Bible Versions
Bible Books

Exodus 39:29 (BNV) Bengali Old BSI Version

1 পরে শিল্পীরা নীল, বেগুনে লাল সূত্র দ্বারা পবিত্র স্থানে পরিচর্য্যা করণার্থ সূক্ষ্মশিল্পিত বস্ত্র প্রস্তুত করিলেন, বিশেষতঃ হারোণের জন্য পবিত্র বস্ত্র প্রস্তুত করিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
2 তিনি স্বর্ণ দ্বারা এবং নীল, বেগুনে, লাল পাকান সাদা মসীনা সূত্র দ্বারা এফোদ নির্ম্মাণ করিলেন।
3 ফলতঃ তাঁহারা স্বর্ণ পিটাইয়া পাত করিয়া শিল্পকর্ম্মের নীল, বেগুনে, লাল সাদা মসীনা সূত্রের মধ্যে বুনিবার জন্য তাহা কাটিয়া তার প্রস্তুত করিলেন।
4 আর তাঁহারা যোড়া দিবার জন্য তাহার দুই স্কন্ধপটি প্রস্তুত করিলেন; দুই মুড়াতে পরস্পর যোড়া দেওয়া গেল;
5 আর তাহা বন্ধ করিবার জন্য শিল্পকর্ম্মে বোনা যে পটুকা তাহার উপরে ছিল, তাহা তৎসহিত অখণ্ড, এবং সেই বস্ত্রের তুল্য ছিল, তাহা স্বর্ণ দ্বারা এবং নীল, বেগুনে, লাল পাকান সাদা মসীনা সূত্র দ্বারা প্রস্তুত হইল; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
6 পরে তাঁহারা ক্ষোদিত মুদ্রার ন্যায় ইস্রায়েলের পুত্রদের নামে ক্ষোদিত স্বর্ণময় স্থালীতে খচিত দুই গোমেদক মণি খুদিলেন।
7 আর এফোদের দুই স্কন্ধপটির উপরে ইস্রায়েলের পুত্রদের স্মরণার্থক মণিস্বরূপে তাহা বসাইলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
8 পরে এফোদের কর্ম্মের ন্যায় তিনি স্বর্ণ দ্বারা এবং নীল, বেগুনে, লাল পাকান সাদা মসীনা সূত্র দ্বারা শিল্পকর্ম্মের বুকপাটা প্রস্তুত করিলেন।
9 তাহা চতুষ্কোণ; তাঁহার সেই বুকপাটা দোহারা করিলেন; তাহা এক বিঘত দীর্ঘ এক বিঘত প্রস্থ দোহারা করিলেন।
10 আর তাহা চারি পঙ্‌ক্তি মণিতে খচিত করিলেন; তাহার প্রথম পঙ্‌ক্তিতে চুণী, পীতমণি মরকত,
11 দ্বিতীয় উঙ্‌ক্তিতে পদ্মরাগ, নীলকান্ত হীরক,
12 তৃতীয় পঙ্‌ক্তিতে পেরোজ, যিস্ম কটাহেলা,
13 এবং চতুর্থ পঙ্‌ক্তিতে বৈদূর্য্য, গোমেদক সূর্য্যকান্ত ছিল; স্বর্ণস্থালী এই সকল মণিতে খচিত হইল।
14 এই সকল মণি ইস্রায়েলের পুত্রদের নামানুসারে হইল, তাঁহাদের নামানুসারে দ্বাদশটী হইল; মুদ্রার ন্যায় ক্ষোদিত প্রত্যেক মণিতে দ্বাদশ বংশের জন্য এক এক পুত্রের নাম হইল।
15 পরে তাঁহারা বুকপাটায় নির্ম্মল স্বর্ণ দ্বারা মালাবৎ পাকান দুই শৃঙ্খল গড়িলেন।
16 আর স্বর্ণের দুই স্থালী স্বর্ণের দুই কড়া নির্ম্মাণ করিয়া বুকপাটার দুই প্রান্তে সেই দুই কড়া বদ্ধ করিলেন।
17 আর বুকপাটার প্রান্তস্থিত দুই কড়ার মধ্যে পাকান স্বর্ণের সেই দুই শৃঙ্খল রাখিলেন।
18 এবং পাকান শৃঙ্খলের দুই মুড়া দুই স্থালীতে বদ্ধ করিয়া এফোদের সম্মুখে দুই স্কন্ধপটির উপরে রাখিলেন।
19 আর স্বর্ণের দুইটি কড়া গড়িয়া বুকপাটার দুই প্রান্তে ভিতরভাগে এফোদের সম্মুখস্থ মুড়াতে রাখিলেন।
20 এবং স্বর্ণের দুইটি কড়া গড়িয়া এফোদের দুই স্কন্ধপটির নীচে তাহার সম্মুখভাগে তাহার যোড়ের স্থানে এফোদের বুনানি করা পটুকার উপরে রাখিলেন।
21 আর বুকপাটা যেন এফোদের শিল্পিত পটুকার উপরে থাকে, এফোদ হইতে খসিয়া না যায়, এই জন্য তাঁহারা কড়াতে নীল সূত্র দিয়া এফোদের কড়ার সহিত বুকপাটা বদ্ধ করিয়া রাখিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
22 পরে তিনি এফোদের পরিচ্ছদ বুনিলেন; তাহা তন্তুবায়ের কৃত সমুদয় নীলবর্ণ।
23 আর সেই পরিচ্ছদের গলা তাহার মধ্যস্থানে ছিল; তাহা বর্ম্মের গলার সদৃশ; তাহা যেন ছিঁড়িয়া না যায়, এই জন্য সেই গলার চারিদিকে ধারি ছিল।
24 আর তাঁহারা পরিচ্ছদের আঁচলে নীল, বেগুনে লাল পাকান সূত্রে দাড়িম নির্ম্মাণ করিলেন।
25 পরে তাঁহারা নির্ম্মল স্বর্ণের কিঙ্কিণী গড়িলেন সেই কিঙ্কিণীগুলি দাড়িমের মধ্যে মধ্যে পরিচ্ছদের আঁচলের চারিদিকে দাড়িমের মধ্যে মধ্যে দিলেন।
26 পরিচর্য্যার্থক পরিচ্ছদের আঁচলে চারিদিকে এক কিঙ্কিণী এক দাড়িম, এক কিঙ্কিণী এক দাড়িম, এইরূপ করিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
27 পরে তাঁহারা হারোণের তাঁহার পুত্রগণের জন্য সাদা মসীনা সূত্র দ্বারা তন্তুবায়ের নির্ম্মিত অঙ্গরক্ষিণী,
28 সাদা মসীনা সূত্রনির্ম্মিত উষ্ণীষ সাদা মসীনা সূত্রনির্ম্মিত শিরোভূষণ পাকান সাদা মসীনা সূত্রনির্ম্মিত শুক্ল জাঙ্ঘিয়া প্রস্তুত করিলেন।
29 আর পাকান সাদা মসীনা সূত্রে, এবং নীল, বেগুনে লাল সূত্রে সূচিকর্ম্ম দ্বারা এক কটিবন্ধন প্রস্তুত করিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
30 পরে তাঁহারা নির্ম্মল স্বর্ণ দ্বারা পবিত্র মুকুটের পাত প্রস্তুত করিলেন, এবং ক্ষোদিত মুদ্রার ন্যায় তাহার উপরে লিখিলেন, ‘সদাপ্রভুর উদ্দেশে পবিত্র’।
31 পরে ঊর্দ্ধে উষ্ণীষের উপরে রাখিবার জন্য তাহা নীল সূত্র দিয়া বাঁধিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
32 এই প্রকারে সমাগম তাম্বুরূপ আবাসের সমস্ত কার্য্য সমাপ্ত হইল; মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে ইস্রায়েল-সন্তানগণ সমস্ত কর্ম্ম করিল।
33 পরে তাহারা মোশির নিকটে আবাস আনিল, তাম্বু, তৎসংক্রান্ত সমস্ত দ্রব্য, এবং ঘুন্টী, তক্তা, অর্গল, স্তম্ভ চুঙ্গি,
34 রক্তীকৃত মেষ-চর্ম্মনির্ম্মিত ছাদ, তহশ-চর্ম্মনির্ম্মিত ছাদ ব্যবধানের তিরস্করিণী,
35 এবং সাক্ষ্য-সিন্দুক তাহার বহন-দণ্ড,
36 পাপাবরণ এবং মেজ, তাহার সমস্ত পাত্র দর্শন-রুটী,
37 নির্ম্মল দীপবৃক্ষ, তাহার প্রদীপ সকল অর্থাৎ প্রদীপাবলি, তাহার সমস্ত পাত্র দীপার্থ তৈল,
38 এবং স্বর্ণময় বেদি, অভিষেকার্থ তৈল, ধূপার্থ সুগন্ধি দ্রব্য তাম্বু-দ্বারের পর্দ্দা,
39 পিত্তলময় বেদি, তাহার পিত্তলময় ঝাঁঝরী, তাহার বহন-দণ্ড সমস্ত পাত্র, প্রক্ষালন-পাত্র তাহার খুরা,
40 এবং প্রাঙ্গণের যবনিকা, তাহার স্তম্ভ চুঙ্গি এবং প্রাঙ্গণ-দ্বারের পর্দ্দা, তাহার রজ্জু, গোঁজ সমাগম-তাম্বুর জন্য আবাসের কার্য্যের সমস্ত পাত্র,
41 পবিত্র স্থানে পরিচর্য্যা করণার্থ সূক্ষ্মশিল্পিত বস্ত্র, হারোণ যাজকের পবিত্র বস্ত্র তাঁহার পুত্রদের যাজনকর্ম্ম সম্বন্ধীয় বস্ত্র।
42 সদাপ্রভু মোশিকে যেমন আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে ইস্রায়েল-সন্তানগণ সমস্তই সম্পন্ন করিল।
43 পরে মোশি সকল কার্য্যের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখ, তাহারা করিয়াছে; সদাপ্রভুর আজ্ঞানুসারেই করিয়াছে; আর মোশি তাহাদিগকে আশীর্ব্বাদ করিলেন।
1 And of H4480 the blue, H8504 and purple, H713 and scarlet H8438 H8144 , they made H6213 cloths H899 of service, H8278 to do service H8334 in the holy H6944 place , and made H6213 H853 the holy H6944 garments H899 for Aaron; H175 as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses. H4872
2 And he made H6213 H853 the ephod H646 of gold, H2091 blue, H8504 and purple, H713 and scarlet H8438 H8144 , and fine twined linen H8336 H7806 .
3 And they did beat H7554 H853 the gold H2091 into thin plates, H6341 and cut H7112 it into wires, H6616 to work H6213 it in H8432 the blue, H8504 and in H8432 the purple, H713 and in H8432 the scarlet H8438 H8144 , and in H8432 the fine linen, H8336 with cunning H2803 work. H4639
4 They made H6213 shoulder pieces H3802 for it , to couple it together: H2266 by H5921 the two H8147 edges H7098 was it coupled together. H2266
5 And the curious girdle H2805 of his ephod, H642 that H834 was upon H5921 it, was of H4480 the same, H1931 according to the work H4639 thereof; of gold, H2091 blue, H8504 and purple, H713 and scarlet H8438 H8144 , and fine twined linen H8336 H7806 ; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses. H4872
6 And they wrought H6213 H853 onyx H7718 stones H68 enclosed in H4142 ouches H4865 of gold, H2091 graven, H6605 as signets H2368 are graven, H6603 with H5921 the names H8034 of the children H1121 of Israel. H3478
7 And he put H7760 them on H5921 the shoulders H3802 of the ephod, H646 that they should be stones H68 for a memorial H2146 to the children H1121 of Israel; H3478 as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses. H4872
8 And he made H6213 H853 the breastplate H2833 of cunning H2803 work, H4639 like the work H4639 of the ephod; H646 of gold, H2091 blue, H8504 and purple, H713 and scarlet H8438 H8144 , and fine twined linen H8336 H7806 .
9 It was H1961 foursquare; H7251 they made H6213 H853 the breastplate H2833 double: H3717 a span H2239 was the length H753 thereof , and a span H2239 the breadth H7341 thereof, being doubled. H3717
10 And they set H4390 in it four H702 rows H2905 of stones: H68 the first row H2905 was a sardius, H124 a topaz, H6357 and a carbuncle: H1304 this was the first H259 row. H2905
11 And the second H8145 row, H2905 an emerald, H5306 a sapphire, H5601 and a diamond. H3095
12 And the third H7992 row, H2905 a ligure, H3958 an agate, H7618 and an amethyst. H306
13 And the fourth H7243 row, H2905 a beryl, H8658 an onyx, H7718 and a jasper: H3471 they were enclosed H4142 in ouches H4865 of gold H2091 in their enclosings. H4396
14 And the stones H68 were according to H5921 the names H8034 of the children H1121 of Israel, H3478 twelve H8147 H6240 , according to H5921 their names, H8034 like the engravings H6603 of a signet, H2368 every one H376 with H5921 his name, H8034 according to the twelve H8147 H6240 tribes. H7626
15 And they made H6213 upon H5921 the breastplate H2833 chains H8333 at the ends, H1383 of wreathen H5688 work H4639 of pure H2889 gold. H2091
16 And they made H6213 two H8147 ouches H4865 of gold, H2091 and two H8147 gold H2091 rings; H2885 and put H5414 H853 the two H8147 rings H2885 in H5921 the two H8147 ends H7098 of the breastplate. H2833
17 And they put H5414 the two H8147 wreathen chains H5688 of gold H2091 in H5921 the two H8147 rings H2885 on H5921 the ends H7098 of the breastplate. H2833
18 And the two H8147 ends H7098 of the two H8147 wreathen chains H5688 they fastened H5414 in H5921 the two H8147 ouches, H4865 and put H5414 them on H5921 the shoulder pieces H3802 of the ephod, H646 before H413 H4136 H6440 it.
19 And they made H6213 two H8147 rings H2885 of gold, H2091 and put H7760 them on H5921 the two H8147 ends H7098 of the breastplate, H2833 upon H5921 the border H8193 of it, which H834 was on H413 the side H5676 of the ephod H646 inward. H1004
20 And they made H6213 two H8147 other golden H2091 rings, H2885 and put H5414 them on H5921 the two H8147 sides H3802 of the ephod H646 underneath H4480 H4295 , toward H4480 H4136 the forepart H6440 of it , over against H5980 the other coupling H4225 thereof, above H4480 H4605 the curious girdle H2805 of the ephod. H646
21 And they did bind H7405 H853 the breastplate H2833 by his rings H4480 H2885 unto H413 the rings H2885 of the ephod H646 with a lace H6616 of blue, H8504 that it might be H1961 above H5921 the curious girdle H2805 of the ephod, H646 and that the breastplate H2833 might not H3808 be loosed H2118 from H4480 H5921 the ephod; H646 as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses. H4872
22 And he made H6213 H853 the robe H4598 of the ephod H646 of woven H707 work, H4639 all H3632 of blue. H8504
23 And there was a hole H6310 in the midst H8432 of the robe, H4598 as the hole H6310 of a habergeon, H8473 with a band H8193 round about H5439 the hole, H6310 that it should not H3808 rend. H7167
24 And they made H6213 upon H5921 the hems H7757 of the robe H4598 pomegranates H7416 of blue, H8504 and purple, H713 and scarlet H8438 H8144 , and twined H7806 linen .
25 And they made H6213 bells H6472 of pure H2889 gold, H2091 and put H5414 H853 the bells H6472 between H8432 the pomegranates H7416 upon H5921 the hem H7757 of the robe, H4598 round about H5439 between H8432 the pomegranates; H7416
26 A bell H6472 and a pomegranate, H7416 a bell H6472 and a pomegranate, H7416 round about H5439 H5921 the hem H7757 of the robe H4598 to minister H8334 in ; as H8334 the LORD H3068 commanded H6680 H853 Moses. H4872
27 And they made H6213 H853 coats H3801 of fine linen H8336 of woven H707 work H4639 for Aaron, H175 and for his sons, H1121
28 And a miter H4701 of fine linen, H8336 and goodly H6287 bonnets H4021 of fine linen, H8336 and linen H906 breeches H4370 of fine twined linen H8336 H7806 ,
29 And a girdle H73 of fine twined linen H8336 H7806 , and blue, H8504 and purple, H713 and scarlet H8438 H8144 , of needlework H4639 H7551 ; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses. H4872
30 And they made H6213 H853 the plate H6731 of the holy H6944 crown H5145 of pure H2889 gold, H2091 and wrote H3789 upon H5921 it a writing, H4385 like to the engravings H6603 of a signet, H2368 HOLINESS H6944 TO THE LORD. H3068
31 And they tied H5414 unto H5921 it a lace H6616 of blue, H8504 to fasten H5414 it on high H4480 H4605 upon H5921 the miter; H4701 as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses. H4872
32 Thus was all H3605 the work H5656 of the tabernacle H4908 of the tent H168 of the congregation H4150 finished: H3615 and the children H1121 of Israel H3478 did H6213 according to all H3605 that H834 the LORD H3068 commanded H6680 H853 Moses, H4872 so H3651 did H6213 they.
33 And they brought H935 H853 the tabernacle H4908 unto H413 Moses, H4872 H853 the tent, H168 and all H3605 his furniture, H3627 his tacks, H7165 his boards, H7175 his bars, H1280 and his pillars, H5982 and his sockets, H134
34 And the covering H4372 of rams's H352kins H5785 dyed red, H119 and the covering H4372 of badgers's H8476kins, H5785 and the veil H6532 of the covering, H4539
35 H853 The ark H727 of the testimony, H5715 and the staves H905 thereof , and the mercy seat, H3727
36 H853 The table, H7979 and H853 all H3605 the vessels H3627 thereof , and the shewbread H3899 H6440 ,
37 H853 The pure H2889 candlestick, H4501 with H853 the lamps H5216 thereof, even with the lamps H5216 to be set in order, H4634 and all H3605 the vessels H3627 thereof , and the oil H8081 for light, H3974
38 And the golden H2091 altar, H4196 and the anointing H4888 oil, H8081 and the sweet H5561 incense, H7004 and the hanging H4539 for the tabernacle H168 door, H6607
39 H853 The brazen H5178 altar, H4196 and his H834 grate H4345 of brass, H5178 H853 his staves, H905 and all H3605 his vessels, H3627 H853 the laver H3595 and his foot, H3653
40 H853 The hangings H7050 of the court, H2691 H853 his pillars, H5982 and his sockets, H134 and the hanging H4539 for the court H2691 gate, H8179 H853 his cords, H4340 and his pins, H3489 and all H3605 the vessels H3627 of the service H5656 of the tabernacle, H4908 for the tent H168 of the congregation, H4150
41 H853 The cloths H899 of service H8278 to do service H8334 in the holy H6944 place , and H853 the holy H6944 garments H899 for Aaron H175 the priest, H3548 and his sons' H1121 garments, H899 to minister in the priest's office. H3547
42 According to all H3605 that H834 the LORD H3068 commanded H6680 H853 Moses, H4872 so H3651 the children H1121 of Israel H3478 made H6213 H853 all H3605 the work. H5656
43 And Moses H4872 did look upon H7200 H853 all H3605 the work, H4399 and, behold, H2009 they had done H6213 it as H834 the LORD H3068 had commanded, H6680 even so H3651 had they done H6213 it : and Moses H4872 blessed H1288 them.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×