Bible Versions
Bible Books

Exodus 37:20 (BNV) Bengali Old BSI Version

1 আর বৎসলেল শিটীম কাষ্ঠ দ্বারা সিন্দুক নির্ম্মাণ করিলেন; তাহা আড়াই হস্ত দীর্ঘ, দেড় হস্ত প্রস্থ দেড় হস্ত উচ্চ করা হইল;
2 আর ভিতর বাহির নির্ম্মল স্বর্ণে মুড়িলেন, এবং তাহার চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিলেন।
3 আর তাহার চারি পায়ার জন্য স্বর্ণের চারি কড়া ঢালিলেন; তাহার এক পার্শ্বে দুই কড়া অন্য পার্শ্বে দুই কড়া দিলেন।
4 আর তিনি শিটীম কাষ্ঠের দুইটী বহন-দণ্ড করিয়া স্বর্ণে মুড়িলেন,
5 এবং সিন্দুক বহনার্থে বহন-দণ্ড সিন্দুকের দুই পার্শ্বস্থ কড়াতে প্রবেশ করাইলেন।
6 পরে তিনি নির্ম্মল স্বর্ণ দ্বারা পাপাবরণ প্রস্তুত করিলেন; তাহা আড়াই হস্ত দীর্ঘ দেড় হস্ত প্রস্থ করা হইল।
7 আর পিটান স্বর্ণ দ্বারা দুই করূব নির্ম্মাণ করিয়া পাপাবরণের দুই মুড়াতে দিলেন।
8 তাহার এক মুড়াতে এক করূব অন্য মুড়াতে অন্য করূব, পাপাবরণের দুই মুড়াতে তৎসহিত অখণ্ড দুই করূব দিলেন।
9 তাহাতে সেই দুই করূব ঊর্দ্ধে পক্ষ বিস্তার করিয়া পক্ষ দ্বারা পাপাবরণ আচ্ছাদন করিল, এবং তাহাদের মুখ পরস্পরের দিকে রহিল, করূবদের দৃষ্টি পাপাবরণের দিকে রহিল।
10 পরে তিনি শিটীম কাষ্ঠ দ্বারা মেজ নির্ম্মাণ করিলেন; তাহা দুই হস্ত দীর্ঘ, এক হস্ত প্রস্থ দেড় হস্ত উচ্চ করা হইল।
11 আর তাহা নির্ম্মল স্বর্ণে মুড়িলেন, তাহার চারি দিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিলেন।
12 আর তিনি তাহার নিমিত্তে চারিদিকে চারি অঙ্গুলি পরিমিত এক পার্শ্বকাষ্ঠ করিলেন, পার্শ্বকাষ্ঠের চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিলেন।
13 আর তাহার জন্য স্বর্ণের চারি কড়া ঢালিয়া তাহার চারি পায়ার চারি কোণে রাখিলেন।
14 সেই কড়া পার্শ্বকাষ্ঠের নিকটে ছিল, এবং মেজ বহনার্থ বহন-দণ্ডের ঘর হইল।
15 পরে তিনি মেজ বহনার্থ শিটীম কাষ্ঠ দ্বারা দুই বহন-দণ্ড করিয়া স্বর্ণে মুড়িলেন।
16 আর মেজের উপরিস্থিত পাত্র সকল নির্ম্মাণ করিলেন, অর্থাৎ তাহার থাল, চমস, ঢালিবার জন্য সেকপাত্র শ্রুব সকল নির্ম্মল স্বর্ণ দিয়া নির্ম্মাণ করিলেন।
17 পরে তিনি নির্ম্মল পিটান স্বর্ণ দ্বারা দীপবৃক্ষ নির্ম্মাণ করিলেন; তাহার কাণ্ড, শাখা, গোলাধার, কলিকা পুষ্প তৎসহিত অখণ্ড ছিল।
18 সেই দীপবৃক্ষের এক পার্শ্ব হইতে তিন শাখা, দীপবৃক্ষের অন্য পার্শ্ব হইতে তিন শাখা, এই ছয় শাখা তাহার পার্শ্ব হইতে নির্গত হইল।
19 এক শাখায় বাদাম পুষ্পের ন্যায় তিন গোলাধার, এক কলিকা এক পুষ্প, এবং অন্য শাখায় বাদাম পুষ্পের ন্যায় তিন গোলাধার, এক কলিকা এক পুষ্প, দীপবৃক্ষ হইতে নির্গত ছয় শাখায় এইরূপ হইল।
20 আর দীপবৃক্ষের বাদাম পুষ্পের ন্যায় চারি গোলাধার তাহাদের কলিকা পুষ্প ছিল।
21 আর দীপবৃক্ষের যে ছয়টী শাখা নির্গত হইল, সেগুলির এক শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক কলিকা, অন্য শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক কলিকা, অপর শাখাদ্বয়ের নীচে তৎসহ অখণ্ড এক কলিকা ছিল।
22 এই কলিকা শাখা তৎসহিত অখণ্ড ছিল, এবং সমস্তই পিটান নির্ম্মল সুবর্ণের একই বস্তু ছিল।
23 আর তিনি তাহার সাতটী প্রদীপ এবং তাহার চিমটা শীষধানী নির্ম্মল স্বর্ণ দিয়া নির্ম্মাণ করিলেন।
24 তিনি এই দীপবৃক্ষ এবং সমস্ত সামগ্রী এক তালন্ত পরিমিত নির্ম্মল স্বর্ণ দ্বারা নির্ম্মাণ করিলেন।
25 পরে তিনি শিটীম কাষ্ঠ দ্বারা ধূপবেদি নির্ম্মাণ করিলেন; তাহা এক হস্ত দীর্ঘ, এক হস্ত প্রস্থ দুই হস্ত উচ্চ চতুষ্কোণ; তাহার শৃঙ্গ সকল তাহার সহিত অখণ্ড ছিল।
26 পরে সেই বেদি, তাহার পৃষ্ঠ, তাহার চারি পার্শ্ব তাহার শৃঙ্গ সকল নির্ম্মল স্বর্ণে মুড়িলেন, এবং তাহার চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিলেন।
27 আর তাহা বহিবার জন্য বহন-দণ্ডের ঘর করিয়া দিতে তাহার নিকালের নীচে দুই পার্শ্বের দুই কোণের নিকটে স্বর্ণের দুই দুই কড়া গড়িয়া দিলেন।
28 আর শিটীম কাষ্ঠ দ্বারা বহন-দণ্ড প্রস্তুত করিলেন তাহা স্বর্ণে মুড়িলেন।
29 পরে তিনি গন্ধবণিকের প্রক্রিয়ানুসারে অভিষেকার্থ পবিত্র তৈল সুগন্ধি দ্রব্যের নির্ম্মল ধূপ প্রস্তুত করিলেন।
1 And Bezaleel H1212 made H6213 H853 the ark H727 of shittim H7848 wood: H6086 two cubits H520 and a half H2677 was the length H753 of it , and a cubit H520 and a half H2677 the breadth H7341 of it , and a cubit H520 and a half H2677 the height H6967 of it:
2 And he overlaid H6823 it with pure H2889 gold H2091 within H4480 H1004 and without H4480 H2351 , and made H6213 a crown H2213 of gold H2091 to it round about. H5439
3 And he cast H3332 for it four H702 rings H2885 of gold, H2091 to be set by H5921 the four H702 corners H6471 of it ; even two H8147 rings H2885 upon H5921 the one H259 side H6763 of it , and two H8147 rings H2885 upon H5921 the other H8145 side H6763 of it.
4 And he made H6213 staves H905 of shittim H7848 wood, H6086 and overlaid H6823 them with gold. H2091
5 And he put H935 H853 the staves H905 into the rings H2885 by H5921 the sides H6763 of the ark, H727 to bear H5375 H853 the ark. H727
6 And he made H6213 the mercy seat H3727 of pure H2889 gold: H2091 two cubits H520 and a half H2677 was the length H753 thereof , and one cubit H520 and a half H2677 the breadth H7341 thereof.
7 And he made H6213 two H8147 cherubims H3742 of gold, H2091 beaten out of one piece H4749 made H6213 he them , on the two H4480 H8147 ends H7098 of the mercy seat; H3727
8 One H259 cherub H3742 on the end H4480 H7098 on this side H4480 H2088 , and another H259 cherub H3742 on the other end H4480 H7098 on that side H4480 H2088 : out of H4480 the mercy seat H3727 made H6213 he H853 the cherubims H3742 on the two H4480 H8147 ends H7098 thereof.
9 And the cherubims H3742 spread out H6566 their wings H3671 on high, H4605 and covered H5526 with their wings H3671 over H5921 the mercy seat, H3727 with their faces H6440 one H376 to H413 another; H251 even to H413 the mercy seatward H3727 were H1961 the faces H6440 of the cherubims. H3742
10 And he made H6213 H853 the table H7979 of shittim H7848 wood: H6086 two cubits H520 was the length H753 thereof , and a cubit H520 the breadth H7341 thereof , and a cubit H520 and a half H2677 the height H6967 thereof:
11 And he overlaid H6823 it with pure H2889 gold, H2091 and made H6213 thereunto a crown H2213 of gold H2091 round about. H5439
12 Also he made H6213 thereunto a border H4526 of a handbreadth H2948 round about; H5439 and made H6213 a crown H2213 of gold H2091 for the border H4526 thereof round about. H5439
13 And he cast H3332 for it four H702 rings H2885 of gold, H2091 and put H5414 H853 the rings H2885 upon H5921 the four H702 corners H6285 that H834 were in the four H702 feet H7272 thereof.
14 Over against H5980 the border H4526 were H1961 the rings, H2885 the places H1004 for the staves H905 to bear H5375 H853 the table. H7979
15 And he made H6213 H853 the staves H905 of shittim H7848 wood, H6086 and overlaid H6823 them with gold, H2091 to bear H5375 H853 the table. H7979
16 And he made H6213 H853 the vessels H3627 which H834 were upon H5921 the table, H7979 H853 his dishes, H7086 and his spoons, H3709 and his bowls, H4518 and his covers H7184 to cover H5258 withal, H2004 of pure H2889 gold. H2091
17 And he made H6213 H853 the candlestick H4501 of pure H2889 gold: H2091 of beaten work H4749 made H6213 he H853 the candlestick; H4501 his shaft, H3409 and his branch, H7070 his bowls, H1375 his knops, H3730 and his flowers, H6525 were H1961 of H4480 the same:
18 And six H8337 branches H7070 going out H3318 of the sides H4480 H6654 thereof; three H7969 branches H7070 of the candlestick H4501 out of the one side H4480 H6654 H259 thereof , and three H7969 branches H7070 of the candlestick H4501 out of the other side H4480 H6654 H8145 thereof:
19 Three H7969 bowls H1375 made after the fashion of almonds H8246 in one H259 branch, H7070 a knop H3730 and a flower; H6525 and three H7969 bowls H1375 made like almonds H8246 in another H259 branch, H7070 a knop H3730 and a flower: H6525 so H3651 throughout the six H8337 branches H7070 going out H3318 of H4480 the candlestick. H4501
20 And in the candlestick H4501 were four H702 bowls H1375 made like almonds, H8246 his knops, H3730 and his flowers: H6525
21 And a knop H3730 under H8478 two H8147 branches H7070 of H4480 the same , and a knop H3730 under H8478 two H8147 branches H7070 of H4480 the same , and a knop H3730 under H8478 two H8147 branches H7070 of H4480 the same , according to the six H8337 branches H7070 going out H3318 of H4480 it.
22 Their knops H3730 and their branches H7070 were H1961 of H4480 the same: all H3605 of it was one H259 beaten work H4749 of pure H2889 gold. H2091
23 And he made H6213 H853 his seven H7651 lamps, H5216 and his snuffers, H4457 and his censers, H4289 of pure H2889 gold. H2091
24 Of a talent H3603 of pure H2889 gold H2091 made H6213 he it , and all H3605 the vessels H3627 thereof.
25 And he made H6213 H853 the incense H7004 altar H4196 of shittim H7848 wood: H6086 the length H753 of it was a cubit, H520 and the breadth H7341 of it a cubit; H520 it was foursquare; H7251 and two cubits H520 was the height H6967 of it ; the horns H7161 thereof were H1961 of H4480 the same.
26 And he overlaid H6823 it with pure H2889 gold, H2091 H853 both the top H1406 of it , and the sides H7023 thereof round about, H5439 and the horns H7161 of it : also he made H6213 unto it a crown H2213 of gold H2091 round about. H5439
27 And he made H6213 two H8147 rings H2885 of gold H2091 for it under H4480 H8478 the crown H2213 thereof, by H5921 the two H8147 corners H6763 of it, upon H5921 the two H8147 sides H6654 thereof , to be places H1004 for the staves H905 to bear H5375 it withal.
28 And he made H6213 H853 the staves H905 of shittim H7848 wood, H6086 and overlaid H6823 them with gold. H2091
29 And he made H6213 H853 the holy H6944 anointing H4888 oil, H8081 and the pure H2889 incense H7004 of sweet spices, H5561 according to the work H4639 of the apothecary. H7543
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×