Bible Versions
Bible Books

Ezekiel 31:1 (BNV) Bengali Old BSI Version

1 একাদশ বৎসরের তৃতীয় মাসে, মাসের প্রথম দিনে, সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
2 হে মনুষ্য-সন্তান, মিসর-রাজ ফরৌণকে তাহার লোকারণ্যকে বল, তুমি তোমার মহিমায় কাহার তুল্য?
3 দেখ, অশূর লিবানোনস্থ এরস বৃক্ষস্বরূপ ছিল, তাহার সুন্দর ডাল, ঘন ছায়া উচ্চ দৈর্ঘ্য ছিল; তাহার শিখর মেঘমালার মধ্যবর্ত্তী ছিল।
4 সে জলে বর্দ্ধিত জলধিতে উচ্চ হইয়াছিল; তাহার স্রোতঃসমূহ তাহার উদ্যানের চারিদিকে বহিত, এবং সে ক্ষেত্রস্থ বৃক্ষ সকলের কাছে আপন প্রণালী পাঠাইত।
5 এই কারণ ক্ষেত্রের সমস্ত বৃক্ষ অপেক্ষা তাহার দৈর্ঘ্য উচ্চতম হইল, এবং সে ডাল পালা মেলিলে প্রচুর জলহেতু সেগুলি বৃদ্ধি পাইল তাহার শাখা দীর্ঘ হইল।
6 তাহার ডালে আকাশের সকল পক্ষী বাসা করিত, এবং তাহার শাখার নীচে মাঠের সকল পশু প্রসব করিত, এবং তাহার ছায়াতে সকল মহাজাতি বাস করিত।
7 সে আপন মহত্ত্বে, ডালের দীর্ঘতায়, মনোহর ছিল, কেননা তাহার মূল প্রচুর জলের পার্শ্বে ছিল।
8 ঈশ্বরের উদ্যানে এরস বৃক্ষ সকল তাহাকে গোপন করিতে পারিত না, দেবদারু সকল ডালপালায় তাহার সমান ছিল না; এবং অর্ম্মোণ বৃক্ষ সকল তাহার ন্যায় শাখাবিশিষ্ট ছিল না; ঈশ্বরের উদ্যানে স্থিত কোন বৃক্ষ সৌন্দর্য্যে তাহার তুল্য ছিল না।
9 আমি প্রচুর শাখা দিয়া তাহাকে সুন্দর করিয়াছিলাম, এদনে ঈশ্বরের উদ্যানস্থিত সমস্ত বৃক্ষ তাহার উপরে ঈর্ষা করিত।
10 অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি দীর্ঘতায় উচ্চ হইলে; সেই বৃক্ষ মেঘমালার মধ্যে আপন শিখর স্থাপন করিল, উচ্চতায় তাহার অন্তঃকরণ গর্ব্বিত হইল;
11 এই জন্য আমি তাহাকে জাতিগণের মধ্যে বলবানের হস্তে সমর্পণ করিব, সে তাহার সহিত উপযুক্ত ব্যবহার করিবে; আমি তাহার দুষ্টতা প্রযুক্ত তাহাকে দূর করিলাম।
12 তাহাতে বিদেশীরা, জাতিগণের মধ্যে ভীমবিক্রান্ত লোকেরা, তাহাকে কাটিয়া ফেলিল, ছাড়িয়া গেল; পর্ব্বতগণের উপরে উপত্যকা সকলে তাহার শাখা পড়িয়া আছে, এবং দেশের সকল জলপ্রবাহে তাহার ডালপালা ভগ্ন হইল; পৃথিবীর সকল জাতি তাহার ছায়া হইতে প্রস্থান করিল, তাহাকে ছাড়িয়া গেল।
13 তাহার পতিত কাণ্ডে আকাশের সকল পক্ষী বাস করিবে, এবং তাহার শাখার নিকটে মাঠের সকল পশু থাকিবে;
14 ইহার ভাব এই, যেন জলের নিকটবর্ত্তী বৃক্ষ সকল আপন আপন উচ্চতায় গর্ব্বিত না হয়, আপন আপন শিখর মেঘমালার মধ্যে স্থাপন না করে, তাহাদের তেজীয়ানেরা, জলপায়ী সকলে, যেন স্ব স্ব উচ্চতায় দণ্ডায়মান না হয়; কেননা তাহারা সকলে মৃত্যুতে, অধোভুবনে, মনুষ্য-সন্তানদের মধ্যে, পাতালবাসীদের নিকটে, সমর্পিত হইয়াছে।
15 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, পাতালে তাহার নামিয়া যাইবার দিনে আমি শোক নিরূপণ করিলাম; আমি তাহার জন্য জলধিকে আচ্ছাদন করিলাম, তাহার স্রোতঃসমূহ নিবৃত্ত করিলাম, তাহাতে জলরাশি রুদ্ধ হইল; এবং আমি তাহার জন্য লিবানোনকে কৃষ্ণবর্ণ করিলাম, ক্ষেত্রস্থ বৃক্ষ সকল তাহার জন্য জীর্ণ হইল।
16 যখন আমি তাহাকে পাতালবাসীদের নিকটে ফেলিয়া দিলাম, তখন তাহার পতনের শব্দে জাতিগণকে কম্পিত করিলাম; আর এদনের সমস্ত বৃক্ষ, লিবানোনের উৎকৃষ্ট শ্রেষ্ঠ জলপায়ী সকলে, অধোভুবনে সান্ত্বনা পাইল।
17 তাহার সহিত তাহারাও পাতালে খড়্‌গ নিহত লোকদের কাছে নামিয়াছে; তাহারা তাহার বাহুস্বরূপ হইয়া তাহারই ছায়াতে জাতিগণের মধ্যে বাস করিয়াছিল।
18 এইরূপে তুমি প্রতাপে মহত্ত্বে এদনস্থ বৃক্ষসমূহের মধ্যে কাহার তুল্য? তথাপি এদনস্থ বৃক্ষগণের সহিত তুমিও অধোভুবনে অবনীত হইবে; অচ্ছিন্নত্বক্‌ সকলের মধ্যে খড়্‌গনিহত লোকদের সহিত শয়ন করিবে। সেই ফরৌণ তাহার সমস্ত লোকারণ্য; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
1 And it came to pass H1961 in the eleventh H259 H6240 year, H8141 in the third H7992 month , in the first H259 day of the month, H2320 that the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying, H559
2 Son H1121 of man, H120 speak H559 unto H413 Pharaoh H6547 king H4428 of Egypt, H4714 and to H413 his multitude; H1995 Whom H413 H4310 art thou like H1819 in thy greatness H1433 ?
3 Behold H2009 , the Assyrian H804 was a cedar H730 in Lebanon H3844 with fair H3303 branches, H6057 and with a shadowing H6751 shroud, H2793 and of a high H1362 stature; H6967 and his top H6788 was H1961 among H996 the thick boughs. H5688
4 The waters H4325 made him great, H1431 the deep H8415 set him up on high H7311 with H854 her rivers H5104 running H1980 round about H5439 his plants, H4302 and sent out H7971 her little rivers H8585 unto H413 all H3605 the trees H6086 of the field. H7704
5 Therefore H5921 H3651 his height H6967 was exalted H1361 above all H4480 H3605 the trees H6086 of the field, H7704 and his boughs H5634 were multiplied, H7235 and his branches H6288 became long H748 because of the multitude H7227 of waters H4480 H4325 , when he shot forth. H7971
6 All H3605 the fowls H5775 of heaven H8064 made their nests H7077 in his boughs, H5589 and under H8478 his branches H6288 did all H3605 the beasts H2416 of the field H7704 bring forth their young, H3205 and under his shadow H6738 dwelt H3427 all H3605 great H7227 nations. H1471
7 Thus was he fair H3302 in his greatness, H1433 in the length H753 of his branches: H1808 for H3588 his root H8328 was H1961 by H413 great H7227 waters. H4325
8 The cedars H730 in the garden H1588 of God H430 could not H3808 hide H6004 him : the fir trees H1265 were not like H1819 H3808 H413 his boughs, H5589 and the chestnut trees H6196 were H1961 not H3808 like his branches; H6288 nor H3808 any H3605 tree H6086 in the garden H1588 of God H430 was like H1819 unto H413 him in his beauty. H3308
9 I have made H6213 him fair H3303 by the multitude H7230 of his branches: H1808 so that all H3605 the trees H6086 of Eden, H5731 that H834 were in the garden H1588 of God, H430 envied H7065 him.
10 Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 Because H3282 H834 thou hast lifted up H1361 thyself in height, H6967 and he hath shot up H5414 his top H6788 among H413 H996 the thick boughs, H5688 and his heart H3824 is lifted up H7311 in his height; H1363
11 I have therefore delivered H5414 him into the hand H3027 of the mighty one H352 of the heathen; H1471 he shall surely deal H6213 H6213 with him : I have driven him out H1644 for his wickedness. H7562
12 And strangers, H2114 the terrible H6184 of the nations, H1471 have cut him off, H3772 and have left H5203 him: upon H413 the mountains H2022 and in all H3605 the valleys H1516 his branches H1808 are fallen, H5307 and his boughs H6288 are broken H7665 by all H3605 the rivers H650 of the land; H776 and all H3605 the people H5971 of the earth H776 are gone down H3381 from his shadow H4480 H6738 , and have left H5203 him.
13 Upon H5921 his ruin H4658 shall all H3605 the fowls H5775 of the heaven H8064 remain, H7931 and all H3605 the beasts H2416 of the field H7704 shall be H1961 upon H413 his branches: H6288
14 To the end H4616 that H834 none H3808 of all H3605 the trees H6086 by the waters H4325 exalt themselves H1361 for their height, H6967 neither H3808 shoot up H5414 H853 their top H6788 among H413 H996 the thick boughs, H5688 neither H3808 their trees H352 stand up H5975 in their height, H1363 all H3605 that drink H8354 water: H4325 for H3588 they are all H3605 delivered H5414 unto death, H4194 to H413 the nether parts H8482 of the earth, H776 in the midst H8432 of the children H1121 of men, H120 with H413 them that go down H3381 to the pit. H953
15 Thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 In the day H3117 when he went down H3381 to the grave H7585 I caused a mourning: H56 I covered H3680 H853 the deep H8415 for H5921 him , and I restrained H4513 the floods H5104 thereof , and the great H7227 waters H4325 were stayed: H3607 and I caused Lebanon H3844 to mourn H6937 for H5921 him , and all H3605 the trees H6086 of the field H7704 fainted H5969 for H5921 him.
16 I made the nations H1471 to shake H7493 at the sound H4480 H6963 of his fall, H4658 when I cast him down H3381 H853 to hell H7585 with H854 them that descend H3381 into the pit: H953 and all H3605 the trees H6086 of Eden, H5731 the choice H4005 and best H2896 of Lebanon, H3844 all H3605 that drink H8354 water, H4325 shall be comforted H5162 in the nether parts H8482 of the earth. H776
17 They H1992 also H1571 went down H3381 into hell H7585 with H854 him unto H413 them that be slain H2491 with the sword; H2719 and they that were his arm, H2220 that dwelt H3427 under his shadow H6738 in the midst H8432 of the heathen. H1471
18 To H413 whom H4310 art thou thus like H1819 H3602 in glory H3519 and in greatness H1433 among the trees H6086 of Eden H5731 ? yet shalt thou be brought down H3381 with H854 the trees H6086 of Eden H5731 unto H413 the nether parts H8482 of the earth: H776 thou shalt lie H7901 in the midst H8432 of the uncircumcised H6189 with H854 them that be slain H2491 by the sword. H2719 This H1931 is Pharaoh H6547 and all H3605 his multitude, H1995 saith H5002 the Lord H136 GOD. H3069
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×