Bible Versions
Bible Books

Deuteronomy 14:27 (BNV) Bengali Old BSI Version

1 তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সন্তান; তোমরা মৃত লোকদের জন্য আপন আপন শরীর কাটকুট করিবে না, এবং ভ্রূমধ্যস্থল ক্ষৌরি করিবে না।
2 কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা; ভূমণ্ডলস্থ সমস্ত জাতির মধ্য হইতে সদাপ্রভু আপনার নিজস্ব প্রজা করণার্থে তোমাকেই মনোনীত করিয়াছেন।
3 তুমি কোন ঘৃণার্হ দ্রব্য ভোজন করিবে না।
4 এই সকল পশু ভোজন করিতে পার; গোরু, মেষ এবং ছাগল, হরিণ,
5 কৃষ্ণসার এবং বনগোরু, বনছাগল, বাতপ্রমী, পৃষত এবং সম্বর।
6 আর পশুগণের মধ্যে যত পশু সম্পূর্ণ দ্বিখণ্ড খুরবিশিষ্ট জাওর কাটে, সেই সকল তোমরা ভোজন করিতে পার।
7 কিন্তু যাহারা জাওর কাটে, কিম্বা দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তাহাদের মধ্যে এইগুলি ভোজন করিবে না; উষ্ট্র, শশক শাফন; কেননা তাহারা জাওর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়, তাহারা তোমাদের পক্ষে অশুচি;
8 আর শূকর দ্বিখণ্ড খুরবিশিষ্ট বটে, কিন্তু জাওর কাটে না, সে তোমাদের পক্ষে অশুচি; তোমরা তাহাদের মাংস ভোজন করিবে না, তাহাদের শব স্পর্শও করিবে না।
9 জলচর সকলের মধ্যে এই সকল তোমাদের খাদ্য; যাহাদের ডেনা আঁইস আছে, তাহাদিগকে ভোজন করিতে পার।
10 কিন্তু যাহাদের ডেনা আঁইস নাই, তাহাদিগকে ভোজন করিবে না, তাহারা তোমাদের পক্ষে অশুচি।
11 তোমরা সকল প্রকার শুচি পক্ষী ভোজন করিতে পার।
12 কিন্তু এইগুলি ভোজন করিবে না; ঈগল, হাড়গিলা কূরল, গৃধ্র,
13 চিল আপন আপন জাতি অনুসারে শঙ্করচিল,
14 আর আপন আপন জাতি অনুসারে সকল প্রকার কাক,
15 আর উষ্ট্রপক্ষী, রাত্রিশ্যেন, গাংচিল আপন আপন জাতি অনুসারে শ্যেন,
16 এবং পেচক মহাপেচক দীর্ঘগল হংস;
17 ক্ষুদ্র পানিভেলা, শকুনী মাছরাঙ্গা,
18 এবং সারস আপন আপন জাতি অনুসারে বক, টিট্টিভ বাদুড়।
19 আর পক্ষবিশিষ্ট যাবতীয় পোকাও তোমাদের পক্ষে অশুচি;
20 সকল অখাদ্য। তোমরা সমস্ত শুচি পক্ষী ভোজন করিতে পার।
21 তোমরা স্বয়ংমৃত কোন প্রাণীর মাংস ভোজন করিবে না; তোমার নগর-দ্বারের মধ্যবর্ত্তী কোন বিদেশীকে ভোজনার্থে তাহা দিতে পার, কিম্বা বিজাতীয় লোকের কাছে বিক্রয় করিতে পার; কেননা তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা। তুমি ছাগবৎসকে তাহার মাতার দুগ্ধে পাক করিবে না।
22 তুমি তোমার বীজ হইতে উৎপন্ন যাবতীয় শস্যের, বৎসর বৎসর যাহা ক্ষেত্রে উৎপন্ন হয়, তাহার দশমাংশ পৃথক্‌ করিবে।
23 আর তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করিবেন, সে স্থানে তুমি আপন শস্যের, দ্রাক্ষারসের, তৈলের দশমাংশ, এবং গোমেষাদি পালের প্রথমজাতদিগকে তাঁহার সম্মুখে ভোজন করিবে; এইরূপে আপন ঈশ্বর সদাপ্রভুকে সর্ব্বদা ভয় করিতে শিক্ষা করিবে।
24 সেই যাত্রা যদি তোমার পক্ষে বড় দীর্ঘ হয় তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে যে স্থান মনোনীত করিবেন, তাহার দূরত্ব প্রযুক্ত যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর আশীর্ব্বাদে প্রাপ্ত দ্রব্য তথায় লইয়া যাইতে না পার,
25 তবে সেই দ্রব্যে টাকা করিয়া সেই টাকা বাঁধিয়া হস্তে লইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে।
26 পরে সেই টাকা দিয়া তোমার প্রাণের অভিলষিত গোরু কি মেষ কি দ্রাক্ষারস কি মদ্য, বা যে কোন দ্রব্যে তোমার প্রাণের বাঞ্ছা হয়, তাহা ক্রয় করিয়া সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে ভোজন করিয়া সপরিবারে আনন্দ করিবে।
27 আর তোমার নগরদ্বারের মধ্যবর্ত্তী লেবীয়কে ত্যাগ করিবে না, কেননা তোমার সহিত তাহার কোন অংশ কি অধিকার নাই।
28 তৃতীয় বৎসরের শেষে তুমি সেই বৎসরে উৎপন্ন আপন শস্যাদির যাবতীয় দশমাংশ বাহির করিয়া আনিয়া আপন নগর-দ্বারের ভিতরে সঞ্চয় করিয়া রাখিবে;
29 তাহাতে তোমার সহিত যাহার কোন অংশ কি অধিকার নাই, সেই লেবীয় এবং বিদেশী, পিতৃহীন বিধবা, তোমার নগর-দ্বারের মধ্যবর্ত্তী এই সকল লোক আসিয়া ভোজন করিয়া তৃপ্ত হইবে; এইরূপে যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হস্তকৃত সমস্ত কর্ম্মে তোমাকে আশীর্ব্বাদ করেন।
1 Ye H859 are the children H1121 of the LORD H3068 your God: H430 ye shall not H3808 cut yourselves, H1413 nor H3808 make H7760 any baldness H7144 between H996 your eyes H5869 for the dead. H4191
2 For H3588 thou H859 art a holy H6918 people H5971 unto the LORD H3068 thy God, H430 and the LORD H3068 hath chosen H977 thee to be H1961 a peculiar H5459 people H5971 unto himself , above all H4480 H3605 the nations H5971 that H834 are upon H5921 H6440 the earth. H127
3 Thou shalt not H3808 eat H398 any H3605 abominable thing. H8441
4 These H2063 are the beasts H929 which H834 ye shall eat: H398 the ox, H7794 the sheep H7716 H3775 , and the goat H7716 H5795 ,
5 The hart, H354 and the roebuck, H6643 and the fallow deer, H3180 and the wild goat, H689 and the pygarg, H1788 and the wild ox, H8377 and the chamois. H2169
6 And every H3605 beast H929 that parteth H6536 the hoof, H6541 and cleaveth H8156 the cleft H8157 into two H8147 claws, H6541 and cheweth H5927 the cud H1625 among the beasts, H929 that ye shall eat. H398
7 Nevertheless H389 H853 these H2088 ye shall not H3808 eat H398 of them that chew H4480 H5927 the cud, H1625 or of them that divide H4480 H6536 the cloven H8156 hoof; H6541 as H853 the camel, H1581 and the hare, H768 and the coney: H8227 for H3588 they H1992 chew H5927 the cud, H1625 but divide H6536 not H3808 the hoof; H6541 therefore they H1992 are unclean H2931 unto you.
8 And the swine, H2386 because H3588 it H1931 divideth H6536 the hoof, H6541 yet cheweth not H3808 the cud, H1625 it H1931 is unclean H2931 unto you : ye shall not H3808 eat H398 of their flesh H4480 H1320 , nor H3808 touch H5060 their dead carcass. H5038
9 H853 These H2088 ye shall eat H398 of all H4480 H3605 that H834 are in the waters: H4325 all H3605 that H834 have fins H5579 and scales H7193 shall ye eat: H398
10 And whatsoever H3605 H834 hath not H369 fins H5579 and scales H7193 ye may not H3808 eat; H398 it H1931 is unclean H2931 unto you.
11 Of all H3605 clean H2889 birds H6833 ye shall eat. H398
12 But these H2088 are they of which H834 ye shall not H3808 eat: H398 the eagle, H5404 and the ossifrage, H6538 and the osprey, H5822
13 And the glede, H7201 and the kite, H344 and the vulture H1772 after his kind, H4327
14 And every H3605 raven H6158 after his kind, H4327
15 And the owl H1323 H3284 , and the night hawk, H8464 and the cuckoo, H7828 and the hawk H5322 after his kind, H4327
16 H853 The little owl, H3563 and the great owl, H3244 and the swan, H8580
17 And the pelican, H6893 and the gier- H7360 eagle , and the cormorant, H7994
18 And the stork, H2624 and the heron H601 after her kind, H4327 and the lapwing, H1744 and the bat. H5847
19 And every H3605 creeping thing H8318 that flieth H5775 is unclean H2931 unto you : they shall not H3808 be eaten. H398
20 But of all H3605 clean H2889 fowls H5775 ye may eat. H398
21 Ye shall not H3808 eat H398 of any H3605 thing that dieth of itself: H5038 thou shalt give H5414 it unto the stranger H1616 that H834 is in thy gates, H8179 that he may eat H398 it; or H176 thou mayest sell H4376 it unto an alien: H5237 for H3588 thou H859 art a holy H6918 people H5971 unto the LORD H3068 thy God. H430 Thou shalt not H3808 seethe H1310 a kid H1423 in his mother's H517 milk. H2461
22 Thou shalt truly tithe H6237 H6237 H853 all H3605 the increase H8393 of thy seed, H2233 that the field H7704 bringeth forth H3318 year H8141 by year. H8141
23 And thou shalt eat H398 before H6440 the LORD H3068 thy God, H430 in the place H4725 which H834 he shall choose H977 to place H7931 his name H8034 there, H8033 the tithe H4643 of thy corn, H1715 of thy wine, H8492 and of thine oil, H3323 and the firstlings H1062 of thy herds H1241 and of thy flocks; H6629 that H4616 thou mayest learn H3925 to fear H3372 H853 the LORD H3068 thy God H430 always H3605 H3117 .
24 And if H3588 the way H1870 be too long H7235 for H4480 thee , so that H3588 thou art not able H3201 H3808 to carry H5375 it; or if H3588 the place H4725 be too far H7368 from H4480 thee, which H834 the LORD H3068 thy God H430 shall choose H977 to set H7760 his name H8034 there, H8033 when H3588 the LORD H3068 thy God H430 hath blessed H1288 thee:
25 Then shalt thou turn H5414 it into money, H3701 and bind up H6696 the money H3701 in thine hand, H3027 and shalt go H1980 unto H413 the place H4725 which H834 the LORD H3068 thy God H430 shall choose: H977
26 And thou shalt bestow H5414 that money H3701 for whatsoever H3605 H834 thy soul H5315 lusteth after, H183 for oxen, H1241 or for sheep, H6629 or for wine, H3196 or for strong drink, H7941 or for whatsoever H3605 H834 thy soul H5315 desireth: H7592 and thou shalt eat H398 there H8033 before H6440 the LORD H3068 thy God, H430 and thou shalt rejoice, H8055 thou, H859 and thine household, H1004
27 And the Levite H3881 that H834 is within thy gates; H8179 thou shalt not H3808 forsake H5800 him; for H3588 he hath no H369 part H2506 nor inheritance H5159 with H5973 thee.
28 At the end H4480 H7097 of three H7969 years H8141 thou shalt bring forth H3318 H853 all H3605 the tithe H4643 of thine increase H8393 the same H1931 year, H8141 and shalt lay it up H5117 within thy gates: H8179
29 And the Levite, H3881 ( because H3588 he hath no H369 part H2506 nor inheritance H5159 with H5973 thee,) and the stranger, H1616 and the fatherless, H3490 and the widow, H490 which H834 are within thy gates, H8179 shall come, H935 and shall eat H398 and be satisfied; H7646 that H4616 the LORD H3068 thy God H430 may bless H1288 thee in all H3605 the work H4639 of thine hand H3027 which H834 thou doest. H6213
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×