Bible Versions
Bible Books

Daniel 6:16 (BNV) Bengali Old BSI Version

1 দারিয়াবস ইহা বিহিত-বুঝিলেন, যেন তিনি রাজ্যের সর্ব্বস্থানে রাজ্যের উপরে এক শত বিংশতি জন ক্ষিতিপাল,
2 এবং তাঁহাদের উপরে তিন জন অধ্যক্ষকে নিযুক্ত করেন; সেই তিন জনের মধ্যে দানিয়েল এক জন ছিলেন। ইহার অভিপ্রায় এই, যেন ক্ষিতিপালেরা উহাঁদের কাছে হিসাব দেন, আর রাজার ক্ষতি না হয়।
3 সেই দানিয়েল অধ্যক্ষগণ ক্ষিতিপালগণ হইতে বিশিষ্ট ছিলেন, কেননা তাঁহার অন্তরে উৎকৃষ্ট আত্মা ছিল; আর রাজা তাঁহাকে সমুদয় রাজ্যের উপরে নিযুক্ত করিতে মনস্থ করিলেন।
4 তখন অধ্যক্ষেরা ক্ষিতিপালেরা রাজকর্ম্মের বিষয়ে দানিয়েলের দোষ ধরিতে চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু কোন দোষ বা অপরাধ পাইলেন না; কেননা তিনি বিশ্বস্ত ছিলেন, তাঁহার মধ্যে কোন ভ্রান্তি কিম্বা অপরাধ পাওয়া গেল না।
5 তখন সেই ব্যক্তিরা কহিলেন, আমরা দানিয়েলের অন্য কোন দোষ পাইব না; কেবল তাহার ঈশ্বরের ব্যবস্থা লইয়া যদি তাহার কোন দোষ পাই।
6 তখন সেই অধ্যক্ষেরা ক্ষিতিপালেরা রাজার নিকটে সমাগত হইয়া তাঁহাকে এই কথা কহিলেন, মহারাজ দারিয়াবস, চিরজীবী হউন।
7 রাজ্যের অধ্যক্ষগণ, প্রতিনিধিগণ, ক্ষিতিপালগণ, মন্ত্রিগণ দেশাধ্যক্ষগণ সকলে মন্ত্রণা করিয়া এমন রাজাজ্ঞা স্থাপন দৃঢ় প্রতিষেধবিধি প্রচার করিতে বিহিত বুঝিয়াছেন যে, যদি কেহ ত্রিশ দিন পর্য্যন্ত মহারাজ ব্যতীত কোন দেবতার কিম্বা মানুষের কাছে প্রার্থনা করে, তবে হে রাজন্‌, সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে।
8 এখন হে রাজন্‌, আপনি সেই প্রতিষেধবিধি স্থির করুন, এবং বিধিপত্রে স্বাক্ষর করুন, যেন মাদীয়দের পারসীকদের আলোপ্য ব্যবস্থানুসারে তাহা অপরিবর্ত্তনীয় হয়।
9 অতএব দারিয়াবস রাজা সেই পত্র প্রতিষেধবিধিতে স্বাক্ষর করিলেন।
10 পত্রখানি স্বাক্ষরিত হইয়াছে, ইহা দানিয়েল যখন জানিতে পাইলেন, তখন আপন গৃহে গেলেন; তাঁহার কুঠরীর বাতায়ন যিরূশালেমের দিকে খোলা ছিল; তিনি দিনের মধ্যে তিনবার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা স্তবগান করিলেন, যেমন পূর্ব্বে করিতেন।
11 তখন সেই লোকেরা সমাগত হইয়া দেখিলেন, দানিয়েল আপন ঈশ্বরের নিকটে অনুরোধ বিনতি করিতেছেন।
12 তখন তাঁহারা রাজার নিকটে গিয়া রাজকীয় প্রতিষেধের বিষয়ে রাজার কাছে এই নিবেদন করিলেন; হে রাজন্‌, আপনি কি এই প্রতিষেধপত্রে স্বাক্ষর করেন নাই যে, যে কোন ব্যক্তি ত্রিশ দিনের মধ্যে মহারাজ ব্যতীত কোন দেবতার বা মানুষের কাছে প্রার্থনা করে, সে সিংহদের খাতে নিক্ষিপ্ত হইবে? রাজা উত্তর করিলেন, মাদীয়দের পারসীকদের অলোপ্য ব্যবস্থানুসারে তাহা স্থির হইয়াছে।
13 তখন তাঁহারা রাজার সম্মুখে কহিলেন, হে রাজন্‌, নির্ব্বাসিত যিহূদীদের মধ্যবর্ত্তী দানিয়েল আপনাকে এবং আপনার স্বাক্ষরিত প্রতিষেধ মান্য করে না, কিন্তু প্রতিদিন তিনবার প্রার্থনা করে।
14 রাজা কথা শুনিয়া অতিশয় ক্ষুণ্ণমনা হইলেন, এবং দানিয়েলকে উদ্ধার করিবার জন্য চেষ্টা পাইলেন; সূর্য্যাস্ত পর্য্যন্ত তাঁহাকে রক্ষা করিতে অনেক যত্ন করিলেন।
15 তখন লোকেরা রাজার নিকটে সমাগত হইয়া রাজাকে কহিলেন, মহারাজ, জানিবেন, যে কোন প্রতিষেধ কি বিধি রাজা স্থির করিয়াছেন, তাহা অন্যথা হইতে পারে না, মাদীয়দের পারসীকদের এই ব্যবস্থা।
16 তখন রাজা আজ্ঞা দিলেন, তাই তাঁহারা দানিয়েলকে আনিয়া সিংহদের খাতে নিক্ষেপ করিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি অবিরত যাঁহার সেবা করিয়া থাক, তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করিবেন।
17 পরে একখানা প্রস্তর আনা গেল খাতের মুখে স্থাপিত হইল, এবং দানিয়েলের বিষয়ে যেন কিছু পরিবর্ত্তন না হয়, এই জন্য রাজা আপনার মুদ্রায় আপন মহল্লোকদের মুদ্রায় তাহা অঙ্কিত করিলেন।
18 পরে রাজা আপন প্রাসাদে গিয়া উপবাসে রাত্রি যাপন করিলেন, আপনার সম্মুখে কোন উপভোগের সামগ্রী আনিতে দিলেন না, তাঁহার নিদ্রাও হইল না।
19 পরে রাজা অতি প্রত্যূষে উঠিয়া সত্বর সিংহদের খাতের কাছে গেলেন।
20 আর খাতের নিকটে গিয়া তিনি আর্ত্তস্বর করিয়া দানিয়েলকে ডাকিলেন; রাজা দানিয়েলকে বলিলেন, হে জীবন্ত ঈশ্বরের সেবক দানিয়েল, তুমি অবিরত যাঁহার সেবা কর, তোমার সেই ঈশ্বর কি সিংহের মুখ হইতে তোমাকে রক্ষা করিতে পারিয়াছেন?
21 তখন দানিয়েল রাজাকে কহিলেন, হে রাজন্‌, চিরজীবী হউন।
22 আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বদ্ধ করিয়াছেন, তাহারা আমার হিংসা করে নাই; কেননা তাঁহার সাক্ষাতে আমার নির্দ্দোষতা লক্ষিত হইল; এবং হে রাজন্‌, আপনার সাক্ষাতেও আমি কোন অপরাধ করি নাই।
23 তখন রাজা অতিশয় আহ্লাদিত হইলেন, এবং দানিয়েলকে খাত হইতে তুলিতে আজ্ঞা করিলেন। তাহাতে দানিয়েলকে খাত হইতে তুলিয়া লওয়া হইল, আর তাঁহার শরীরে কোন প্রকার আঘাত দৃষ্ট হইল না, কারণ তিনি আপন ঈশ্বরে বিশ্বাস করিয়াছিলেন।
24 পরে রাজা আজ্ঞা করিলেন, তাহাতে যাহারা দানিয়েলের উপরে দোষারোপ করিয়াছিল, তাহাদিগকে আনিয়া তাহাদের বালকবালিকা স্ত্রীশুদ্ধ সিংহদের খাতে ফেলিয়া দেওয়া হইল; আর তাহারা খাতের তল স্পর্শ করিতে না করিতে সিংহগণ তাহাদিগকে আক্রমণ করিয়া তাহাদের সমস্ত অস্থি চূর্ণ করিল।
25 তখন দারিয়াবস রাজা সমস্ত পৃথিবীনিবাসী লোকবৃন্দ, জাতি ভাষাবাদীকে এই পত্র লিখিলেন, ‘তোমাদের মহতী শান্তি হউক!
26 আমি এই আজ্ঞা করিতেছি, আমার রাজ্যের অধীন সর্ব্বস্থানে লোকেরা দানিয়েলের ঈশ্বরের সাক্ষাতে কম্পমান হউক ভয় করুক; কেননা তিনি জীবন্ত ঈশ্বর অনন্তকালস্থায়ী, এবং তাঁহার রাজ্য অবিনাশ্য, তাঁহার কর্ত্তৃত্ব শেষ পর্য্যন্ত থাকিবে। তিনি রক্ষা করেন উদ্ধার করেন,
27 এবং তিনি স্বর্গে পৃথিবীতে চিহ্ন-কার্য্য আশ্চর্য্য কার্য্য সাধন করেন; তিনি দানিয়েলকে সিংহদের হস্ত হইতে রক্ষা করিয়াছেন।’
28 আর এই দানিয়েল দারিয়াবসের পারসীক কোরসের-রাজত্বকালে ভাগ্যবান্‌ থাকিলেন।
1 It pleased H8232 H6925 Darius H1868 to set H6966 over H5922 the kingdom H4437 a hundred H3969 and twenty H6243 princes, H324 which H1768 should be H1934 over the whole H3606 kingdom; H4437
2 And over H5924 H4481 these three H8532 presidents; H5632 of whom H4481 H1768 Daniel H1841 was first: H2298 that H1768 the H459 princes H324 might H1934 give H3052 accounts H2941 unto them , and the king H4430 should have H1934 no H3809 damage. H5142
3 Then H116 this H1836 Daniel H1841 was H1934 preferred H5330 above H5922 the presidents H5632 and princes, H324 because H3606 H6903 H1768 an excellent H3493 spirit H7308 was in him ; and the king H4430 thought H6246 to set H6966 him over H5922 the whole H3606 realm. H4437
4 Then H116 the presidents H5632 and princes H324 sought H1934 H1156 to find H7912 occasion H5931 against Daniel H1841 concerning H4481 H6655 the kingdom; H4437 but they could H3202 find H7912 none H3809 H3606 occasion H5931 nor fault; H7844 forasmuch as H3606 H6903 H1768 he H1932 was faithful, H540 neither H3809 was there any H3606 error H7960 or fault H7844 found H7912 in H5922 him.
5 Then H116 said H560 these H479 men, H1400 We shall not H3809 find H7912 any H3606 occasion H5931 against this H1836 Daniel, H1841 except H3861 we find H7912 it against H5922 him concerning the law H1882 of his God. H426
6 Then H116 these H459 presidents H5632 and princes H324 assembled together H7284 to H5922 the king, H4430 and said H560 thus H3652 unto him, King H4430 Darius, H1868 live H2418 forever. H5957
7 All H3606 the presidents H5632 of the kingdom, H4437 the governors, H5460 and the princes, H324 the counselors, H1907 and the captains, H6347 have consulted together H3272 to establish H6966 a royal H4430 statute, H7010 and to make a firm H8631 decree, H633 that H1768 whosoever H3606 H1768 shall ask H1156 a petition H1159 of H4481 any H3606 God H426 or man H606 for H5705 thirty H8533 days, H3118 save H3861 of H4481 thee , O king, H4430 he shall be cast H7412 into the den H1358 of lions. H744
8 Now H3705 , O king, H4430 establish H6966 the decree, H633 and sign H7560 the writing, H3792 that H1768 it be not H3809 changed, H8133 according to the law H1882 of the Medes H4076 and Persians, H6540 which H1768 altereth H5709 not. H3809
9 Wherefore H3606 H6903 H1836 king H4430 Darius H1868 signed H7560 the writing H3792 and the decree. H633
10 Now when H1768 Daniel H1841 knew H3046 that H1768 the writing H3792 was signed, H7560 he went H5954 into his house; H1005 and his windows H3551 being open H6606 in his chamber H5952 toward H5049 Jerusalem, H3390 he H1932 kneeled H1289 upon H5922 his knees H1291 three H8532 times H2166 a day, H3118 and prayed, H6739 and gave thanks H3029 before H6925 his God, H426 as H3606 H6903 H1768 he did H1934 H5648 formerly H4481 H6928. H1836
11 Then H116 these H479 men H1400 assembled, H7284 and found H7912 Daniel H1841 praying H1156 and making supplication H2604 before H6925 his God. H426
12 Then H116 they came near, H7127 and spoke H560 before H6925 the king H4430 concerning H5922 the king's H4430 decree; H633 Hast thou not H3809 signed H7560 a decree, H633 that H1768 every H3606 man H606 that H1768 shall ask H1156 a petition of H4481 any H3606 God H426 or man H606 within H5705 thirty H8533 days, H3118 save H3861 of H4481 thee , O king, H4430 shall be cast H7412 into the den H1358 of lions H744 ? The king H4430 answered H6032 and said, H560 The thing H4406 is true, H3330 according to the law H1882 of the Medes H4076 and Persians, H6540 which H1768 altereth H5709 not. H3809
13 Then H116 answered H6032 they and said H560 before H6925 the king, H4430 That H1768 Daniel, H1841 which H1768 is of H4481 the children H1123 of the captivity H1547 of H1768 Judah, H3061 regardeth H7761 H2942 H5922 not H3809 thee , O king, H4430 nor the decree H633 that H1768 thou hast signed, H7560 but maketh H1156 his petition H1159 three H8532 times H2166 a day. H3118
14 Then H116 the king, H4430 when H1768 he heard H8086 these words, H4406 was sore H7690 displeased H888 with H5922 himself , and set H7761 his heart H1079 on H5922 Daniel H1841 to deliver H7804 him : and he labored H1934 H7712 till H5705 the going down H4606 of the sun H8122 to deliver H5338 him.
15 Then H116 these H479 men H1400 assembled H7284 unto H5922 the king, H4430 and said H560 unto the king, H4430 Know, H3046 O king, H4430 that H1768 the law H1882 of the Medes H4076 and Persians H6540 is , That H1768 no H3809 H3606 decree H633 nor statute H7010 which H1768 the king H4430 establisheth H6966 may be changed. H8133
16 Then H116 the king H4430 commanded, H560 and they brought H858 Daniel, H1841 and cast H7412 him into the den H1358 of H1768 lions. H744 Now the king H4430 spoke H6032 and said H560 unto Daniel, H1841 Thy God H426 whom H1768 thou H607 servest H6399 continually, H8411 he H1932 will deliver H7804 thee.
17 And a H2298 stone H69 was brought, H858 and laid H7761 upon H5922 the mouth H6433 of the den; H1358 and the king H4430 sealed H2857 it with his own signet, H5824 and with the signet H5824 of his lords; H7261 that H1768 the purpose H6640 might not H3809 be changed H8133 concerning Daniel. H1841
18 Then H116 the king H4430 went H236 to his palace, H1965 and passed the night H956 fasting: H2908 neither H3809 were instruments of music H1761 brought H5954 before H6925 him : and his sleep H8139 went H5075 from H5922 him.
19 Then H116 the king H4430 arose H6966 very early in the morning H8238 H5053 , and went H236 in haste H927 unto the den H1358 of H1768 lions. H744
20 And when he came H7127 to the den, H1358 he cried H2200 with a lamentable H6088 voice H7032 unto Daniel: H1841 and the king H4430 spoke H6032 and said H560 to Daniel, H1841 O Daniel, H1841 servant H5649 of the living H2417 God, H426 is thy God, H426 whom H1768 thou H607 servest H6399 continually, H8411 able H3202 to deliver H7804 thee from H4481 the lions H744 ?
21 Then H116 said H4449 Daniel H1841 unto H5974 the king, H4430 O king, H4430 live H2418 forever. H5957
22 My God H426 hath sent H7972 his angel, H4398 and hath shut H5463 the lions' H744 mouths, H6433 that they have not H3809 hurt H2255 me : forasmuch as H3606 H6903 H1768 before H6925 him innocency H2136 was found H7912 in me ; and also H638 before H6925 thee , O king, H4430 have I done H5648 no H3809 hurt. H2248
23 Then H116 was the king exceeding glad H4430 H7690 H2868 for H5922 him , and commanded H560 that they should take Daniel up H5267 H1841 out of H4481 the den. H1358 So Daniel H1841 was taken up H5267 out of H4481 the den, H1358 and no manner H3809 H3606 of hurt H2257 was found H7912 upon him, because H1768 he believed H540 in his God. H426
24 And the king H4430 commanded, H560 and they brought H858 those H479 men H1400 which H1768 had accused H399 H7170 Daniel H1768 , H1841 and they cast H7412 them into the den H1358 of lions, H744 them, H581 their children, H1123 and their wives; H5389 and the lions H744 had the mastery H7981 of them , and broke all their bones in pieces H1855 H3606 H1635 or ever they came H5705 H1768 H3809 H4291 at the bottom H773 of the den. H1358
25 Then H116 king H4430 Darius H1868 wrote H3790 unto all H3606 people, H5972 nations, H524 and languages, H3961 that H1768 dwell H1753 in all H3606 the earth; H772 Peace H8001 be multiplied H7680 unto you.
26 I make H4481 H6925 H7761 a decree, H2942 That H1768 in every H3606 dominion H7985 of my kingdom H4437 men tremble H1934 H2112 and fear H1763 before H4481 H6925 the God H426 of H1768 Daniel: H1841 for H1768 he H1932 is the living H2417 God, H426 and steadfast H7011 forever, H5957 and his kingdom H4437 that which H1768 shall not H3809 be destroyed, H2255 and his dominion H7985 shall be even unto H5705 the end. H5491
27 He delivereth H7804 and rescueth, H5338 and he worketh H5648 signs H852 and wonders H8540 in heaven H8065 and in earth, H772 who H1768 hath delivered H7804 Daniel H1841 from H4481 the power H3028 of the lions. H744
28 So this H1836 Daniel H1841 prospered H6744 in the reign H4437 of Darius, H1868 and in the reign H4437 of Cyrus H3567 the Persian. H6543
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×