Bible Versions
Bible Books

Ecclesiastes 12:8 (BNV) Bengali Old BSI Version

1 আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর, যেহেতু দুঃসময় আসিতেছে, এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীতি নাই।
2 তৎকালে সূর্য্য, দীপ্তি, চন্দ্র তারাগণ অন্ধকারময় হইবে, এবং বৃষ্টির পরে পুনর্ব্বার মেঘ ফিরিয়া আসিবে।
3 সেই দিনে গৃহের রক্ষকেরা কম্পিত হইবে, পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে, পেষণকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্ম্ম ত্যাগ করিবে, এবং গবাক্ষ দিয়া দর্শনকারিণীরা অন্ধীভূতা হইবে;
4 আর পথের দিকের দ্বার রুদ্ধ হইবে; তখন যাঁতার শব্দ অতি সূক্ষ্ম হইবে, এবং পক্ষীর রবে লোকে উঠিয়া দাঁড়াইবে, বাদ্যকারিণী কন্যারা সকলে ক্ষীণ হইবে;
5 আবার লোকে উচ্চস্থান হইতে ভীত হইবে, পথে ত্রাস হইবে, কদম্ব পুষ্পিত হইবে, ফড়িঙ্গ অতি কষ্টে চলিবে, কামনা নিস্তেজ হইবে; কেননা মানুষ আপন নিত্যস্থায়ী নিবাসে চলিয়া যাইবে বিলাপকারীরা পথে পথে বেড়াইবে।
6 সেই সময়ে রৌপ্যের তার খুলিয়া যাইবে, সুবর্ণের পানপাত্র ভাঙ্গিবে, এবং উনুইর ধারে কলস খণ্ড খণ্ড হইবে, কূপে চক্র ভগ্ন হইবে।
7 আর ধূলি পূর্ব্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে; এবং আত্মা যাঁহার দান, সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে।
8 উপদেশক কহিতেছেন, অসারের অসার, সকলই অসার।
9 শেষ কথা, উপদেশক জ্ঞানবান ছিলেন; তাই তিনি লোকদিগকে জ্ঞান শিক্ষা দিতেন, এবং মনোনিবেশ বিবেচনা করিতেন, অনেক প্রবাদ বিন্যাস করিতেন।
10 উপদেশক মনোহর বাক্য, এবং যাহা সরলভাবে লিখিত হইয়াছে, অর্থাৎ সত্যের বাক্য, প্রাপ্ত হইবার জন্য অনুসন্ধান করিতেন।
11 জ্ঞানবানদের বাক্য সরল অঙ্কুশস্বরূপ, সভাপতিগণের বাক্য পোতা গোঁজস্বরূপ, তাহারা একই পালক দ্বারা দত্ত হইয়াছে। আর শেষ কথা এই, হে বৎস, তুমি এই সকল হইতে উপদেশ গ্রহণ কর;
12 বহুপুস্তক রচনার শেষ হয় না, এবং অধ্যয়নের আধিক্যে শরীরের ক্লান্তি হয়।
13 আইস, আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি; ঈশ্বরকে ভয় কর, তাঁহার আজ্ঞা সকল পালন কর, কেননা ইহাই সকল মনুষ্যের কর্ত্তব্য
14 কারণ ঈশ্বর সমস্ত কর্ম্ম এবং ভাল হউক, কি মন্দ হউক, সমস্ত গুপ্ত বিষয়, বিচারে আনিবেন।
1 Remember H2142 now H853 thy Creator H1254 in the days H3117 of thy youth, H979 while H5704 H834 the evil H7451 days H3117 come H935 not, H3808 nor the years H8141 draw nigh, H5060 when H834 thou shalt say, H559 I have no H369 pleasure H2656 in them;
2 While H5704 H834 the sun, H8121 or the light, H216 or the moon, H3394 or the stars, H3556 be not H3808 darkened, H2821 nor the clouds H5645 return H7725 after H310 the rain: H1653
3 In the day H3117 when the keepers H8104 of the house H1004 shall tremble H7945 H2111 , and the strong H2428 men H376 shall bow themselves, H5791 and the grinders H2912 cease H988 because H3588 they are few, H4591 and those that look H7200 out of the windows H699 be darkened, H2821
4 And the doors H1817 shall be shut H5462 in the streets, H7784 when the sound H6963 of the grinding H2913 is low, H8213 and he shall rise up H6965 at the voice H6963 of the bird, H6833 and all H3605 the daughters H1323 of music H7892 shall be brought low; H7817
5 Also H1571 when they shall be afraid H3372 of that which is high H4480 H1364 , and fears H2849 shall be in the way, H1870 and the almond tree H8247 shall flourish, H5006 and the grasshopper H2284 shall be a burden, H5445 and desire H35 shall fail: H6565 because H3588 man H120 goeth H1980 to H413 his long H5769 home, H1004 and the mourners H5594 go about H5437 the streets: H7784
6 Or H5704 ever H834 H3808 the silver H3701 cord H2256 be loosed, H7368 or the golden H2091 bowl H1543 be broken, H7533 or the pitcher H3537 be broken H7665 at H5921 the fountain, H4002 or the wheel H1534 broken H7533 at H413 the cistern. H953
7 Then shall the dust H6083 return H7725 to H5921 the earth H776 as it was H7945 H1961 : and the spirit H7307 shall return H7725 unto H413 God H430 who H834 gave H5414 it.
8 Vanity H1892 of vanities, H1892 saith H559 the preacher; H6953 all H3605 is vanity. H1892
9 And moreover, H3148 because the preacher H6953 was H7945 H1961 wise, H2450 he still H5750 taught H3925 H853 the people H5971 knowledge; H1847 yea , he gave good heed, H238 and sought out, H2713 and set in order H8626 many H7235 proverbs. H4912
10 The preacher H6953 sought H1245 to find out H4672 acceptable H2656 words: H1697 and that which was written H3789 was upright, H3476 even words H1697 of truth. H571
11 The words H1697 of the wise H2450 are as goads, H1861 and as nails H4930 fastened H5193 by the masters H1167 of assemblies, H627 which are given H5414 from one shepherd H4480 H7462. H259
12 And further, H3148 by these H4480 H1992 , my son, H1121 be admonished: H2094 of making H6213 many H7235 books H5612 there is no H369 end; H7093 and much H7235 study H3854 is a weariness H3024 of the flesh. H1320
13 Let us hear H8085 the conclusion H5490 of the whole H3605 matter: H1697 Fear H3372 H853 God, H430 and keep H8104 his commandments: H4687 for H3588 this H2088 is the whole H3605 duty of man. H120
14 For H3588 God H430 shall bring H935 H853 every H3605 work H4639 into judgment, H4941 with H5921 every H3605 secret thing, H5956 whether H518 it be good, H2896 or whether H518 it be evil. H7451
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×