Bible Versions
Bible Books

Exodus 4:6 (BNV) Bengali Old BSI Version

1 মোশি উত্তর করিলেন, কিন্তু দেখুন, তাহারা আমাকে বিশ্বাস করিবে না, আমার রবে মনোযোগ করিবে না, কেননা তাহারা বলিবে, সদাপ্রভু তোমাকে দর্শন দেন নাই।
2 তখন সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তোমার হস্তে ওখানি কি? তিনি বলিলেন, যষ্টি। তখন তিনি কহিলেন, উহা ভূমিতে ফেল।
3 পরে তিনি ভূমিতে ফেলিলে তাহা সর্প হইল; আর মোশি তাহার সম্মুখ হইতে পলায়ন করিলেন।
4 তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, ‘হস্ত বিস্তার করিয়া উহার লেজ ধর’,—তাহাতে তিনি হস্ত বিস্তার করিয়া ধরিলে উহা তাঁহার হস্তে যষ্টি হইল,—
5 ‘যেন তাহারা বিশ্বাস করে যে, সদাপ্রভু, তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর যাকোবের ঈশ্বর তোমাকে দর্শন দিয়াছেন।’
6 পরে সদাপ্রভু তাঁহাকে আরও কহিলেন, তুমি তোমার হস্ত বক্ষঃস্থলে দেও; তিনি বক্ষঃস্থলে হস্ত দিলেন; পরে তাহা বাহির করিলে দেখ, তাঁহার হস্ত হিমের ন্যায় কুষ্ঠযুক্ত হইয়াছে।
7 পরে তিনি কহিলেন, ‘তোমার হস্ত আবার বক্ষঃস্থলে দেও’। তিনি আবার বক্ষঃস্থলে হস্ত দিলেন, পরে বক্ষঃস্থল হইতে হস্ত বাহির করিলে দেখ, তাহা পুনরায় তাঁহার মাংসের ন্যায় হইল।
8 ‘তাহারা যদি তোমাকে বিশ্বাস না করে, এবং প্রথম চিহ্নেও মনোযোগ না করে, তবে দ্বিতীয় চিহ্নে বিশ্বাস করিবে।
9 আর এই দুই চিহ্নেও যদি বিশ্বাস না করে, তোমার রবে মনোযোগ না করে, তবে তুমি নদীর কিছু জল লইয়া শুষ্ক ভূমিতে ঢালিয়া দিও; তাহাতে তুমি নদী হইতে যে জল তুলিবে, তাহা শুষ্ক ভূমিতে রক্ত হইয়া যাইবে।’
10 পরে মোশি সদাপ্রভুকে কহিলেন, হায় প্রভু! আমি বাক্‌পটু নহি, ইহার পূর্ব্বেও ছিলাম না, বা এই দাসের সহিত তোমার আলাপ করিবার পরেও নহি; কারণ আমি জড়মুখ জড়জিহ্ব।
11 সদাপ্রভু তাঁহাকে কহিলেন, মনুষ্যের মুখ কে নির্ম্মাণ করিয়াছে? আর বোবা,বধির, মুক্তচক্ষু বা অন্ধকে কে নির্ম্মাণ করে? আমি সদাপ্রভুই কি করি না?
12 এখন তুমি যাও; আমি তোমার মুখের সহবর্ত্তী হইব, কি বলিতে হইবে, তোমাকে জানাইব।
13 তিনি কহিলেন, হে আমার প্রভু, বিনয় করি, যাহার হাতে পাঠাইতে চাও, পাঠাও।
14 তখন মোশির প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল; তিনি কহিলেন, তোমার ভ্রাতা লেবীয় হারোণ কি নাই? আমি জানি, সে সুবক্তা; আরও দেখ, সে তোমার সহিত সাক্ষাৎ করিতে আসিতেছে; তোমাকে দেখিয়া হৃষ্টচিত্ত হইবে।
15 তুমি তাহাকে বলিবে, তাহার মুখে বাক্য দিবে; এবং আমি তোমার মুখের তাহার মুখের সহবর্ত্তী হইব, কি করিতে হইবে, তোমাদিগকে জানাইব।
16 তোমার পরিবর্ত্তে সে লোকদের কাছে বক্তা হইবে; ফলতঃ সে তোমার মুখস্বরূপ হইবে, এবং তুমি তাহার ঈশ্বরস্বরূপ হইবে।
17 আর তুমি এই যষ্টি হস্তে করিবে, ইহা দ্বারাই তোমাকে সেই সকল চিহ্ন-কার্য্য করিতে হইবে।
18 পরে মোশি আপন শ্বশুর যিথ্রোর নিকটে ফিরিয়া আসিয়া কহিলেন, বিনয় করি, মিসরে স্থিত আমার ভ্রাতৃগণের নিকটে ফিরিয়া যাইতে, এবং তাহারা এখনও জীবিত আছে কি না, তাহা দেখিতে আমাকে বিদায় দিউন। যিথ্রো মোশিকে কহিলেন, কুশলে যাও।
19 আর সদাপ্রভু মিদিয়নে মোশিকে বলিলেন, তুমি মিসরে ফিরিয়া যাও; কেননা যে লোকেরা তোমার প্রাণনাশের চেষ্টায় ছিল, তাহারা সকলে মরিয়া গিয়াছে।
20 তখন মোশি আপন স্ত্রী পুত্রদিগকে গর্দ্দভে চড়াইয়া মিসর দেশে ফিরিয়া গেলেন, এবং মোশি আপন হস্তে ঈশ্বরের সেই যষ্টি লইলেন।
21 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি যখন মিসরে ফিরিয়া যাইবে, দেখিও, আমি তোমার হস্তে যে সকল অদ্ভুত কর্ম্মের ভার দিয়াছি, ফরৌণের সাক্ষাতে সে সকল করিও; কিন্তু আমি তাহার হৃদয় কঠিন করিব, সে লোকদিগকে ছাড়িয়া দিবে না।
22 আর তুমি ফরৌণকে কহিবে, সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েল আমার পুত্র, আমার প্রথমজাত।
23 আর আমি তোমাকে বলিয়াছি, আমার সেবা করণার্থে আমার পুত্রকে ছাড়িয়া দেও; কিন্তু তুমি তাহাকে ছাড়িয়া দিতে অসম্মত হইলে; দেখ, আমি তোমার পুত্রকে, তোমার প্রথমজাতকে, বধ করিব।
24 পরে পথে পান্থশালায় সদাপ্রভু তাঁহার কাছে গিয়া তাঁহাকে বধ করিতে চেষ্টা করিলেন।
25 তখন সিপ্পোরা একখানি পাথরের ছুরি লইয়া আপন পুত্রের ত্বক্ ছেদন করিলেন তাঁহার চরণের নিকটে তাহা ফেলিয়া দিয়া কহিলেন, আমার পক্ষে তুমি রক্তের বর।
26 আর ঈশ্বর তাঁহাকে ছাড়িয়া দিলেন; তখন সিপ্পোরা কহিলেন, ত্বক্‌ছেদ সম্বন্ধে তুমি রক্তের বর।
27 আর সদাপ্রভু হারোণকে বলিলেন, তুমি মোশির সহিত সাক্ষাৎ করিতে প্রান্তরে যাও। তাহাতে তিনি গিয়া ঈশ্বরের পর্ব্বতে তাঁহার দেখা পাইলেন, তাঁহাকে চুম্বন করিলেন।
28 তখন মোশি প্রেরণকর্ত্তা সদাপ্রভুর সমস্ত বাক্য তাঁহার আজ্ঞাপিত সমস্ত চিহ্নের বিষয় হারোণকে জ্ঞাত করিলেন।
29 পরে মোশি হারোণ গিয়া ইস্রায়েল- সন্তানদের সমস্ত প্রাচীনকে একত্র করিলেন।
30 আর হারোণ মোশির প্রতি সদাপ্রভুর কথিত সমস্ত বাক্য তাহাদিগকে জ্ঞাত করিলেন, এবং তিনি লোকদের দৃষ্টিতে সেই সকল চিহ্ন-কার্য্য করিলেন।
31 তাহাতে লোকেরা বিশ্বাস করিল; এবং সদাপ্রভু ইস্রায়েল-সন্তানদিগের তত্ত্বাবধান করিয়াছেন, তাহাদের দুঃখ দেখিয়াছেন, ইহা শুনিয়া তাহারা মস্তক নমনপূর্ব্বক প্রণিপাত করিল।
1 And Moses H4872 answered H6030 and said, H559 But, behold, H2005 they will not H3808 believe H539 me, nor H3808 hearken H8085 unto my voice: H6963 for H3588 they will say, H559 The LORD H3068 hath not H3808 appeared H7200 unto H413 thee.
2 And the LORD H3068 said H559 unto H413 him , What is that H4100 H2088 in thine hand H3027 ? And he said, H559 A rod. H4294
3 And he said, H559 Cast H7993 it on the ground. H776 And he cast H7993 it on the ground, H776 and it became H1961 a serpent; H5175 and Moses H4872 fled H5127 from before H4480 H6440 it.
4 And the LORD H3068 said H559 unto H413 Moses, H4872 Put forth H7971 thine hand, H3027 and take H270 it by the tail. H2180 And he put forth H7971 his hand, H3027 and caught H2388 it , and it became H1961 a rod H4294 in his hand: H3709
5 That H4616 they may believe H539 that H3588 the LORD H3068 God H430 of their fathers, H1 the God H430 of Abraham, H85 the God H430 of Isaac, H3327 and the God H430 of Jacob, H3290 hath appeared H7200 unto H413 thee.
6 And the LORD H3068 said H559 furthermore H5750 unto him, Put H935 now H4994 thine hand H3027 into thy bosom. H2436 And he put H935 his hand H3027 into his bosom: H2436 and when he took it out, H3318 behold, H2009 his hand H3027 was leprous H6879 as snow. H7950
7 And he said, H559 Put H7725 thine hand H3027 into H413 thy bosom H2436 again . And he put H7725 his hand H3027 into H413 his bosom H2436 again ; and plucked it out H3318 of his bosom H4480 H2436 , and, behold, H2009 it was turned again H7725 as his other flesh. H1320
8 And it shall come to pass, H1961 if H518 they will not H3808 believe H539 thee, neither H3808 hearken H8085 to the voice H6963 of the first H7223 sign, H226 that they will believe H539 the voice H6963 of the latter H314 sign. H226
9 And it shall come to pass, H1961 if H518 they will not H3808 believe H539 also H1571 these H428 two H8147 signs, H226 neither H3808 hearken H8085 unto thy voice, H6963 that thou shalt take H3947 of the water H4480 H4325 of the river, H2975 and pour H8210 it upon the dry H3004 land : and the water H4325 which H834 thou takest H3947 out of H4480 the river H2975 shall become H1961 blood H1818 upon the dry H3006 land .
10 And Moses H4872 said H559 unto H413 the LORD, H3068 O H994 my Lord, H136 I H595 am not H3808 eloquent H376, H1697 neither H1571 heretofore H4480 H8543 H1571 H4480, H8032 nor H1571 since H4480 H227 thou hast spoken H1696 unto H413 thy servant: H5650 but H3588 I H595 am slow H3515 of speech, H6310 and of a slow H3515 tongue. H3956
11 And the LORD H3068 said H559 unto H413 him, Who H4310 hath made H7760 man's H120 mouth H6310 ? or H176 who H4310 maketh H7760 the dumb, H483 or H176 deaf, H2795 or H176 the seeing, H6493 or H176 the blind H5787 ? have not H3808 I H595 the LORD H3068 ?
12 Now H6258 therefore go, H1980 and I H595 will be H1961 with H5973 thy mouth, H6310 and teach H3384 thee what H834 thou shalt say. H1696
13 And he said, H559 O H994 my Lord, H136 send, H7971 I pray thee, H4994 by the hand H3027 of him whom thou wilt send. H7971
14 And the anger H639 of the LORD H3068 was kindled H2734 against Moses, H4872 and he said, H559 Is not H3808 Aaron H175 the Levite H3881 thy brother H251 ? I know H3045 that H3588 he H1931 can speak well H1696 H1696 . And also, H1571 behold, H2009 he H1931 cometh forth H3318 to meet H7125 thee : and when he seeth H7200 thee , he will be glad H8055 in his heart. H3820
15 And thou shalt speak H1696 unto H413 him , and put H7760 H853 words H1697 in his mouth: H6310 and I H595 will be H1961 with H5973 thy mouth, H6310 and with H5973 his mouth, H6310 and will teach H3384 you H853 what H834 ye shall do. H6213
16 And he H1931 shall be thy spokesman H1696 unto H413 the people: H5971 and he shall be, H1961 even he H1931 shall be H1961 to thee instead of a mouth, H6310 and thou H859 shalt be H1961 to him instead of God. H430
17 And thou shalt take H3947 this H2088 rod H4294 in thine hand, H3027 wherewith H834 thou shalt do H6213 H853 signs. H226
18 And Moses H4872 went H1980 and returned H7725 to H413 Jethro H3503 his father- H2859 in-law , and said H559 unto him , Let me go, H1980 I pray thee, H4994 and return H7725 unto H413 my brethren H251 which H834 are in Egypt, H4714 and see H7200 whether they be yet H5750 alive. H2416 And Jethro H3503 said H559 to Moses, H4872 Go H1980 in peace. H7965
19 And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 in Midian, H4080 Go, H1980 return H7725 into Egypt: H4714 for H3588 all H3605 the men H376 are dead H4191 which sought H1245 H853 thy life. H5315
20 And Moses H4872 took H3947 H853 his wife H802 and his sons, H1121 and set H7392 them upon H5921 an ass, H2543 and he returned H7725 to the land H776 of Egypt: H4714 and Moses H4872 took H3947 H853 the rod H4294 of God H430 in his hand. H3027
21 And the LORD H3068 said H559 unto H413 Moses, H4872 When thou goest H1980 to return H7725 into Egypt, H4714 see H7200 that thou do H6213 all H3605 those wonders H4159 before H6440 Pharaoh, H6547 which H834 I have put H7760 in thine hand: H3027 but I H589 will harden H2388 H853 his heart, H3820 that he shall not H3808 let H853 the people H5971 go. H7971
22 And thou shalt say H559 unto H413 Pharaoh, H6547 Thus H3541 saith H559 the LORD, H3068 Israel H3478 is my son, H1121 even my firstborn: H1060
23 And I say H559 unto H413 thee , Let H853 my son H1121 go, H7971 that he may serve H5647 me : and if thou refuse H3985 to let him go, H7971 behold, H2009 I H595 will slay H2026 H853 thy son, H1121 even thy firstborn. H1060
24 And it came to pass H1961 by the way H1870 in the inn, H4411 that the LORD H3068 met H6298 him , and sought H1245 to kill H4191 him.
25 Then Zipporah H6855 took H3947 a sharp stone, H6864 and cut off H3772 H853 the foreskin H6190 of her son, H1121 and cast H5060 it at his feet, H7272 and said, H559 Surely H3588 a bloody H1818 husband H2860 art thou H859 to me.
26 So he let him go H7503 H4480 : then H227 she said, H559 A bloody H1818 husband H2860 thou art , because of the circumcision. H4139
27 And the LORD H3068 said H559 to H413 Aaron, H175 Go H1980 into the wilderness H4057 to meet H7125 Moses. H4872 And he went, H1980 and met H6298 him in the mount H2022 of God, H430 and kissed H5401 him.
28 And Moses H4872 told H5046 Aaron H175 H853 all H3605 the words H1697 of the LORD H3068 who H834 had sent H7971 him , and all H3605 the signs H226 which H834 he had commanded H6680 him.
29 And Moses H4872 and Aaron H175 went H1980 and gathered together H622 H853 all H3605 the elders H2205 of the children H1121 of Israel: H3478
30 And Aaron H175 spoke H1696 H853 all H3605 the words H1697 which H834 the LORD H3068 had spoken H1696 unto H413 Moses, H4872 and did H6213 the signs H226 in the sight H5869 of the people. H5971
31 And the people H5971 believed: H539 and when they heard H8085 that H3588 the LORD H3068 had visited H6485 H853 the children H1121 of Israel, H3478 and that H3588 he had looked upon H7200 H853 their affliction, H6040 then they bowed their heads H6915 and worshiped. H7812
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×