Bible Versions
Bible Books

Deuteronomy 11:11 (BNV) Bengali Old BSI Version

1 অতএব তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে, এবং তাঁহার রক্ষণীয়, তাঁহার বিধি, তাঁহার শাসন তাঁহার আজ্ঞা সকল নিত্য নিত্য পালন করিবে।
2 আর অদ্য জ্ঞাত হও, যেহেতুক তোমাদের বালকগণকে বলিতেছি না; তাহারা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কৃত শাস্তি জানে নাই দেখে নাই; তাঁহার মহত্ত্ব, তাঁহার বলবান্‌ হস্ত বিস্তারিত বাহু,
3 এবং তাঁহার চিহ্ন সকল মিসরের মধ্যে মিসর-রাজ ফরৌণের প্রতি তাঁহার সমস্ত দেশের প্রতি তিনি যাহা যাহা করিলেন, তাঁহার সেই সকল কার্য্য;
4 এবং মিস্রীয় সৈন্যের, অশ্বের রথের প্রতি তিনি যাহা করিলেন, তাহারা যখন তোমাদের পশ্চাতে ধাবিত হইল, তিনি যেরূপে সূফসাগরের জল তাহাদের উপরে বহাইলেন, এবং সদাপ্রভু তাহাদিগকে বিনষ্ট করিলেন, অদ্য তাহারা নাই;
5 এবং স্থানে তোমাদের আগমন পর্য্যন্ত তোমাদের প্রতি তিনি প্রান্তরে যাহা যাহা করিয়াছেন;
6 আর তিনি রূবেণের পুত্র ইলীয়াবের সন্তান দাথন অবীরামের প্রতি যাহা যাহা করিয়াছেন, ফলতঃ পৃথিবী যেরূপে আপন মুখ বিস্তার করিয়া সমস্ত ইস্রায়েলের মধ্যে তাহাদিগকে, তাহাদের পরিজনগণকে, তাহাদের তাম্বু তাহাদের অধিকৃত সমস্ত সম্পত্তি গ্রাস করিল, সকল তাহারা দেখে নাই;
7 কিন্তু সদাপ্রভুর কৃত সমস্ত মহৎ কর্ম্ম তোমরা স্বচক্ষে দেখিয়াছ।
8 অতএব অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, সেই সমস্ত আজ্ঞা পালন করিও, যেন তোমরা বলবান্‌ হও, এবং যে দেশ অধিকার করিবার জন্য পার হইয়া যাইতেছ, সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার কর;
9 আর যেন সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদিগকে তাঁহাদের বংশকে যে দেশ দিতে দিব্য করিয়াছিলেন, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে তোমাদের দীর্ঘকাল অবস্থিতি হয়।
10 কারণ তোমরা যে মিসর দেশ হইতে বাহির হইয়া আসিয়াছ, সেই দেশে তুমি বীজ বুনিয়া শাকের উদ্যানের ন্যায় পদ দ্বারা জল সেচন করিতে; কিন্তু তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, তাহা তদ্রূপ নয়।
11 তোমরা যে দেশ অধিকার করিতে পার হইয়া যাইতেছ, সে পর্ব্বত উপত্যকা-বিশিষ্ট দেশ, এবং আকাশের বৃষ্টির জল পান করে;
12 সেই দেশের প্রতি তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোযোগ আছে; বৎসরের আরম্ভ অবধি বৎসরের শেষ পর্য্যন্ত তাহার প্রতি নিরন্তর তোমার ঈশ্বর সদাপ্রভুর দৃষ্টি থাকে।
13 আর আমি অদ্য তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, তোমরা যদি যত্নপূর্ব্বক তাহা শুনিয়া তোমাদের সমস্ত হৃদয় সমস্ত প্রাণের সহিত তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম তাঁহার সেবা কর,
14 তবে আমি যথাসময়ে অর্থাৎ প্রথম শেষ বর্ষায় তোমাদের দেশে বৃষ্টি দান করিব, তাহাতে তুমি আপন শস্য, দ্রাক্ষারস তৈল সংগ্রহ করিতে পারিবে।
15 আর আমি তোমার পশুগণের জন্য তোমার ক্ষেত্রে তৃণ দিব, এবং তুমি ভক্ষণ করিয়া তৃপ্ত হইবে।
16 আপনাদের বিষয়ে সাবধান, পাছে তোমাদের হৃদয় ভ্রান্ত হয়, এবং তোমরা পথ ছাড়িয়া অন্য দেবগণের সেব কর তাহাদের কাছে প্রণিপাত কর;
17 করিলে তোমাদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইবে, তিনি আকাশ রোধ করিবেন, তাহাতে বৃষ্টি হইবে না, ভূমি নিজ ফল প্রদান করিবে না, এবং সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিতেছেন, সেই উত্তম দেশ হইতে তোমরা ত্বরায় উচ্ছিন্ন হইবে।
18 অতএব তোমরা আমার এই সকল বাক্য আপন আপন হৃদয়ে প্রাণে রাখিও, এবং চিহ্নরূপে আপন আপন হস্তে বাঁধিয়া রাখিও, এবং সে সকল ভূষণরূপে তোমাদের দুই চক্ষুর মধ্যে থাকিবে।
19 আর তোমরা গৃহে উপবেশন পথে গমন কালে এবং শয়ন গাত্রোত্থান কালে সকল কথার প্রসঙ্গ করিয়া আপন আপন সন্তানদিগকে শিক্ষা দিও।
20 আর তুমি আপন গৃহ-দ্বারের পার্শ্বকাষ্ঠে আপন দ্বারে তাহা লিখিয়া রাখিও।
21 তাহাতে সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদিগকে যে ভূমি দিতে দিব্য করিয়াছেন, সেই ভূমিতে তোমাদের আয়ুঃ তোমাদের সন্তানদের আয়ুঃ ভূমণ্ডলের উপরে আকাশমণ্ডলের আয়ুর ন্যায় বৃদ্ধি পাইবে।
22 এই যে সমস্ত আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা যদি যত্নপূর্ব্বক তাহা পালন করিয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম কর, তাঁহার সমস্ত পথে চল, তাঁহাতে আসক্ত থাক;
23 তবে সদাপ্রভু তোমাদের সম্মুখ হইতে এই সমস্ত জাতিকে অধিকারচ্যুত করিবেন; এবং তোমরা আপনাদের হইতে বৃহৎ বলবান্‌ জাতিদের উত্তরাধিকারী হইবে।
24 তোমাদের পা যে যে স্থানে পড়িবে, সেই সেই স্থান তোমাদের হইবে; প্রান্তর লিবানোন অবধি, নদী অর্থাৎ ফরাৎ নদী অবধি পশ্চিম সমুদ্র পর্য্যন্ত তোমাদের সীমা হইবে।
25 তোমাদের সম্মুখে কেহই দাঁড়াইতে পারিবে না; তোমরা যে দেশে পাদবিক্ষেপ করিবে, সেই দেশের সর্ব্বত্র তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন বাক্যানুসারে তোমাদের হইতে লোকদের ভয় ত্রাস উপস্থিত করিবেন।
26 দেখ, অদ্য আমি তোমাদের সম্মুখে আশীর্ব্বাদ অভিশাপ রাখিলাম।
27 অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা জানাইলাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই সকল আজ্ঞাতে যদি কর্ণপাত কর, তবে আশীর্ব্বাদ পাইবে।
28 আর যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞাতে কর্ণপাত না কর, এবং আমি অদ্য তোমাদিগকে যে পথের বিষয়ে আজ্ঞা করিলাম, যদি সেই পথ ছাড়িয়া তোমাদের অজ্ঞাত অন্য দেবগণের পশ্চাতে গমন কর, তবে অভিশাপগ্রস্ত হইবে।
29 আর তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমাকে প্রবেশ করাইবেন, তখন তুমি গরিষীম পর্ব্বতে আশীর্ব্বাদ, এবং এবল পর্ব্বতে অভিশাপ স্থাপন করিবে।
30 সেই দুই পর্ব্বত যর্দ্দনের ওপারে, সূর্য্যাস্তপথের ওদিকে, অরাবা তলভূমিনিবাসী কনানীয়দের দেশে, গিল্‌গলের সম্মুখে, মোরির এলোন বনের নিকটে কি নয়?
31 কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিতেছেন, সে দেশ অধিকার করণার্থে তোমরা তথায় প্রবেশ করিবার জন্য যর্দ্দন পার হইয়া যাইবে, দেশ অধিকার করিবে, তথায় বাস করিবে।
32 আর আমি অদ্য তোমাদের সম্মুখে যে সকল বিধি শাসন রাখিলাম সে সকল যত্নপূর্ব্বক পালন করিবে।
1 Therefore thou shalt love H157 H853 the LORD H3068 thy God, H430 and keep H8104 his charge, H4931 and his statutes, H2708 and his judgments, H4941 and his commandments, H4687 always H3605 H3117 .
2 And know H3045 ye this day: H3117 for H3588 I speak not H3808 with H854 your children H1121 which H834 have not H3808 known, H3045 and which H834 have not H3808 seen H7200 H853 the chastisement H4148 of the LORD H3068 your God, H430 H853 his greatness, H1433 H853 his mighty H2389 hand, H3027 and his stretched out H5186 arm, H2220
3 And his miracles, H226 and his acts, H4639 which H834 he did H6213 in the midst H8432 of Egypt H4714 unto Pharaoh H6547 the king H4428 of Egypt, H4714 and unto all H3605 his land; H776
4 And what H834 he did H6213 unto the army H2428 of Egypt, H4714 unto their horses, H5483 and to their chariots; H7393 how H834 he made H853 the water H4325 of the Red H5488 sea H3220 to overflow H6687 H5921 H6440 them as they pursued H7291 after H310 you , and how the LORD H3068 hath destroyed H6 them unto H5704 this H2088 day; H3117
5 And what H834 he did H6213 unto you in the wilderness, H4057 until H5704 ye came H935 into H5704 this H2088 place; H4725
6 And what H834 he did H6213 unto Dathan H1885 and Abiram, H48 the sons H1121 of Eliab, H446 the son H1121 of Reuben: H7205 how H834 the earth H776 opened H6475 H853 her mouth, H6310 and swallowed them up, H1104 and their households, H1004 and their tents, H168 and all H3605 the substance H3351 that H834 was in their possession, H7272 in the midst H7130 of all H3605 Israel: H3478
7 But H3588 your eyes H5869 have seen H7200 H853 all H3605 the great H1419 acts H4639 of the LORD H3068 which H834 he did. H6213
8 Therefore shall ye keep H8104 H853 all H3605 the commandments H4687 which H834 I H595 command H6680 you this day, H3117 that H4616 ye may be strong, H2388 and go in H935 and possess H3423 H853 the land, H776 whither H834 H8033 ye H859 go H5674 to possess H3423 it;
9 And that H4616 ye may prolong H748 your days H3117 in H5921 the land, H127 which H834 the LORD H3068 swore H7650 unto your fathers H1 to give H5414 unto them and to their seed, H2233 a land H776 that floweth H2100 with milk H2461 and honey. H1706
10 For H3588 the land, H776 whither H834 H8033 thou H859 goest in H935 to possess H3423 it, is not H3808 as the land H776 of Egypt, H4714 from whence H834 H4480 H8033 ye came out, H3318 where H834 thou sowedst thy seed, H2233 and wateredst H8248 it with thy foot, H7272 as a garden H1588 of herbs: H3419
11 But the land, H776 whither H834 H8033 ye H859 go H5674 to possess H3423 it, is a land H776 of hills H2022 and valleys, H1237 and drinketh H8354 water H4325 of the rain H4306 of heaven: H8064
12 A land H776 which H834 the LORD H3068 thy God H430 careth H1875 for the eyes H5869 of the LORD H3068 thy God H430 are always H8548 upon it , from the beginning H4480 H7225 of the year H8141 even unto H5704 the end H319 of the year. H8141
13 And it shall come to pass, H1961 if H518 ye shall hearken diligently H8085 H8085 unto H413 my commandments H4687 which H834 I H595 command H6680 you this day, H3117 to love H157 H853 the LORD H3068 your God, H430 and to serve H5647 him with all H3605 your heart H3824 and with all H3605 your soul, H5315
14 That I will give H5414 you the rain H4306 of your land H776 in his due season, H6256 the first rain H3138 and the latter rain, H4456 that thou mayest gather in H622 thy corn, H1715 and thy wine, H8492 and thine oil. H3323
15 And I will send H5414 grass H6212 in thy fields H7704 for thy cattle, H929 that thou mayest eat H398 and be full. H7646
16 Take heed H8104 to yourselves, that H6435 your heart H3824 be not deceived, H6601 and ye turn aside, H5493 and serve H5647 other H312 gods, H430 and worship H7812 them;
17 And then the LORD's H3068 wrath H639 be kindled H2734 against you , and he shut up H6113 H853 the heaven, H8064 that there be H1961 no H3808 rain, H4306 and that the land H127 yield H5414 not H3808 H853 her fruit; H2981 and lest ye perish H6 quickly H4120 from off H4480 H5921 the good H2896 land H776 which H834 the LORD H3068 giveth H5414 you.
18 Therefore shall ye lay up H7760 H853 these H428 my words H1697 in H5921 your heart H3824 and in H5921 your soul, H5315 and bind H7194 them for a sign H226 upon H5921 your hand, H3027 that they may be H1961 as frontlets H2903 between H996 your eyes. H5869
19 And ye shall teach H3925 them H853 your children, H1121 speaking H1696 of them when thou sittest H3427 in thine house, H1004 and when thou walkest H1980 by the way, H1870 when thou liest down, H7901 and when thou risest up. H6965
20 And thou shalt write H3789 them upon H5921 the door posts H4201 of thine house, H1004 and upon thy gates: H8179
21 That H4616 your days H3117 may be multiplied, H7235 and the days H3117 of your children, H1121 in H5921 the land H127 which H834 the LORD H3068 swore H7650 unto your fathers H1 to give H5414 them , as the days H3117 of heaven H8064 upon H5921 the earth. H776
22 For H3588 if H518 ye shall diligently keep H8104 H8104 H853 all H3605 these H2063 commandments H4687 which H834 I H595 command H6680 you , to do H6213 them , to love H157 H853 the LORD H3068 your God, H430 to walk H1980 in all H3605 his ways, H1870 and to cleave H1692 unto him;
23 Then will the LORD H3068 drive out H3423 H853 all H3605 these H428 nations H1471 from before H4480 H6440 you , and ye shall possess H3423 greater H1419 nations H1471 and mightier H6099 than H4480 yourselves.
24 Every H3605 place H4725 whereon H834 the soles H3709 of your feet H7272 shall tread H1869 shall be H1961 yours: from H4480 the wilderness H4057 and Lebanon, H3844 from H4480 the river, H5104 the river H5104 Euphrates, H6578 even unto H5704 the uttermost H314 sea H3220 shall your coast H1366 be. H1961
25 There shall no H3808 man H376 be able to stand H3320 before H6440 you: for the LORD H3068 your God H430 shall lay H5414 the fear H6343 of you and the dread H4172 of you upon H5921 H6440 all H3605 the land H776 that H834 ye shall tread H1869 upon, as H834 he hath said H1696 unto you.
26 Behold H7200 , I H595 set H5414 before H6440 you this day H3117 a blessing H1293 and a curse; H7045
27 H853 A blessing, H1293 if H834 ye obey H8085 H413 the commandments H4687 of the LORD H3068 your God, H430 which H834 I H595 command H6680 you this day: H3117
28 And a curse, H7045 if H518 ye will not H3808 obey H8085 H413 the commandments H4687 of the LORD H3068 your God, H430 but turn aside H5493 out of H4480 the way H1870 which H834 I H595 command H6680 you this day, H3117 to go H1980 after H310 other H312 gods, H430 which H834 ye have not H3808 known. H3045
29 And it shall come to pass, H1961 when H3588 the LORD H3068 thy God H430 hath brought thee in H935 unto H413 the land H776 whither H834 H8033 thou H859 goest H935 to possess H3423 it , that thou shalt put H5414 H853 the blessing H1293 upon H5921 mount H2022 Gerizim, H1630 and the curse H7045 upon H5921 mount H2022 Ebal. H5858
30 Are they H1992 not H3808 on the other side H5676 Jordan, H3383 by H310 the way H1870 where the sun H8121 goeth down, H3996 in the land H776 of the Canaanites, H3669 which dwell H3427 in the champaign H6160 over against H4136 Gilgal, H1537 beside H681 the plains H436 of Moreh H4176 ?
31 For H3588 ye H859 shall pass over H5674 H853 Jordan H3383 to go in H935 to possess H3423 H853 the land H776 which H834 the LORD H3068 your God H430 giveth H5414 you , and ye shall possess H3423 it , and dwell H3427 therein.
32 And ye shall observe H8104 to do H6213 H853 all H3605 the statutes H2706 and judgments H4941 which H834 I H595 set H5414 before H6440 you this day. H3117
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×