Bible Versions
Bible Books

Exodus 12:36 (BNV) Bengali Old BSI Version

1 আর মিসর দেশে সদাপ্রভু মোশি হারোণকে কহিলেন,
2 এই মাস তোমাদের আদি মাস হইবে; বৎসরের সকল মাসের মধ্যে প্রথম হইবে।
3 সমস্ত ইস্রায়েল-মণ্ডলীকে এই কথা বল, তোমরা এই মাসের দশম দিনে তোমাদের পিতৃকুলানুসারে প্রত্যেক গৃহস্থ এক এক বাটীর জন্য এক একটী মেষশাবক লইবে।
4 আর মেষশাবক ভোজন করিতে যদি কাহারও পরিজন অল্প হয়, তবে সে তাহার গৃহের নিকটবর্ত্তী প্রতিবাসী প্রাণিগণের সংখ্যানুসারে একটী মেষশাবক লইবে। তোমরা এক এক জনের ভোজনশক্তি অনুসারে মেষশাবকের জন্য গণনা করিবে।
5 তোমাদের সেই শাবকটী নির্দ্দোষ প্রথম বৎসরের পুংশাবক হইবে; তোমরা মেষপালের কিম্বা ছাগপালের মধ্য হইতে তাহা লইবে;
6 আর এই মাসের চতুর্দ্দশ দিন পর্য্যন্ত রাখিবে; পরে ইস্রায়েল-মণ্ডলীর সমস্ত সমাজ সন্ধ্যাকালে সেই শাবকটী হনন করিবে।
7 আর তাহারা তাহার কিঞ্চিৎ রক্ত লইবে, এবং যে যে গৃহমধ্যে মেষশাবক ভোজন করিবে, সেই সেই গৃহের দ্বারের দুই বাজুতে কপালীতে তাহা লেপিয়া দিবে।
8 পরে সেই রাত্রিতে তাহার মাংস ভোজন করিবে; অগ্নিতে দগ্ধ করিয়া তাড়ীশূন্য রুটী তিক্ত শাকের সহিত তাহা ভোজন করিবে।
9 তোমরা তাহার মাংস কাঁচা কিম্বা জলে সিদ্ধ করিয়া খাইও না, কিন্তু অগ্নিতে দগ্ধ করিও; তাহার মুণ্ড, জঙ্ঘা অন্তরস্থ ভাগ।
10 আর প্রাতঃকাল পর্য্যন্ত তাহার কিছুই রাখিও না; কিন্তু প্রাতঃকাল পর্য্যন্ত যাহা অবশিষ্ট থাকে, তাহা অগ্নিতে পোড়াইয়া ফেলিও।
11 আর তোমরা এইরূপে তাহা ভোজন করিবে; কটিবন্ধন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্টি লইবে ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে; ইহা সদাপ্রভুর নিস্তারপর্ব্ব।
12 কেননা সেই রাত্রিতে আমি মিসর দেশের মধ্য দিয়া যাইব, এবং মিসর দেশস্থ মনুষ্যের পশুর যাবতীয় প্রথমজাতকে আঘাত করিব, এবং মিসরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব; আমিই সদাপ্রভু।
13 অতএব তোমরা যে যে গৃহে থাক, তোমাদের পক্ষে রক্ত চিহ্নস্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে; তাহাতে আমি যখন মিসর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না।
14 আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে, এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে; পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে।
15 তোমরা সাত দিন তাড়ীশূন্য রুটী খাইবে; প্রথম দিনেই আপন আপন গৃহ হইতে তাড়ী দূর করিবে, কেননা যে কেহ প্রথম দিন হইতে সপ্তম দিন পর্য্যন্ত তাড়ীযুক্ত ভক্ষ্য খাইবে, সেই প্রাণী ইস্রায়েল হইতে উচ্ছিন্ন হইবে।
16 আর প্রথম দিনে তোমাদের পবিত্র সভা হইবে, এবং সপ্তম দিনেও তোমাদের পবিত্র সভা হইবে; সেই দুই দিন প্রত্যেক প্রাণীর খাদ্য আয়োজন ব্যতিরেকে অন্য কোন কর্ম্ম করিবে না, কেবল সেই কর্ম্ম করিতে পারিবে।
17 এইরূপে তোমরা তাড়ীশূন্য রুটীর পর্ব্ব পালন করিবে, কেননা এই দিনে আমি তোমাদের বাহিনীদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিলাম; অতএব তোমরা পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই দিন পালন করিবে।
18 তোমরা প্রথম মাসের চতুর্দ্দশ দিনের সন্ধ্যাকাল হইতে একবিংশ দিনের সন্ধ্যাকাল পর্য্যন্ত তাড়ীশূন্য রুটী ভোজন করিও।
19 সাত দিন তোমাদের গৃহে যেন তাড়ীর লেশ না থাকে; কেননা কি প্রবাসী কি দেশজাত, যে কোন প্রাণী তাড়ীমিশ্রিত দ্রব্য খাইবে, সে ইস্রায়েল-মণ্ডলী হইতে উচ্ছিন্ন হইবে।
20 তোমরা তাড়ীযুক্ত কোন দ্রব্য খাইও না; তোমরা আপনাদের সমস্ত বাসস্থানে তাড়ীশূন্য রুটী খাইও।
21 তখন মোশি ইস্রায়েলের সমস্ত প্রাচীনবর্গকে ডাকাইয়া কহিলেন, তোমরা আপন আপন গোষ্ঠী অনুসারে এক একটী মেষশাবক বাহির করিয়া লও, নিস্তারপর্ব্বীয় বলি হনন কর।
22 আর এক আটি এসোব লইয়া ডাবরে স্থিত রক্তে ডুবাইয়া দ্বারের কপালীতে দুই বাজুতে ডাবরে স্থিত রক্তের কিঞ্চিৎ লাগাইয়া দিবে, এবং প্রভাত পর্য্যন্ত তোমরা কেহই গৃহদ্বারের বাহিরে যাইবে না।
23 কেননা সদাপ্রভু মিস্রীয়দিগকে আঘাত করিবার জন্য তোমাদের নিকট দিয়া গমন করিবেন, তাহাতে দ্বারের কপালীতে দুই বাজুতে সেই রক্ত দেখিলে সদাপ্রভু সেই দ্বার ছাড়িয়া অগ্রে যাইবেন, তোমাদের গৃহে সংহারকর্ত্তাকে প্রবেশ করিয়া আঘাত করিতে দিবেন না।
24 আর তোমরা যুগানুক্রমে তোমাদের সন্তানেরা বিধি বলিয়া এই রীতি পালন করিবে।
25 আর সদাপ্রভু আপন প্রতিজ্ঞানুসারে তোমাদিগকে যে দেশ দিবেন, সেই দেশে যখন প্রবিষ্ট হইবে, তখনও এই সেবার অনুষ্ঠান করিবে।
26 আর তোমাদের সন্তানগণ যখন তোমাদিগকে বলিবে, তোমাদের এই সেবার তাৎপর্য্য কি?
27 তোমরা কহিবে, ইহা সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্বীয় যজ্ঞ, মিস্রীয়দিগকে আঘাত করিবার সময়ে তিনি মিসরে ইস্রায়েল-সন্তানদের গৃহ সকল ছাড়িয়া অগ্রে গিয়াছিলেন, আমাদের গৃহ রক্ষা করিয়াছিলেন। তখন লোকেরা মস্তক নমনপূর্ব্বক প্রণিপাত করিল।
28 পরে ইস্রায়েল-সন্তানেরা গিয়া, সদাপ্রভু মোশি হারোণকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, সেইরূপ করিল।
29 পরে অর্দ্ধরাত্রে এই ঘটনা হইল, সদাপ্রভু সিংহাসনে উপবিষ্ট ফরৌণের প্রথমজাত সন্তান অবধি কারাকূপস্থ বন্দির প্রথমজাত সন্তান পর্য্যন্ত মিসর দেশস্থ সমস্ত প্রথমজাত সন্তানকে পশুদের প্রথমজাত শাবকগণকে নিহনন করিলেন।
30 তাহাতে ফরৌণ তাঁহার দাসগণ এবং সমস্ত মিস্রীয় লোক রাত্রিতে উঠিল, এবং মিসরে মহাক্রন্দন হইল; কেননা যে ঘরে কেহ মরে নাই, এমন ঘরই ছিল না।
31 তখন রাত্রিকালেই ফরৌণ মোশি হারোণকে ডাকাইয়া কহিলেন, তোমরা উঠ, ইস্রায়েল-সন্তানদিগকে লইয়া আমার প্রজাদের মধ্য হইতে বাহির হও, তোমরা যাও, তোমাদের কথানুসারে সদাপ্রভুর সেবা কর গিয়া।
32 তোমাদের কথানুসারে মেষপাল গোপাল সকল সঙ্গে লইয়া চলিয়া যাও, এবং আমাকেও আশীর্ব্বাদ কর।
33 তখন লোকদিগকে শীঘ্র দেশ হইতে বিদায় করণার্থে মিস্রীয়েরা ব্যগ্র হইল; কেননা তাহারা কহিল, আমরা সকলে মারা পড়িলাম।
34 তাহাতে ময়দার তালে তাড়ী মিশাইবার পূর্ব্বে লোকেরা তাহা লইয়া কাঠুয়া সকল আপন আপন বস্ত্রে বাঁধিয়া স্কন্ধে করিল।
35 আর ইস্রায়েল-সন্তানেরা মোশির বাক্যানুসারে কার্য্য করিল; ফলে তাহারা মিস্রীয়দের কাছে রৌপ্যালঙ্কার, স্বর্ণালঙ্কার বস্ত্র চাহিল;
36 আর সদাপ্রভু মিস্রীয়দের দৃষ্টিতে তাহাদিগকে অনুগ্রহপাত্র করিলেন, তাই তাহারা যাহা চাহিল, মিস্রীয়েরা তাহাদিগকে তাহাই দিল। এইরূপে তাহারা মিস্রীয়দের ধন হরণ করিল।
37 তখন ইস্রায়েল-সন্তানেরা বালক ছাড়া কমবেশ ছয় লক্ষ পদাতিক পুরুষ রামিষেষ হইতে সুক্কোতে যাত্রা করিল।
38 আর তাহাদের সহিত মিশ্রিত লোকদের মহাজনতা এবং মেষ গো, অতি বিস্তর পশু প্রস্থান করিল।
39 পরে তাহারা মিসর হইতে আনীত ছানা ময়দার তাল দিয়া তাড়ীশূন্য পিষ্টক প্রস্তুত করিল, কেননা তাহাতে তাড়ী মিশান হয় নাই, কারণ তাহারা মিসর হইতে বহিষ্কৃত হইয়াছিল সুতরাং বিলম্ব করিতে না পারাতে আপনাদের জন্য খাদ্য দ্রব্য প্রস্তুত করে নাই।
40 ইস্রায়েল-সন্তানেরা চারি শত ত্রিশ বৎসর কাল মিসরে প্রবাস করিয়াছিল সেই চারি শত ত্রিশ বৎসরের শেষে,
41 দিনে, সদাপ্রভুর সমস্ত বাহিনী মিসর দেশ হইতে বাহির হইল।
42 মিসর দেশ হইতে তাহাদিগকে বাহির করিয়া আনা হেতু সদাপ্রভুর উদ্দেশে অতীব পালনীয় রাত্রি। সমস্ত ইস্রায়েল-সন্তানের পুরুষানুক্রমে এই রাত্রি সদাপ্রভুর উদ্দেশে অতীব পালনীয়।
43 আর সদাপ্রভু মোশি হারোণকে কহিলেন, নিস্তারপর্ব্বীয় বলির বিধি এই; অন্য জাতীয় কোন লোক তাহা ভোজন করিবে না।
44 কিন্তু কোন ব্যক্তির যে দাস রৌপ্য দ্বারা ক্রীত হইয়াছে, সে যদি ছিন্নত্বক হয়, তবে খাইতে পাইবে।
45 প্রবাসী কিম্বা বেতনজীবী তাহা খাইতে পাইবে না।
46 তোমরা এক গৃহমধ্যে তাহা ভোজন করিও; সেই মাংসের কিছুই গৃহের বাহিরে লইয়া যাইও না; এবং তাহার এক অস্থিও ভগ্ন করিও না।
47 সমস্ত ইস্রায়েল-মণ্ডলী ইহা পালন করিবে।
48 আর তোমার সহিত প্রবাসী কোন বিদেশী লোক যদি সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্ব পালন করিতে চাহে, তবে সে নিজ পুরুষ পরিবারের সহিত ছিন্নত্বক হইয়া ইহা পালনার্থে আগমন করুক, সে দেশজাত লোকের তুল্য হইবে; কিন্তু অচ্ছিন্নত্বক কোন লোক তাহা ভোজন করিবে না।
49 দেশজাত লোকের নিমিত্তে তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশীয় লোকের নিমিত্তে একই বিধি হইবে।
50 সমস্ত ইস্রায়েল-সন্তান সেইরূপ করিল, সদাপ্রভু মোশি হারোণকে যাহা আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারেই করিল।
51 এইরূপে সদাপ্রভু সেই দিন বাহিনীক্রমে ইস্রায়েল-সন্তানদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিলেন।
1 And the LORD H3068 spoke H559 unto H413 Moses H4872 and Aaron H175 in the land H776 of Egypt, H4714 saying, H559
2 This H2088 month H2320 shall be unto you the beginning H7218 of months: H2320 it H1931 shall be the first H7223 month H2320 of the year H8141 to you.
3 Speak H1696 ye unto H413 all H3605 the congregation H5712 of Israel, H3478 saying, H559 In the tenth H6218 day of this H2088 month H2320 they shall take H3947 to them every man H376 a lamb, H7716 according to the house H1004 of their fathers, H1 a lamb H7716 for a house: H1004
4 And if H518 the household H1004 be too little H4591 for the lamb H4480 H1961 H4480 , H7716 let him H1931 and his neighbor H7934 next H7138 unto H413 his house H1004 take H3947 it according to the number H4373 of the souls; H5315 every man H376 according to H6310 his eating H400 shall make your count H3699 for H5921 the lamb. H7716
5 Your lamb H7716 shall be H1961 without blemish, H8549 a male H2145 of the first H1121 year: H8141 ye shall take it out H3947 from H4480 the sheep, H3532 or from H4480 the goats: H5795
6 And ye shall keep H1961 H4931 it up until H5704 the fourteenth H702 H6240 day H3117 of the same H2088 month: H2320 and the whole H3605 assembly H6951 of the congregation H5712 of Israel H3478 shall kill H7819 it in H996 the evening. H6153
7 And they shall take H3947 of H4480 the blood, H1818 and strike H5414 it on H5921 the two H8147 side posts H4201 and on H5921 the upper door post H4947 of H5921 the houses, H1004 wherein H834 they shall eat H398 it.
8 And they shall eat H398 H853 the flesh H1320 in that H2088 night, H3915 roast H6748 with fire, H784 and unleavened bread; H4682 and with H5921 bitter H4844 herbs they shall eat H398 it.
9 Eat H398 not H408 of H4480 it raw, H4995 nor sodden at all H1311 H1310 with water, H4325 but H3588 H518 roast H6748 with fire; H784 his head H7218 with H5921 his legs, H3767 and with H5921 the purtenance H7130 thereof.
10 And ye shall let nothing H3808 of H4480 it remain H3498 until H5704 the morning; H1242 and that which remaineth H3498 of H4480 it until H5704 the morning H1242 ye shall burn H8313 with fire. H784
11 And thus H3602 shall ye eat H398 it; with your loins H4975 girded, H2296 your shoes H5275 on your feet, H7272 and your staff H4731 in your hand; H3027 and ye shall eat H398 it in haste: H2649 it H1931 is the LORD's H3068 passover. H6453
12 For I will pass through H5674 the land H776 of Egypt H4714 this H2088 night, H3915 and will smite H5221 all H3605 the firstborn H1060 in the land H776 of Egypt, H4714 both man H4480 H120 and beast; H929 and against all H3605 the gods H430 of Egypt H4714 I will execute H6213 judgment: H8201 I H589 am the LORD. H3068
13 And the blood H1818 shall be H1961 to you for a token H226 upon H5921 the houses H1004 where H834 ye H859 are : and when I see H7200 H853 the blood, H1818 I will pass H6452 over H5921 you , and the plague H5063 shall not H3808 be H1961 upon you to destroy H4889 you , when I smite H5221 the land H776 of Egypt. H4714
14 And this H2088 day H3117 shall be H1961 unto you for a memorial; H2146 and ye shall keep H2287 it a feast H2282 to the LORD H3068 throughout your generations; H1755 ye shall keep it a feast H2287 by an ordinance H2708 forever. H5769
15 Seven H7651 days H3117 shall ye eat H398 unleavened bread; H4682 even H389 the first H7223 day H3117 ye shall put away H7673 leaven H7603 out of your houses H4480: H1004 for H3588 whosoever H3605 eateth H398 leavened bread H2557 from the first day H4480 H7223 H3117 until H5704 the seventh H7637 day, H3117 that H1931 soul H5315 shall be cut off H3772 from Israel H4480. H3478
16 And in the first H7223 day H3117 there shall be a holy H6944 convocation, H4744 and in the seventh H7637 day H3117 there shall be H1961 a holy H6944 convocation H4744 to you; no H3808 manner H3605 of work H4399 shall be done H6213 in them, save H389 that which H834 every H3605 man H5315 must eat, H398 that H1931 only H905 may be done H6213 of you.
17 And ye shall observe H8104 H853 the feast of unleavened bread; H4682 for H3588 in this H2088 selfsame H6106 day H3117 have I brought your armies out H3318 H853 H6635 of the land H4480 H776 of Egypt: H4714 therefore shall ye observe H8104 H853 this H2088 day H3117 in your generations H1755 by an ordinance H2708 forever. H5769
18 In the first H7223 month , on the fourteenth H702 H6240 day H3117 of the month H2320 at even, H6153 ye shall eat H398 unleavened bread, H4682 until H5704 the one H259 and twentieth H6242 day H3117 of the month H2320 at even. H6153
19 Seven H7651 days H3117 shall there be no H3808 leaven H7603 found H4672 in your houses: H1004 for H3588 whosoever H3605 eateth H398 that which is leavened, H2557 even that H1931 soul H5315 shall be cut off H3772 from the congregation H4480 H5712 of Israel, H3478 whether he be a stranger, H1616 or born H249 in the land. H776
20 Ye shall eat H398 nothing H3605 H3808 leavened; H2557 in all H3605 your habitations H4186 shall ye eat H398 unleavened bread. H4682
21 Then Moses H4872 called H7121 for all H3605 the elders H2205 of Israel, H3478 and said H559 unto H413 them , Draw out H4900 and take H3947 you a lamb H6629 according to your families, H4940 and kill H7819 the passover. H6453
22 And ye shall take H3947 a bunch H92 of hyssop, H231 and dip H2881 it in the blood H1818 that H834 is in the basin, H5592 and strike H5060 H413 the lintel H4947 and the two H8147 side posts H4201 with H4480 the blood H1818 that H834 is in the basin; H5592 and none H3808 H376 of you H859 shall go out H3318 at the door H4480 H6607 of his house H1004 until H5704 the morning. H1242
23 For the LORD H3068 will pass through H5674 to smite H5062 H853 the Egyptians; H4714 and when he seeth H7200 H853 the blood H1818 upon H5921 the lintel, H4947 and on H5921 the two H8147 side posts, H4201 the LORD H3068 will pass H6452 over H5921 the door, H6607 and will not H3808 suffer H5414 the destroyer H7843 to come in H935 unto H413 your houses H1004 to smite H5062 you .
24 And ye shall observe H8104 H853 this H2088 thing H1697 for an ordinance H2706 to thee and to thy sons H1121 forever H5704 H5769 .
25 And it shall come to pass, H1961 when H3588 ye be come H935 to H413 the land H776 which H834 the LORD H3068 will give H5414 you , according as H834 he hath promised, H1696 that ye shall keep H8104 H853 this H2063 service. H5656
26 And it shall come to pass, H1961 when H3588 your children H1121 shall say H559 unto H413 you, What H4100 mean ye by this H2063 service H5656 ?
27 That ye shall say, H559 It H1931 is the sacrifice H2077 of the LORD's H3068 passover, H6453 who H834 passed H6452 over H5921 the houses H1004 of the children H1121 of Israel H3478 in Egypt, H4714 when he smote H5062 H853 the Egyptians, H4714 and delivered H5337 our houses. H1004 And the people H5971 bowed the head H6915 and worshiped. H7812
28 And the children H1121 of Israel H3478 went away, H1980 and did H6213 as H834 the LORD H3068 had commanded H6680 H853 Moses H4872 and Aaron, H175 so H3651 did H6213 they.
29 And it came to pass, H1961 that at midnight H2677 H3915 the LORD H3068 smote H5221 all H3605 the firstborn H1060 in the land H776 of Egypt, H4714 from the firstborn H4480 H1060 of Pharaoh H6547 that sat H3427 on H5921 his throne H3678 unto H5704 the firstborn H1060 of the captive H7628 that H834 was in the dungeon H1004 H953 ; and all H3605 the firstborn H1060 of cattle. H929
30 And Pharaoh H6547 rose up H6965 in the night, H3915 he, H1931 and all H3605 his servants, H5650 and all H3605 the Egyptians; H4714 and there was H1961 a great H1419 cry H6818 in Egypt; H4714 for H3588 there was not H369 a house H1004 where H834 H8033 there was not H369 one dead. H4191
31 And he called H7121 for Moses H4872 and Aaron H175 by night, H3915 and said, H559 Rise up, H6965 and get you forth H3318 from among H4480 H8432 my people, H5971 both H1571 ye H859 and H1571 the children H1121 of Israel; H3478 and go, H1980 serve H5647 H853 the LORD, H3068 as ye have said. H1696
32 Also H1571 take H3947 your flocks H6629 and H1571 your herds, H1241 as H834 ye have said, H1696 and be gone; H1980 and bless H1288 me also. H1571
33 And the Egyptians H4714 were urgent H2388 upon H5921 the people, H5971 that they might send them out H7971 of H4480 the land H776 in haste; H4116 for H3588 they said, H559 We be all H3605 dead H4191 men .
34 And the people H5971 took H5375 H853 their dough H1217 before H2962 it was leavened, H2556 their kneading troughs H4863 being bound up H6887 in their clothes H8071 upon H5921 their shoulders. H7926
35 And the children H1121 of Israel H3478 did H6213 according to the word H1697 of Moses; H4872 and they borrowed H7592 of the Egyptians H4480 H4714 jewels H3627 of silver, H3701 and jewels H3627 of gold, H2091 and raiment: H8071
36 And the LORD H3068 gave H5414 the people H5971 H853 favor H2580 in the sight H5869 of the Egyptians, H4714 so that they lent H7592 unto them such things as they required . And they spoiled H5337 H853 the Egyptians. H4714
37 And the children H1121 of Israel H3478 journeyed H5265 from Rameses H4480 H7486 to Succoth, H5523 about six H8337 hundred H3967 thousand H505 on foot H7273 that were men, H1397 beside H905 children H4480 H2945 .
38 And a mixed H6154 multitude H7227 went up H5927 also H1571 with H854 them ; and flocks, H6629 and herds, H1241 even very H3966 much H3515 cattle. H4735
39 And they baked H644 unleavened H4682 cakes H5692 of H853 the dough H1217 which H834 they brought forth H3318 out of Egypt H4480 H4714 , for H3588 it was not leavened H3808 H2556 ; because H3588 they were thrust out H1644 of Egypt H4480 H4714 , and could H3201 not H3808 tarry, H4102 neither H1571 H3808 had they prepared H6213 for themselves any victual. H6720
40 Now the sojourning H4186 of the children H1121 of Israel, H3478 who H834 dwelt H3427 in Egypt, H4714 was four H702 hundred H3967 and thirty H7970 years. H8141
41 And it came to pass H1961 at the end H4480 H7093 of the four H702 hundred H3967 and thirty H7970 years, H8141 even the selfsame H2088 H6106 day H3117 it came to pass, H1961 that all H3605 the hosts H6635 of the LORD H3068 went out H3318 from the land H4480 H776 of Egypt. H4714
42 It H1931 is a night H3915 to be much observed H8107 unto the LORD H3068 for bringing them out H3318 from the land H4480 H776 of Egypt: H4714 this H2088 is that H1931 night H3915 of the LORD H3068 to be observed H8107 of all H3605 the children H1121 of Israel H3478 in their generations. H1755
43 And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 and Aaron, H175 This H2063 is the ordinance H2708 of the passover: H6453 There shall no H3808 H3605 stranger H1121 H5236 eat H398 thereof:
44 But every H3605 man's H376 servant H5650 that is bought H4736 for money, H3701 when thou hast circumcised H4135 him, then H227 shall he eat H398 thereof.
45 A foreigner H8453 and a hired servant H7916 shall not H3808 eat H398 thereof.
46 In one H259 house H1004 shall it be eaten; H398 thou shalt not H3808 carry forth H3318 aught of H4480 the flesh H1320 abroad H2351 out of H4480 the house; H1004 neither H3808 shall ye break H7665 a bone H6106 thereof.
47 All H3605 the congregation H5712 of Israel H3478 shall keep H6213 it.
48 And when H3588 a stranger H1616 shall sojourn H1481 with H854 thee , and will keep H6213 the passover H6453 to the LORD, H3068 let all H3605 his males H2145 be circumcised, H4135 and then H227 let him come near H7126 and keep H6213 it ; and he shall be H1961 as one that is born in H249 the land: H776 for no uncircumcised person H3808 H3605 H6189 shall eat H398 thereof.
49 One H259 law H8451 shall be H1961 to him that is homeborn, H249 and unto the stranger H1616 that sojourneth H1481 among H8432 you.
50 Thus did H6213 all H3605 the children H1121 of Israel; H3478 as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 and Aaron, H175 so H3651 did H6213 they.
51 And it came to pass H1961 the selfsame H2088 H6106 day, H3117 that the LORD H3068 did bring H3318 H853 the children H1121 of Israel H3478 out of the land H4480 H776 of Egypt H4714 by H5921 their armies. H6635
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×