Bible Versions
Bible Books

Exodus 19:2 (BNV) Bengali Old BSI Version

1 মিসর দেশ হইতে ইস্রায়েল-সন্তানদের বাহির হইবার পর তৃতীয় মাসে, প্রথম দিনেই তাহারা সীনয় প্রান্তরে উপস্থিত হইল।
2 তাহারা রফীদীম হইতে যাত্রা করিয়া সীনয় প্রান্তরে উপস্থিত হইলে সেই প্রান্তরে শিবির স্থাপন করিল; ইস্রায়েল সেই স্থানে পর্ব্বতের সম্মুখে শিবির স্থাপন করিল।
3 পরে মোশি ঈশ্বরের নিকটে উঠিয়া গেলেন, আর সদাপ্রভু পর্ব্বত হইতে তাঁহাকে ডাকিয়া কহিলেন, তুমি যাকোবের কুলকে এই কথা কহ, ইস্রায়েল সন্তানগণকে ইহা জ্ঞাত কর।
4 আমি মিস্রীয়দের প্রতি যাহা করিয়াছি, এবং যেমন ঈগল পক্ষী পক্ষ দ্বারা, তেমনি তোমাদিগকে বহিয়া আপনার নিকটে আনিয়াছি, তাহা তোমরা দেখিয়াছ।
5 এখন যদি তোমরা আমার রবে অবধান কর আমার নিয়ম পালন কর, তবে তোমরা সকল জাতি অপেক্ষা আমার নিজস্ব অধিকার হইবে, কেননা সমস্ত পৃথিবী আমার;
6 আর আমার নিমিত্তে তোমরাই যাজকদের এক রাজ্য পবিত্র এক জাতি হইবে। এই সকল কথা তুমি ইস্রায়েল-সন্তানদিগকে বল।
7 তখন মোশি আসিয়া লোকদের প্রাচীনবর্গকে ডাকাইলেন সদাপ্রভু তাঁহাকে যাহা যাহা আজ্ঞা করিয়াছিলেন, সেই সকল কথা তাহাদের সম্মুখে প্রস্তাব করিলেন।
8 তাহাতে লোকেরা সকলেই এক সঙ্গে উত্তর করিয়া কহিল, সদাপ্রভু যাহা কিছু বলিয়াছেন, আমরা সমস্তই করিব। তখন মোশি সদাপ্রভুর কাছে লোকদের কথা নিবেদন করিলেন।
9 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখ, আমি নিবিড় মেঘে তোমার নিকটে আসিব, যেন লোকেরা তোমার সহিত আমার আলাপ শুনিতে পায়, এবং তোমাতেও চিরকাল বিশ্বাস করে। পরে মোশি লোকদের কথা সদাপ্রভুকে বলিলেন।
10 তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি লোকদের নিকটে গিয়া অদ্য কল্য তাহাদিগকে পবিত্র কর, এবং তাহারা আপন আপন বস্ত্র ধৌত করুক,
11 আর তৃতীয় দিনের জন্য সকলে প্রস্তুত হউক; কেননা তৃতীয় দিনে সদাপ্রভু সকল লোকের সাক্ষাতে সীনয় পর্ব্বতের উপরে নামিয়া আসিবেন।
12 আর তুমি লোকদের চারিদিকে সীমা নিরূপণ করিয়া এই কথা বলিও, তোমরা সাবধান, পর্ব্বতে আরোহন কিম্বা তাহার সীমা স্পর্শ করিও না; যে কেহ পর্ব্বত স্পর্শ করিবে, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে।
13 কোন হস্ত তাহাকে স্পর্শ করিবে না, কিন্তু সে অবশ্য প্রস্তরাঘাতে হত, কিম্বা বাণ দ্বারা বিদ্ধ হইবে; পশু হউক কি মনুষ্য হউক, সে বাঁচিবে না। অধিকক্ষণ তূরীবাদ্য হইলে তাহারা পর্ব্বতে উঠিবে।
14 পরে মোশি পর্ব্বত হইতে নামিয়া লোকদের নিকটে আসিয়া লোকদিগকে পবিত্র করিলেন, এবং তাহারা আপন আপন বস্ত্র ধৌত করিল।
15 পরে তিনি লোকদিগকে কহিলেন, তোমরা তৃতীয় দিনের জন্য প্রস্তুত হও; কোন স্ত্রী লোকের কাছে যাইও না।
16 পরে তৃতীয় দিন প্রভাত হইলে মেঘগর্জ্জন বিদ্যুৎ এবং পর্ব্বতের উপরে নিবিড় মেঘ হইল, আর অতিশয় উচ্চরবে তূরীধ্বনি হইতে লাগিল; তাহাতে শিবিরস্থ সমস্ত লোক কাঁপিতে লাগিল।
17 পরে মোশি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য লোকদিগকে শিবির হইতে বাহির করিলেন, আর তাহারা পর্ব্বতের তলে দণ্ডায়মান হইল।
18 তখন সমস্ত সীনয় পর্ব্বত ধূমময় ছিল; কেননা সদাপ্রভু অগ্নিসহ তাহার উপরে নামিয়া আসিলেন, আর ভাটীর ধূমের ন্যায় তাহা হইতে ধূম উঠিতে লাগিল, এবং সমস্ত পর্ব্বত অতিশয় কাঁপিতে লাগিল।
19 আর তূরীর শব্দ ক্রমশঃ অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল; তখন মোশি কথা কহিলেন, এবং ঈশ্বর বাণী দ্বারা তাঁহাকে উত্তর দিলেন।
20 আর সদাপ্রভু সীনয় পর্ব্বতে, পর্ব্বতের শিখরে, নামিয়া আসিলেন, এবং সদাপ্রভু মোশিকে সেই পর্ব্বত-শিখরে ডাকিলেন; তাহাতে মোশি উঠিয়া গেলেন।
21 তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি নামিয়া গিয়া লোকদিগকে দৃঢ় আদেশ কর, পাছে তাহারা দেখিবার জন্য সীমা লঙ্ঘন করিয়া সদাপ্রভুর দিকে যায়, তাহাদের অনেকে পতিত হয়।
22 আর যাজকগণ, যাহারা সদাপ্রভুর নিকটবর্ত্তী হইয়া থাকে, তাহারাও আপনাদিগকে পবিত্র করুক, পাছে সদাপ্রভু তাহাদিগকে আক্রমণ করেন।
23 তখন মোশি সদাপ্রভুকে কহিলেন, লোকেরা সীনয় পর্ব্বতে উঠিয়া আসিতে পারে না, কেননা তুমি দৃঢ় আজ্ঞা দিয়া আমাদিগকে বলিয়াছ, পর্ব্বতের সীমা নিরূপণ কর, তাহা পবিত্র কর।
24 আর সদাপ্রভু তাঁহাকে কহিলেন, যাও, নাম গিয়া; পরে হারোণকে সঙ্গে করিয়া তুমি উঠিয়া আসিও, কিন্তু যাজকগণ লোকেরা সদাপ্রভুর নিকটে উঠিয়া আসিবার জন্য সীমা লঙ্ঘন না করুক, পাছে তিনি তাহাদিগকে আক্রমণ করেন।
25 তখন মোশি লোকদের কাছে নামিয়া গিয়া তাহাদিগকে এই সকল কথা বলিলেন।
1 In the third H7992 month, H2320 when the children H1121 of Israel H3478 were gone forth H3318 out of the land H4480 H776 of Egypt, H4714 the same H2088 day H3117 came H935 they into the wilderness H4057 of Sinai. H5514
2 For they were departed H5265 from Rephidim H4480 H7508 , and were come H935 to the desert H4057 of Sinai, H5514 and had pitched H2583 in the wilderness; H4057 and there H8033 Israel H3478 camped H2583 before H5048 the mount. H2022
3 And Moses H4872 went up H5927 unto H413 God, H430 and the LORD H3068 called H7121 unto H413 him out of H4480 the mountain, H2022 saying, H559 Thus H3541 shalt thou say H559 to the house H1004 of Jacob, H3290 and tell H5046 the children H1121 of Israel; H3478
4 Ye H859 have seen H7200 what H834 I did H6213 unto the Egyptians, H4714 and how I bore H5375 you on H5921 eagles' H5404 wings, H3671 and brought H935 you unto H413 myself.
5 Now H6258 therefore, if H518 ye will obey my voice indeed H8085 H8085, H6963 and keep my covenant, H1285 then ye shall be H1961 a peculiar treasure H5459 unto me above all H4480 H3605 people: H5971 for H3588 all H3605 the earth H776 is mine:
6 And ye H859 shall be H1961 unto me a kingdom H4467 of priests, H3548 and a holy H6918 nation. H1471 These H428 are the words H1697 which H834 thou shalt speak H1696 unto H413 the children H1121 of Israel. H3478
7 And Moses H4872 came H935 and called H7121 for the elders H2205 of the people, H5971 and laid H7760 before their faces H6440 H853 all H3605 these H428 words H1697 which H834 the LORD H3068 commanded H6680 him.
8 And all H3605 the people H5971 answered H6030 together, H3162 and said, H559 All H3605 that H834 the LORD H3068 hath spoken H1696 we will do. H6213 And Moses H4872 returned H7725 H853 the words H1697 of the people H5971 unto H413 the LORD. H3068
9 And the LORD H3068 said H559 unto H413 Moses, H4872 Lo, H2009 I H595 come H935 unto H413 thee in a thick H5645 cloud, H6051 that H5668 the people H5971 may hear H8085 when I speak H1696 with H5973 thee , and believe H539 thee forever. H5769 And Moses H4872 told H5046 H853 the words H1697 of the people H5971 unto H413 the LORD. H3068
10 And the LORD H3068 said H559 unto H413 Moses, H4872 Go H1980 unto H413 the people, H5971 and sanctify H6942 them today H3117 and tomorrow, H4279 and let them wash H3526 their clothes, H8071
11 And be H1961 ready H3559 against the third H7992 day: H3117 for H3588 the third H7992 day H3117 the LORD H3068 will come down H3381 in the sight H5869 of all H3605 the people H5971 upon H5921 mount H2022 Sinai. H5514
12 And thou shalt set bounds H1379 H853 unto the people H5971 round about, H5439 saying, H559 Take heed H8104 to yourselves, that ye go not up H5927 into the mount, H2022 or touch H5060 the border H7097 of it: whosoever H3605 toucheth H5060 the mount H2022 shall be surely put to death H4191 H4191 :
13 There shall not H3808 a hand H3027 touch H5060 it, but H3588 he shall surely be stoned H5619 H5619 , or H176 shot through H3384 H3384 ; whether H518 it be beast H929 or H518 man, H376 it shall not H3808 live: H2421 when the trumpet H3104 soundeth long, H4900 they H1992 shall come up H5927 to the mount. H2022
14 And Moses H4872 went down H3381 from H4480 the mount H2022 unto H413 the people, H5971 and sanctified H6942 H853 the people; H5971 and they washed H3526 their clothes. H8071
15 And he said H559 unto H413 the people, H5971 Be H1961 ready H3559 against the third H7969 day: H3117 come H5066 not H408 at H413 your wives. H802
16 And it came to pass H1961 on the third H7992 day H3117 in the morning, H1242 that there were H1961 thunders H6963 and lightnings, H1300 and a thick H3515 cloud H6051 upon H5921 the mount, H2022 and the voice H6963 of the trumpet H7782 exceeding H3966 loud; H2389 so that all H3605 the people H5971 that H834 was in the camp H4264 trembled. H2729
17 And Moses H4872 brought forth H3318 H853 the people H5971 out of H4480 the camp H4264 to meet H7125 with God; H430 and they stood H3320 at the nether part H8482 of the mount. H2022
18 And mount H2022 Sinai H5514 was altogether H3605 on a smoke, H6225 because H4480 H6440 H834 the LORD H3068 descended H3381 upon H5921 it in fire: H784 and the smoke H6227 thereof ascended H5927 as the smoke H6227 of a furnace, H3536 and the whole H3605 mount H2022 quaked H2729 greatly. H3966
19 And when H1961 the voice H6963 of the trumpet H7782 sounded long, H1980 and waxed louder and louder H2388 H3966 , Moses H4872 spoke, H1696 and God H430 answered H6030 him by a voice. H6963
20 And the LORD H3068 came down H3381 upon H5921 mount H2022 Sinai, H5514 on H413 the top H7218 of the mount: H2022 and the LORD H3068 called H7121 Moses H4872 up to H413 the top H7218 of the mount; H2022 and Moses H4872 went up. H5927
21 And the LORD H3068 said H559 unto H413 Moses, H4872 Go down, H3381 charge H5749 the people, H5971 lest H6435 they break through H2040 unto H413 the LORD H3068 to gaze, H7200 and many H7227 of H4480 them perish. H5307
22 And let the priests H3548 also, H1571 which come near H5066 to H413 the LORD, H3068 sanctify themselves, H6942 lest H6435 the LORD H3068 break forth H6555 upon them.
23 And Moses H4872 said H559 unto H413 the LORD, H3068 The people H5971 cannot H3808 H3201 come up H5927 to H413 mount H2022 Sinai: H5514 for H3588 thou H859 chargedst H5749 us, saying, H559 Set bounds H1379 H853 about the mount, H2022 and sanctify H6942 it.
24 And the LORD H3068 said H559 unto H413 him, Away, H1980 get thee down, H3381 and thou shalt come up, H5927 thou, H859 and Aaron H175 with H5973 thee : but let not H408 the priests H3548 and the people H5971 break through H2040 to come up H5927 unto H413 the LORD, H3068 lest H6435 he break forth H6555 upon them.
25 So Moses H4872 went down H3381 unto H413 the people, H5971 and spoke H559 unto H413 them.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×