3794 shall come H935 against him : therefore he shall be grieved, H3512 and return, H7725 and have indignation H2194 against H5921 the holy H6944 covenant: H1285 so shall he do; H6213 he shall even return, H7725 and have intelligence H995 with H5921 them that forsake H5800 the holy H6944 covenant. H1285
31 And arms H2220 shall stand H5975 on his part, H4480 and they shall pollute H2490 the sanctuary H4720 of strength, H4581 and shall take away H5493 the daily H8548 sacrifice , and they shall place H5414 the abomination H8251 that maketh desolate. H8074
32 And such as do wickedly against H7561 the covenant H1285 shall he corrupt H2610 by flatteries: H2514 but the people H5971 that do know H3045 their God H430 shall be strong, H2388 and do H6213 exploits .
33 And they that understand H7919 among the people H5971 shall instruct H995 many: H7227 yet they shall fall H3782 by the sword, H2719 and by flame, H3852 by captivity, H7628 and by spoil, H961 many days. H3117
34 Now when they shall fall, H3782 they shall be helped H5826 with a little H4592 help: H5828 but many H7227 shall cleave H3867 to H5921 them with flatteries. H2519
35 And some of H4480 them of understanding H7919 shall fall, H3782 to try H6884 them , and to purge, H1305 and to make them white, H3835 even to H5704 the time H6256 of the end: H7093 because H3588 it is yet H5750 for a time appointed. H4150
36 And the king H4428 shall do H6213 according to his will; H7522 and he shall exalt himself, H7311 and magnify himself H1431 above H5921 every H3605 god, H410 and shall speak H1696 marvelous things H6381 against H5921 the God H410 of gods, H410 and shall prosper H6743 till H5704 the indignation H2195 be accomplished: H3615 for H3588 that that is determined H2782 shall be done. H6213
37 Neither shall he regard H5921 H3808 H995 the God H430 of his fathers, H1 nor the desire H2532 of women, H802 nor regard any H3605 H3808 H995 god: H433 for H3588 he shall magnify himself H1431 above H5921 all. H3605
38 But in H5921 his estate H3653 shall he honor H3513 the God H433 of forces: H4581 and a god H433 whom H834 his fathers H1 knew H3045 not H3808 shall he honor H3513 with gold, H2091 and silver, H3701 and with precious H3368 stones, H68 and pleasant things. H2530
39 Thus shall he do H6213 in the most strong holds H4013 H4581 with H5973 a strange H5236 god, H433 whom H834 he shall acknowledge H5234 and increase H7235 with glory: H3519 and he shall cause them to rule H4910 over many, H7227 and shall divide H2505 the land H127 for gain. H4242
40 And at the time H6256 of the end H7093 shall the king H4428 of the south H5045 push H5055 at H5973 him : and the king H4428 of the north H6828 shall come against him like a whirlwind H8175 H5921 , with chariots, H7393 and with horsemen, H6571 and with many H7227 ships; H591 and he shall enter H935 into the countries, H776 and shall overflow H7857 and pass over. H5674
41 He shall enter H935 also into the glorious H6643 land, H776 and many H7227 countries shall be overthrown: H3782 but these H428 shall escape H4422 out of his hand H4480 H3027 , even Edom, H123 and Moab, H4124 and the chief H7225 of the children H1121 of Ammon. H5983
42 He shall stretch forth H7971 his hand H3027 also upon the countries: H776 and the land H776 of Egypt H4714 shall not H3808 escape H1961 H6413 .
43 But he shall have power H4910 over the treasures H4362 of gold H2091 and of silver, H3701 and over all H3605 the precious things H2530 of Egypt: H4714 and the Libyans H3864 and the Ethiopians H3569 shall be at his steps. H4703
44 But tidings H8052 out of the east H4480 H4217 and out of the north H4480 H6828 shall trouble H926 him : therefore he shall go forth H3318 with great H1419 fury H2534 to destroy, H8045 and utterly to make away H2763 many. H7227
45 And he shall plant H5193 the tabernacles H168 of his palace H643 between H996 the seas H3220 in the glorious H6643 holy H6944 mountain; H2022 yet he shall come H935 to H5704 his end, H7093 and none H369 shall help H5826 him.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×