Bible Versions
Bible Books

Ezekiel 36:34 (BNV) Bengali Old BSI Version

1 আর, হে মনুষ্য-সন্তান, তুমি ইস্রায়েলের পর্ব্বতগণের কাছে ভাববাণী বল, তুমি বল, হে ইস্রায়েলের পর্ব্বতগণ, সদাপ্রভুর বাক্য শুন।
2 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, শত্রু তোমাদের বিরুদ্ধে বলিয়াছে, ‘বাহবা!’ আর, ‘সেই চিরন্তন উচ্চস্থলী সকল আমাদের অধিকার হইল;’
3 এই জন্য তুমি ভাববাণী বল, তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, লোকেরা তোমাদিগকে জাতিগণের অবশিষ্ট অংশের অধিকার করণার্থে ধ্বংস চারিদিকে গ্রাস করিয়াছে, এবং তোমার বাচালদের ওষ্ঠগত লোকদের নিন্দার আস্পদ হইয়াছ;
4 এই জন্য, হে ইস্রায়েলের পর্ব্বতগণ, তোমরা প্রভু সদাপ্রভুর বাক্য শুন; প্রভু সদাপ্রভু সেই পর্ব্বত, উপপর্ব্বত, জলপ্রবাহ উপত্যকা সকলকে এবং সেই ধ্বংসিত কাঁথড়া পরিত্যক্ত নগর সকলকে এই কথা কহেন, তোমরা চারিদিকের জাতিগণের অবশিষ্ট অংশের লুটদ্রব্য হাস্যের পাত্র হইয়াছ;
5 এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, নিশ্চয়ই আমি সেই জাতিগণের অবশিষ্ট অংশের বিরুদ্ধে, বিশেষতঃ সমস্ত ইদোমের বিরুদ্ধে আমার অন্তর্জ্বালার অগ্নিতেই কথা কহিয়াছি, কেননা তাহারা তাহাদের সমস্ত চিত্তের হর্ষে প্রাণের অবজ্ঞায় লুটের আশায় শূন্য করণার্থে আমার দেশ আপনাদের অধিকার বলিয়া নিরূপণ করিয়াছে।
6 অতএব তুমি ইস্রায়েল-ভূমির বিষয়ে ভাববাণী বল, এবং সেই পর্ব্বত, উপপর্ব্বত, জলপ্রবাহ উপত্যকা সকলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি আমার অন্তর্জ্বালায় আমার কোপে বলিয়াছি, তোমরা জাতিগণের কাছে অপমান বহন করিয়াছ;
7 এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি নিজ হস্ত তুলিয়া শপথ করিয়াছি, তোমাদের চারিদিকে যে জাতিগণ আছে, তাহারাই নিশ্চয় আপনাদের অপমান বহন করিবে।
8 কিন্তু হে ইস্রায়েলের পর্ব্বতগণ, তোমরা আপনাদের শাখা বাড়াইয়া আমার প্রজা ইস্রায়েলকে আপন আপন ফল দিবে, কেননা তাহাদের আগমন সন্নিকট।
9 কারণ দেখ, আমি তোমাদের সপক্ষ; এবং আমি তোমাদের প্রতি ফিরিব, তাহাতে তোমাদিগেতে চাষ বীজবপন হইবে।
10 আর আমি তোমাদের উপরে মনুষ্যদিগকে, সমস্ত ইস্রায়েল-কুলকে, তাহার সকলকেই বহুসংখ্যক করিব; আর নগর সকল বসতিবিশিষ্ট হইবে, এবং ধ্বংসিত স্থান সকল নির্ম্মিত হইবে।
11 আর আমি তোমাদের উপরে মনুষ্য পশুকে বহুসংখ্যক করিব, তাহাতে তাহারা বর্দ্ধিষ্ণু বহুপ্রজ হইবে; এবং আমি তোমাদিগকে পূর্ব্বকালের ন্যায় বসতিস্থান করিব, এবং তোমাদের আদিম দশা অপেক্ষা অধিক মঙ্গল তোমাদিগকে দিব; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
12 আমি তোমাদের উপর দিয়া মনুষ্যদিগকে, আমার প্রজা ইস্রায়েলকে, যাতায়াত করাইব; তাহারা তোমাকে ভোগ করিবে, তুমি তাহাদের অধিকার ভূমি হইবে, এখন হইতে তাহাদিগকে আর সন্তানবিহীন করিবে না।
13 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তাহারা তোমাকে মনুষ্যগ্রাসক নিজ জাতির সন্তাননাশক বলে;
14 এই জন্য তুমি আর মনুষ্যদিগকে গ্রাস করিবে না, এবং তোমার জাতিকে আর সন্তানবিহীন করিবে না, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
15 আমি তোমাকে আর জাতিগণের অপমান-বাক্য শুনাইব না, তুমি আর লোকদিগের টিটকারির ভার বহন করিবে না, এবং তোমার জাতির বিঘ্ন আর জন্মাইবে না, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
16 আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
17 হে মনুষ্য-সন্তান, ইস্রায়েল-কুল যখন আপনাদের ভূমিতে বাস করিত, তখন আপন আপন আচরণ ক্রিয়া দ্বারা তাহা অশুচি করিত; তাহাদের আচরণ আমার দৃষ্টিতে স্ত্রীলোকের পৃথক্‌স্থিতিকালীন অশৌচের তুল্য বোধ হইল।
18 অতএব সেই দেশে তাহাদের সেচিত রক্ত প্রযুক্ত, এবং তাহাদের পুত্তলিগণ দ্বারা দেশ অশুচি করণ প্রযুক্ত, আমি তাহাদের উপরে আপন কোপ সেচন করিলাম।
19 আর আমি তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিলাম, এবং তাহারা নানা দেশে বিকীর্ণ হইল; তাহাদের আচরণ ক্রিয়ানুসারে আমি তাহাদের বিচার করিলাম।
20 আর তাহারা যেখানে গেল, সেইখানে জাতিগণের নিকটে গিয়া আমার পবিত্র নাম অপবিত্র করিল; কেননা লোকে তাহাদের বিষয়ে বলিত, উহারা সদাপ্রভুর প্রজা, এবং তাঁহারই দেশ হইতে বাহির হইয়াছে।
21 কিন্তু আমি আমার সেই পবিত্র নামের অনুরোধে দয়ার্দ্র হইলাম, যাহা ইস্রায়েল-কুল, জাতিগণের মধ্যে যেখানে গিয়াছে, সেইখানে অপবিত্র করিয়াছে।
22 অতএব তুমি ইস্রায়েল-কুলকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে ইস্রায়েল-কুল, আমি তোমাদের নিমিত্ত কার্য্য করিতেছি, তাহা নয়, কিন্তু আমার সেই পবিত্র নামের অনুরোধে কার্য্য করিতেছি, যাহা তোমরা যেখানে গিয়াছ, সেইখানে জাতিগণের মধ্যে অপবিত্র করিয়াছ।
23 আমি আমার সেই মহৎ নাম পবিত্র করিব, যাহা জাতিগণের মধ্যে অপবিত্রীকৃত হইয়াছে, যাহা তোমরা তাহাদের মধ্যে অপবিত্র করিয়াছ; আর জাতিগণ জানিবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি তাহাদের সাক্ষাতে তোমাদিগেতে পবিত্র বলিয়া মান্য হইব, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
24 কারণ আমি জাতিগণের মধ্য হইতে তোমাদিগকে গ্রহণ করিব, দেশসমূহ হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, তোমাদেরই দেশে তোমাদিগকে উপস্থিত করিব।
25 আর আমি তোমাদের উপরে শুচি জল প্রক্ষেপ করিব, তাহাতে তোমরা শুচি হইবে; আমি তোমাদের সকল অশৌচ হইতে তোমাদের সকল পুত্তলি হইতে তোমাদিগকে শুচি করিব।
26 আর আমি তোমাদিগকে নূতন হৃদয় দিব, তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব; আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, তোমাদিগকে মাংসময় হৃদয় দিব।
27 আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব, এবং তোমাদিগকে আমার বিধিপথে চালাইব, তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে পালন করিবে।
28 আর আমি তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশে তোমরা বাস করিবে; আর তোমরা আমার প্রজা হইবে, এবং আমিই তোমাদের ঈশ্বর হইব।
29 আমি তোমাদের সমস্ত অশুচিতা হইতে তোমাদিগকে পরিত্রাণ করিব; এবং গোধূম আহ্বান করিয়া প্রচুর করিয়া দিব, তোমাদের উপরে দুর্ভিক্ষভার অর্পণ করিব না।
30 আমি বৃক্ষের ফল ক্ষেত্রোৎপন্ন দ্রব্য প্রচুর করিয়া দিব, যেন জাতিগণের মধ্যে তোমরা আর দুর্ভিক্ষজন্য টিটকারি ভোগ না কর।
31 তখন তোমরা আপনাদের মন্দ আচরণ অসৎক্রিয়া সকল স্মরণ করিবে, এবং আপনাদের অপরাধ জঘন্য কার্য্য প্রযুক্ত আপনাদের দৃষ্টিতে আপনাদিগকে অতিশয় ঘৃণা করিবে।
32 প্রভু সদাপ্রভু বলেন, তোমরা জানিও, আমি তোমাদের নিমিত্ত কার্য্য করিতেছি, তাহা নয়; হে ইস্রায়েল-কুল, তোমরা আপনাদের আচরণ প্রযুক্ত লজ্জিত বিষণ্ণ হও।
33 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যে দিন আমি তোমাদের সকল অপরাধ হইতে তোমাদিগকে শুচি করিব, সেই দিন নগর সকলকে বসতিবিশিষ্ট করিব, এবং উৎসন্ন স্থান সকল নির্ম্মিত হইবে।
34 আর যে দেশ পথিক সকলের সাক্ষাতে ধ্বংসস্থান ছিল, সেই ধ্বংসিত দেশে কৃষিকার্য্য চলিবে।
35 আর লোকে বলিবে, এই ধ্বংসিত দেশ এদন উদ্যানের তুল্য হইল, এবং উচ্ছিন্ন, ধ্বংসিত উৎপাটিত নগর সকল প্রাচীরবেষ্টিত বসতিস্থান হইল।
36 তখন তোমাদের চারিদিকে অবশিষ্ট জাতিগণ জানিতে পাইবে যে, আমি সদাপ্রভু উৎপাটিত স্থান সকল নির্ম্মাণ করিয়াছি, ধ্বংসিত স্থান উদ্যান করিয়াছি; আমি সদাপ্রভু ইহা বলিয়াছি, এবং ইহা সিদ্ধ করিব।
37 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তাহাদের পক্ষে ইহা করিবার জন্য আমি ইস্রায়েল-কুলকে আমার কাছে অন্বেষণ করিতে দিব; আমি তাহাদিগকে মেষপালের ন্যায় মনুষ্যে বর্দ্ধিষ্ণু করিব।
38 যেমন পবিত্র মেষপালে, যেমন যিরূশালেমের পর্ব্বসময়ের মেষপালে, তেমনি মনুষ্যপালে এই উচ্ছিন্ন নগর সকল পরিপূর্ণ হইবে; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
1 Also, thou H859 son H1121 of man, H120 prophesy H5012 unto H413 the mountains H2022 of Israel, H3478 and say, H559 Ye mountains H2022 of Israel, H3478 hear H8085 the word H1697 of the LORD: H3068
2 Thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 Because H3282 the enemy H341 hath said H559 against H5921 you, Aha, H1889 even the ancient H5769 high places H1116 are H1961 ours in possession: H4181
3 Therefore H3651 prophesy H5012 and say, H559 Thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 Because H3282 H3282 they have made you desolate, H8074 and swallowed you up H7602 H853 on every side H4480 H5439 , that ye might be H1961 a possession H4181 unto the residue H7611 of the heathen, H1471 and ye are taken up H5927 in H5921 the lips H8193 of talkers, H3956 and are an infamy H1681 of the people: H5971
4 Therefore H3651 , ye mountains H2022 of Israel, H3478 hear H8085 the word H1697 of the Lord H136 GOD; H3069 Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 to the mountains, H2022 and to the hills, H1389 to the rivers, H650 and to the valleys, H1516 to the desolate H8074 wastes, H2723 and to the cities H5892 that are forsaken, H5800 which H834 became H1961 a prey H957 and derision H3933 to the residue H7611 of the heathen H1471 that H834 are round about H4480 H5439 ;
5 Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 Surely H518 H3808 in the fire H784 of my jealousy H7068 have I spoken H1696 against H5921 the residue H7611 of the heathen, H1471 and against H5921 all H3605 Idumea, H123 which H834 have appointed H5414 H853 my land H776 into their possession H4181 with the joy H8057 of all H3605 their heart, H3824 with despiteful H7589 minds, H5315 to H4616 cast it out H1644 for a prey. H957
6 Prophesy H5012 therefore H3651 concerning H5921 the land H127 of Israel, H3478 and say H559 unto the mountains, H2022 and to the hills, H1389 to the rivers, H650 and to the valleys, H1516 Thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 Behold, H2009 I have spoken H1696 in my jealousy H7068 and in my fury, H2534 because H3282 ye have borne H5375 the shame H3639 of the heathen: H1471
7 Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 I H589 have lifted up H5375 H853 mine hand, H3027 Surely H518 H3808 the heathen H1471 that H834 are about H4480 H5439 you, they H1992 shall bear H5375 their shame. H3639
8 But ye, H859 O mountains H2022 of Israel, H3478 ye shall shoot forth H5414 your branches, H6057 and yield H5375 your fruit H6529 to my people H5971 of Israel; H3478 for H3588 they are at hand H7126 to come. H935
9 For H3588 , behold, H2009 I am for H413 you , and I will turn H6437 unto H413 you , and ye shall be tilled H5647 and sown: H2232
10 And I will multiply H7235 men H120 upon H5921 you, all H3605 the house H1004 of Israel, H3478 even all H3605 of it : and the cities H5892 shall be inhabited, H3427 and the wastes H2723 shall be built: H1129
11 And I will multiply H7235 upon H5921 you man H120 and beast; H929 and they shall increase H7235 and bring fruit: H6509 and I will settle H3427 you after your old estates, H6927 and will do better H3190 unto you than at your beginnings H4480 H7221 : and ye shall know H3045 that H3588 I H589 am the LORD. H3068
12 Yea , I will cause men H120 to walk H1980 upon H5921 you, even H853 my people H5971 Israel; H3478 and they shall possess H3423 thee , and thou shalt be H1961 their inheritance, H5159 and thou shalt no H3808 more H3254 henceforth H5750 bereave H7921 them of men .
13 Thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 Because H3282 they say H559 unto you, Thou H859 land devourest up H398 men, H120 and hast bereaved H1961 H7921 thy nations; H1471
14 Therefore H3651 thou shalt devour H398 men H120 no H3808 more, H5750 neither H3808 bereave H7921 thy nations H1471 any more, H5750 saith H5002 the Lord H136 GOD. H3069
15 Neither H3808 will I cause men to hear H8085 in H413 thee the shame H3639 of the heathen H1471 any more, H5750 neither H3808 shalt thou bear H5375 the reproach H2781 of the people H5971 any more, H5750 neither H3808 shalt thou cause thy nations H1471 to fall H3782 any more, H5750 saith H5002 the Lord H136 GOD. H3069
16 Moreover the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying, H559
17 Son H1121 of man, H120 when the house H1004 of Israel H3478 dwelt H3427 in H5921 their own land, H127 they defiled H2930 it by their own way H1870 and by their doings: H5949 their way H1870 was H1961 before H6440 me as the uncleanness H2932 of a removed woman. H5079
18 Wherefore I poured H8210 my fury H2534 upon H5921 them for H5921 the blood H1818 that H834 they had shed H8210 upon H5921 the land, H776 and for their idols H1544 wherewith they had polluted H2930 it:
19 And I scattered H6327 them among the heathen, H1471 and they were dispersed H2219 through the countries: H776 according to their way H1870 and according to their doings H5949 I judged H8199 them.
20 And when they entered H935 unto H413 the heathen, H1471 whither H834 H8033 they went, H935 they profaned H2490 H853 my holy H6944 name, H8034 when they said H559 to them, These H428 are the people H5971 of the LORD, H3068 and are gone forth H3318 out of his land H4480 H776 .
21 But I had pity H2550 for H5921 mine holy H6944 name, H8034 which H834 the house H1004 of Israel H3478 had profaned H2490 among the heathen, H1471 whither H834 H8033 they went. H935
22 Therefore H3651 say H559 unto the house H1004 of Israel, H3478 Thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 I H589 do H6213 not H3808 this for your sakes, H4616 O house H1004 of Israel, H3478 but H3588 H518 for mine holy H6944 name's H8034 sake, which H834 ye have profaned H2490 among the heathen, H1471 whither H834 H8033 ye went. H935
23 And I will sanctify H6942 H853 my great H1419 name, H8034 which was profaned H2490 among the heathen, H1471 which H834 ye have profaned H2490 in the midst H8432 of them ; and the heathen H1471 shall know H3045 that H3588 I H589 am the LORD, H3068 saith H5002 the Lord H136 GOD, H3069 when I shall be sanctified H6942 in you before their eyes. H5869
24 For I will take H3947 you from among H4480 the heathen, H1471 and gather H6908 you out of all H4480 H3605 countries, H776 and will bring H935 you into H413 your own land. H127
25 Then will I sprinkle H2236 clean H2889 water H4325 upon H5921 you , and ye shall be clean: H2891 from all H4480 H3605 your filthiness, H2932 and from all H4480 H3605 your idols, H1544 will I cleanse H2891 you.
26 A new H2319 heart H3820 also will I give H5414 you , and a new H2319 spirit H7307 will I put H5414 within H7130 you : and I will take away H5493 H853 the stony H68 heart H3820 out of your flesh H4480 H1320 , and I will give H5414 you a heart H3820 of flesh. H1320
27 And I will put H5414 my spirit H7307 within H7130 you , and cause H6213 you to walk H1980 in H854 my statutes, H2706 and ye shall keep H8104 my judgments, H4941 and do H6213 them .
28 And ye shall dwell H3427 in the land H776 that H834 I gave H5414 to your fathers; H1 and ye shall be H1961 my people, H5971 and I H595 will be H1961 your God. H430
29 I will also save H3467 you from all H4480 H3605 your uncleannesses: H2932 and I will call H7121 for H413 the corn, H1715 and will increase H7235 it , and lay H5414 no H3808 famine H7458 upon H5921 you.
30 And I will multiply H7235 H853 the fruit H6529 of the tree, H6086 and the increase H8570 of the field, H7704 that H4616 H834 ye shall receive H3947 no H3808 more H5750 reproach H2781 of famine H7458 among the heathen. H1471
31 Then shall ye remember H2142 H853 your own evil H7451 ways, H1870 and your doings H4611 that H834 were not H3808 good, H2896 and shall loathe yourselves H6962 in your own sight H6440 for H5921 your iniquities H5771 and for H5921 your abominations. H8441
32 Not H3808 for your sakes H4616 do H6213 I H589 this , saith H5002 the Lord H136 GOD, H3069 be it known H3045 unto you : be ashamed H954 and confounded H3637 for your own ways H4480 H1870 , O house H1004 of Israel. H3478
33 Thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 In the day H3117 that I shall have cleansed H2891 you from all H4480 H3605 your iniquities H5771 I will also cause you to dwell H3427 H853 in the cities, H5892 and the wastes H2723 shall be built. H1129
34 And the desolate H8074 land H776 shall be tilled, H5647 whereas H8478 H834 it lay H1961 desolate H8077 in the sight H5869 of all H3605 that passed by. H5674
35 And they shall say, H559 This H1977 land H776 that was desolate H8074 is become H1961 like the garden H1588 of Eden; H5731 and the waste H2720 and desolate H8074 and ruined H2040 cities H5892 are become fenced, H1219 and are inhabited. H3427
36 Then the heathen H1471 that H834 are left H7604 round about H5439 you shall know H3045 that H3588 I H589 the LORD H3068 build H1129 the ruined H2040 places, and plant H5193 that that was desolate: H8074 I H589 the LORD H3068 have spoken H1696 it , and I will do H6213 it .
37 Thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 I will yet H5750 for this H2063 be inquired of H1875 by the house H1004 of Israel, H3478 to do H6213 it for them ; I will increase H7235 them with men H120 like a flock. H6629
38 As the holy H6944 flock, H6629 as the flock H6629 of Jerusalem H3389 in her solemn feasts; H4150 so H3651 shall the waste H2720 cities H5892 be H1961 filled H4392 with flocks H6629 of men: H120 and they shall know H3045 that H3588 I H589 am the LORD. H3068
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×