Bible Versions
Bible Books

Ezekiel 40:11 (BNV) Bengali Old BSI Version

1 আমাদের নির্ব্বাসের পঞ্চবিংশ বৎসরে, বৎসরের আরম্ভে, মাসের দশম দিনে, অর্থাৎ নগর নিপাতিত হইবার পরে চতুর্দ্দশ বৎসরের সেই দিবসে, সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিলেন, আমাকে সেই স্থানে উপস্থিত করিলেন।
2 তিনি ঈশ্বরীয় দর্শনযোগে আমাকে ইস্রায়েল-দেশে উপস্থিত করিলেন, অতিশয় উচ্চ কোন এক পর্ব্বতে বসাইলেন; তাহার উপরে দক্ষিণদিকে যেন এক নগরের গাঁথনি ছিল।
3 তিনি আমাকে সেই স্থানে লইয়া গেলেন, আর দেখ, এক পুরুষ; তাঁহার আভা পিত্তলের আভার ন্যায়, তাঁহার হস্তে কার্পাসের এক রজ্জু পরিমাণার্থক এক নল ছিল, এবং তিনি দ্বারে দাঁড়াইয়া ছিলেন।
4 পরে সেই পুরুষ আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে যাহা যাহা দেখাইব, সেই সকল তুমি স্বচক্ষে নিরীক্ষণ কর, স্বকর্ণে শ্রবণ কর তাহাতে তোমার চিত্ত নিবেশ কর, কেননা আমি যেন তোমাকে সে সকল দেখাই, সেই জন্যই তুমি এই স্থানে আনীত হইলে; তুমি যাহা যাহা দেখিবে, তাহা সকলই ইস্রায়েল-কুলকে জ্ঞাত করিও।
5 আর দেখ, গৃহের বাহিরে চারিদিকে এক প্রাচীর, আর সেই পুরুষের হস্তে পরিমাণার্থক এক নল, তাহা ছয় হস্ত দীর্ঘ, ইহার প্রত্যেক হস্ত এক হস্ত চারি অঙ্গুলি পরিমিত। পরে তিনি ভিত্তির বেধ এক নল উচ্চতা এক নল মাপিলেন।
6 পরে তিনি পূর্ব্বাভিমুখ দ্বারে আসিলেন, তাহার সোপান দিয়া উঠিলেন, এবং দ্বারের গোবরাট মাপিলেন; তাহার প্রস্থ এক নল পরিমিত; এবং অন্য গোবরাট, তাহার প্রস্থ এক নল পরিমিত।
7 আর প্রত্যেক বাসা দীর্ঘে এক নল প্রস্থে এক নল পরিমিত; এক এক বাসার মধ্যে পাঁচ পাঁচ হস্ত ব্যবধান ছিল; এবং দ্বারের বারাণ্ডার পার্শ্বে গৃহের দিকে দ্বারের গোবরাট এক নল পরিমিত ছিল।
8 আর তিনি গৃহের দিকে দ্বারের বারাণ্ডা এক নল মাপিলেন।
9 পরে তিনি দ্বারের বারাণ্ডা আট হস্ত এবং তাহার উপস্তম্ভ সকল দুই হস্ত মাপিলেন; দ্বারের বারাণ্ডা গৃহের দিকে ছিল।
10 আর পূর্ব্বাভিমুখ দ্বারের বাসা এক পার্শ্বে তিনটী, অন্য পার্শ্বেও তিনটী ছিল; তিনের একই পরিমাণ ছিল; এবং এপার্শ্বে ওপার্শ্বে স্থিত উপস্তম্ভ সকলেরও একই পরিমাণ ছিল।
11 পরে তিনি দ্বারের প্রবেশস্থানের প্রস্থ দশ হস্ত মাপিলেন; আর দ্বারের দীর্ঘতা তের হস্ত পরিমিত ছিল।
12 আর বাসা সকলের সম্মুখে এক হস্ত পরিমিত প্রান্ত ছিল; এবং অন্য পার্শ্বেও এক হস্ত পরিমিত প্রান্ত ছিল; এবং প্রত্যেক বাসা এক পার্শ্বে ছয় হস্ত পরিমিত, এবং অন্য পার্শ্বে ছয় হস্ত পরিমিত ছিল।
13 পরে তিনি এক বাসার ছাদ অবধি অপর বাসার ছাদ পর্য্যন্ত দ্বারের প্রস্থ পঁচিশ হস্ত মাপিলেন, এক প্রবেশ-দ্বার অপর প্রবেশ-দ্বারের সম্মুখে ছিল।
14 পরে তিনি উপস্তম্ভ সকল ষাট হস্ত করিলেন; এবং প্রাঙ্গণ উপস্তম্ভগুলি পর্য্যন্ত বিস্তৃত হইল, তাহার চারিদিকে দ্বার ছিল।
15 আর প্রবেশস্থানে দ্বারের অগ্রদেশ হইতে অন্তঃস্থ দ্বারের বারাণ্ডায় অগ্রদেশ পর্য্যন্ত পঞ্চাশ হস্ত ছিল।
16 আর দ্বারের ভিতরে সর্ব্বদিকে বাসা সকলের তাহার উপস্তম্ভ সকলের জালবদ্ধ বাতায়ন ছিল, এবং তাহার মণ্ডপ সকলে তদ্রূপ ছিল; বাতায়ন সকল ভিতরে চারিদিকে ছিল; এবং উপস্তম্ভ সকলে খর্জ্জুর বৃক্ষের আকৃতি ছিল।
17 পরে তিনি আমাকে বহিঃপ্রাঙ্গণে আনিলেন; আর দেখ, সেই স্থানে অনেক কুঠরী চারিদিকে প্রাঙ্গণের জন্য নির্ম্মিত প্রস্তরবাঁধা ভূমি; সেই প্রস্তরবাঁধা ভূমির উপরে ত্রিশ কুঠরী।
18 সেই প্রস্তরবাঁধা ভূমি দ্বার সকলের বগলে দ্বারের দৈর্ঘ্যানুযায়ী ছিল, ইহা নিম্নতর প্রস্তরবাঁধা ভূমি।
19 পরে তিনি দ্বারের নিম্নতন অগ্রদেশ হইতে অন্তঃপ্রাঙ্গণের অগ্রদেশ পর্য্যন্ত বাহিরে প্রস্থ মাপিলেন, পূর্ব্বদিকে উত্তরদিকে তাহা এক শত হস্ত।
20 পরে তিনি বহিঃপ্রাঙ্গণের উত্তরাভিমুখ দ্বারের দীর্ঘতা প্রস্থ মাপিলেন।
21 তাহার বাসা এক পার্শ্বে তিনটী অন্য পার্শ্বে তিনটী, এবং তাহার উপস্তম্ভ মণ্ডপ সকলের পরিমাণ প্রথম দ্বারের পরিমাণের তুল্য; দীর্ঘে পঞ্চাশ হস্ত প্রস্থে পঁচিশ হস্ত।
22 আর তাহার বাতায়ন, মণ্ডপ খর্জ্জুরাকৃতি সকল পূর্ব্বাভিমুখ দ্বারের পরিমাণানুরূপ ছিল, লোকেরা সাতটী ধাপ দিয়া তাহাতে আরোহণ করিত; তৎসম্মুখে তাহার মণ্ডপ ছিল।
23 আর উত্তরদ্বারের পূর্ব্বদ্বারের সম্মুখে অন্তঃপ্রাঙ্গণের দ্বার ছিল; তিনি এক দ্বার হইতে অন্য দ্বার পর্য্যন্ত এক শত হস্ত মাপিলেন।
24 পরে তিনি আমাকে দক্ষিণদিকে লইয়া গেলেন, আর দেখ, দক্ষিণদিকে এক দ্বার; আর তিনি তাহার উপস্তম্ভ মণ্ডপ সকল মাপিলেন, তাহার পরিমাণ পূর্ব্বোক্ত পরিমাণের তুল্য।
25 আর পূর্ব্বোক্ত বাতায়নের ন্যায় চারিদিকে তাহার তাহার মণ্ডপ সকলেরও বাতায়ন ছিল; দীর্ঘে পঞ্চাশ হস্ত প্রস্থে পঁচিশ হস্ত।
26 আর তাহাতে আরোহণ করিবার সাতটী ধাপ ছিল, সেগুলির সম্মুখে তাহার মণ্ডপ ছিল; এবং তাহার উপস্তম্ভে এক দিকে এক, অন্য দিকে এক, এইরূপ দুই খর্জ্জুরাকৃতি ছিল।
27 আর দক্ষিণদিকে অন্তঃপ্রাঙ্গণের এক দ্বার ছিল; পরে তিনি দক্ষিণাভিমুখ এক দ্বার হইতে অন্য দ্বার পর্য্যন্ত এক শত হস্ত মাপিলেন।
28 পরে তিনি আমাকে দক্ষিণদ্বার দিয়া অন্তঃপ্রাঙ্গণের মধ্যে আনিলেন; এবং পূর্ব্বোক্ত পরিমাণ অনুসারে দক্ষিণদ্বার মাপিলেন।
29 আর তাহার বাসা, উপস্তম্ভ মণ্ডপ সকল পরিমাণের অনুরূপ ছিল; এবং চারিদিকে তাহার তাহার মণ্ডপের বাতায়ন ছিল; দ্বার দীর্ঘে পঞ্চাশ হস্ত, প্রস্থে পঁচিশ হস্ত।
30 আর চারিদিকে মণ্ডপ ছিল, তাহা পঁচিশ হস্ত দীর্ঘ পাঁচ হস্ত প্রস্থ।
31 আর তাহার মণ্ডপগুলি বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে, এবং তাহার উপস্তম্ভে খর্জ্জুরাকৃতি ছিল; এবং তাহার আরোহণীর আটটী ধাপ।
32 পরে তিনি আমাকে পূর্ব্বদিকে অন্তঃপ্রাঙ্গণের মধ্যে আনিলেন; এবং পরিমাণ অনুসারে দ্বার মাপিলেন।
33 তাহার বাসা, উপস্তম্ভ মণ্ডপগুলি পরিমাণের অনুরূপ ছিল; এবং চারিদিকে তাহার তাহার মণ্ডপের বাতায়ন ছিল; দীর্ঘে পঞ্চাশ হস্ত প্রস্থে পঁচিশ হস্ত।
34 আর তাহার মণ্ডপগুলি বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে ছিল, এবং এদিকে ওদিকে তাহার উপস্তম্ভে খর্জ্জুরাকৃতি ছিল, এবং তাহার আরোহণীর আটটী ধাপ।
35 পরে তিনি আমাকে উত্তরদ্বারে আনিলেন; এবং পরিমাণ অনুসারে তাহা মাপিলেন।
36 তাহার বাসা, উপস্তম্ভ মণ্ডপগুলি এবং চারিদিকে বাতায়ন ছিল; দীর্ঘে পঞ্চাশ হস্ত প্রস্থে পঁচিশ হস্ত।
37 তাহার উপস্তম্ভগুলি বহিঃপ্রাঙ্গণের পার্শ্বে, এবং এদিকে ওদিকে উপস্তম্ভে খর্জ্জুরাকৃতি ছিল; এবং তাহার আরোহণীর আটটী ধাপ।
38 দ্বার সকলের উপস্তম্ভের নিকটে দ্বারযুক্ত এক এক কুঠরী ছিল; তথায় লোকেরা হোমবলি ধৌত করিত।
39 আর দ্বারের বারাণ্ডায় এদিকে দুই মেজ, ওদিকে দুই মেজ ছিল, তাহার নিকটে হোমার্থক, পাপার্থক, দোষার্থক বলি হনন করা হইত।
40 আর দ্বারের বগলে বাহিরে উত্তরদ্বারের প্রবেশস্থানে আরোহণীর কাছে দুই মেজ ছিল, আবার দ্বারের বারাণ্ডার পার্শ্ববর্ত্তী অন্য বগলে দুই মেজ ছিল।
41 দ্বারের বগলে এদিকে চারি মেজ, ওদিকে চারি মেজ ছিল; সর্ব্বশুদ্ধ আট মেজ, তদুপরি বলি হনন করা হইত।
42 আর হোমবলির জন্য চারি মেজ ছিল, তাহা তক্ষিত প্রস্তরে নির্ম্মিত, এবং দেড় হস্ত দীর্ঘ, দেড় হস্ত প্রস্থ এক হস্ত উচ্চ ছিল; হোমবলির অন্য বলির পশু যদ্দ্বারা হনন করা হইত, সেই সকল অস্ত্র তথায় রাখা যাইত।
43 আর চারি চারি অঙ্গুলি দীর্ঘ আঁকড়া চারিদিকে ভিত্তিতে মারা ছিল, এবং মেজ সকলের উপরে উপহারের মাংস রাখা যাইত।
44 আর ভিতরের দ্বারের বাহিরে অন্তঃপ্রাঙ্গণে গায়কদের কুঠরী সকল ছিল, একটী ছিল উত্তরদ্বারের বগলে, সেটী দক্ষিণাভিমুখ; আর একটী ছিল পূর্ব্বদ্বারের বগলে, সেটী উত্তরাভিমুখ।
45 পরে তিনি আমাকে কহিলেন, যে যাজকেরা গৃহের রক্ষণীয় রক্ষা করে, এই দক্ষিণাভিমুখ কুঠরী তাহাদের হইবে।
46 আর যে যাজকেরা যজ্ঞবেদির রক্ষণীয় রক্ষা করে, এই উত্তরাভিমুখ কুঠরী তাহাদের হইবে। ইহারা সাদোকের সন্তান, লেবির সন্তানদের মধ্যে ইহারাই সদাপ্রভুর পরিচর্য্যার্থে তাঁহার নিকটবর্ত্তী হয়।
47 পরে তিনি সেই প্রাঙ্গণ মাপিলেন, তাহা এক শত হস্ত দীর্ঘ এক শত হস্ত প্রস্থ, চারিদিকে সমান ছিল; যজ্ঞবেদি গৃহের সম্মুখে ছিল।
48 পরে তিনি আমাকে গৃহের বারাণ্ডায় লইয়া গিয়া সেই বারাণ্ডার উপস্তম্ভগুলি মাপিলেন; প্রত্যেকটী এদিকে পাঁচ হস্ত, ওদিকে পাঁচ হস্ত পরিমিত; এবং দ্বারের প্রস্থ এদিকে তিন হস্ত, ওদিকে তিন হস্ত পরিমিত ছিল।
49 বারাণ্ডার দীর্ঘতা বিংশতি হস্ত প্রস্থ একাদশ হস্ত ছিল; এবং দশ ধাপ দিয়া লোকে তাহাতে উঠিত; আর উপস্তম্ভের নিকটে এদিকে এক স্তম্ভ, ওদিকে এক স্তম্ভ ছিল।
1 In the five H2568 and twentieth H6242 year H8141 of our captivity, H1546 in the beginning H7218 of the year, H8141 in the tenth H6218 day of the month, H2320 in the fourteenth H702 H6240 year H8141 after H310 that H834 the city H5892 was smitten, H5221 in the selfsame H2088 H6106 day H3117 the hand H3027 of the LORD H3068 was H1961 upon H5921 me , and brought H935 me thither. H8033
2 In the visions H4759 of God H430 brought H935 he me into H413 the land H776 of Israel, H3478 and set H5117 me upon H413 a very H3966 high H1364 mountain, H2022 by H5921 which was as the frame H4011 of a city H5892 on the south H4480 H5045 .
3 And he brought H935 me thither, H8033 and, behold, H2009 there was a man, H376 whose appearance H4758 was like the appearance H4758 of brass, H5178 with a line H6616 of flax H6593 in his hand, H3027 and a measuring H4060 reed; H7070 and he H1931 stood H5975 in the gate. H8179
4 And the man H376 said H1696 unto H413 me, Son H1121 of man, H120 behold H7200 with thine eyes, H5869 and hear H8085 with thine ears, H241 and set H7760 thine heart H3820 upon all H3605 that H834 I H589 shall show H7200 thee; for H3588 to the intent that H4616 I might show H7200 them unto thee art thou brought H935 hither: H2008 declare H5046 H853 all H3605 that H834 thou H859 seest H7200 to the house H1004 of Israel. H3478
5 And behold H2009 a wall H2346 on the outside H4480 H2351 of the house H1004 round about H5439 H5439 , and in the man's H376 hand H3027 a measuring H4060 reed H7070 of six H8337 cubits H520 long by the cubit H520 and a handbreadth: H2948 so he measured H4058 H853 the breadth H7341 of the building, H1146 one H259 reed; H7070 and the height, H6967 one H259 reed. H7070
6 Then came H935 he unto H413 the gate H8179 which H834 looketh H6440 toward H1870 the east, H6921 and went up H5927 the stairs H4609 thereof , and measured H4058 H853 the threshold H5592 of the gate, H8179 which was one H259 reed H7070 broad; H7341 and the other H259 threshold H5592 of the gate, which was one H259 reed H7070 broad. H7341
7 And every little chamber H8372 was one H259 reed H7070 long, H753 and one H259 reed H7070 broad; H7341 and between H996 the little chambers H8372 were five H2568 cubits; H520 and the threshold H5592 of the gate H8179 by H4480 H681 the porch H197 of the gate H8179 within H1004 was one H259 reed. H7070
8 He measured H4058 also H853 the porch H197 of the gate H8179 within, H1004 one H259 reed. H7070
9 Then measured H4058 he H853 the porch H197 of the gate, H8179 eight H8083 cubits; H520 and the posts H352 thereof, two H8147 cubits; H520 and the porch H197 of the gate H8179 was inward. H1004
10 And the little chambers H8372 of the gate H8179 eastward H1870 H6921 were three H7969 on this side H4480 H6311 , and three H7969 on that side H4480 H6311 ; they three H7969 were of one H259 measure: H4060 and the posts H352 had one H259 measure H4060 on this side H4480 H6311 and on that side H4480 H6311 .
11 And he measured H4058 H853 the breadth H7341 of the entry H6607 of the gate, H8179 ten H6235 cubits; H520 and the length H753 of the gate, H8179 thirteen H7969 H6240 cubits. H520
12 The space H1366 also before H6440 the little chambers H8372 was one H259 cubit H520 on this side , and the space H1366 was one H259 cubit H520 on that side H4480 H6311 : and the little chambers H8372 were six H8337 cubits H520 on this side H4480 H6311 , and six H8337 cubits H520 on that side H4480 H6311 .
13 He measured H4058 then H853 the gate H8179 from the roof H4480 H1406 of one little chamber H8372 to the roof H1406 of another : the breadth H7341 was five H2568 and twenty H6242 cubits, H520 door H6607 against H5048 door. H6607
14 He made H6213 also H853 posts H352 of threescore H8346 cubits, H520 even unto H413 the post H352 of the court H2691 round about H5439 H5439 the gate. H8179
15 And from H5921 the face H6440 of the gate H8179 of the entrance H2978 unto H5921 the face H6440 of the porch H197 of the inner H6442 gate H8179 were fifty H2572 cubits. H520
16 And there were narrow H331 windows H2474 to H413 the little chambers, H8372 and to H413 their posts H352 within H6441 the gate H8179 round about H5439 H5439 , and likewise H3651 to the porches: H361 and windows H2474 were round about H5439 H5439 inward: H6441 and upon H413 each post H352 were palm trees. H8561
17 Then brought H935 he me into H413 the outward H2435 court, H2691 and, lo, H2009 there were chambers, H3957 and a pavement H7531 made H6213 for the court H2691 round about H5439 H5439 : thirty H7970 chambers H3957 were upon H413 the pavement. H7531
18 And the pavement H7531 by H413 the side H3802 of the gates H8179 over against H5980 the length H753 of the gates H8179 was the lower H8481 pavement. H7531
19 Then he measured H4058 the breadth H7341 from the forefront H4480 H6440 of the lower H8481 gate H8179 unto the forefront H6440 of the inner H6442 court H2691 without H4480 H2351 , a hundred H3967 cubits H520 eastward H6921 and northward. H6828
20 And the gate H8179 of the outward H2435 court H2691 that H834 looked H6440 toward H1870 the north, H6828 he measured H4058 the length H753 thereof , and the breadth H7341 thereof.
21 And the little chambers H8372 thereof were three H7969 on this side H4480 H6311 and three H7969 on that side H4480 H6311 ; and the posts H352 thereof and the porches H361 thereof were H1961 after the measure H4060 of the first H7223 gate: H8179 the length H753 thereof was fifty H2572 cubits, H520 and the breadth H7341 five H2568 and twenty H6242 cubits. H520
22 And their windows, H2474 and their porches, H361 and their palm trees, H8561 were after the measure H4060 of the gate H8179 that H834 looketh H6440 toward H1870 the east; H6921 and they went up H5927 unto it by seven H7651 steps; H4609 and the porches H361 thereof were before H6440 them.
23 And the gate H8179 of the inner H6442 court H2691 was over against H5048 the gate H8179 toward the north, H6828 and toward the east; H6921 and he measured H4058 from gate H4480 H8179 to H413 gate H8179 a hundred H3967 cubits. H520
24 After that he brought H1980 me toward H1870 the south, H1864 and behold H2009 a gate H8179 toward H1870 the south: H1864 and he measured H4058 the posts H352 thereof and the porches H361 thereof according to these H428 measures. H4060
25 And there were windows H2474 in it and in the porches H361 thereof round about H5439 H5439 , like those H428 windows: H2474 the length H753 was fifty H2572 cubits, H520 and the breadth H7341 five H2568 and twenty H6242 cubits. H520
26 And there were seven H7651 steps H4609 to go up H5930 to it , and the porches H361 thereof were before H6440 them : and it had palm trees, H8561 one H259 on this side H4480 H6311 , and another H259 on that side H4480 H6311 , upon H413 the posts H352 thereof.
27 And there was a gate H8179 in the inner H6442 court H2691 toward H1870 the south: H1864 and he measured H4058 from gate H4480 H8179 to H413 gate H8179 toward H1870 the south H1864 a hundred H3967 cubits. H520
28 And he brought H935 me to H413 the inner H6442 court H2691 by the south H1864 gate: H8179 and he measured H4058 H853 the south H1864 gate H8179 according to these H428 measures; H4060
29 And the little chambers H8372 thereof , and the posts H352 thereof , and the porches H361 thereof , according to these H428 measures: H4060 and there were windows H2474 in it and in the porches H361 thereof round about H5439 H5439 : it was fifty H2572 cubits H520 long, H753 and five H2568 and twenty H6242 cubits H520 broad. H7341
30 And the porches H361 round about H5439 H5439 were five H2568 and twenty H6242 cubits H520 long, H753 and five H2568 cubits H520 broad. H7341
31 And the porches H361 thereof were toward H413 the utter H2435 court; H2691 and palm trees H8561 were upon H413 the posts H352 thereof : and the going up H4608 to it had eight H8083 steps. H4609
32 And he brought H935 me into H413 the inner H6442 court H2691 toward H1870 the east: H6921 and he measured H4058 H853 the gate H8179 according to these H428 measures. H4060
33 And the little chambers H8372 thereof , and the posts H352 thereof , and the porches H361 thereof, were according to these H428 measures: H4060 and there were windows H2474 therein and in the porches H361 thereof round about H5439 H5439 : it was fifty H2572 cubits H520 long, H753 and five H2568 and twenty H6242 cubits H520 broad. H7341
34 And the porches H361 thereof were toward the outward H2435 court; H2691 and palm trees H8561 were upon H413 the posts H352 thereof , on this side H4480 H6311 , and on that side H4480 H6311 : and the going up H4608 to it had eight H8083 steps. H4609
35 And he brought H935 me to H413 the north H6828 gate, H8179 and measured H4058 it according to these H428 measures; H4060
36 The little chambers H8372 thereof , the posts H352 thereof , and the porches H361 thereof , and the windows H2474 to it round about H5439 H5439 : the length H753 was fifty H2572 cubits, H520 and the breadth H7341 five H2568 and twenty H6242 cubits. H520
37 And the posts H352 thereof were toward the utter H2435 court; H2691 and palm trees H8561 were upon H413 the posts H352 thereof , on this side H4480 H6311 , and on that side H4480 H6311 : and the going up H4608 to it had eight H8083 steps. H4609
38 And the chambers H3957 and the entries H6607 thereof were by the posts H352 of the gates, H8179 where H8033 they washed H1740 H853 the burnt offering. H5930
39 And in the porch H197 of the gate H8179 were two H8147 tables H7979 on this side H4480 H6311 , and two H8147 tables H7979 on that side H4480 H6311 , to slay H7819 thereon H413 the burnt offering H5930 and the sin offering H2403 and the trespass offering. H817
40 And at H413 the side H3802 without H4480 H2351 , as one goeth up H5927 to the entry H6607 of the north H6828 gate, H8179 were two H8147 tables; H7979 and on H413 the other H312 side, H3802 which H834 was at the porch H197 of the gate, H8179 were two H8147 tables. H7979
41 Four H702 tables H7979 were on this side H4480 H6311 , and four H702 tables H7979 on that side H4480 H6311 , by the side H3802 of the gate; H8179 eight H8083 tables, H7979 whereupon H413 they slew H7819 their sacrifices .
42 And the four H702 tables H7979 were of hewn H1496 stone H68 for the burnt offering, H5930 of a H259 cubit H520 and a H259 half H2677 long, H753 and a cubit H520 and a half H2677 broad, H7341 and one H259 cubit H520 high: H1363 whereupon H413 also they laid H5117 H853 the instruments H3627 wherewith H834 they slew H7819 H853 the burnt offering H5930 and the sacrifice. H2077
43 And within H1004 were hooks, H8240 a H259 hand broad, H2948 fastened H3559 round about H5439 H5439 : and upon H413 the tables H7979 was the flesh H1320 of the offering. H7133
44 And without H4480 H2351 the inner H6442 gate H8179 were the chambers H3957 of the singers H7891 in the inner H6442 court, H2691 which H834 was at H413 the side H3802 of the north H6828 gate; H8179 and their prospect H6440 was toward H1870 the south: H1864 one H259 at H413 the side H3802 of the east H6921 gate H8179 having the prospect H6440 toward H1870 the north. H6828
45 And he said H1696 unto H413 me, This H2090 chamber, H3957 whose H834 prospect H6440 is toward H1870 the south, H1864 is for the priests, H3548 the keepers H8104 of the charge H4931 of the house. H1004
46 And the chamber H3957 whose H834 prospect H6440 is toward H1870 the north H6828 is for the priests, H3548 the keepers H8104 of the charge H4931 of the altar: H4196 these H1992 are the sons H1121 of Zadok H6659 among the sons H4480 H1121 of Levi, H3878 which come near H7131 to H413 the LORD H3068 to minister H8334 unto him.
47 So he measured H4058 H853 the court, H2691 a hundred H3967 cubits H520 long, H753 and a hundred H3967 cubits H520 broad, H7341 foursquare; H7251 and the altar H4196 that was before H6440 the house. H1004
48 And he brought H935 me to H413 the porch H197 of the house, H1004 and measured H4058 each post H352 of the porch, H197 five H2568 cubits H520 on this side H4480 H6311 , and five H2568 cubits H520 on that side H4480 H6311 : and the breadth H7341 of the gate H8179 was three H7969 cubits H520 on this side H4480 H6311 , and three H7969 cubits H520 on that side H4480 H6311 .
49 The length H753 of the porch H197 was twenty H6242 cubits, H520 and the breadth H7341 eleven H6249 H6240 cubits; H520 and he brought me by the steps H4609 whereby H834 they went up H5927 to H413 it : and there were pillars H5982 by H413 the posts, H352 one H259 on this side H4480 H6311 , and another H259 on that side H4480 H6311 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×