Bible Versions
Bible Books

Deuteronomy 30:20 (BNV) Bengali Old BSI Version

1 আমি তোমার সম্মুখে এই যে আশীর্ব্বাদ অভিশাপ স্থাপন করিলাম, ইহার সমস্ত কথা যখন তোমাতে ফলিবে, তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যে সকল জাতির মধ্যে তোমাকে দূর করিবেন,
2 সেখানে যদি তুমি মনে চেতনা পাও, এবং তুমি তোমার সন্তানগণ যদি সমস্ত হৃদয়ের সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর নিকটে ফিরিয়া আইস, এবং অদ্য আমি তোমাকে যে সকল আজ্ঞা দিতেছি, তদনুসারে যদি তাঁহার রবে অবধান কর;
3 তবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার বন্দিত্ব ফিরাইবেন, তোমার প্রতি করুণা করিবেন, যে সকল জাতির মধ্যে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ছিন্নভিন্ন করিয়াছিলেন, তথা হইতে আবার তোমাকে সংগ্রহ করিবেন।
4 যদ্যপি তোমরা কেহ দূরীকৃত হইয়া আকাশমণ্ডলের প্রান্তে থাক, তথাপি তোমার ঈশ্বর সদাপ্রভু তথা হইতে তোমাকে সংগ্রহ করিবেন, তথা হইতে লইয়া আসিবেন।
5 আর তোমার পিতৃপুরুষেরা যে দেশ অধিকার করিয়াছিল, তোমার ঈশ্বর সদাপ্রভু সেই দেশে তোমাকে আনিবেন, তুমি তাহা অধিকার করিবে, এবং তিনি তোমার মঙ্গল করিবেন, তোমার পিতৃপুরুষদের অপেক্ষাও তোমার বৃদ্ধি করিবেন।
6 আর তুমি যেন সমস্ত হৃদয় সমস্ত প্রাণের সহিত আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিয়া জীবন লাভ কর, এই জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হৃদয় তোমার বংশের হৃদয় ছিন্নত্বক্‌ করিবেন।
7 আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার শত্রুগণের উপরে, যাহারা তোমাকে দ্বেষপূর্ব্বক তাড়না করিয়াছে, তাহাদের উপরে এই সমস্ত শাপ বর্ত্তাইবেন।
8 আর তুমি ফিরিয়া সদাপ্রভুর রবে অবধান করিবে, এবং আমি অদ্য তোমাকে তাঁহার যে সমস্ত আজ্ঞা জানাইতেছি, তাহা পালন করিবে।
9 আর তোমার ঈশ্বর সদাপ্রভু মঙ্গলার্থেই তোমার হস্তকৃত সকল কর্ম্মে, তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্য্যশালী করিবেন; যেহেতুক সদাপ্রভু তোমার পিতৃপুরুষদিগেতে যেমন আনন্দ করিতেন, মঙ্গলার্থে আবার তোমাতে তদ্রূপ আনন্দ করিবেন;
10 কেবল যদি তুমি এই ব্যবস্থাপুস্তকে লিখিত তাঁহার আজ্ঞা সকল তাঁহার বিধি সকল পালনার্থে তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান কর, যদি সমস্ত হৃদয় সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফির।
11 কারণ আমি অদ্য তোমাকে এই যে আজ্ঞা দিতেছি, তাহা তোমার বোধের অগম্য নয়, এবং দূরবর্ত্তীও নয়।
12 তাহা স্বর্গে নয় যে, তুমি বলিবে, আমরা যেন তাহা পালন করি, এই জন্য কে আমাদের নিমিত্ত স্বর্গারোহণ করিয়া তাহা আনিয়া আমাদিগকে শুনাইবে?
13 আর তাহা সমুদ্রপারেও নয় যে, তুমি বলিবে, আমরা যেন তাহা পালন করি, এই জন্য কে আমাদের নিমিত্ত সমুদ্র পার হইয়া তাহা আনিয়া আমাদিগকে শুনাইবে?
14 কিন্তু সেই বাক্য তোমার অতি নিকটবর্ত্তী, তাহা তোমার মুখে তোমার হৃদয়ে, যেন তুমি তাহা পালন করিতে পার।
15 দেখ, আমি অদ্য তোমার সম্মুখে জীবন মঙ্গল এবং মৃত্যু অমঙ্গল রাখিলাম;
16 ফলতঃ আমি অদ্য তোমাকে এই আজ্ঞা দিতেছি যে, তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিতে, তাঁহার পথে চলিতে এবং তাঁহার আজ্ঞা, তাঁহার বিধি তাঁহার শাসন পালন করিতে হইবে; তাহা করিলে তুমি বাঁচিবে বৃদ্ধি পাইবে; এবং যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্ব্বাদ করিবেন।
17 কিন্তু যদি তোমার হৃদয় পরাঙ্মুখ হয়, তুমি কথা না শুনিয়া ভ্রষ্ট হইয়া অন্য দেবগণের কাছে প্রণিপাত কর তাহাদের সেবা কর;
18 তবে অদ্য আমি তোমাদিগকে জ্ঞাত করিতেছি, তোমরা একেবারে বিনষ্ট হইবে, তোমরা অধিকারার্থে যে দেশে প্রবেশ করিতে যর্দ্দন পার হইয়া যাইতেছ, সেই দেশে তোমাদের জীবনকাল দীর্ঘ হইবে না।
19 আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি যে, আমি তোমার সম্মুখে জীবন মৃত্যু, আশীর্ব্বাদ শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত কর, যেন তুমি সবংশে বাঁচিতে পার;
20 তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম কর, তাঁহার রবে অবধান কর, তাঁহাতে আসক্ত হও; কেননা তিনিই তোমার জীবন তোমার দীর্ঘ পরমায়ুস্বরূপ; তাহা হইলে সদাপ্রভু তোমার পিতৃপুরুষদিগকে, অব্রাহাম, ইস্‌হাক যাকোবকে, যে দেশ দিতে দিব্য করিয়াছিলেন, সেই দেশে তুমি বাস করিতে পাইবে।
1 And it shall come to pass, H1961 when H3588 all H3605 these H428 things H1697 are come H935 upon H5921 thee , the blessing H1293 and the curse, H7045 which H834 I have set H5414 before H6440 thee , and thou shalt call H7725 them to H413 mind H3824 among all H3605 the nations, H1471 whither H834 H8033 the LORD H3068 thy God H430 hath driven H5080 thee,
2 And shalt return H7725 unto H5704 the LORD H3068 thy God, H430 and shalt obey H8085 his voice H6963 according to all H3605 that H834 I H595 command H6680 thee this day, H3117 thou H859 and thy children, H1121 with all H3605 thine heart, H3824 and with all H3605 thy soul; H5315
3 That then the LORD H3068 thy God H430 will turn H7725 H853 thy captivity, H7622 and have compassion H7355 upon thee , and will return H7725 and gather H6908 thee from all H4480 H3605 the nations, H5971 whither H834 H8033 the LORD H3068 thy God H430 hath scattered H6327 thee.
4 If H518 any of thine be H1961 driven out H5080 unto the outermost H7097 parts of heaven, H8064 from thence H4480 H8033 will the LORD H3068 thy God H430 gather H6908 thee , and from thence H4480 H8033 will he fetch H3947 thee:
5 And the LORD H3068 thy God H430 will bring H935 thee into H413 the land H776 which H834 thy fathers H1 possessed, H3423 and thou shalt possess H3423 it ; and he will do thee good, H3190 and multiply H7235 thee above thy fathers H4480 H1 .
6 And the LORD H3068 thy God H430 will circumcise H4135 H853 thine heart, H3824 and the heart H3824 of thy seed, H2233 to love H157 H853 the LORD H3068 thy God H430 with all H3605 thine heart, H3824 and with all H3605 thy soul, H5315 that H4616 thou mayest live. H2416
7 And the LORD H3068 thy God H430 will put H5414 H853 all H3605 these H428 curses H423 upon H5921 thine enemies, H341 and on H5921 them that hate H8130 thee, which H834 persecuted H7291 thee.
8 And thou H859 shalt return H7725 and obey H8085 the voice H6963 of the LORD, H3068 and do H6213 H853 all H3605 his commandments H4687 which H834 I H595 command H6680 thee this day. H3117
9 And the LORD H3068 thy God H430 will make thee plenteous H3498 in every H3605 work H4639 of thine hand, H3027 in the fruit H6529 of thy body, H990 and in the fruit H6529 of thy cattle, H929 and in the fruit H6529 of thy land, H127 for good: H2896 for H3588 the LORD H3068 will again H7725 rejoice H7797 over H5921 thee for good, H2896 as H834 he rejoiced H7797 over H5921 thy fathers: H1
10 If H3588 thou shalt hearken H8085 unto the voice H6963 of the LORD H3068 thy God, H430 to keep H8104 his commandments H4687 and his statutes H2708 which are written H3789 in this H2088 book H5612 of the law, H8451 and if H3588 thou turn H7725 unto H413 the LORD H3068 thy God H430 with all H3605 thine heart, H3824 and with all H3605 thy soul. H5315
11 For H3588 this H2063 commandment H4687 which H834 I H595 command H6680 thee this day, H3117 it H1931 is not H3808 hidden H6381 from H4480 thee, neither H3808 is it H1931 far off. H7350
12 It H1931 is not H3808 in heaven, H8064 that thou shouldest say, H559 Who H4310 shall go up H5927 for us to heaven, H8064 and bring H3947 it unto us , that we may hear H8085 it , and do H6213 it?
13 Neither H3808 is it H1931 beyond H4480 H5676 the sea, H3220 that thou shouldest say, H559 Who H4310 shall go H5674 over H413 H5676 the sea H3220 for us , and bring H3947 it unto us , that we may hear H8085 it , and do H6213 it?
14 But H3588 the word H1697 is very H3966 nigh H7138 unto H413 thee , in thy mouth, H6310 and in thy heart, H3824 that thou mayest do H6213 it.
15 See H7200 , I have set H5414 before H6440 thee this day H3117 H853 life H2416 and good, H2896 and death H4194 and evil; H7451
16 In that H834 I H595 command H6680 thee this day H3117 to love H157 H853 the LORD H3068 thy God, H430 to walk H1980 in his ways, H1870 and to keep H8104 his commandments H4687 and his statutes H2708 and his judgments, H4941 that thou mayest live H2421 and multiply: H7235 and the LORD H3068 thy God H430 shall bless H1288 thee in the land H776 whither H834 H8033 thou H859 goest H935 to possess H3423 it.
17 But if H518 thine heart H3824 turn away, H6437 so that thou wilt not H3808 hear, H8085 but shalt be drawn away, H5080 and worship H7812 other H312 gods, H430 and serve H5647 them;
18 I denounce H5046 unto you this day, H3117 that H3588 ye shall surely perish H6 H6 , and that ye shall not H3808 prolong H748 your days H3117 upon H5921 the land, H127 whither H834 H8033 thou H859 passest over H5674 H853 Jordan H3383 to go H935 to possess H3423 it.
19 I call H5749 H853 heaven H8064 and earth H776 to record this day H3117 against you, that I have set H5414 before H6440 you life H2416 and death, H4194 blessing H1293 and cursing: H7045 therefore choose H977 life, H2416 that H4616 both thou H859 and thy seed H2233 may live: H2421
20 That thou mayest love H157 H853 the LORD H3068 thy God, H430 and that thou mayest obey H8085 his voice, H6963 and that thou mayest cleave H1692 unto him: for H3588 he H1931 is thy life, H2416 and the length H753 of thy days: H3117 that thou mayest dwell H3427 in H5921 the land H127 which H834 the LORD H3068 swore H7650 unto thy fathers, H1 to Abraham, H85 to Isaac, H3327 and to Jacob, H3290 to give H5414 them.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×