Bible Versions
Bible Books

Daniel 2:21 (BNV) Bengali Old BSI Version

1 নবূখদ্‌নিৎসরের রাজত্বের দ্বিতীয় বৎসরে নবূখদ্‌নিৎসর স্বপ্ন দেখিলেন, আর তাঁহার আত্মা উদ্বিগ্ন হইল, তাঁহার নিদ্রাভঙ্গ হইল।
2 পরে রাজা আদেশ করিলেন, যেন তাঁহাকে স্বপ্ন বুঝাইয়া দিবার নিমিত্ত মন্ত্রবেত্তা, গণক, মায়াবী কল্‌দীয়দিগকে আহ্বান করা হয়। তাহারা আসিয়া রাজার সম্মুখে দাঁড়াইল।
3 তখন রাজা তাহাদিগকে কহিলেন, আমি একটা স্বপ্ন দেখিয়াছি, সেই স্বপ্ন বুঝিবার জন্য আমার আত্মা উদ্বিগ্ন হইয়াছে।
4 তখন কল্‌দীয়েরা রাজাকে বলিল,— অরামীয় ভাষা —মহারাজ! চিরজীবী হউন; আপনার এই দাসদিগকে স্বপ্নটী বলুন, আমরা তাৎপর্য্য জানাইব।
5 রাজা উত্তর করিয়া কল্‌দীয়দিগকে কহিলেন, আমার এই আদেশবাক্য বাহির হইয়াছে; তোমরা যদি সেই স্বপ্ন স্বপ্নের তাৎপর্য্য আমাকে জ্ঞাত না কর, তবে খণ্ডবিখণ্ড হইবে, এবং তোমাদের গৃহ সকল সারের ঢিবী করা যাইবে;
6 কিন্তু যদি সেই স্বপ্ন স্বপ্নের তাৎপর্য্য জ্ঞাত কর, তবে আমার কাছে দান, পারিতোষিক মহাসমাদর পাইবে; অতএব সেই স্বপ্ন স্বপ্নের তাৎপর্য্য আমাকে জানাও।
7 তাহারা পুনর্ব্বার উত্তর করিয়া বলিল, মহারাজ, আপনার দাসদিগকে স্বপ্নটী বলুন, আমরা তাৎপর্য্য জানাইব।
8 রাজা উত্তর করিয়া কহিলেন, আমি নিশ্চয় জানিলাম, আমার আদেশবাক্য বাহির হইয়াছে দেখিয়া তোমরা কাল বিলম্ব করিতে চাহিতেছ;
9 কিন্তু যদি তোমরা সেই স্বপ্ন আমাকে জ্ঞাত না কর, তবে তোমাদের জন্য একমাত্র ব্যবস্থা রহিল; কেননা তোমরা আমার সাক্ষাতে মিথ্যাকথা বঞ্চনাবাক্য বলিবার মন্ত্রণা করিতেছ, যে পর্য্যন্ত না সময়ের পরিপর্ত্তন হয়; অতএব তোমরা আমাকে স্বপ্নটী বল, তাহাতে জানিব, স্বপ্নের তাৎপর্য্যও আমাকে জানাইতে পার।
10 কল্‌দীয়েরা রাজার সম্মুখে উত্তর করিয়া বলিল, মহারাজের স্বপ্নকথা জানাইতে পারে, পৃথিবীতে এমন মনুষ্য কেহ নাই; বাস্তবিক মহান্‌ কি পরাক্রান্ত কোন রাজা কখন কোন মন্ত্রবেত্তাকে কি গণককে কি কল্‌দীয়কে এমন কথা জিজ্ঞাসা করেন নাই।
11 মহারাজ যে কথা জিজ্ঞাসা করিতেছেন, তাহা দুরূহ; বস্তুতঃ যাঁহারা মাংসদেহে বাস করেন না, সেই দেবগণ ব্যতিরেকে আর কেহ নাই যে মহারাজের সম্মুখে ইহা জানাইতে পারে।
12 ইহা শুনিয়া রাজা অত্যন্ত ক্রুদ্ধ কোপান্বিত হইয়া বাবিলের সমস্ত বিদ্বান্‌ লোককে বধ করিতে আজ্ঞা দিলেন।
13 তখন এই আজ্ঞা প্রচারিত হইল যে, বিদ্বান্‌ লোকদিগকে বধ করিতে হইবে; আর লোকেরা দানিয়েলকে তাঁহার সহচরদিগকে বধ করণার্থে তাহাদের অন্বেষণ করিল।
14 তখন যে রাজসেনাপতি অরিয়োক বাবিলীয় বিদ্বান্‌ লোকদিগকে বধ করিবার নিমিত্ত বাহির হইয়াছিলেন, তাঁহার কাছে দানিয়েল বিবেচনা জ্ঞান সহকারে কথা কহিলেন।
15 তিনি রাজসেনাপতি অরিয়োককে জিজ্ঞাসা করিলেন, রাজার আদেশ এত প্রচণ্ড কেন? তাহাতে অরিয়োক দানিয়েলকে বৃত্তান্ত জ্ঞাত করিলেন।
16 তখন দানিয়েল রাজার নিকটে গিয়া এই প্রার্থনা করিলেন, আমার জন্য সময় নিরূপণ করিতে আজ্ঞা হউক, যেন আমি মহারাজকে স্বপ্নটীর তাৎপর্য্য জ্ঞাত করিতে পারি।
17 পরে দানিয়েল গৃহে গিয়া আপনার সহচর হনানিয়, মীশায়েল, অসরিয়কে সেই কথা জ্ঞাত করিলেন;
18 যেন তাঁহারা নিগূঢ় বিষয় সম্বন্ধে স্বর্গের ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করেন; দানিয়েল তাঁহার সহচরগণ যেন বাবিলের অন্য বিদ্বান্‌ লোকদের সঙ্গে বিনষ্ট না হন।
19 তখন রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে নিগূঢ় বিষয় প্রকাশিত হইল; তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ করিলেন।
20 দানিয়েল কহিলেন, ঈশ্বরের নাম যুগে যুগে চিরকাল ধন্য হউক, কেননা জ্ঞান পরাক্রম তাঁহারই।
21 তিনিই কাল ঋতু পরিরত্তন করেন; রাজাদিগকে পদভ্রষ্ট করেন, রাজাদিগকে পদস্থ করেন; তিনি জ্ঞানীদিগকে জ্ঞান দেন, বিবেচকদিগকে বিবেচনা দেন।
22 তিনিই গভীর গুপ্ত বিষয় প্রকাশ করেন, অন্ধকারে যাহা আছে, তাহা তিনি জানেন, এবং তাঁহার কাছে জ্যোতিঃ বাস করে।
23 হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ প্রশংসা করি, তুমি আমাকে জ্ঞাত সামর্থ্য দিয়াছ, আমরা তোমার কাছে যাহা চাহিয়াছিলাম, তাহা আমাকে এখন জানাইলে; তুমি রাজার স্বপ্ন আমাদিগকে জানাইলে।
24 এই কারণ দানিয়েল সেই অরিয়োকের নিকটে প্রবেশ করিলেন, যাঁহাকে রাজা বাবিলের বিদ্বান্‌ লোকদিগকে বধ করিতে নিযুক্ত করিয়াছিলেন; তিনি গিয়া তাঁহাকে এইরূপ কহিলেন, আপনি বাবিলের বিদ্বান্‌ লোকদিগকে বধ করিবেন না; রাজার নিকটে আমাকে লইয়া চলুন; আমি রাজাকে তাৎপর্য্য জ্ঞাত করিব।
25 তখন অরিয়োক সত্বর দানিয়েলকে রাজার নিকটে লইয়া গেলেন, আর রাজাকে এই কথা কহিলেন, নির্ব্বাসিত যিহূদীদের মধ্যে এই এক ব্যক্তিকে পাইলাম; ইনি মহারাজকে তাৎপর্য্য জ্ঞাত করিবেন।
26 রাজা বেল্টশৎসর নামে আখ্যাত দানিয়েলকে জিজ্ঞাসা করিলেন, আমি যে স্বপ্ন দেখিয়াছি, সেই স্বপ্ন তাহার তাৎপর্য্য তুমি কি আমাকে জানাইতে পার?
27 দানিয়েল রাজার সাক্ষাতে উত্তর করিয়া কহিলেন, মহারাজ যে নিগূঢ় কথা জিজ্ঞাসা করিয়াছেন, তাহা বিদ্বান্‌ কি গণক কি মন্ত্রবেত্তা কি জ্যোতির্ব্বেত্তারা মহারাজকে জানাইতে পারে না;
28 কিন্তু ঈশ্বর স্বর্গে আছেন, তিনি নিগূঢ় বিষয় প্রকাশ করেন, আর উত্তরকালে যাহা যাহা ঘটিবে, তাহা তিনি মহারাজ নবূখদ্‌নিৎসরকে জানাইয়াছেন। আপনার স্বপ্ন এবং শয্যার উপরে আপনার মনের দর্শন এই।
29 হে মহারাজ, শয্যার উপরে আপনার মনে এই চিন্তা উৎপন্ন হইয়াছিল যে, ইহার পরে কি হইবে; আর যিনি নিগূঢ় বিষয় প্রকাশ করেন, তিনি আপনাকে ভাবী ঘটনা জানাইয়াছেন।
30 পরন্তু আমার সম্বন্ধে ইহা বক্তব্য, অন্য কোন জীবিত লোক অপেক্ষা আমার অধিক জ্ঞান আছে বলিয়া যে আমার কাছে এই নিগূঢ় বিষয় প্রকাশিত হইল তাহা নয়, কিন্তু অভিপ্রায় এই, যেন মহারাজকে তাৎপর্য্য জ্ঞাত করা যায়, আর আপনি যেন আপনার মনের চিন্তা বুঝিতে পারেন।
31 হে মহারাজ, আপনি দৃষ্টিপাত করিয়াছিলেন, আর দেখুন, এক প্রকাণ্ড প্রতিমা; সেই প্রতিমা বৃহৎ এবং অতিশয় তেজোবিশিষ্ট; তাহা আপনার সম্মুখে দাঁড়াইয়াছিল; আর তাহার দৃশ্য ভয়ঙ্কর।
32 সেই প্রতিমার বৃত্তান্ত এই; তাহার মস্তক সুবর্ণময়, তাহার বক্ষঃ বাহু রৌপ্যময়, তাহার উদর ঊরুদেশ পিত্তলময়;
33 তাহার জঙ্ঘা লৌহময়, এবং তাহার চরণ কিছু লৌহময় কিছু মৃত্তিকাময় ছিল।
34 আপনি দৃষ্টিপাত করিতে থাকিলেন, শেষে বিনা হস্তে খনিত এক প্রস্তর সেই প্রতিমার লৌহ মৃণ্ময় দুই চরণে আঘাত করিয়া সেইগুলি চূর্ণ করিল।
35 তখন সেই লৌহ, মৃত্তিকা, পিত্তল, রৌপ্য সুবর্ণ একসঙ্গে চূর্ণ হইয়া গ্রীষ্মকালীন খামারের তুষের ন্যায় হইল, আর বায়ু সে সকল উড়াইয়া লইয়া গেল, তাহাদের জন্য আর কোথাও স্থান পাওয়া গেল না। আর যে প্রস্তরখানি প্রতিমাকে আঘাত করিয়াছিল, তাহা বাড়িয়া মহাপর্ব্বত হইয়া উঠিল, এবং সমস্ত পৃথিবী পূর্ণ করিল।
36 স্বপ্নটী এই; এখন আমরা মহারাজের সাক্ষাতে ইহার তাৎপর্য্য জ্ঞাত করি।
37 হে মহারাজ, আপনি রাজাধিরাজ, স্বর্গের ঈশ্বর আপনাকে রাজ্য, ক্ষমতা, পরাক্রম মহিমা দিয়াছেন।
38 আর যে কোন স্থানে মনুষ্য-সন্তানগণ বাস করে, সেই স্থানে তিনি মাঠের পশু আকাশের পক্ষিগণকে আপনার হস্তে সমর্পণ করিয়াছেন, এবং তাহাদের সকলের উপরে আপনাকে কর্ত্তৃত্ব দিয়াছেন; আপনিই সেই স্বর্ণময় মস্তক।
39 আপনার পশ্চাতে আপনা হইতে ক্ষুদ্র আর এক রাজ্য উঠিবে; তাহার পরে পিত্তলময় তৃতীয় এক রাজ্য উঠিবে, তাহা সমস্ত পৃথিবীর উপরে কর্ত্তৃত্ব করিবে।
40 আর চতুর্থ রাজ্য লৌহবৎ দৃঢ় হইবে; কারণ লৌহ যেমন সমস্ত দ্রব্য চূর্ণ করে পাড়িয়া ফেলে, লৌহ যেমন এই সকল চূর্ণ করে, তদ্রূপ সেই রাজ্য সকলই ভাঙ্গিয়া চূর্ণ করিবে।
41 আর আপনি দেখিয়াছেন, দুই চরণ চরণের অঙ্গুলি সকল কিছু কুম্ভকারের মৃত্তিকার কিছু লৌহের, ইহাতে বিভক্ত রাজ্য বুঝায়; কিন্তু সেই রাজ্যে লৌহের দৃঢ়তা থাকিবে, কেননা আপনি কর্দ্দমে মিশ্রিত লৌহ দেখিয়াছেন।
42 আর চরণের অঙ্গুলি সকল যেরূপ কিছু লৌহময় কিছু মৃণ্ময় ছিল, তদ্রূপ রাজ্যের একাংশ দৃঢ় একাংশ ভঙ্গুর হইবে।
43 আর আপনি যেমন দেখিয়াছেন, লৌহ কর্দ্দমে মিশ্রিত হইয়াছে, তদ্রূপ সেই লোকেরা মনুষ্যের বীর্য্যে পরস্পর মিশ্রিত হইবে; কিন্তু যেমন লৌহ মৃত্তিকার সহিত মিশ্রিত হয় না, তদ্রূপ তাহারা পরস্পর মিশ্রিত থাকিবে না।
44 আর সেই রাজগণের সময়ে স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনও বিনষ্ট হইবে না, এবং সেই রাজত্ব অন্য জাতির হস্তে সমর্পিত হইবে না; তাহা সকল রাজ্য চূর্ণ বিনষ্ট করিয়া আপনি চিরস্থায়ী হইবে।
45 কারণ আপনি দেখিয়াছেন, পর্ব্বত হইতে একখানি প্রস্তর বিনা হস্তে খনিত হইল, এবং লৌহ, পিত্তল, মৃত্তিকা, রৌপ্য সুবর্ণকে চূর্ণ করিল; মহান্‌ ঈশ্বর মহারাজকে ভাবী ঘটনা জানাইয়াছেন; স্বপ্নটী নিশ্চিত তাহার তাৎপর্য্য সত্য।
46 তখন রাজা নবূখদ্‌নিৎসর উপুড় হইয়া দানিয়েলকে প্রণাম করিলেন, এবং তাঁহার উদ্দেশে নৈবেদ্য সুগন্ধি দ্রব্য উৎসর্গ করিতে আজ্ঞা দিলেন।
47 রাজা দানিয়েলকে কহিলেন, সত্যই তোমাদের ঈশ্বর দেবগণের ঈশ্বর, রাজাদের প্রভু নিগূঢ়তত্ত্বপ্রকাশক, কেননা তুমি এই নিগূঢ়তত্ত্বের বিষয় প্রকাশ করিতে সমর্থ হইয়াছ।
48 তখন রাজা দানিয়েলকে মহান্‌ করিলেন, তাঁহাকে অনেক বহুমূল্য উপহার দিলেন, এবং তাঁহাকে বাবিলের সমস্ত প্রদেশের কর্ত্তা বাবিলস্থ সমুদয় বিদ্বান্‌ লোকের প্রধান অধিপতি করিয়া নিযুক্ত করিলেন।
49 পরে দানিয়েল রাজার নিকটে নিবেদন করিলে রাজা শদ্রক, মৈশক, অবেদ-নগোকে বাবিল প্রদেশের রাজকার্য্যে নিযুক্ত করিলেন; কিন্তু দানিয়েল রাজদ্বারে থাকিতেন।
1 And in the second H8147 year H8141 of the reign H4438 of Nebuchadnezzar H5019 Nebuchadnezzar H5019 dreamed H2492 dreams, H2472 wherewith his spirit H7307 was troubled, H6470 and his sleep H8142 broke H1961 from H5921 him.
2 Then the king H4428 commanded H559 to call H7121 the magicians, H2748 and the astrologers, H825 and the sorcerers, H3784 and the Chaldeans, H3778 for to show H5046 the king H4428 his dreams. H2472 So they came H935 and stood H5975 before H6440 the king. H4428
3 And the king H4428 said H559 unto them , I have dreamed H2492 a dream, H2472 and my spirit H7307 was troubled H6470 to know H3045 H853 the dream. H2472
4 Then spoke H1696 the Chaldeans H3778 to the king H4428 in Syriac, H762 O king, H4430 live H2418 forever: H5957 tell H560 thy servants H5649 the dream, H2493 and we will show H2324 the interpretation. H6591
5 The king H4430 answered H6032 and said H560 to the Chaldeans, H3779 The thing H4406 is gone H230 from H4481 me: if H2006 ye will not H3809 make known H3046 unto me the dream, H2493 with the interpretation H6591 thereof , ye shall be cut H5648 in pieces, H1917 and your houses H1005 shall be made H7761 a dunghill. H5122
6 But if H2006 ye show H2324 the dream, H2493 and the interpretation H6591 thereof , ye shall receive H6902 of H4481 H6925 me gifts H4978 and rewards H5023 and great H7690 honor: H3367 therefore H3861 show H2324 me the dream, H2493 and the interpretation H6591 thereof.
7 They answered H6032 again H8579 and said, H560 Let the king H4430 tell H560 his servants H5649 the dream, H2493 and we will show H2324 the interpretation H6591 of it.
8 The king H4430 answered H6032 and said, H560 I H576 know H3046 of H4481 certainty H3330 that H1768 ye H608 would gain H2084 the time, H5732 because H3606 H6903 H1768 ye see H2370 H1768 the thing H4406 is gone H230 from H4481 me.
9 But H1768 if H2006 ye will not H3809 make known H3046 unto me the dream, H2493 there is but one H2298 decree H1882 for you : for ye have prepared H2164 lying H3538 and corrupt H7844 words H4406 to speak H560 before H6925 me, till H5705 H1768 the time H5732 be changed: H8133 therefore H3861 tell H560 me the dream, H2493 and I shall know H3046 that H1768 ye can show H2324 me the interpretation H6591 thereof.
10 The Chaldeans H3779 answered H6032 before H6925 the king, H4430 and said, H560 There is H383 not H3809 a man H606 upon H5922 the earth H3007 that H1768 can H3202 show H2324 the king's H4430 matter: H4406 therefore H3606 H6903 H1768 there is no H3809 H3606 king, H4430 lord, H7229 nor ruler, H7990 that asked H7593 such things H1836 at any H3606 magician, H2749 or astrologer, H826 or Chaldean. H3779
11 And it is a rare H3358 thing H4406 that H1768 the king H4430 requireth, H7593 and there is H383 none H3809 other H321 that H1768 can show H2324 it before H6925 the king, H4430 except H3861 the gods, H426 whose H1768 dwelling H4070 is H383 not H3809 with H5974 flesh. H1321
12 For this cause H3606 H6903 H1836 the king H4430 was angry H1149 and very H7690 furious, H7108 and commanded H560 to destroy H7 all H3606 the wise H2445 men of Babylon. H895
13 And the decree H1882 went forth H5312 that the wise H2445 men should be slain; H6992 and they sought H1156 Daniel H1841 and his fellows H2269 to be slain. H6992
14 Then H116 Daniel H1841 answered H8421 with counsel H5843 and wisdom H2942 to Arioch H746 the captain H7229 of H1768 the king's H4430 guard, H2877 which H1768 was gone forth H5312 to slay H6992 the wise H2445 men of Babylon: H895
15 He answered H6032 and said H560 to Arioch H746 the king H1768 H4430 's captain, H7990 Why H5922 H4101 is the decree H1882 so hasty H2685 from H4481 H6925 the king H4430 ? Then H116 Arioch H746 made the thing known H3046 H4406 to Daniel. H1841
16 Then Daniel H1841 went in, H5954 and desired H1156 of H4481 the king H4430 that H1768 he would give H5415 him time, H2166 and that he would show H2324 the king H4430 the interpretation. H6591
17 Then H116 Daniel H1841 went H236 to his house, H1005 and made the thing known H3046 H4406 to Hananiah, H2608 Mishael, H4333 and Azariah, H5839 his companions: H2269
18 That they would desire H1156 mercies H7359 of H4481 H6925 the God H426 of heaven H8065 concerning H5922 this H1836 secret; H7328 that H1768 Daniel H1841 and his fellows H2269 should not H3809 perish H7 with H5974 the rest H7606 of the wise H2445 men of Babylon. H895
19 Then H116 was the secret H7328 revealed H1541 unto Daniel H1841 in a night H1768 H3916 vision. H2376 Then H116 Daniel H1841 blessed H1289 the God H426 of heaven. H8065
20 Daniel H1841 answered H6032 and said, H560 Blessed H1289 be H1934 the name H8036 of H1768 God H426 forever and ever H4481 H5957 H5705: H5957 for H1768 wisdom H2452 and might H1370 are his:
21 And he H1932 changeth H8133 the times H5732 and the seasons: H2166 he removeth H5709 kings, H4430 and setteth up H6966 kings: H4430 he giveth H3052 wisdom H2452 unto the wise, H2445 and knowledge H4486 to them that know H3046 understanding: H999
22 He H1932 revealeth H1541 the deep H5994 and secret things: H5642 he knoweth H3046 what H4101 is in the darkness, H2816 and the light H5094 dwelleth H8271 with H5974 him.
23 I H576 thank H3029 thee , and praise H7624 thee , O thou God H426 of my fathers, H2 who H1768 hast given H3052 me wisdom H2452 and might, H1370 and hast made known H3046 unto me now H3705 what H1768 we desired H1156 of H4481 thee: for H1768 thou hast now made known H3046 unto us the king's H4430 matter. H4406
24 Therefore H3606 H6903 H1836 Daniel H1841 went in H5954 unto H5922 Arioch, H746 whom H1768 the king H4430 had ordained H4483 to destroy H7 the wise H2445 men of Babylon: H895 he went H236 and said H560 thus H3652 unto him; Destroy H7 not H409 the wise H2445 men of Babylon: H895 bring me in H5924 before H6925 the king, H4430 and I will show H2324 unto the king H4430 the interpretation. H6591
25 Then H116 Arioch H746 brought in H5954 Daniel H1841 before H6925 the king H4430 in haste, H927 and said H560 thus H3652 unto him , I have found H7912 a man H1400 of H4481 the captives H1123 H1547 of H1768 Judah, H3061 that H1768 will make known H3046 unto the king H4430 the interpretation. H6591
26 The king H4430 answered H6032 and said H560 to Daniel, H1841 whose H1768 name H8036 was Belteshazzar, H1096 Art H383 thou able H3546 to make known H3046 unto me the dream H2493 which H1768 I have seen, H2370 and the interpretation H6591 thereof?
27 Daniel H1841 answered H6032 in the presence of H6925 the king, H4430 and said, H560 The secret H7328 which H1768 the king H4430 hath demanded H7593 cannot H3202 H3809 the wise H2445 men , the astrologers, H826 the magicians, H2749 the soothsayers, H1505 show H2324 unto the king; H4430
28 But H1297 there is H383 a God H426 in heaven H8065 that revealeth H1541 secrets, H7328 and maketh known H3046 to the king H4430 Nebuchadnezzar H5020 what H4101 H1768 shall be H1934 in the latter H320 days. H3118 Thy dream, H2493 and the visions H2376 of thy head H7217 upon H5922 thy bed, H4903 are these; H1836
29 As for thee, H607 O king, H4430 thy thoughts H7476 came H5559 into thy mind upon H5922 thy bed, H4903 what H4101 H1768 should come to pass H1934 hereafter H311 H1836 : and he that revealeth H1541 secrets H7328 maketh known H3046 to thee what H4101 H1768 shall come to pass. H1934
30 But as for me, H576 this H1836 secret H7328 is not H3809 revealed H1541 to me for any wisdom H2452 that H1768 I have H383 more than H4481 any H3606 living, H2417 but H3861 for their sakes H5922 H1701 that H1768 shall make known H3046 the interpretation H6591 to the king, H4430 and that thou mightest know H3046 the thoughts H7476 of thy heart. H3825
31 Thou H607 , O king, H4430 sawest H2370 H1934 , and behold H431 a H2298 great H7690 image. H6755 This H1797 great H7229 image, H6755 whose brightness H2122 was excellent, H3493 stood H6966 before H6903 thee ; and the form H7299 thereof was terrible. H1763
32 This H1932 image's H6755 head H7217 was of H1768 fine H2869 gold, H1722 his breast H2306 and his arms H1872 of H1768 silver, H3702 his belly H4577 and his thighs H3410 of H1768 brass, H5174
33 His legs H8243 of H1768 iron, H6523 his feet H7271 part H4481 of H1768 iron H6523 and part H4481 of H1768 clay. H2635
34 Thou sawest H2370 H1934 till H5705 that H1768 a stone H69 was cut out H1505 without H1768 H3809 hands, H3028 which smote H4223 the image H6755 upon H5922 his feet H7271 that were of H1768 iron H6523 and clay, H2635 and broke them to pieces H1855 H1994 .
35 Then H116 was the iron, H6523 the clay, H2635 the brass, H5174 the silver, H3702 and the gold, H1722 broken to pieces H1751 together, H2298 and became H1934 like the chaff H5784 of H4481 the summer H7007 threshingfloors; H147 and the wind H7308 carried them away H5376 H1994 , that no H3809 H3606 place H870 was found H7912 for them : and the stone H69 that H1768 smote H4223 the image H6755 became H1934 a great H7229 mountain, H2906 and filled H4391 the whole H3606 earth. H772
36 This H1836 is the dream; H2493 and we will tell H560 the interpretation H6591 thereof before H6925 the king. H4430
37 Thou H607 , O king, H4430 art a king H4430 of kings: H4430 for H1768 the God H426 of heaven H8065 hath given H3052 thee a kingdom, H4437 power, H2632 and strength, H8632 and glory. H3367
38 And wheresoever H3606 H1768 the children H1123 of men H606 dwell, H1753 the beasts H2423 of the field H1251 and the fowls H5776 of the heaven H8065 hath he given H3052 into thine hand, H3028 and hath made thee ruler H7981 over them all. H3606 Thou H607 art this H1932 head H7217 of H1768 gold. H1722
39 And after H870 thee shall arise H6966 another H317 kingdom H4437 inferior H772 to H4481 thee , and another H317 third H8523 kingdom H4437 of H1768 brass, H5174 which H1768 shall bear rule H7981 over all H3606 the earth. H772
40 And the fourth H7244 kingdom H4437 shall be H1934 strong H8624 as iron: H6523 forasmuch as H3606 H6903 H1768 iron H6523 breaketh in pieces H1855 and subdueth H2827 all H3606 things : and as iron H6523 that H1768 breaketh H7490 all H3606 these, H459 shall it break in pieces H1855 and bruise. H7490
41 And whereas H1768 thou sawest H2370 the feet H7271 and toes, H677 part H4481 of H1768 potters' H6353 clay, H2635 and part H4481 of iron, H6523 the kingdom H4437 shall be H1934 divided; H6386 but there shall be H1934 in it of H4481 the strength H5326 of H1768 the iron, H6523 forasmuch as H3606 H6903 H1768 thou sawest H2370 the iron H6523 mixed H6151 with miry H2917 clay. H2635
42 And as the toes H677 of the feet H7271 were part H4481 of iron, H6523 and part H4481 of clay, H2635 so the kingdom H4437 shall be H1934 partly H4481 H7118 strong, H8624 and partly H4481 broken. H8406
43 And whereas H1768 thou sawest H2370 iron H6523 mixed H6151 with miry H2917 clay, H2635 they shall H1934 mingle themselves H6151 with the seed H2234 of men: H606 but they shall H1934 not H3809 cleave H1693 one H1836 to H5974 another, H1836 even as H1888 H1768 iron H6523 is not H3809 mixed H6151 with H5974 clay. H2635
44 And in the days H3118 of H1768 these H581 kings H4430 shall the God H426 of heaven H8065 set up H6966 a kingdom, H4437 which H1768 shall never H3809 H5957 be destroyed: H2255 and the kingdom H4437 shall not H3809 be left H7662 to other H321 people, H5972 but it shall break in pieces H1855 and consume H5487 all H3606 these H459 kingdoms, H4437 and it H1932 shall stand H6966 forever. H5957
45 Forasmuch as H3606 H6903 H1768 thou sawest H2370 that H1768 the stone H69 was cut out H1505 of the mountain H4481 H2906 without H1768 H3809 hands, H3028 and that it broke in pieces H1855 the iron, H6523 the brass, H5174 the clay, H2635 the silver, H3702 and the gold; H1722 the great H7229 God H426 hath made known H3046 to the king H4430 what H4101 H1768 shall come to pass H1934 hereafter H311 : H1836 and the dream H2493 is certain, H3330 and the interpretation H6591 thereof sure. H540
46 Then H116 the king H4430 Nebuchadnezzar H5020 fell H5308 upon H5922 his face, H600 and worshiped H5457 Daniel, H1841 and commanded H560 that they should offer H5260 an oblation H4061 and sweet odors H5208 unto him.
47 The king H4430 answered H6032 unto Daniel, H1841 and said, H560 Of H4481 a truth H7187 it is , that H1768 your God H426 is a God H426 of gods, H426 and a Lord H4756 of kings, H4430 and a revealer H1541 of secrets, H7328 seeing H1768 thou couldest H3202 reveal H1541 this H1836 secret. H7328
48 Then H116 the king H4430 made Daniel a great man H7236 H1841 , and gave H3052 him many H7690 great H7260 gifts, H4978 and made him ruler H7981 over H5922 the whole H3606 province H4083 of Babylon, H895 and chief H7229 of the governors H5460 over H5922 all H3606 the wise H2445 men of Babylon. H895
49 Then Daniel H1841 requested H1156 of H4481 the king, H4430 and he set H4483 Shadrach, H7715 Meshach, H4336 and Abed- H5665 nego, over H5922 the affairs H5673 of H1768 the province H4083 of Babylon: H895 but Daniel H1841 sat in the gate H8651 of the king. H4430
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×