Bible Versions
Bible Books

Exodus 9:14 (BNV) Bengali Old BSI Version

1 পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ফরৌণের নিকটে গিয়া তাহাকে বল, সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর, এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও।
2 যদি তাহাদিগকে ছাড়িয়া দিতে অসম্মত হও, এখনও বাধা দেও, তবে দেখ,
3 ক্ষেত্রস্থ তোমার পশুধনের উপর, অশ্বদের, গর্দ্দভদের, উষ্ট্রদের, গোপালের মেষপালের উপর সদাপ্রভুর হস্ত রহিয়াছে; ভারী মহামারী হইবে।
4 কিন্তু সদাপ্রভু ইস্রায়েলের পশুতে মিসরের পশুতে প্রভেদ করিবেন; তাহাতে ইস্রায়েল-সন্তানদের কোন পশু মরিবে না।
5 আর সদাপ্রভু সময় নিরূপণ করিয়া কহিলেন, কল্য সদাপ্রভু দেশে এই কর্ম্ম করিবেন।
6 পরদিন সদাপ্রভু তাহাই করিলেন, তাহাতে মিসরের সকল পশু মরিল, কিন্তু ইস্রায়েল-সন্তানদের পশুদের মধ্যে একটীও মরিল না।
7 তখন ফরৌণ লোক পাঠাইলেন, আর দেখ, ইস্রায়েলের একটী পশুও মরে নাই; তথাপি ফরৌণের হৃদয় ভারী হইল, এবং তিনি লোকদিগকে ছাড়িয়া দিলেন না।
8 পরে সদাপ্রভু মোশি হারোণকে কহিলেন, তোমরা মুষ্টি পূর্ণ করিয়া ভাটীর ভস্ম লও, পরে মোশি ফরৌণের সাক্ষাতে তাহা আকাশের দিকে ছড়াইয়া দিউক।
9 তাহা সমস্ত মিসর দেশব্যাপী সূক্ষ্ম ধূলি হইয়া মিসর দেশের সর্ব্বত্র মনুষ্য পশুদের গাত্রে ক্ষতযুক্ত স্ফোটক জন্মাইবে।
10 তখন তাঁহারা ভাটীর ভস্ম লইয়া ফরৌণের সম্মুখে দাঁড়াইলেন, এবং মোশি আকাশের দিকে তাহা ছড়াইয়া দিলেন, তাহাতে মনুষ্যদের পশুদের গাত্রে ক্ষতযুক্ত স্ফোটক হইল।
11 সেই স্ফোটক প্রযুক্ত মন্ত্রবেত্তারা মোশির সম্মুখে দাঁড়াইতে পারিল না, কারণ মন্ত্রবেত্তাদের সমস্ত মিস্রীয়ের গাত্রে স্ফোটক জন্মিল।
12 আর সদাপ্রভু ফরৌণের হৃদয় কঠিন করিলেন। তিনি তাঁহাদের কথায় মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু মোশিকে বলিয়াছিলেন।
13 পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি প্রত্যূষে উঠিয়া ফরৌণের সম্মুখে দাঁড়াইয়া তাহাকে এই কথা বলিও, সদাপ্রভু, ইব্রীয়দের ঈশ্বর, এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দেও;
14 নতুবা এই বার আমি তোমার হৃদয়ের বিরুদ্ধে এবং তোমার দাসগণের প্রজাদের মধ্যে আমার সর্ব্বপ্রকার আঘাত প্রেরণ করিব; যেন তুমি জানিতে পার, সমস্ত পৃথিবীতে আমার তুল্য কেহই নাই।
15 কেননা এত দিন আমি আপন হস্ত বিস্তার করিয়া মহামারী দ্বারা তোমাকে তোমার প্রজাদিগকে আঘাত করিতে পারিতাম; তাহা করিলে তুমি পৃথিবী হইতে উচ্ছিন্ন হইতে।
16 কিন্তু বাস্তবিক আমি এই জন্যই তোমাকে স্থাপন করিয়াছি, যেন আমার প্রভাব তোমাকে দেখাই সমস্ত পৃথিবীতে আমার নাম কীর্ত্তিত হয়।
17 এখনও তুমি আমার প্রজাগণের উপর দর্প করিয়া তাহাদিগকে ছাড়িয়া দিতে চাহিতেছ না।
18 দেখ, মিসরের পত্তনাবধি অদ্য পর্য্যন্ত যাদৃশ কখন হয় নাই, এমন অতিশয় ভারী শিলাবৃষ্টি আমি কল্য এই সময়ে বর্ষাইব।
19 অতএব তুমি এখন লোক পাঠাইয়া ক্ষেত্রে তোমার পশু আর যাহা কিছু আছে, সে সকল ত্বরায় আনাও; যে মনুষ্য পশু গৃহমধ্যে আনিত না হইয়া ক্ষেত্রে থাকিবে, তাহাদের উপরে শিলাবৃষ্টি হইবে, আর তাহারা মরিবে।
20 তখন ফরৌণের দাসগণের মধ্যে যে কেহ সদাপ্রভুর বাক্যে ভীত হইল, সে শীঘ্র আপন দাস পশুদিগকে গৃহমধ্যে আনিল;
21 আর যে কেহ সদাপ্রভুর বাক্যে মনোযোগ করিল না, সে আপন দাস পশুদিগকে ক্ষেত্রে থাকিতে দিল।
22 পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি আকাশের দিকে আপন হস্ত বিস্তার কর, তাহাতে মিসর দেশের সর্ব্বত্র শিলাবৃষ্টি হইবে, মিসর দেশের মনুষ্য, পশু ক্ষেত্রস্থ সমস্ত ওষধির উপরে তাহা হইবে।
23 পরে মোশি আপন যষ্টি আকাশের দিকে বিস্তার করিলে সদাপ্রভু মেঘগর্জ্জন করাইলেন, শিলাবৃষ্টি বর্ষাইলেন, এবং অগ্নি ভূমির উপরে বেগে আসিয়া পড়িল; এইরূপে সদাপ্রভু মিসর দেশে শিলাবৃষ্টি বর্ষাইলেন।
24 তাহাতে শিলা, এবং শিলার সহিত মিশ্রিত অগ্নিবৃষ্টিও হওয়াতে তাহা অতি দুঃসহ হইল; এরূপ শিলাবৃষ্টি মিসর দেশে রাজ্য স্থাপনাবধি কখনও হয় নাই।
25 তাহাতে সমস্ত মিসর দেশের ক্ষেত্রস্থ মনুষ্য পশু সকলই শিলা দ্বারা আহত হইল, ক্ষেত্রের সমস্ত ওষধি শিলাবৃষ্টি দ্বারা আহত হইল, আর ক্ষেত্রের সমস্ত বৃক্ষ ভগ্ন হইল।
26 কেবল ইস্রায়েল-সন্তানদের বাসস্থান গোশন প্রদেশে শিলাবৃষ্টি হইল না।
27 পরে ফরৌণ লোক পাঠাইয়া মোশি হারোণকে ডাকাইয়া কহিলেন, এই বার আমি পাপ করিয়াছি; সদাপ্রভু ধর্ম্মময়, কিন্তু আমি আমার প্রজারা দোষী।
28 তোমরা সদাপ্রভুর কাছে বিনতি কর; দেবগর্জ্জন শিলাবৃষ্টি যথেষ্ট হইয়াছে? আমি তোমাদিগকে ছাড়িয়া দিব, তোমাদের আর বিলম্ব হইবে না।
29 তখন মোশি তাঁহাকে কহিলেন, আমি নগর হইতে বাহিরে গিয়াই সদাপ্রভুর দিকে অঞ্জলি বিস্তার করিব, তাহাতে মেঘগর্জ্জন নিবৃত্ত হইবে শিলাবৃষ্টি আর হইবে না, যেন আপনি জানিতে পারেন যে, পৃথিবী সদাপ্রভুরই।
30 কিন্তু আমি জানি, আপনি আপনার দাসগণ, আপনারা এখনও সদাপ্রভু ঈশ্বর হইতে ভীত হইবেন না।
31 তৎকালে মসিনা যব সকলই আহত হইল, কেননা যব শীষযুক্ত মসিনা পুষ্পিত হইয়াছিল।
32 কিন্তু গোম জনার বড় না হওয়াতে আহত হইল না।
33 পরে মোশি ফরৌণের নিকট হইতে নগরের বাহিরে গিয়া সদাপ্রভুর দিকে অঞ্জলি বিস্তার করিলেন, তাহাতে মেঘগর্জ্জন শিলাপতন নিবৃত্ত হইল, এবং ভূমিতে আর জলধারা বর্ষিল না।
34 তখন বৃষ্টি, শিলাপাত মেঘগর্জ্জন নিবৃত্ত দেখিয়া ফরৌণ আরও পাপ করিলেন, তিনি তাঁহার দাসগণ আপন আপন হৃদয় ভারী করিলেন।
35 আর ফরৌণের হৃদয় কঠিন হওয়াতে তিনি ইস্রায়েল-সন্তানদিগকে যাইতে দিলেন না; যেমন সদাপ্রভু মোশি দ্বারা বলিয়াছিলেন।
1 Then the LORD H3068 said H559 unto H413 Moses, H4872 Go in H935 unto H413 Pharaoh, H6547 and tell H1696 H413 him, Thus H3541 saith H559 the LORD H3068 God H430 of the Hebrews, H5680 Let H853 my people H5971 go, H7971 that they may serve H5647 me.
2 For H3588 if H518 thou H859 refuse H3986 to let them go, H7971 and wilt hold H2388 them still, H5750
3 Behold H2009 , the hand H3027 of the LORD H3068 is H1961 upon thy cattle H4735 which H834 is in the field, H7704 upon the horses, H5483 upon the asses, H2543 upon the camels, H1581 upon the oxen, H1241 and upon the sheep: H6629 there shall be a very H3966 grievous H3515 murrain. H1698
4 And the LORD H3068 shall sever H6395 between H996 the cattle H4735 of Israel H3478 and the cattle H4735 of Egypt: H4714 and there shall nothing H3808 H1697 die H4191 of all H4480 H3605 that is the children's H1121 of Israel. H3478
5 And the LORD H3068 appointed H7760 a set time, H4150 saying, H559 Tomorrow H4279 the LORD H3068 shall do H6213 this H2088 thing H1697 in the land. H776
6 And the LORD H3068 did H6213 H853 that H2088 thing H1697 on the morrow H4480 H4283 , and all H3605 the cattle H4735 of Egypt H4714 died: H4191 but of the cattle H4480 H4735 of the children H1121 of Israel H3478 died H4191 not H3808 one. H259
7 And Pharaoh H6547 sent, H7971 and, behold, H2009 there was not H3808 one H259 of the cattle H4480 H4735 of the Israelites H3478 dead. H4191 And the heart H3820 of Pharaoh H6547 was hardened, H3513 and he did not H3808 let H853 the people H5971 go. H7971
8 And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 and unto H413 Aaron, H175 Take H3947 to you handfuls H4393 H2651 of ashes H6368 of the furnace, H3536 and let Moses H4872 sprinkle H2236 it toward the heaven H8064 in the sight H5869 of Pharaoh. H6547
9 And it shall become H1961 small dust H80 in H5921 all H3605 the land H776 of Egypt, H4714 and shall be H1961 a boil H7822 breaking forth H6524 with blains H76 upon H5921 man, H120 and upon H5921 beast, H929 throughout all H3605 the land H776 of Egypt. H4714
10 And they took H3947 H853 ashes H6368 of the furnace, H3536 and stood H5975 before H6440 Pharaoh; H6547 and Moses H4872 sprinkled H2236 it up toward heaven; H8064 and it became H1961 a boil H7822 breaking forth H6524 with blains H76 upon man, H120 and upon beast. H929
11 And the magicians H2748 could H3201 not H3808 stand H5975 before H6440 Moses H4872 because of H4480 H6440 the boils; H7822 for H3588 the boil H7822 was H1961 upon the magicians, H2748 and upon all H3605 the Egyptians. H4714
12 And the LORD H3068 hardened H2388 H853 the heart H3820 of Pharaoh, H6547 and he hearkened H8085 not H3808 unto H413 them; as H834 the LORD H3068 had spoken H1696 unto H413 Moses. H4872
13 And the LORD H3068 said H559 unto H413 Moses, H4872 Rise up early H7925 in the morning, H1242 and stand H3320 before H6440 Pharaoh, H6547 and say H559 unto H413 him, Thus H3541 saith H559 the LORD H3068 God H430 of the Hebrews, H5680 Let H853 my people H5971 go, H7971 that they may serve H5647 me.
14 For H3588 I H589 will at this H2063 time H6471 send H7971 H853 all H3605 my plagues H4046 upon H413 thine heart, H3820 and upon thy servants, H5650 and upon thy people; H5971 that H5668 thou mayest know H3045 that H3588 there is none H369 like me H3644 in all H3605 the earth. H776
15 For H3588 now H6258 I will stretch out H7971 H853 my hand, H3027 that I may smite H5221 thee and thy people H5971 with pestilence; H1698 and thou shalt be cut off H3582 from H4480 the earth. H776
16 And in very deed H199 for H5668 this H2063 cause have I raised thee up, H5975 for H5668 to show H7200 in thee H853 my power; H3581 and that H4616 my name H8034 may be declared H5608 throughout all H3605 the earth. H776
17 As yet H5750 exaltest thou thyself H5549 against my people, H5971 that thou wilt not H1115 let them go H7971 ?
18 Behold H2009 , tomorrow H4279 about this time H6256 I will cause it to rain H4305 a very H3966 grievous H3515 hail, H1259 such H834 as H3644 hath not H3808 been H1961 in Egypt H4714 since H4480 H3117 the foundation H3245 thereof even until H5704 now. H6258
19 Send H7971 therefore now, H6258 and gather H5756 H853 thy cattle, H4735 and all H3605 that H834 thou hast in the field; H7704 for upon every H3605 man H120 and beast H929 which H834 shall be found H4672 in the field, H7704 and shall not H3808 be brought H622 home, H1004 the hail H1259 shall come down H3381 upon H5921 them , and they shall die. H4191
20 He that feared H3372 H853 the word H1697 of the LORD H3068 among the servants H4480 H5650 of Pharaoh H6547 made H853 his servants H5650 and his cattle H4735 flee H5127 into H413 the houses: H1004
21 And he that H834 regarded H7760 H3820 not H3808 the word H1697 of the LORD H3068 left H5800 H853 his servants H5650 and his cattle H4735 in the field. H7704
22 And the LORD H3068 said H559 unto H413 Moses, H4872 Stretch forth H5186 H853 thine hand H3027 toward H5921 heaven, H8064 that there may be H1961 hail H1259 in all H3605 the land H776 of Egypt, H4714 upon H5921 man, H120 and upon H5921 beast, H929 and upon H5921 every H3605 herb H6212 of the field, H7704 throughout the land H776 of Egypt. H4714
23 And Moses H4872 stretched forth H5186 H853 his rod H4294 toward H5921 heaven: H8064 and the LORD H3068 sent H5414 thunder H6963 and hail, H1259 and the fire H784 ran along H1980 upon the ground; H776 and the LORD H3068 rained H4305 hail H1259 upon H5921 the land H776 of Egypt. H4714
24 So there was H1961 hail, H1259 and fire H784 mingled H3947 with H8432 the hail, H1259 very H3966 grievous, H3515 such as H834 there was H1961 none H3808 like it H3644 in all H3605 the land H776 of Egypt H4714 since H4480 H227 it became H1961 a nation. H1471
25 And the hail H1259 smote H5221 throughout all H3605 the land H776 of Egypt H4714 H853 all H3605 that H834 was in the field, H7704 both man H4480 H120 and beast; H929 and the hail H1259 smote H5221 every H3605 herb H6212 of the field, H7704 and broke H7665 every H3605 tree H6086 of the field. H7704
26 Only H7535 in the land H776 of Goshen, H1657 where H834 H8033 the children H1121 of Israel H3478 were , was H1961 there no H3808 hail. H1259
27 And Pharaoh H6547 sent, H7971 and called H7121 for Moses H4872 and Aaron, H175 and said H559 unto H413 them , I have sinned H2398 this time: H6471 the LORD H3068 is righteous, H6662 and I H589 and my people H5971 are wicked. H7563
28 Entreat H6279 H413 the LORD H3068 (for it is enough H7227 ) that there be no H4480 H1961 more mighty H430 thunderings H6963 and hail; H1259 and I will let you go, H7971 and ye shall stay H5975 no H3808 longer. H3254
29 And Moses H4872 said H559 unto H413 him , As soon as I am gone out H3318 of H853 the city, H5892 I will spread abroad H6566 H853 my hands H3709 unto H413 the LORD; H3068 and the thunder H6963 shall cease, H2308 neither H3808 shall there be H1961 any more H5750 hail; H1259 that H4616 thou mayest know H3045 how that H3588 the earth H776 is the LORD's H3068.
30 But as for thee H859 and thy servants, H5650 I know H3045 that H3588 ye will not yet H2962 fear H3372 H4480 H6440 the LORD H3068 God. H430
31 And the flax H6594 and the barley H8184 was smitten: H5221 for H3588 the barley H8184 was in the ear, H24 and the flax H6594 was bolled. H1392
32 But the wheat H2406 and the rye H3698 were not H3808 smitten: H5221 for H3588 they H2007 were not grown up. H648
33 And Moses H4872 went out H3318 of H853 the city H5892 from H4480 H5973 Pharaoh, H6547 and spread abroad H6566 his hands H3709 unto H413 the LORD: H3068 and the thunders H6963 and hail H1259 ceased, H2308 and the rain H4306 was not H3808 poured H5413 upon the earth. H776
34 And when Pharaoh H6547 saw H7200 that H3588 the rain H4306 and the hail H1259 and the thunders H6963 were ceased, H2308 he sinned H2398 yet more, H3254 and hardened H3513 his heart, H3820 he H1931 and his servants. H5650
35 And the heart H3820 of Pharaoh H6547 was hardened, H2388 neither H3808 would he let H853 the children H1121 of Israel H3478 go; H7971 as H834 the LORD H3068 had spoken H1696 by H3027 Moses. H4872
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×