Bible Versions
Bible Books

Exodus 38:8 (BNV) Bengali Old BSI Version

1 আর তিনি শিটীম কাষ্ঠ দ্বারা হোমবেদি নির্ম্মাণ করিলেন; তাহা পাঁচ হস্ত দীর্ঘ, পাঁচ হস্ত প্রস্থ তিন হস্ত উচ্চ চতুষ্কোণ করা হইল।
2 আর তাহার চারি কোণের উপরে শৃঙ্গ নির্ম্মাণ করিলেন; সেই শৃঙ্গ সকল তাহার সহিত অখণ্ড ছিল; তিনি তাহা পিত্তলে মুড়িলেন।
3 পরে তিনি বেদির সমস্ত পাত্র, অর্থাৎ হাঁড়ী, হাতা, বাটি, ত্রিশূল অঙ্গারধানী, এই সকল পাত্র পিত্তল দিয়া গড়িলেন।
4 আর বেদির জন্য বেড়ের নীচে অধঃ অবধি মধ্য পর্য্যন্ত জালবৎ কাজ করা পিত্তলের ঝাঁঝরী প্রস্তুত করিলেন।
5 তিনি বহন-দণ্ডের ঘর করিয়া দিতে সেই পিত্তলময় ঝাঁঝরীর চারি কোণে চারি কডা ঢালিলেন।
6 পরে তিনি শিটীম কাষ্ঠ দ্বারা বহন-দণ্ড নির্ম্মাণ করিয়া পিত্তলে মুড়িলেন।
7 আর বেদি বহনার্থে তাহার পার্শ্বস্থ কড়াতে বহন-দণ্ড পরাইলেন; তিনি ফাঁপা রাখিয়া তাহা দিয়া বেদি নির্ম্মাণ করিলেন।
8 আর যাহারা সমাগম-তাম্বুর দ্বারসমীপে সেবার্থে শ্রেণীভূত হইত, সেই শ্রেণীভূত স্ত্রীলোকদের পিত্তলনির্ম্মিত দর্পণ দ্বারা তিনি প্রক্ষালণ-পাত্র তাহার খুরা নির্ম্মাণ করিলেন।
9 আর তিনি প্রাঙ্গণ প্রস্তুত করিলেন; দক্ষিণদিকে প্রাঙ্গণের দক্ষিণ পার্শ্বে পাকান সাদা মসীনা সূত্রে এক শত হস্ত পরিমিত যবনিকা ছিল।
10 তাহার বিংশতি স্তম্ভ বিংশতি চুঙ্গি পিত্তলের এবং সেই স্তম্ভের আঁকড়া শলাকা সকল রৌপ্যের ছিল।
11 আর উত্তর দিকের যবনিকা এক শত হস্ত, তাহার বিংশতি স্তম্ভ বিংশতি চুঙ্গি পিত্তলের, এবং স্তম্ভের আঁকড়া শলাকা সকল রৌপ্যের ছিল।
12 আর পশ্চিম পার্শ্বের যবনিকা পঞ্চাশ হস্ত, তাহার দশ স্তম্ভ দশ চুঙ্গি, এবং স্তম্ভের আঁকড়া শলাকা সকল রৌপ্যের ছিল।
13 আর পূর্ব্বদিকে পূর্ব্ব পার্শ্বের দীর্ঘতা পঞ্চাশ হস্ত ছিল।
14 প্রাঙ্গণের দ্বারের এক পার্শ্বের নিমিত্তে পনর হস্ত যবনিকা, তাহার তিন স্তম্ভ তিন চুঙ্গি,
15 এবং অন্য পার্শ্বের জন্যও সেইরূপ; প্রাঙ্গণের দ্বারের এদিক্ ওদিক্ পনর হস্ত যবনিকা তাহার তিন স্তম্ভ তিন চুঙ্গি ছিল।
16 প্রাঙ্গণের চারিদিকের সকল যবনিকা পাকান সাদা মসীনা সূত্রে নির্ম্মিত।
17 আর স্তম্ভের চুঙ্গি সকল পিত্তলময়, স্তম্ভের আঁকড়া শলাকা সকল রৌপ্যময়, তাহার মাথলা রৌপ্যমণ্ডিত, এবং প্রাঙ্গণের সকল স্তম্ভ রৌপ্যের শলাকায় সংযুক্ত ছিল।
18 আর প্রাঙ্গণের দ্বারের পর্দ্দা নীল, বেগুনে, লাল পাকান সাদা মসীনা সূত্রের সূচিকর্ম্মে-প্রস্তুত, এবং তাহার দীর্ঘতা বিংশতি হস্ত, আর প্রাঙ্গণের যবনিকার ন্যায় উচ্চতা প্রস্থপরিমাণে পঞ্চ হস্ত।
19 আর তাহার চারি স্তম্ভ চারি চুঙ্গি পিত্তলের আঁকড়া রৌপ্যের, এবং তাহার মাথলা রৌপ্যমণ্ডিত শলাকা রৌপ্যময় ছিল।
20 আর আবাসের প্রাঙ্গণের চারিদিকের গোঁজ সকল পিত্তলময় ছিল।
21 আবাসের, সাক্ষ্যের আবাসের, দ্রব্য সংখ্যার বিবরণ এই। মোশির আজ্ঞানুসারে সেই সমস্ত গণনা করা হইল; লেবীয়দের কার্য্য বলিয়া তাহা হারোণ যাজকের পুত্র ঈথামরের দ্বারা করা হইল।
22 আর সদাপ্রভু মোশিকে যে আজ্ঞা দিয়াছিলেন, তদনুসারে যিহূদা বংশজাত হূরের পৌত্র ঊরির পুত্র বৎসলেল সকলই নির্ম্মাণ করিয়াছিলেন।
23 আর দান-বংশজাত অহীষামকের পুত্র অহলীয়াব তাঁহার সহকারী ছিলেন; তিনি খোদক শিল্পকুশল, এবং নীল, বেগুনে, লাল পাকান সাদা মসীনা সূত্রের শিল্পকার ছিলেন।
24 পবিত্র আবাস নির্ম্মাণের সমস্ত কর্ম্মে এই সকল স্বর্ণ লাগিল, উপহারের সমস্ত স্বর্ণ পবিত্র স্থানের শেকল অনুসারে ঊনত্রিশ তালন্ত সাত শত ত্রিশ শেকল ছিল।
25 আর মণ্ডলীর গণিত লোকদের রৌপ্য পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত তালন্ত এক সহস্র সাত শত পঁচাত্তর শেকল ছিল।
26 গণিত প্রত্যেক লোকের জন্য, অর্থাৎ যাহারা বিংশতি বৎসর বয়স্ক কিম্বা তদপেক্ষা অধিক বয়স্ক ছিল, সেই ছয় লক্ষ তিন সহস্র সাড়ে পাঁচ শত লোকের মধ্যে প্রত্যেক জনের জন্য এক এক বেকা, অর্থাৎ পবিত্র স্থানের শেকল অনুসারে অর্দ্ধ অর্দ্ধ শেকল দিতে হইয়াছিল।
27 সেই এক শত তালন্ত রৌপ্যে পবিত্র স্থানের চুঙ্গি তিরস্করিণীর চুঙ্গি ঢালা গিয়াছিল; এক শত চুঙ্গির কারণ এক শত তালন্ত, এক এক চুঙ্গির কারণ এক এক তালন্ত ব্যয় হইয়াছিল।
28 আর এক সহস্র সাত শত পঁচাত্তর শেকলে তিনি স্তম্ভ সকলের জন্য আঁকড়া নির্ম্মাণ করিয়াছিলেন, তাহাদের মাথলা মণ্ডিত শলাকায় সংযুক্ত করিয়াছিলেন।
29 আর উপহারের পিত্তল সত্তর তালন্ত দুই সহস্র চারি শত শেকল ছিল।
30 তাহা দ্বারা তিনি সমাগম-তাম্বুর দ্বারের চুঙ্গি, পিত্তলময় বেদি তাহার পিত্তলময় ঝাঁঝরি বেদির সকল পাত্র,
31 এবং প্রাঙ্গণের চারিদিকের চুঙ্গি প্রাঙ্গণের দ্বারের চুঙ্গি আবাসের সকল গোঁজ প্রাঙ্গণের চারিদিকের গোঁজ নির্ম্মাণ করিয়াছিলেন।
1 And he made H6213 H853 the altar H4196 of burnt offering H5930 of shittim H7848 wood: H6086 five H2568 cubits H520 was the length H753 thereof , and five H2568 cubits H520 the breadth H7341 thereof; it was foursquare; H7251 and three H7969 cubits H520 the height H6967 thereof.
2 And he made H6213 the horns H7161 thereof on H5921 the four H702 corners H6438 of it ; the horns H7161 thereof were H1961 of H4480 the same : and he overlaid H6823 it with brass. H5178
3 And he made H6213 H853 all H3605 the vessels H3627 of the altar, H4196 H853 the pots, H5518 and the shovels, H3257 and the basins, H4219 and H853 the fleshhooks, H4207 and the firepans: H4289 all H3605 the vessels H3627 thereof made H6213 he of brass. H5178
4 And he made H6213 for the altar H4196 a brazen H5178 grate H4345 of network H4639 H7568 under H8478 the compass H3749 thereof beneath H4480 H4295 unto H5704 the midst H2677 of it.
5 And he cast H3332 four H702 rings H2885 for the four H702 ends H7099 of the grate H4345 of brass, H5178 to be places H1004 for the staves. H905
6 And he made H6213 H853 the staves H905 of shittim H7848 wood, H6086 and overlaid H6823 them with brass. H5178
7 And he put H935 H853 the staves H905 into the rings H2885 on H5921 the sides H6763 of the altar, H4196 to bear H5375 it withal ; he made H6213 the altar hollow H5014 with boards. H3871
8 And he made H6213 H853 the laver H3595 of brass, H5178 and the foot H3653 of it of brass, H5178 of the looking glasses H4759 of the women assembling, H6633 which H834 assembled H6633 at the door H6607 of the tabernacle H168 of the congregation. H4150
9 And he made H6213 H853 the court: H2691 on the south H5045 side H6285 southward H8486 the hangings H7050 of the court H2691 were of fine twined linen H8336 H7806 , a hundred H3967 cubits: H520
10 Their pillars H5982 were twenty, H6242 and their brazen H5178 sockets H134 twenty; H6242 the hooks H2053 of the pillars H5982 and their fillets H2838 were of silver. H3701
11 And for the north H6828 side H6285 the hangings were a hundred H3967 cubits, H520 their pillars H5982 were twenty, H6242 and their sockets H134 of brass H5178 twenty; H6242 the hooks H2053 of the pillars H5982 and their fillets H2838 of silver. H3701
12 And for the west H3220 side H6285 were hangings H7050 of fifty H2572 cubits, H520 their pillars H5982 ten, H6235 and their sockets H134 ten; H6235 the hooks H2053 of the pillars H5982 and their fillets H2838 of silver. H3701
13 And for the east H6924 side H6285 eastward H4217 fifty H2572 cubits. H520
14 The hangings H7050 of H413 the one side H3802 of the gate were fifteen H2568 H6240 cubits; H520 their pillars H5982 three, H7969 and their sockets H134 three. H7969
15 And for the other H8145 side H3802 of the court H2691 gate, H8179 on this hand H4480 H2088 and that hand H4480 H2088 , were hangings H7050 of fifteen H2568 H6240 cubits; H520 their pillars H5982 three, H7969 and their sockets H134 three. H7969
16 All H3605 the hangings H7050 of the court H2691 round about H5439 were of fine twined linen H8336 H7806 .
17 And the sockets H134 for the pillars H5982 were of brass; H5178 the hooks H2053 of the pillars H5982 and their fillets H2838 of silver; H3701 and the overlaying H6826 of their chapiters H7218 of silver; H3701 and all H3605 the pillars H5982 of the court H2691 were filleted H2836 with silver. H3701
18 And the hanging H4539 for the gate H8179 of the court H2691 was needlework H4639 H7551 , of blue, H8504 and purple, H713 and scarlet H8438 H8144 , and fine twined linen H8336 H7806 : and twenty H6242 cubits H520 was the length, H753 and the height H6967 in the breadth H7341 was five H2568 cubits, H520 answerable to H5980 the hangings H7050 of the court. H2691
19 And their pillars H5982 were four, H702 and their sockets H134 of brass H5178 four; H702 their hooks H2053 of silver, H3701 and the overlaying H6826 of their chapiters H7218 and their fillets H2838 of silver. H3701
20 And all H3605 the pins H3489 of the tabernacle, H4908 and of the court H2691 round about, H5439 were of brass. H5178
21 This H428 is the sum H6485 of the tabernacle, H4908 even of the tabernacle H4908 of testimony, H5715 as H834 it was counted, H6485 according H5921 to the commandment H6310 of Moses, H4872 for the service H5656 of the Levites, H3881 by the hand H3027 of Ithamar, H385 son H1121 to Aaron H175 the priest. H3548
22 And Bezaleel H1212 the son H1121 of Uri, H221 the son H1121 of Hur, H2354 of the tribe H4294 of Judah, H3063 made H6213 H853 all H3605 that H834 the LORD H3068 commanded H6680 H853 Moses. H4872
23 And with H854 him was Aholiab, H171 son H1121 of Ahisamach, H294 of the tribe H4294 of Dan, H1835 an engraver, H2796 and a cunning workman, H2803 and an embroiderer H7551 in blue, H8504 and in purple, H713 and in scarlet H8438 H8144 , and fine linen. H8336
24 All H3605 the gold H2091 that was occupied H6213 for the work H4399 in all H3605 the work H4399 of the holy H6944 place , even the gold H2091 of the offering, H8573 was H1961 twenty H6242 and nine H8672 talents, H3603 and seven H7651 hundred H3967 and thirty H7970 shekels, H8255 after the shekel H8255 of the sanctuary. H6944
25 And the silver H3701 of them that were numbered H6485 of the congregation H5712 was a hundred H3967 talents, H3603 and a thousand H505 seven H7651 hundred H3967 and threescore and fifteen H7657 H2568 shekels, H8255 after the shekel H8255 of the sanctuary: H6944
26 A bekah H1235 for every man, H1538 that is , half H4276 a shekel, H8255 after the shekel H8255 of the sanctuary, H6944 for every one H3605 that went H5674 to H5921 be numbered, H6485 from twenty years old H4480 H1121 H6242 H8141 and upward, H4605 for six H8337 hundred H3967 thousand H505 and three H7969 thousand H505 and five H2568 hundred H3967 and fifty H2572 men .
27 And of the hundred H3967 talents H3603 of silver H3701 were H1961 cast H3332 H853 the sockets H134 of the sanctuary, H6944 and the sockets H134 of the veil; H6532 a hundred H3967 sockets H134 of the hundred H3967 talents, H3603 a talent H3603 for a socket. H134
28 And of the thousand H505 seven H7651 hundred H3967 seventy H7657 and five H2568 shekels he made H6213 hooks H2053 for the pillars, H5982 and overlaid H6823 their chapiters, H7218 and filleted H2836 them.
29 And the brass H5178 of the offering H8573 was seventy H7657 talents, H3603 and two thousand H505 and four H702 hundred H3967 shekels. H8255
30 And therewith he made H6213 H853 the sockets H134 to the door H6607 of the tabernacle H168 of the congregation, H4150 and the brazen H5178 altar, H4196 and the brazen H5178 grate H4345 for it , and all H3605 the vessels H3627 of the altar, H4196
31 And the sockets H134 of the court H2691 round about, H5439 and the sockets H134 of the court H2691 gate, H8179 and all H3605 the pins H3489 of the tabernacle, H4908 and all H3605 the pins H3489 of the court H2691 round about. H5439
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×